নভেম্বরের ২৬ তারিখে ২০২৩ সালের এইচ এস সি ফলাফল ঘোষণা করা হবে। বাংলাদেশ শিক্ষাবোর্ডের সকল সদস্য বৈঠকে বসেছিলো। তারা জানিয়েছে সকাল ১০ টা থেকে ১১ টার দিকে অফিসিয়াল ওয়েবসাইট ও মোবাইলে এস এম এস এর মাধ্যমে রেজাল্ট প্রকাশ করা হবে। পরীক্ষার্থীদের কে বোর্ড রোল ও রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে প্রাপ্ত ফলাফল জেনে নিতে হবে। এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে দিবে তা বিস্তারিত জেনেনিন।
এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে দিবে
কিছুদিন আগে তারা জানিয়েছিলো নভেম্বরের শেষ সপ্তাহে রেজাল্ট দেওয়া হবে। অনেকে ১৮ তারিখে প্রকাশের ডেট দিয়েছিলো। কিন্তু পরবর্তিতে বাংলাদেশ সরকারের অনুমতিতে আরও ২ দিন এগিয়ে আনা হয়েছে। অর্থাৎ এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ , ২৬ শে নভেম্বর দিবে। এই নিয়ে অনলাইনে তারা নোটিশ প্রদান করেছে। শিক্ষাবোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিশ টি দেখতে পারবেন।
এইচ এস সি পরীক্ষা ২০২৩ এর মূল তথ্য
এখান থেকে এইচ এসি সি ২০২৩ এর সংক্ষিপ্ত বিবরণ জেনে নিন। এটি মূলত সংক্ষিপ্ত সিলেবাসের উপর পরীক্ষা নেওয়া হয়েছিলো। কিন্তু মানবন্টনে কোনো পরিবর্তন করা হয় নি। তাই পূর্বে যেভাবে খাতার নাম্বার দেওয়া হতো এই বছরও ঠিক সেভাবেই নম্বর বিভাজন করা হবে।
এইচ এস সি ২০২৩ | উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) |
শুরু | ১৭ আগস্ট, ২০২৩ |
শেষ | ২৫ সেপ্টেম্বর, ২০২৩ |
ব্যবহারিক পরীক্ষা | ২৬ সেপ্টেম্বর, ২০২৩ থেকে ৫ অক্টোবর, ২০২৩ |
রেজাল্ট প্রকাশের তারিখ ও সময় | ২৬ নভেম্বর, ২০২৩ সকাল ১১ টা |
ফলাফল প্রকাশের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক | www.educationboardresults.gov.bd |
এইচ এস সি পরীক্ষার ফলাফল প্রকাশ ২০২৩
ইতোমধ্যে ফলাফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হয়েছে। আপনাদের কে তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেজাল্ট জানতে হবে। তবে সকাল ১০ টার আগে এই সার্ভারে রেজাল্ট যুক্ত করা হবে। এজন্য ২৬ শে নভেম্বর সকাল ১১ টার দিকে রেজাল্ট দেখার চেষ্টা করবে। অনেক সময় শুরু দিকে রেজাল্ট দেখতে প্রবেলেম হবে। তাই কিছুক্ষণ পড়ে চেষ্টা করে দেখবেন। নিচে কিভাবে এইচ এস সি পরীক্ষার ফলাফল দেখবেন, তাদের ওয়েবসাইট কোথায় পাবেন এই ঠিকানা গুলো দেওয়া আছে।
এইচ এস সি পরীক্ষার ফলাফল দেখার নিয়ম ২০২৩
আমরা ইতোমধ্যে রেজাল্ট কবে দিবে তা জেনেছি। এখন ফলাফল কিভাবে দেখতে হয় সেই বিষয়ে জানবো। রেজাল্ট দেখার জন্য ২ টি ওয়েবসাইট আছে। যেখানে কিছুটা আলাদা আলাদা নিয়ম অনুসরণ করতে হবে। এছাড়া অফলাইনে মোবাইলে এস এম এস এর মাধ্যমেও রেজাল্ট দেখা যাবে। তো সকল নিয়মেই রেজাল্ট দেখানো হবে।
১ম প্রক্রিয়া
- গুগল থেকে www.educationboardresults.gov.bd এই ওয়েবসাইটে চলে যান।
- এরপর Examination এ HSC/Alim সিলেক্ট করুন।
- Year এ পরীক্ষার সাল সিলেক্ট করুন। মনে রাখবেন রেজাল্ট প্রকাশ শুরু না হওয়া পর্যন্ত সর্বশেষ রেজাল্ট এর সাল পাওয়া যাবে না।
- এখন Board এ পরীক্ষার বোর্ড বাছাই করুন। এখানে যে বোর্ডের রেজাল্ট দেখবেন তা সিলেক্ট করতে হবে।
- পরীক্ষার বোর্ড Roll লিখুন।
- প্রবেশ পত্রে দেওয়া রেজিস্ট্রেশন নাম্বার টি লিখুন।
- 4+3 এই রকম সংখ্যা বিশিষ্ট ক্যাপচা দেখা যাবে। এই কোড টি পূর্ণ করুন।
- সব তথ্য দেওয়া হলে সাবমিট বাটনে ক্লিক করে ফলাফল দেখুন।
বিশেষ কথাঃ ভুলবশত কোনো তথ্য দিয়ে থাকলে আপনার ফলাফল টি দেখাবে না। এক্ষেত্রে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, পরীক্ষার সাল ও অন্যান্য তথ্য সঠিক লিখুন।
২য় প্রক্রিয়া
এই প্রক্রিয়ায় অন্য একটি ওয়েবসাইট ব্যবহার করতে হবে। যেখানে নিজের রেজাল্ট দেখার পাশাপাশি একই লিস্টে পুরো কলেজ, জেলা, উপজেলা বা বোর্ডের রেজাল্ট দেখা যাবে।
- www.eboardresults.com এই ঠিকানায় প্রবেশ করুন।
- Examination এ HSC/Alim/Equivalent সিলেক্ট করুন
- Year: অর্থাৎ পরীক্ষার সাল দিন
- আপনার পরীক্ষার বোর্ড সিলেক্ট করুন
- Result Type এখানে Individual Results এখানে ক্লিক করুন।
- বোর্ড রোল নাম্বার লিখুন
- রেজিস্ট্রেশন নাম্বার দিন
- Security Key (4 digits) দেখতে পারবেন। এখানে ক্যাপচা টি পুরন করুন।
- এখন Get Results এ ক্লিক করুন
উক্ত ধাপ গুলো অনুসরণ করে এভাবে রেজাল্ট দেখতে হবে। এটি শুধুমাত্র নিজের রেজাল্ট টি দেখতে পারবেন। পুরো কলেজ বা বোর্ডের রেজাল্ট দেখার জন্য Result Type এ অন্য অপশনে ক্লিক করতে হবে। এরপর কলেজ কোড বা বোর্ড কোড চাইবে। এই কোড নাম্বার দিয়ে রেজাল্ট দেখতে হবে।
এস এম এস কিভাবে রেজাল্ট দেখবেন
যাদের কাছে স্মার্ট ফোন নেই বা নেট সমস্যা কারণে রেজাল্ট দেখতে পারছেন না, তারা এই কাজ টি করবেন। এই প্রক্রিয়ায় একটি কোড নাম্বারে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এস এম এস পাঠাতে হবে। এজন্য চার্জ কাটা হবে। কিভাবে মোবাইলে এস এম এস এর মাধ্যমে রেজাল্ট দেখবেন তা জেনে নিন।
- আপনারা প্রথমে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে HSC/DAKHIL টাইপ করবেন।
- এরপর একটি স্পেস দিবেন।
- আপনার বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর টাইপ করবেন।
- তারপর একটি স্পেস দিবেন।
- এরপর আপনার রোল নাম্বার লিখবেন।
- আবার একটি স্পেস দিতে হবে
- এরপর পরীক্ষার সাল টাইপ করতে হবে
- এই মেসেজটি 16222 নাম্বারে পাঠিয়ে দিবেন ।
উদাহরণঃ HSC/DAKHIL <স্পেস> DHA <স্পেস> রোল নাম্বার <স্পেস> পরীক্ষার সাল <স্পেস> 16222 send.
সকল বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর লেখার নিয়ম দেখানো হয়েছে। এই অক্ষর গুলো মোবাইলে এস এম এস এর মাধ্যমে এইচ এস সি পরীক্ষার রেজাল্ট দেখতে আপনাদের প্রয়োজন হবে।
- বরিশাল বোর্ড BAR
- সিলেট বোর্ড SYL
- দিনাজপুর বোর্ড DIN
- টেকনিক্যাল বোর্ড TEC
- ঢাকা বোর্ড DHA
- কুমিল্লা বোর্ড COM
- মাদ্রাসা বোর্ড MAD
- চট্টগ্রাম বোর্ড CHI
- রাজশাহী বোর্ড RAJ
- জশোর বোর্ড JES
রেজাল্ট দেখার ওয়েবসাইট ঠিকানা
বাংলাদেশ শিক্ষাবোর্ড কর্তিক পরিচালিত রেজাল্ট প্রকাশের ২ টি ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইট থেকে রেজাল্ট জানতে হবে। এছাড়া তাদের মোবাইল আপ্স আছে। আপ্স দিয়েও রেজাল্ট দেখা যাবে। নিচের অংশে রেজাল্ট দেখার ওয়েবসাইটের ঠিকানা গুলো দেওয়া আছে।
শেষ কথা
রেজাল্ট প্রকাশিত হওয়ার পূর্বে সার্ভারে প্রবেশ করতে পারবেন, কিন্তু ২০২৩ সালের রেজাল্ট দেখা যাবে না। তাই ১০ টার আগে সার্ভারে যা প্রবেশ করবেন না। রেজাল্ট প্রকাশের পর পর অয়েবাইত গুলোতে অধিক পরিমাণে লোড পড়ায় সার্ভার ডাউন থাকে। তাই সে সময়ে রেজাল্ট দেখতে প্রবলেম ফেস করতে হয়। এজন্য সাজেস্ট হলো কিছুক্ষণ পড়ে চেষ্টা করে দেখতে। আসা করছি এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে দিবে তা বিস্তারিত জানতে পেরেছেন।
আরও দেখুনঃ
এইচ এস সি মার্কশিট সংগ্রহ করার নিয়ম করার নিয়ম ২০২৩
এইচ এস সি রেজাল্ট দেখার নিয়ম ২০২৩