মাসি পিসি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন- এইচ এস সি বাংলা ১ম পত্র

মাসি পিসি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন- এইচ এস সি

মাসি পিসি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর অনেকে সংগ্রহ করতে চান। তারা আজকের পোস্ট টি সম্পূর্ণ পড়ুন। আজকের পোস্টে বাংলা ১ম পত্রের এইস এস সি শিক্ষার্থীদের জন্য মাসি পিসি গল্প থেকে সাধারণ প্রশ্ন, জ্ঞানমূলক ও সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে। তাছাড়া এই পোস্টে কিছু অনুধাবনমূলক প্রশ্নের উত্তর দেওয়া আছে, যেগুলো সৃজনশীল প্রশ্নের জন্য অনুশীলন করতে পারবেন।

পোস্টের নিচের দিকে জ্ঞানমূলক প্রশ্নের উত্তর গুলো সংগ্রহ করতে পারবেন। প্রশ্ন উত্তর গুলো পিডিএফ ফাইলে দেওয়া থাকবে। তাই যাদের যাদের পিডিএফ সংগ্রহ করা প্রয়োজন তারা এই পোস্ট থেকে পেয়ে যাবেন। এজন্য আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন ও পোস্ট টি শেষ পর্যন্ত দেখুন। তাহলে আজকের পোস্ট টি শুরু করা যাক।

মাসি পিসি গল্পের সৃজনশীল প্রশ্ন উত্তর পিডিএফ সংগ্রহ

মাসি পিসি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

এখানে মাসি পিসি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর গুলো পেয়ে যাবেন। আপনাদের সুবিধার্থে প্রশ্নের উত্তর গুলো সাথে দিয়ে দেওয়া আছে। নিচে থেকে প্রশ্ন ও উত্তর গুলো দেখেনিন।

১। কার শাশুড়ি ননদ বাগের মতাে ছিল?
উত্তর: মাসি পিসি-ননদ বাঘের মতাে ছিল।

২। কাটারির কোপে গলা কাটি দুই একটার উক্তিটি কার?
উত্তর: কাটারির কোপে গলা কাটি দু-একটা-উক্তিটি পিসির।

৩। আহ্লাদির স্বামীর নাম কী?
উত্তর: আহ্লাাদির স্বামীর নাম জগু।

৪। সালতি কী?
উত্তর: সালতি হলাে শালকাঠ নির্মিত বা তালকাটের সরু ডােঙা।

৫। কে বাঘের মতাে ছিল?
উত্তর: মাসির শাশুড়ি-ননদ বাঘের মতাে ছিল।

৬। মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর বেঁচেছিলেন?
উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায় ৪৮ বছর বেঁচেছিলেন।

৭। মানিক বন্দ্যোপাধ্যায়র পিতৃপ্রদত্ত নাম কী?
উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়র পিতৃপ্রদত্ত নাম হলাে প্রবােধকুমার বন্দ্যোপাধ্যায়।

৮। মাসি-পিসি গল্পে কী গাছের ছায়ায় তিন চারজন ঘুপটি মেরে আছে?
উত্তর: মাসি-পিসি গল্পে কাঠালগাছের ছায়ায় তিন চার জন ঘুপটি মেরে আছে।

৯। কে সিঁথির সিঁদুর পর্যন্ত ঘােমটা টেনে দেয়?
উত্তর: আহ্লাদি সিঁথির সিঁদুর পর্যন্ত ঘােমটা টানে।

১০। মাসি-পিসি গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর: মাসি-পিসি গল্পটি প্রথম প্রকাশিত হয় কলকাতার পূর্বাশা পত্রিকায়।

১১। মাসি-পিসি কীসের উপােস করছে?
উত্তর: মাসি-পিসি শুক্লপক্ষের একাদশীর উপােস করছে।

১২। আম্লাদির পরিবার কোন রােগে মারা যায়?
উত্তর: আহ্বাদির পরিবার কলেরনা রােগে মারা যায়।

১৩। সােমত্ত শব্দের অর্থ কী?
উত্তর: সােমত্ত শব্দের অর্থ যৌবনপ্রাপ্ত।

১৪।  চায়ের দোকানে কৈলাশের সাথে কার দেখা হয়েছিল?
উত্তর: চায়ের দোকানে কৈলাশের সাথে জগুর দেখা হয়েছিল।

১৫। কী উপলক্ষ্যে মাসি পিসি উপােস ছিল?
উত্তর: শুক্লপক্ষের একাদশী উপলক্ষ্যে মাসি পিসি উপােস ছিল।

১৬। কে মাসি পিসির অচেনা?
উত্তর: কানাইয়ের সাথে আসা মাথায় লাল পাগড়ি আঁটা লােকটা মাসি-পিসির অচেন।

১৭। বজ্জাত হােক খুনে হােক জামাই তাে উক্তিটি কার?
উত্তর: বজ্জাত হােক,খুনে হােক, জামাই তাে- উক্তিটি মাসির।

১৮। মানিক বন্দ্যেপাধ্যায়ােন কোন গল্প লিখে খ্যাতি অর্জন করেন?
উত্তর: মানিক বন্দ্যেপাধ্যায়ােন অতসী মামী গল্প লিখে খ্যাতি অর্জন করেন।

মাসি পিসি গল্পের সাধারণ প্রশ্ন

১৯। মাসি-পিসি জামাইকে আপ্যায়ন করার জন্যে কী বিক্রি করেছিল?
উত্তর : মাসি-পিসি জামাইকে আপ্যায়ন করার জন্যে ছাগল বিক্রি করেছিল।

২০। কী উপলক্ষে মাসি-পিসি উপোস ছিল?
উত্তর : শুক্লপক্ষের একাদশী উপলক্ষে মাসি-পিসি উপোস ছিল।

২১। মাসি-পিসি’ প্রতিবেশীদের হাঁকডাক শুরু করেছিল কেন?
উত্তর : কানাইদের ভড়কে দেওয়ার জন্যে ‘মাসি-পিসি’ প্রতিবেশীদের হাঁকডাক শুরু করেছিল।

২২।  যুদ্ধের প্রস্তুতিস্বরূপ মাসি-পিসি কী চুবিয়ে রাখে?
উত্তর : যুদ্ধের প্রস্তুতিস্বরূপ মাসি-পিসি কাঁথা-কম্বল জলে চুবিয়ে রাখে।

২৩। কানাইয়ের সাথে গোকুলের কতজন পেয়াদা এসেছে?
উত্তর : কানাইয়ের সাথে গোকুলের তিনজন পেয়াদা এসেছে।

২৪। কানাই চৌকিদার মাসি-পিসিকে কোথায় যেতে হুকুম করে?
উত্তর : কানাই চৌকিদার মাসি-পিসিকে কাছারিবাড়িতে যেতে হুকুম করে।

২৫। আহ্লাদির বাবা, মা, ভাই কোন রোগে মারা যায়?
উত্তর : আহ্লাদির বাবা, মা, ভাই কলেরায় মারা যায়।

২৬। ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়’- উক্তিটি কার?
উত্তর : ‘ছেলের মুখ দেখলে পাষাণ নরম হয়’— উক্তিটি পিসির।

২৭। আহ্লাদির জমি-জমার অধিকাংশ কার দখলে গেছে?
উত্তর : আহ্লাদির জমি-জমার অধিকাংশ গোকুলের দখলে গেছে।

২৮। মাসি – পিসি’ গল্পে বর্ণিত ঈষৎ তন্দ্রার ঘোরে শিউরে ওঠে কে?
উত্তর : ‘মাসি-পিসি’ গল্পে বর্ণিত ঈষৎ তন্দ্রার ঘোরে শিউরে ওঠে আহ্লাদি।

২৯। পাতার ফাঁকে কার মাথায় জ্যোৎস্না পড়েছে?
উত্তর : পাতার ফাঁকে বৈদ্যের মাথায় জ্যোৎস্নার আলো পড়েছে।

৩০। ‘বঁটির এক কোপে গলা ফাঁক করে দেব’— কথাটি কে বলেছিল?
উত্তর : ’বঁটির এক কোপে গলা ফাঁক করে দেব’— কথাটি মাসি বলেছিল।

সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর

৩১। মাসি-পিসি’ গল্প কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
উত্তর : ‘মাসি-পিসি’ গল্পটি কলকাতার ‘পূর্বাশা’ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।

৩২।  মাসি-পিসি শহরের বাজারে কী বিক্রি করত?
উত্তর : মাসি-পিসি শহরের বাজারে শাকসবজি, ফলমূল বিক্রি করত।

৩৩। কে আহ্লাদিকে শ্বশুর ঘরে পাঠানোর কথা বলেছে?
উত্তর : কৈলাশ আহ্লাদিকে শ্বশুর ঘরে পাঠানোর কথা বলেছে।

৩৪। এবার সে মামলা করবে বৌ নেবার জন্যে’– কে মামলা করবে
উত্তর : বৌ নেবার জন্যে জগু মামলা করবে।

৩৫। আহ্লাদির স্বামীর নাম কি?
উত্তর : আহ্লাদির স্বামীর নাম জগু।

৩৬। মাসি-পিসি’ গল্পের রচয়িতা কে?
উত্তর : ‘মাসি-পিসি’ গল্পের রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায়।

৩৭। কার মাথায় কদমছাঁটা রুক্ষ চুল?
উত্তর : কৈলাশের মাথায় কদমছাঁটা রুক্ষ চুল।

৩৮।  মানিক বন্দ্যোপাধ্যায় কত তারিখে জন্মগ্রহণ করেন?
উত্তর : মানিক বন্দ্যোপাধ্যায় ১৯০৮ সালের ১৯শে মে জন্মগ্রহণ করেন।

মাসি পিসি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন পিডিএফ

অনেকে মাসি পিসি গল্পের প্রশ্ন উত্তর পিডিএফ সংগ্রহ করতে চান। তাই আমরা এখানে  পিডিএফ ফাইল তৈরি করেছি। নিচে আপনাদের জন্য একটি লিঙ্ক দেওয়া আছে। যারা যারা জ্ঞানমূলক প্রশ্ন গুলো পিডিএফ সংগ্রহ করতে চান তারা নিচের লিঙ্কে ক্লিক করুন।

 পিডএফ

শেষ কথা

আশা করছি এই পোস্ট টি আপনাদের কাছে ভালোলেগেছে। এই পোস্ট টি ভালোলেগে থাকলে শেয়ার করতে পারেন। আশা করছি এই পোস্ট থেকে মাসি পিসি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর সংগ্রহ করতে পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন। আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।