কোষ বিভাজন জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সংগ্রহ করতে পোস্ট টি পড়ুন। কোষ বিভাজন হচ্ছে জীব দেহের গঠন ও কাজের একক। একটি কোষ থেকে নতুন আরেকটি কোষের উৎপত্তি হয়। জীব জগতে ৩ ধরনের কোষ বিভাজন গঠে। নিচে কোষ বিভাজন নিয়ে কিছু জ্ঞানমূলক প্রশ্নের উত্তর শেয়ার করেছি। এগুলো পিডিএফ সংগ্রহ করতে পারবেন। এজন্য পোস্ট টি সম্পূর্ণ পড়ুন।
কোষ বিভাজন জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলো দেওয়া আছে। এর সাথে প্রশ্নের উত্তর টি পেয়ে যাবেন। এই প্রশ্ন গুলো অনুশীলন করার মাধ্যমে সৃজনশীল ক নাম্বারের উত্তর সম্পর্কে ধারনা লাভ করতে পারবেন। নিচে থেকে জ্ঞানমূলক প্রশ্নের উত্তর গুলো পড়ে নিন।
প্রশ্ন ১। অঙ্গ কাকে বলে?
উত্তরঃ একাধিক টিস্যু নির্দিষ্ট কাজ সম্পাদন করলে তাকে অঙ্গ বলে।
প্রশ্ন ২। কোন কোষ বিভাজনে নিউক্লিয়াস ও ক্রোমোসোম একবার বিভাজিত হয়?
উত্তরঃ মাইটোসিস বিভাজনে।
প্রশ্ন ৩। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয়?
উত্তরঃ অ্যানাফেজ ধাপে।
প্রশ্ন ৪। কোষ কী?
উত্তরঃ জীবদেহের গঠন ও কাজের একক হলো কোষ।
প্রশ্ন ৫। অ্যামাইটোসিস প্রক্রিয়ায় অপত্য কোষের সংখ্যা কত?
উত্তরঃ অ্যামাইটোসিস প্রক্রিয়ায় অপত্য কোষের সংখ্যা ২ টি।
প্রশ্ন ৬। জাইগোট কীভাবে তৈরি হয়?
উত্তরঃ যৌন প্রজননের সময় শুক্রাণু ও ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট তৈরি হয়।
প্রশ্ন ৭। ইস্টে কোন ধরনের বিভাজন দেখা যায়?
উত্তরঃ অ্যামাইটোসিস বিভাজন।
প্রশ্ন ৮। অ্যামাইটোসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াস কয় অংশে বিভক্ত হয়?
উত্তরঃ ২ অংশে বিভক্ত হয়
প্রশ্ন ৯। ব্যাকটেরিয়ায় কোন ধরনের বিভাজন দেখা যায়?
উত্তরঃ অ্যামাইটোসিস বিভাজন দেখা যায়
প্রশ্ন ১০। সেন্ট্রিওল হতে কোন তন্তু বিচ্ছুরিত হয়?
উত্তরঃ -অ্যাস্টার।
প্রশ্ন ১১। আলোক অণুবীক্ষণ যন্ত্র কয় ধরনের? –
উত্তরঃ আলোক অণুবীক্ষণ যন্ত্র ২ ধরনের।
প্রশ্ন ১২। অণুবীক্ষণ যন্ত্রে ফুটের উঁচু যে অংশের সঙ্গে বাহুটি লাগানো থাকে তাকে কী বলে?
উত্তরঃ অণুবীক্ষণ যন্ত্রে ফুটের উঁচু যে অংশের সঙ্গে বাহুটি লাগানো থাকে তাকে স্তম্ভ বলে।
প্রশ্ন ১৩। আলোর বদলে অণুবীক্ষণ যন্ত্রে আর কী ব্যবহার করা হয়?
উত্তরঃ ইলেকট্রন
প্রশ্ন ১৪। কোন প্রকৃতির কোষ বিভাজনের ফলে জীব জগতের গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা বজায় থাকে?
উত্তরঃ মাইটোসিস কোষ বিভাজনের ফলে।
প্রশ্ন ১৫। কোষ বিভাজনের কোন পর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে থাকে?
উত্তরঃ প্রো-মেটাফেজ।
কোষ বিভাজন সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
প্রশ্ন ১৬। কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোসোমগুলো দুই মেরুর মাঝখানে অবস্থান করে?
উত্তরঃ মেটাফেজ।
প্রশ্ন ১৭। মাইটোসিস কোষ বিভাজন কয়টি ধাপে সম্পন্ন হয়?
উত্তরঃ ৫ টি ধাপে সম্পন্ন হয়।
প্রশ্ন ১৮। মাইটোসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়?
উত্তরঃ মেটাফেজ পর্যায়ে।
প্রশ্ন ১৯। মাইটোসিস কোষ বিভাজনের শেষ পর্যায়ের নাম কী?
উত্তরঃ টেলাফেজ বিভাজন।
প্রশ্ন ২০। প্রোফেজ পর্যায়ে ক্রোমোসোম কয় ভাগে বিভক্ত হয়?
উত্তরঃ ২ ভাগে।
প্রশ্ন ২১। কোন ধাপে নিউক্লিয়াস আকারে বড় হয়?
উত্তরঃ প্রোফেজ ধাপে।
২২। নিম্ন শ্রেণির হ্যাপ্লয়েড জীবে কখন মায়োসিস হয়?
উত্তরঃ নিষেকের পূর্বে।
২৩। কোন উপ-পর্যায়ে প্রাণিকোষের ক্রোমোসোম গুলোতে পোলারাইজড বিন্যাস ঘটে?
উত্তরঃ লেপ্টোটিন।
২৪। কোনটিতে অ্যমাইটোসিস কোষ বিভাজন হয় না?
উত্তরঃ ক্যাম্বিয়াম।
২৫। কে পুষ্পক উদ্ভিদের জনন মাতৃকোষে হ্রাসমূলক বিভাজন লক্ষ্য করেন?
উত্তরঃ স্ট্রাসবুর্গার।
২৬। নিম্ন শ্রেণির হ্যাপ্লয়েড জীবে কখন মায়োসিস হয়?
উত্তরঃ নিষেকের পর জাইগোটে।
২৭। মাইটোসিসরত কোষ ও মোট কোষের সংখ্যার অনুপাত হল-
উত্তরঃ মাইটোটিক ইনডেক্স।
২৮। মানুষের শুক্রাশয়ে মায়োটিক প্রোফেজ-এ কত সময় লাগে?
উত্তরঃ এক সপ্তাহ।
২৯। গ্রিক Meious শব্দের অর্থ কী?
উত্তরঃ হ্রাস করা।
৩০। গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা কোন বিভাজনের গুরুত্ব?
উত্তরঃ মাইটোসিস।
কোষ বিভাজন ২য় অধ্যায় জীব বিজ্ঞান ২য় পত্র
৩১। মাইটোসিসের কোন পর্যায়ে মেটাকাইনেসিস হয়?
উত্তরঃ মেটাফেজ।
৩২। গ্রিক zygos শব্দের অর্থ কী?
উত্তরঃ জোড়া।
৩৩। কোষপ্লেট তৈরির জন্য ফ্র্যাগমোপ্লাস্ট কোথায় থেকে আসে?
উত্তরঃ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম।
৩৪। দেহের বিভিন্ন অংশে টিউমার ছড়িয়ে পড়াকে কী বলা হয়?
উত্তরঃ Metastasis।
৩৫। মাইটোসিসরত কোষ ও মোট কোষের সংখ্যার অনুপাত হল-
উত্তরঃ মাইটোটিক ইনডেক্স।
৩৬। কোনটিতে অ্যমাইটোসিস কোষ বিভাজন হয় না?
উত্তরঃ ক্যাম্বিয়াম।
৩৭। স্তন্যপায়ীদের কোষ চক্রে মাইটোটিক দশা কতক্ষণ স্থায়ী হয়?
উত্তরঃ ১-১.৫ ঘন্টা।
৩৮। প্রোফেজ পর্যায়ে কোনটির জন্য ক্রোমোসোমের সংকোচন শুরু হয়?
উত্তরঃ ফসফোরাইলেশন।
৩৯। গ্রিক Meious শব্দের অর্থ কী?
উত্তরঃ কোনটিই নয়।
৪০। গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা কোন বিভাজনের গুরুত্ব?
উত্তরঃ মাইটোসিস।
৪১। কোন প্রোটিনটি কোষকে বিভাজন হতে বিরত রাখতে ভূমিকা রাখে?
উত্তরঃ P53
৪২। মানুষের শুক্রাশয়ে মায়োটিক প্রোফেজ-এ কত সময় লাগে?
উত্তরঃ এক সপ্তাহ
কোষ বিভাজন MCQ HSC
নিচে MCQ প্রশ্ন ও উত্তর গুলো দেওয়া আছে। এগুলো অনুশীলন করার মাধ্যমে বিভিন্ন বোর্ড প্রশ্ন সম্পর্কে ধারনা পেয়ে যাবেন। এই ধরনের MCQ প্রশ্ন গুলো বিভিন্ন পরীক্ষায় দেওয়া থাকে। তাই এই প্রশ্ন গুলো ভালোভাবে পড়ে নিবেন। নিচে থেকে প্রশ্ন গুলো পড়ুন। অথবা নিচের ঠিকানা থেকে পিডিএফ সংগ্রহ করেনিন।
পিডিএফ সংগ্রহ
শেষ কথা
আশা করছি এই পোস্ট টি আপনাদের ভালো লেগেছে। এবং এই পোস্ট থেকে কোষ বিভাজন জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সংগ্রহ করতে পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন। এইচ এস সি বিষয়ক আরও অনেক পোস্ট আমার ওয়েবসাইটে দেওয়া আছে। সেগুলোর পড়ার জন্য নিচে ঠিকানা দিয়েছি দেখেনিতে পারেন। পোস্ট টি সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আরও দেখুনঃ
কোষ বিভাজন MCQ HSC প্রশ্ন উত্তর উদ্ভিদ বিদ্যা ২য় অধ্যায়
কোষ ও এর গঠন mcq প্রশ্ন ও উত্তর জীব বিজ্ঞান ১ম পত্র ১ম অধ্যায় এইচ স সি
জীববিজ্ঞান ১ম পত্র ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর পিডিএফ এইচ এস সি