কাকতাড়ুয়া উপন্যাসের এর জ্ঞানমূলক প্রশ্ন উত্তর গুলো আজকের পোস্টে দিয়েছি। আপনারা যারা নবম-দশম শ্রেণির শিক্ষার্থী তাদের জন্য আজকের পোস্ট টি অনেক গুরুত্ব পূর্ণ। অনেক সময় পরীক্ষার প্রশ্নে কাকতাড়ুয়া উপন্যাস থেকে জ্ঞানমূলক প্রশ্ন গুলো ক নাম্বারের জন্য দেওয়া থাকে। তাই অধিক শিক্ষার্থীরা সেরা প্রস্তুতির জন্য এই ধরনের সংক্ষিত প্রশ্নের উত্তর গুলো অনুশীলন করার চেষ্টা করে। বর্তমান সময়ে আপনারা এই প্রশ্ন ও উত্তর গুলো গুগল থেকে সংগ্রহ করতে পারবেন।
তাই আমরা আজকের পোস্টে নবম-দশম শ্রেণির বাংলা ১ম পত্রের কাকতাড়ুয়া উপন্যাস থেকে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক ও সংক্ষিপ্ত প্রশ্ন গুলো শেয়ার করেছি। আপনি যদি পরীক্ষার প্রস্তুতির জন্য জ্ঞানমূলক প্রশ্নের অনুসন্ধান করে থাকেন তাহল আজকের পোস্ট টি সম্পূর্ণ পড়ুন। নিচের দিকে আপনাদের জন্য কাকতাড়ুয়া গল্পের জ্ঞানমূলক ও সংক্ষিপ্ত প্রশ্ন গুলো দেওয়া আছে দেখেনিন।
এই পোস্টে কাকতাড়ুয়া উপন্যাসের যা যা জানতে পারবেন
- কাকতাড়ুয়া উপন্যাসের জ্ঞানমূলক প্রশ্নের উত্তর
- সাধারণ ও সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
- কাকতাড়ুয়া উপন্যাসের সৃজনশীল প্রশ্নের উত্তর
- বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ও mcq প্রশ্নের সমাধান
- কাকতাড়ুয়া উপন্যাসের ব্যাখ্যা
কাকতাড়ুয়া উপন্যাসের জ্ঞানমূলক প্রশ্ন
প্রথমে আপনাদের সাথে কাকতাড়ুয়া উপন্যাসের এর জ্ঞানমূলক প্রশ্ন গুলো শেয়ার করেছি। এই উপন্যাসের অনেক গুলো প্রশ্ন রয়েছে। সবগুলো অনুশীলন করলে আপনাদের অনেক সময় লাগবে। কিন্তু সবগুলো প্রশ্নের উত্তর আপনাদের না জানলেও চলবে। তাই যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সৃজনশীল প্রশ্নের ক ও খ নাম্বারের জন্য কমন সেগুলো শুধু দেওয়া আছে। তো নিচের দিকে জ্ঞানমূলক প্রশ্ন গুলো সাজিয়ে দেওয়া আছে দেখেনিন।
০১। শাহাবুদ্দিনকে নিয়ে বুধা কিসের শব্দ শােনার জন্য বসে থাকে?
উত্তর : শাহাবুদ্দিনকে নিয়ে বুধা মাইন বিস্ফোরণের শব্দ শােনার জন্য বসে থাকে।
০২। বিনু হাসলে কী মনে হতাে?
উত্তর : বিনু হাসলে মনে হতাে বিলের জলে ঢেউ বয়ে যাচ্ছে।
০৩। আহাদ মুন্সির ছেলের নাম কী?
উত্তর : আহাদ মুন্সির ছেলের নাম মতিউর।
০৪। বুধা কীভাবে গান শিখেছে?
উত্তর : বুধা আখড়ার গান শুনে গান শিখেছে।
০৫। বুধাকে কে ‘মানিকরতন’ নামে ডাকে?
উত্তর : হরিকাকু বুধাকে মানিকরতন নামে ডাকে।
০৬। গাঁয়ের লােকেরা বুধাকে কাকতাড়ুয়া ডাকে কেন?
উত্তর : সারাক্ষণ কাকতাড়ুয়া সেজে থাকে বলে গাঁয়ের লােকেরা বুধাকে কাকতাড়ুয়া নামে ডাকে।
০৭। উপন্যাসের আঙ্গিক ও গঠনকৌশলের দিক কোনটি?
উত্তর : উপন্যাসের কাহিনি কীভাবে গড়ে তােলা হবে সেটাই হচ্ছে উপন্যাসের আঙ্গিক ও গঠনকৌশলের দিক।
০৮। বুধা কার বাড়িতে বসে সাতই মার্চের ভাষণ শুনেছিল?
উত্তর : বুধা কানু দয়ালের বাড়িতে বসে সাতই মার্চের ভাষণ শুনেছিল।
০৯। কোন ধরনের মানুষকে বুধার মানুষ মনে হয় না?
উত্তর : যার দৃষ্টিতে ভাষা থাকে না, সেরকম দৃষ্টিহীন মানুষকে বুধার মানুষই মনে হয় না।
১০। আহাদ মুন্সির চোখ কপালে ওঠে কেন?
উত্তর : বুধা নিজের নাম যুদ্ধ বলায় আহাদ মুন্সির চোখ কপালে ওঠে।
১১। চাচি বুধাকে কিসের স্বপ্ন দিয়েছেন?
উত্তর : চাচি বুধাকে স্বাধীন মানুষ হওয়ার স্বপ্ন দিয়েছেন।
১২। বুধা প্রায়ই কী সাজত?
উত্তর : বুধা প্রায়ই কাকতাড়ুয়া সাজত।
১৩। বুধা আলির কাছ থেকে কেরােসিন এনেছিল কেন?
উত্তর : রাজাকার আহাদ মুন্সির ঘরে আগুন দেওয়ার জন্য মশাল বানাতে বুধা আলির কাছ থেকে কেরােসিন এনেছিল ।
১৪। নােলক বুয়া বুধাকে কী খেতে দেয়?
উত্তর : মােলক বুয়া বুধাকে মুড়ি খেতে দেয়।
কাকতাড়ুয়া উপন্যাসের জ্ঞানমূলক প্রশ্নের উত্তর
১৫। মতিউর কী কারণে ফজু মিয়াকে বকাবকি করেছিল?
উত্তর : মতিউর বুধাকে কাজে নেওয়ার জন্য ফজু মিয়াকে বকাবকি করেছিল।
১৬। শান্তি কমিটির চেয়ারম্যান কে ছিল?
উত্তর : শান্তি কমিটির চেয়ারম্যান ছিল আহাদ মুন্সি।
১৭। তিনুর বয়স কত?
উত্তর : তিনুর বয়স দেড় বছর।
১৮। কাকতাড়ুয়া’ উপন্যাসে বর্ণিত মুক্তিবাহিনীর কমান্ডার কে?
উত্তর : কাকতাড়ুয়া’ উপন্যাসে বর্ণিত মুক্তিবাহিনীর কমান্ডার হলেন শাহাবুদ্দিন।
১৯। বাঙ্কারের তদারকি করছিল কে?
উত্তর : বাঙ্কারের তদারকি করছিল মতিউর।
২০। কুদুস বুধার কাছে মিঠুর খোজ জানতে চাইলে সে কী বলে?
উত্তর : কুদুস বুধার কাছে মিঠুর খোজ জানতে চাইলে সে বলেনদীর তলে খুঁজে দেখ।
২১। বুধা ঘুমের মধ্যে কিসের স্বপ্ন দেখে?
উত্তর : বুধা ঘুমের মধ্যে স্বাধীনতার স্বপ্ন দেখে।
২২। কাকতাড়ুয়া’ উপন্যাসে ছবি আঁকার মানুষ কে?
উত্তর : কাকতাড়ুয়া’ উপন্যাসে ছবি আঁকার মানুষ, হলেন মুক্তিযােদ্ধা কমান্ডার শাহাবুদ্দিন।
২৩। উপন্যাসের আখ্যানভাগ কী?
উত্তর : উপন্যাসের আখ্যানভাগ হচ্ছে- Plot বা কাহিনি-সমগ্র।
২৪। ‘মেশিনগান বল, আমার নাম মেশিনগান-বুধা কাকে এ কথা বলেছে?
উত্তর : মেশিনগান বল, আমার নাম মেশিনগান’- বুধা রাজাকার কুদুসকে এ কথা বলেছে।
২৫। শামুকের খােলটা কিসের মতাে লাগে বুধার?
উত্তর : শামুকের খােলটা বুধার কাছে টুপির মতাে লাগে।
২৬। মিলিটারি কীভাবে গায়ে প্রবেশ করে?
উত্তর : মিলিটারি জিপে করে গুলি ছুড়তে ছুড়তে গায়ে প্রবেশ করে।
২৭। কাকতাড়ুয়া’ উপন্যাসের মিঠুর ভাইয়ের নাম কী?
উত্তর : কাকতাড়ুয়া’ উপন্যাসের মিঠুর ভাইয়ের নাম মধু।
২৮। বুধার দৃষ্টিতে লােহার টুপি পরা মানুষেরা কী করে?
উত্তর : বুধার দৃষ্টিতে লােহার টুপি পরা মানুষেরা গুলি করে মানুষ হত্যা করে।
২৮। বুধা রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন ধরিয়েছিল।কেন?
উত্তর : বুধা রাজাকার কমান্ডাদের বাড়িতে আগুন ধরিয়েছিল প্রতিশােধ নেওয়ার জন্য।’
২৯। শাহাবুদ্দিন বুধার কী ধরনের ছবি আঁকার সিদ্ধান্ত নিয়েছিল?
উত্তর : শাহাবুদ্দিন বুধার যুদ্ধরত নানা ভঙ্গির ছবি আঁকার সিদ্ধান্ত নিয়েছিল।
৩০। বুধা হাবিব ভাইয়ের কাছে কী জানতে চেয়েছিল?
উত্তর : বুধা হাবিব ভাইয়ের কাছে গণকবরের অর্থ জানতে চেয়েছিল।
কাকতাড়ুয়া উপন্যাসের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
অনেক শিক্ষার্থীরা কাকতাড়ুয়া উপন্যাসের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর খুঁজে থাকে। তাই এই পোস্টে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন গুলো দেওয়া আছে। আপনি সংক্ষিপ্ত প্রশ্ন গুলো চর্চা করতে চাইলে নিচের দিকে চলে যান।
৩১। বুধার কয়টি ভাইবোন ছিল?
উত্তর : বুধার চারটি ভাইবোন ছিল।
৩২। দুঃখকে বুধা কী ভাবে?
উত্তর : দুঃখকে বুধা শকুন ভাবে।
৩৩। মোচড়াতে মোচড়াতে কার চোখের মনি স্থির হয়ে যায়?
উত্তর : মোচড়াতে মোচড়াতে বুধার বাবার চোখের মনি স্থির হয়ে যায়।
৩৪। ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে বর্ণিত কে নিজের নিয়মে বড় হয়েছে?
উত্তর : ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে বর্ণিত নিজের নিয়মে বড় হয়েছে বুধা।
৩৫। বুধার মতে যার ঘর নেই চারদিকে তার কী থাকে?
উত্তর : বুধার মতে যার ঘর নেই চারদিকে তার সোনার ঘর থাকে।
৩৬ কাদের ভাষা বুধা বুঝতে পারে না?
উত্তর : মিলিটারিদের ভাষা বুধা বুঝতে পারে না।
৩৭। গাঁয়ে কারা কিয়ামত ঘটিয়ে চলে যায়?
উত্তর : গাঁয়ে মিলিটারিরা কিয়ামত ঘটিয়ে চলে যায়।
৩৮।বুধা কোথায় বসে রেডিওতে বঙ্গবন্ধুর ভাষণ শুনেছিল?
উত্তর : বুধা বঙ্গবন্ধুর ভাষণ কানু দয়ালের বাড়িতে বসে রেডিওতে শুনেছিল।
৩৯। মৃত্যুর সময় তিনুর বয়স কত ছিল?
উত্তর : মৃত্যুর সময় তিনুর বয়স দেড় বছর ছিল।
৪০। বুধা কার গায়ে হাত দিয়ে শিউরে ওঠে?
উত্তর : বুধার তিনুর গায়ে হাত দিয়ে শিউরে ওঠে।
৪১। ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে গান ভীষণ প্রিয় কার?
উত্তর : ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে গান ভীষণ প্রিয় বুধার।
৪২। হরিকাকু বুধাকে কী নামে ডাকত।
উত্তর : হরিকাকু বুধাকে মানিকরতন নামে ডাকত?
৪৩। বুধাকে কে কাকতাড়ুয়া খেলতে নিষেধ করেছিল?
উত্তর : বুধাকে রানি কাকতাড়ুয়া খেলতে নিষেধ করেছিল।
৪৪। তিনু কার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে যেত?
উত্তর : তিনু বুধার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে যেত।
৪৫। কার হাসিতে মনে হতো বিলের জলে ঢেউ বয়ে যাচ্ছে?
উত্তর : বিনুর হাসিতে মনে হতো বিলের জলে ঢেউ বয়ে যাচ্ছে।
৪৬। বুধা কুন্তিকে কোন সময় ভীষণ ভালোভাবে আসার কথা বলেছিল?
উত্তর : বুধা কুন্তিকে তার বিয়ের সময় ভীষণ ভালোভাবে আসার কথা বলেছিল।
নবম-দশম শ্রেণির কাকতাড়ুয়া উপন্যাসের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
এখানে বাংলা ১ম পত্রের নবম দশম শ্রেণির কাকতাড়ুয়া উপন্যাস থেকে কিছু কমন সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। আপনারা চাইলে এগুলো অনুশীলন করতে পারেন।
৪৭। মিলিটারি ক্যাম্পে গরু-ছাগল, হাঁস-মুরগি, মাছ, ডিম, দুধ কারা পাঠায়?
উত্তর : মিলিটারি ক্যাম্পে গরু-ছাগল, হাঁস-মুরগি, মাছ, ডিম, দুধ পাঠায় গাঁয়ের কয়েকজন টাকাওয়ালা মানুষ।
৪৮। আহাদ মুন্সির বাড়ির পর কার বাড়িতে আগুন লাগে?
উত্তর : আহাদ মুন্সির বাড়ির পর রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন লাগে।
৪৯। একগাদা পেয়ারা নিয়ে বুধা কোথায় যায়?
উত্তর : একগাদা পেয়ারা নিয়ে বুধা মিলিটারি ক্যাম্পে যায়।
৫০। মিলিটারিরা কী দখল করে ক্যাম্প বানিয়েছে?
উত্তর : গাঁয়ের স্কুলঘরটি দখল করে মিলিটারিরা ক্যাম্প বানিয়েছে।
৫১। কে বুধাকে লজ্জা দিতে চায় না?
উত্তর : চাচি বুধাকে লজ্জা দিতে চায় না।
৫২। বুধা কাকে স্যালুট করে?
উত্তর : বুধা মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিনকে স্যালুট করে।
৫৩। মিলিটারি ক্যাম্পে রেকি করতে কাকে দায়িত্ব দেওয়া হয়?
উত্তর : মিলিটারি ক্যাম্পে রেকি করতে বুধাকে দায়িত্ব দেওয়া হয়।
৫৪। পাকিস্তানি সেনা দেখে বুধা কোথায় লম্বা হয়ে শুয়ে থাকে?
উত্তর : পাকিস্তানি সেনা দেখে বুধা ধানগাছের আড়ালে লম্বা হয়ে শুয়ে থাকে।
৫৫। কে বুধাকে দেখে হাউমাউ করে কেঁদে ফেলে?
উত্তর : হরিকাকুর বউ বুধাকে দেখে হাউমাউ করে কেঁদে ফেলে।
৫৬। বুধার চাচা কাজ খুঁজতে কোথায় গিয়েছে?
উত্তর : বুধার চাচা কাজ খুঁজতে শহরে গিয়েছে।
৫৭। ক্ষুধা পেলে বুধাকে আলি কী দেয়?
উত্তর : ক্ষুধা পেলে বুধাকে আলি চা-বিস্কুট দেয়।
৫৮। আলি বুধার নতুন নাম কী দেয়?
উত্তর : আলি বুধার নতুন নাম দেয় ‘জয়বাংলা’।
৫৯। ভোরবেলা বুধাকে কে কান ধরে টেনে তোলে?
উত্তর : ভোরবেলা বুধাকে আহাদ মুন্সির বড় ছেলে মতিউর কান ধরে টেনে তোলে।
৬০। ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে প্রাণহীন দৃষ্টি কাদের?
উত্তর : ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে প্রাণহীন দৃষ্টি পাকিস্তানি মিলিটারিদের।
৬১। ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে উল্লিখিত কে নিজের বোঝা নিজে বইবে?
উত্তর : ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে উল্লিখিত বুধা নিজের বোঝা নিজে বইবে।
কাকতাড়ুয়া উপন্যাসের সৃজনশীল প্রশ্নের উত্তর
আপনারা চাইলে কাকতাড়ুয়া উপন্যাসের সৃজনশীল প্রশ্ন গুলো এই পোস্ট থেকে সংগ্রহ করতে পারবেন। আমাদের ওয়েবসাইটে এই উপন্যাসের গুরুত্বপূর্ণ ও কমন সৃজনশীল প্রশ্ন গুলো শেয়ার করেছি। নিচে একটি লিঙ্ক দেওয়া আছে। যারা যরা কাকতাড়ুয়া উপন্যাসের সৃজনশীল প্রশ্ন গুলো পড়তে চান তারা নিচের লিঙ্কে ক্লিক করুন। এবং সৃজনশীল প্রশ্ন গুলো সংগ্রহ করুন।
সৃজনশীল প্রশ্নের উত্তর
কাকতাড়ুয়া উপন্যাসের mcq
এখানে কাকতাড়ুয়া উপন্যাসের mcq গুলো দেওয়া আছে। এই বহুনির্বাচন প্রশ্ন গুলো খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের সাথে শেয়ার করেছি। mcq গুলো সংগ্রহ করতে অথবা পড়তে নিচে দিকে চলে যান।
কাকতাড়ুয়া উপন্যাসের বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
শেষ কথা
আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি এই পোস্ট থেকে কাকতাড়ুয়া উপন্যাসের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর জানতে পেরেছেন। এবং সৃজনশীল প্রশ্নের উত্তর সংগ্রহ করতে পেরেছেন। এই পোস্ট টি ভালোলেগে থাকলে শেয়ার করতে পারেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন। নিচে আপনাদের জন্য শিক্ষামূলক কিছু পোস্ট দেওয়া আছে দেখেনিতে পারেন। ভালোথাকবেন, সুস্থ থাকবেন।
See More:
সুভা গল্পের mcq (সুভা গল্পের বহুনির্বাচনি প্রশ্ন Pdf)
সুভা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর Pdf File collect