মানব কল্যাণ mcq প্রশ্ন ও উত্তর পিডিএফ সংগ্রহ

মানব কল্যাণ mcq প্রশ্ন ও উত্তর পিডিএফ সংগ্রহ

মানব কল্যাণ mcq প্রশ্ন উত্তর গুলো আজকের পোস্টে দেওয়া আছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু mcq  শেয়ার করতে যাচ্ছি, যেগুলো অনুশীলন করলে আপনারা অনেক উপক্রিত হবেন।  আমাদের ওয়েবসাইটে মানব কল্যাণ গল্পের সৃজনশীল প্রশ্ন, কবিতার ব্যাখ্যা ইত্যাদি পাবলিশ করেছি। নিচে লিঙ্ক দেওয়া আছে সেগুলো দেখতে পারেন।

অনেক শিক্ষার্থী মানব কল্যাণ বহুনির্বাচনি প্রশ্ন গুগলে অনুসন্ধান করে থাকে। তাই তাদের জন্য আমরা গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন তৈরি করা হয়েছে। যেগুলো অনুশীলন করতে আপনারা পরীক্ষায় অনেক ভালো করতে পারবেন। আর আপনি এগুলো পিডিএফ ফাইলে সংগ্রহ করতে পারবেন। এজন্য আজকের পোস্ট টি সম্পূর্ণ পড়ুন এবং আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন। তো চলুন পোস্ট টি শুরু করা যাক।

মানব কল্যাণ mcq pdf

অনেকে মানব কল্যাণ গল্পের mcq প্রশ্নের উত্তর অনুসন্ধান করতেছেন। নিচের দিকে তাদের জন্য এখানে গুরুত্বপূর্ণ mcq প্রশ্ন গুলো দেওয়া আছে। তো যাদের যাদের mcq গুলো প্রয়োজন তারা নিচে থেকে দেখেনিন।

১. দান বা ভিক্ষা গ্রহণকারীর মাঝে কোনটি প্রতিফলিত হয়?
ক. বিষণ্নতা
খ. সততা
গ. মৌনতা
ঘ. দীনতা

উত্তরঃ ঘ. দীনতা

২. ভিক্ষা গ্রহণকারীর দীনতা কোথায় প্রতিফলিত হয়?
ক. মুখমণ্ডলে
খ. সর্ব অবয়বে
গ. অন্তর মাঝে
ঘ. হৃদয়ের গভীরে

উত্তরঃ খ. সর্ব অবয়বে

৩. ‘ওপরের হাত’ বলতে কাকে বুঝিয়েছেন?
ক. পরোপকারী
খ. গ্রহীতা
গ. মহৎ হৃদয়
ঘ. দাতাকে

উত্তরঃ ঘ. দাতাকে

৪. মনুষ্যত্ব আর মানব-মর্যাদার দিক থেকে অনুগ্রহকারী আর অনুগৃহীতের মধ্যে পার্থক্য কেমন?
ক. আকাশ-পাতাল
খ. সীমাহীন
গ. সামান্য
ঘ. নগণ্য

উত্তরঃ ক. আকাশ-পাতাল

৫. কোনটি জাতির যৌথ জীবন আর যৌথ চেতনার প্রতীক?
ক. রাষ্ট্র
খ. জনগণ
গ. সমাজ
ঘ. পরিবার

উত্তরঃ ক. রাষ্ট্র

৬. জাতিকে আত্মমর্যাদাসম্পন্ন করে তোলা কার দায়িত্ব?
ক. রাষ্ট্রের
খ. জনগণ
গ. সমাজ
ঘ. পরিবার

উত্তরঃ ক. রাষ্ট্রের

৭. ‘মানব-কল্যাণ’ প্রবন্ধানুসারে রাষ্ট্রের বৃহত্তর দায়িত্ব কোনটি?
ক. অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা
খ. জাতীয় রপ্তানির পরিমাণ বাড়ানো
গ. জাতিকে আত্মমর্যাদাসম্পন্ন করে তোলা
ঘ. জাতির অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা

উত্তরঃ গ. জাতিকে আত্মমর্যাদাসম্পন্ন করে তোলা

৮. লেখকের মতে, কখন রাষ্ট্র আত্মমর্যাদাসম্পন্ন নাগরিক সৃষ্টি করতে ব্যর্থ হয়?
ক. যখন হাতপাতা আর চাটুকারিতাকে প্রশ্রয় দেয়
খ. যখন বিদেশি পণ্য আমদানির পরিমাণ বৃদ্ধি করে
গ. যখন রপ্তানির পরিমাণ উল্লেখযোগ্য হারে হ্রাস পায়
ঘ. যখন জনগণ তাদের আত্মগৌরব বিস্মৃত হয়

উত্তরঃ ক. যখন হাতপাতা আর চাটুকারিতাকে প্রশ্রয় দেয়

৯. ‘নিচের হাত’ দ্বারা কোনটি বোঝায়?
ক. পরোপকারী
খ. দাতা
গ. মহৎ হৃদয়
ঘ. আত্মমর্যাদাহীন

উত্তরঃ ঘ. আত্মমর্যাদাহীন

১০. ভিক্ষা গ্রহণকারীর দীনতার প্রতিফলিত অবস্থাকে লেখক কী বলে অভিহিত করেছেন?
ক. নির্মোহ
খ. সাদামাটা
গ. বীভৎস
ঘ. নগণ্য

উত্তরঃ গ. বীভৎস

মানব কল্যাণ mcq প্রশ্নের উত্তর

১১. লেখকের মতে, মানব-কল্যাণের উৎস কোথায় নিহিত?
ক. মানুষকে মহিমান্বিত করা ও সামাজিক বিকাশের মধ্যে
খ. মানুষের আর্থিক সমৃদ্ধি ও সামাজিক উন্নয়নের মধ্যে
গ. ব্যক্তিগত সমৃদ্ধির পাশাপাশি রাষ্ট্রের উন্নয়নের মধ্যে
ঘ. মানুষের মর্যাদাবৃদ্ধি ও মানবিক চেতনা বিকাশের মধ্যে

উত্তরঃ ঘ. মানুষের মর্যাদাবৃদ্ধি ও মানবিক চেতনা বিকাশের মধ্যে

১২. ‘মানব-কল্যাণ’ প্রবন্ধে বর্ণিত ভিক্ষুক কার কাছে ভিক্ষা চাইতে এসেছিল?
ক. ইসলামের নবির কাছে
খ. প্রাবন্ধিকের কাছে
গ. জনৈক ধনী ব্যক্তির কাছে
ঘ. একজন ব্যবসায়ীর কাছে

উত্তরঃ ক. ইসলামের নবির কাছে

১৩. নবি ভিক্ষুককে কী দিয়েছিলেন?
ক. অর্থ
খ. গরু
গ. কুড়াল
ঘ. কাপড়

উত্তরঃ গ. কুড়াল

১৪. মানুষকে কী হিসেবে বেড়ে উঠতে হবে?
ক. সাহসী
খ. প্রগতিশীল
গ. শক্তিশালী
ঘ. মানুষ

উত্তরঃ ঘ. মানুষ

১৫. প্রতিটি মানুষের কল্যাণ কীসের সাথে সম্পর্কিত?
ক. পরিবারের ভালো-মন্দের সাথে
খ. সমাজের ভালো-মন্দের সাথে
গ. ধর্মের ভালো-মন্দের সাথে
ঘ. প্রতিবেশীর ভালো-মন্দের সাথে

উত্তরঃ  ক. পরিবারের ভালো-মন্দের সাথে

১৬. সমাজের ক্ষুদ্রতম অঙ্গ বা ইউনিট কোনটি?
ক. পরিবার
খ. সমাজ
গ. রাষ্ট্রের
ঘ. ব্যক্তি

উত্তরঃ ক. পরিবার

১৭. লেখকের মতে, মানব-কল্যাণ কী হতে পারে না?
ক. ক্ষুদ্র
খ. স্থূল
গ. সংকীর্ণ
ঘ. স্বয়ম্ভূ

উত্তরঃ ঘ. স্বয়ম্ভূ

১৮. প্রতিটি মানুষকে কেমন হতে হবে?
ক. সামাজিক
খ. বিচ্ছিন্ন
গ. সম্পর্ক রহিত
ঘ. স্বয়ম্ভূ

উত্তরঃ  ক. সামাজিক

১৯. মানুষকে কোন পথে বেড়ে উঠতে হবে?
ক. অর্থনৈতিক সমৃদ্ধি আনয়নের পথে
খ. মানবিক বৃত্তি বিকাশের পথে
গ. সামাজিক মূল্যবোধ বিকাশের পথে
ঘ. রাজনৈতিক চেতনা বিকাশের পথে

উত্তরঃ খ. মানবিক বৃত্তি বিকাশের পথে

২০. মানব-কল্যাণের প্রাথমিক সোপান রচনার দায়িত্ব কার?
ক. পরিবার, সমাজ ও রাষ্ট্রের
খ. ব্যক্তি, পরিবার ও সমাজের
গ. ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের
ঘ. ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রের

উত্তরঃ  ক. পরিবার, সমাজ ও রাষ্ট্রের

মানব কল্যাণ গল্পের বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

২১. আবুল ফজলের লেখা ‘রাঙা প্রভাত’ কোন জাতীয় রচনা?
ক. উপন্যাস
খ. নাটক
গ. ছোটোগল্প
ঘ. প্রবন্ধ

উত্তরঃ ক. উপন্যাস

২২. ‘মানবতন্ত্র’ প্রবন্ধটির লেখক কে?
ক. আখতারুজ্জামান ইলিয়াস
খ. রোকেয়া সাখাওয়াত হোসেন
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. আবুল ফজল

উত্তরঃ ঘ. আবুল ফজল

২৩. আবুল ফজলের লেখা ‘মৃতের আত্মহত্যা’ কোন জাতীয় গ্রন্থ?
ক. উপন্যাস
খ. গল্পগ্রন্থ
গ. ছোটোগল্প
ঘ. প্রবন্ধ

উত্তরঃ  গ. ছোটোগল্প

২৪. নিচের কোনটি আবুল ফজলের প্রবন্ধ জাতীয় রচনা?
ক. মাটির পৃথিবী
খ. মৃতের আত্মহত্যা
গ. একুশ মানে মাথা নত না করা
ঘ. দুর্দিনের দিনলিপি

উত্তরঃ গ. একুশ মানে মাথা নত না করা

২৫. আবুল ফজল মূলত কোন ধরনের সাহিত্যিক ছিলেন?
ক. চিন্তাশীল প্রাবন্ধিক
খ. মননশীল নাট্যকার
গ. সমাজচিন্তক ঔপন্যাসিক
ঘ. যুক্তিশীল কথাশিল্পী

উত্তরঃ  ক. চিন্তাশীল প্রাবন্ধিক

২৬. ‘চৌচির’ কোন ধরনের রচনা?
ক. উপন্যাস
খ. ছোটোগল্প
গ. নাটক
ঘ. প্রবন্ধ

উত্তরঃ ক. উপন্যাস

২৭. নিচের কোনটির রচয়িতা আবুল ফজল?
ক. সাহিত্য সংস্কৃতি সাধনা
খ. সংস্কৃতির ভাঙা সেতু
গ. সংস্কৃতি কথা
ঘ. সভ্যতার সংকট

উত্তরঃ  ক. সাহিত্য সংস্কৃতি সাধনা

২৮. ‘সাহিত্য সংস্কৃতি ও জীবন’ রচনাটির লেখক কে?
ক. আখতারুজ্জামান ইলিয়াস
খ. রোকেয়া সাখাওয়াত হোসেন
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. আবুল ফজল

উত্তরঃ ঘ. আবুল ফজল

২৯. সাহিত্যকৃতির জন্য আবুল ফজল কোন পুরস্কারে ভূষিত হন?
ক. একুশে পদক
খ. স্বাধীনতা পদক
গ. শিল্পকলা পদক
ঘ. বাংলা একাডেমি

উত্তরঃ ঘ. বাংলা একাডেমি

৩০. আবুল ফজল কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৭৩
খ. ১৯৮৩
গ. ১৯৯৩
ঘ. ২০০৩

উত্তরঃ  খ. ১৯৮৩

৩১. ‘রেখাচিত্র’ কোন জাতীয় রচনা?
ক. উপন্যাস
খ. গল্পগ্রন্থ
গ. ছোটোগল্প
ঘ. দিনলিপি

উত্তরঃ ঘ. দিনলিপি

৩২. ‘দুর্দিনের দিনলিপি’ কে রচনা করেছেন?
ক. আখতারুজ্জামান ইলিয়াস
খ. রোকেয়া সাখাওয়াত হোসেন
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. আবুল ফজল

উত্তরঃ ঘ. আবুল ফজল

mcq পিডিএফ সংগ্রহ

এখানে মানব কল্যাণ গল্পের mcq প্রশ্নের উত্তর পিডিএফ দেওয়া আছে। আপনি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর গুলো পিডিএফ সংগ্রহ করতেপারবেন। এজন্য নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে সংগ্রহ করে নিবেন।

পিডিএফ

শেষ কথা

আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি এই পোস্ট থেকে আপনারা  মানব কল্যাণ mcq প্রশ্ন ও উত্তর পিডিএফ সংগ্রহ করতে পেরেছেন। এই পোস্ট টি ভালোলেগে থাকলে শেয়ার করতে পারেন।  এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন। নিচে আপনাদের জন্য শিক্ষামূলক কিছু পোস্ট দেওয়া আছে দেখেনিতে পারেন। ভালোথাকবেন, সুস্থ থাকবেন।

আত্মচরিত সৃজনশীল প্রশ্ন উত্তর একাদশ-দ্বাদশ শ্রেণি বাংলা ১ম পত্র

গৃহ প্রবন্ধের mcq প্রশ্ন উত্তর পিডিএফ সংগ্রহ