মানব কল্যাণ প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর পিডিএফ সংগ্রহ

মানব কল্যাণ প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

মানব কল্যাণ প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর প্রশ্ন গুলো এই পোস্টে পেয়ে যাবেন। অনেক শিক্ষার্থী এই গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর গুলো সংগ্রহ  করতে পারে না। এজন্য গুগল থেকে উত্তর গুলো সংগ্রহ করতে চায়। তাই আপনাদের জন্য আজকের পোস্টে গুরুত্বপূর্ণ কিছু  জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে এসেছি। যেগুলো আপনারা পরীক্ষার জন্য অনুশীলন করতে পারবেন।

তো নিচের দিকে আপনাদের জন্য কিছু কমন ও গুরুত্বপূর্ণ সৃজনশীল গুলো শেয়ার করা হয়েছে। আশা করছি এই প্রশ্ন  গুলো ভালো ভাবে অনুশীলন করলে এই গল্পের যেকোনো ধরনের  প্রশ্নের উত্তর লিখতে পারবেন। আপানদের জন্য প্রশ্ন গুলো উত্তর সহ কারে দেওয়া আছে। যাদের যাদের মানব কল্যাণ প্রবন্ধের প্রশ্ন গুলো প্রয়োজন তারা নিচে থেকে সংগ্রহ করেনিন।

মানব কল্যাণ প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

এখানে মানব কল্যাণ প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর দেওয়া আছে। এই প্রশ্ন গুলো পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ, তাই আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। এগুলো অনুশীলন করার মাধ্যমে পরীক্ষার জন্য প্রশ্ন কমন পড়তে পারে। তাই প্রশ্ন গুলো ভালো ভাবে অনুশীলন করবেন। নিচে থেকে প্রশ্নের উত্তর গুলো দেখেনিন।

১। “তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম হইব না কেন?” উক্তিটি কার?
উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। |

২। আমাদের দৃষ্টিভঙ্গিকে কী করতে হবে?
উত্তর : আমাদের দৃষ্টিভঙ্গিকে পালটাতে হবে।।

৩। মানব-কল্যাণ’ প্রবন্ধে উল্লিখিত ইসলামের নবি ভিক্ষুককে কী কিনে দিয়েছিলেন?
উত্তর : ইসলামের নবি ভিক্ষুককে একখানা কুড়াল কিনে দিয়েছিলেন।

৪। জোড়াতালি দিয়ে কী করা যায় না?
উত্তর : জোড়াতালি দিয়ে কোনাে সমস্যার সমাধান করা যায় না ।

৫। মানবকল্যাণের প্রাথমিক সােপান রচনার দায়িত্ব কার?
উত্তর : মানবকল্যাণের প্রাথমিক সােপান রচনার দায়িত্ব সমাজ ও রাষ্ট্রের।।

৬। মানুষের ভবিষ্যৎ জীবনের সূচনা হয় কোথা থেকে?
উত্তর : মানুষের ভবিষ্যৎ জীবনের সূচনা হয় পরিবার থেকে।

৭। সত্যিকার মানবকল্যাণ কিসের ফসল?
উত্তর : সত্যিকার মানবকল্যাণ মহৎ চিন্তা-ভাবনার ফসল।

৮। কারা মানবিক চিন্তা আর আদর্শের উত্তরাধিকার রেখে গেছেন?
উত্তর : বাংলাদেশের মহৎ প্রতিভাবান সবাই।

৯। মহৎ প্রতিভাবানদের উত্তরাধিকারকে আমরা কী করতে পারিনি?
উত্তর : আমাদের জীবনে প্রয়ােগ করতে পারিনি।

১০। কারা মানবিক চেতনার উদাত্ত কণ্ঠস্বর?
উত্তর : বিদ্যাপতি, চণ্ডীদাস, রবীন্দ্রনাথ, নজরুল প্রমুখ মানবিক চেতনার উদাত্ত কণ্ঠস্বর।

আরও দেখুনঃ মানব কল্যাণ mcq প্রশ্ন ও উত্তর পিডিএফ সংগ্রহ

১১। প্রত্যেক মানুষ কিসের সঙ্গে সম্পর্কিত?
উত্তর : প্রত্যেক মানুষ সমাজের সঙ্গে সম্পর্কিত।

১২। মানবকল্যাণের প্রাথমিক সােপান কী?
উত্তর : মানবিক বৃত্তি বিকাশের যথাযথ ক্ষেত্র রচনা করা।

১৩। কীভাবে সমস্যার মােকাবিলা করতে হবে?
উত্তর : নতুন দৃষ্টিকোণ থেকে সমস্যার মােকাবিলা করতে হবে।

১৪। সামগ্রিকভাবে সমাজের ভালাে-মন্দের সঙ্গে কোনটি সংযুক্ত?
উত্তর : মানবকল্যাণ সমাজের ভালাে-মন্দের সঙ্গে সংযুক্ত।

১৫। কোন মনােভাব নিয়ে কারও কল্যাণ করা যায় না?
উত্তর : বিভক্তিকরণের মনােভাব নিয়ে কারও কল্যাণ করা যায় না। |

মানব কল্যাণ গল্পের সাধারণ প্রশ্ন উত্তর

১৬। আবুল ফজল কত বছর কলেজে অধ্যাপনা করেছেন?
উত্তর : আবুল ফজল প্রায় ত্রিশ বছর কলেজে অধ্যাপনা করেছেন। |

১৭। আবুল ফজলের পিতার নাম কী?
উত্তর : আবুল ফজলের পিতার নাম ফজলুর রহমান।

১৮। কোন কথাটি মামুলি অর্থে ব্যবহৃত হয়ে থাকে?
উত্তর : মানব-কল্যাণ’ কথাটি।

১৯। আবুল ফজল কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর : আবুল ফজল ১৯০৩ সালে জন্মগ্রহণ করেন। |

২০। আবুল ফজল কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : আবুল ফজল চট্টগ্রামের সাতকানিয়ায় জন্মগ্রহণ করেন।

২১। একমুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা সাধারণভাবে কী মনে করে থাকি?
উত্তর : মানবকল্যাণ।

২২। মানব-কল্যাণ’ প্রবন্ধে উল্লিখিত ইসলামের নবি ভিক্ষুককে কী কিনে দিয়েছিলেন?
উত্তর : ইসলামের নবি ভিক্ষুককে একখানা কুড়াল কিনে দিয়েছিলেন।

২৩। জাতির যৌথ জীবন আর যৌথ চেতনার প্রতীক কী?
উত্তর : রাষ্ট্র জাতির যৌথ জীবন আর যৌথ চেতনার প্রতীক।

২৪। রাষ্ট্রের বৃহত্তর দায়িত্ব কী?
উত্তর : রাষ্ট্রের বৃহত্তর দায়িত্ব জাতিকে আত্মমর্যদাসম্পন্ন করে তােলা।

২ ৫। আবুল ফজল কোথায় শিক্ষাজীবন অতিবাহিত করেন?
উত্তর : আবুল ফজল চট্টগ্রাম ও ঢাকায় শিক্ষাজীবন অতিবাহিত করেন।

২৬। আবুল ফজল কত সালে মারা যান?
উত্তর : আবুল ফজল ১৯৮৩ সালে মারা যান।

২৭। মানবকল্যাণের উৎস কিসের মধ্যে নিহিত?
উত্তর : মানবকল্যাণের উৎস মানুষের মর্যাদাবােধ আর মানবিক | চেতনা বিকাশের মধ্যে নিহিত।

২৮। মানব-কল্যাণ’ প্রবন্ধে একদিন এক ব্যক্তি কার কাছে ভিক্ষা চাইতে এসেছিল?

প্রশ্ন ৯। মানুষ যে হাত পেতে গ্রহণ করে, সেটি কোন হাত?
উত্তর : নিচের হাত।

২৯। অনুগ্রহকারী আর অনুগৃহীতের মধ্যে কোন দিক থেকে তফাত?

উত্তর : অনুগ্রহকারী আর অনুগৃহীতের মধ্যে মনুষ্যত্ব ও মানবমর্যাদার দিক থেকে তফাত।

বর্ণনামূলক প্রশ্নের উত্তর

১। মনুষ্যত্বের অবমাননা’ বলতে লেখক কী বুঝিয়েছেন?

উত্তর : মনুষ্যত্বের অবমাননা বলতে লেখক লোক দেখানো মামুলি বস্তুর দানকে বুঝিয়েছেন। সমাজে মানব-কল্যাণের নামে কিছু লোক মূলত এর অবমাননা করে। তারা সস্তা ও নিম্নমানের জিনিস দান-খয়রাত করে নিজেকে দানশীল প্রমাণে ব্যস্ত হয়ে পড়ে। এতে দানগ্রহণকারী ব্যক্তির মানবিক ও সামাজিক মর্যাদা ভলুণ্ঠিত হয়। লোক দেখানোর নিমিত্তে এমন দান গর্হিত কাজ। এজন্য লেখক একে মনুষ্যত্বের অবমাননা বলেছেন।

১। মানব-কল্যাণ কথাটা আমরা সস্তা ও মামুলি বানিয়ে ফেলেছি কীভাবে?

উত্তর : মানব-কল্যাণের প্রকৃত তাৎপর্য উপলব্ধি না করার ফলে আমরা একে সস্তা ও মামুলি বানিয়ে ফেলেছি। বর্তমান সমাজে মানুষ মানব কল্যাণ কথাটিকে ক্ষুদ্রার্থে ব্যবহার করে থাকে। একমুষ্টি ভিক্ষা দেওয়াকেও তারা মানব কল্যাণ বলে মনে করে থাকে। অথচ এতে মানুষের প্রকৃত কল্যাণ সাধিত হয় না, বরং মানব-মর্যাদাকে ক্ষুণ্ন করা হয়। মূলত মানব কল্যাণের প্রকৃত তাৎপর্য উপলব্ধি না করার কারণেই আমরা একে সস্তা ও মামুলি বানিয়ে ফেলেছি।

মানব কল্যাণ প্রবন্ধ সৃজনশীল প্রশ্ন ও উত্তর

আবুল ফজল মানব কল্যাণ গল্পটি লিখেছেন। তার এই গল্পটি ১৯৭২ সালে রচিত হয়। মানবতন্ত গ্রন্থে এটি সংকলিত হয়। এইচ এস সি পরীক্ষার জন্য এই গল্পটি অনেক গুরুত্বপূর্ণ। আমাদের এই পোস্টে কিছু গুরুত্ব পূর্ণ সৃজনশীল প্রশ্ন এখানে তুলে ধরেছি। তো যারা যারা প্রশ্নের উত্তর সংগ্রহ করতে চান তারা নিচে থেকে দেখেনিন। অথবা পিডিএফ সংগ্রহ করেনিন।

পিডিএফ সংগ্রহ 

শেষ কথা

আশা করছি এই পোস্ট টি আপনাদের অনেক ভাললেগেছে। এই পোস্ট টি ভালোলেগে থাকলে শেয়ার করতে পারেন। আশা করছি এই পোস্ট থেকে মানব কল্যাণ প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর সংগ্রহ করতে পেরেছেন।  এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন।  ভালোথাকবেন, সুস্থ থাকবেন।   আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

See More:

মানব কল্যাণ mcq প্রশ্ন ও উত্তর পিডিএফ সংগ্রহ

মানব কল্যাণ প্রবন্ধ সৃজনশীল প্রশ্ন ও উত্তর পিডিএফ

বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা এইচ এস সি -suggestionbd.top

সোনার তরী কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর Pdf collect