বায়ান্নর দিনগুলো সৃজনশীল প্রশ্ন উত্তর পিডিএফ সংগ্রহ

বায়ান্নর দিনগুলো সৃজনশীল প্রশ্ন উত্তর পিডিএফ সংগ্রহ

বায়ান্নর দিনগুলো সৃজনশীল প্রশ্ন উত্তর আজকের পোস্ট থেকে সংগ্রহ করতে পারবেন। সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের পোস্টে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন শেয়ার করতে যাচ্ছি, যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে। একাদশ দ্বাদশ শ্রেণির বাংলা ১ম পত্রের একটি মনোরম ময় গল্পও। এই গল্পটি সবার কাছে অনেক জনপ্রিয়। এই গল্পের অনেক গুলো সৃজনশীল প্রশ্ন রয়েছে।

অনেক শিক্ষার্থীরা বায়ান্নর দিনগুলো গল্প থেকে সৃজনশীল প্রশ্ন  পড়তে চায়। কিন্তু তাদের কাছে গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন গুলো নেই। তাই আজকের পোস্টে আপনাদের জন্য এই গল্প থেকে গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের উত্তর গুলো দেওয়া আছে। আপনারা যারা যারা সৃজনশীল প্রশ্ন গুলো পড়তে চান বা সংগ্রহ করতে চান তারা আজকের পোস্ট টি সম্পূর্ণ পড়ুন। নিচে সৃজনশীল প্রশ্ন গুলো উত্তর সহ কারে দেওয়া আছে দেখেনিন।

বায়ান্নর দিনগুলো সৃজনশীল প্রশ্ন

এখানে বায়ান্নর দিনগুলো সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। আপনারা যারা যারা পরীক্ষার জন্য সৃজনশীল অনুশীলন করতে চান তারা এগুলো দেখতে পারেন। আপনারা সৃজনশীল টি নিজে নিজে উত্তর লেখা চেষ্টা করুন। যদি না করতে পারেন তাহলে নিক্সচে উত্তর দেওয়া আছে। নিচে থেকে প্রশ্নের উত্তর টি দেখেনিন।

সৃজনশীল ১ঃ 

‘হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে ওঠে পদ্মর উচ্ছ্বাসে, সে কোলাহলের রুদ্ধস্বরের আমি পাই উদ্দেশ জলে ও মাটিতে ভাঙনের বেগ আসে। হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধান, গত আকালের মৃত্যুকে মুছে আবার এসেছে বাংলাদেশের প্রাণ।

ক. মুসলিম লীগ সরকার কত বড় – কাজ করল ।
খ. বঙ্গবন্ধু অনশন করছিলেন কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের সাথে বায়ান্নর দিনগুলাে রচনার কোন দিকটি সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপক ও বায়ান্নর দিনগুলাে রচনায় শােষকের অত্যাচার ও নিপীড়নের চিত্র অঙ্কিত হয়েছে বিশ্লেষণ কর।

সৃজনশীল ২ঃ   

ওরা কারা বুনো দল ঢোকে
এরই মধ্যে (থামাও, থামাও), স্বর্ণশ্যাম বুক ছিড়ে
অস্ত্রহাতে নামে সান্ত্রি কাপুরুষ, অধম রাষ্ট্রের
রক্ত পতাকা তোলে, কোটি মানুষের সমবায়ী
সভ্যতার ভাষা এর রদ করবে ভাবে, মরু পশু
মারীর অন্ধতা ঝড়ে হানে অসহায় নরনারী?

ক. ভিক্টোরিয়া পার্ক এর বর্তমান নাম কি?
খ. “এদের কথা হলো মরতে দেব না” কাদের কথা কি প্রসঙ্গে বলা হয়েছে?
গ. “কোটি মানুষের সমবায়ী সভ্যতার ভাষা এরা রদ করবে” উদ্দীপকের উল্লিখিত চরণটি “বায়ান্নর দিনগুলো” রচনায় কোন অংশের সাথে সাদৃশ্যপূর্ণ আলোচনা করো।
ঘ. উদ্দীপক ও “বায়ান্নর দিনগুলো”  রচনার মূল সুরে  একই ধারা প্রবাহিত উক্তিটি বিশ্লেষণ করো।

বায়ান্নর দিনগুলো সৃজনশীল প্রশ্ন উত্তর

এখানে উক্ত সৃজনশীল প্রশ্ন গুলোর উত্তর দেওয়া আছে। আপনারা যারা যারা সৃজনশীল প্রশ্নের উত্তর গুলো না জানেন না নিচে থেকে উত্তর গুলো দেখেনিন। অথবা সংগ্রহ করে রাখুন।

সৃজনশীল ১ এর উত্তরঃ 

ক উত্তরঃ মুসলিম লীগ সরকার কত বড় অপরিণামদর্শিতার কাজ করল ।

খ উত্তরঃ তৎকালীন পাকিস্তানি শাসকগােষ্ঠীর অপশাসন ও বিনা-বিচারে বছরের পর বছর রাজবন্দিদের কারাগারে আটক রাখার প্রতিবাদে বঙ্গবন্ধু অনশন করেছিলেন। কোনাে ন্যায্য দাবি পূরণের লক্ষ্যে একটানা আহার বর্জনের সংকল্পকে অনশন বলে।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে আপসহীন একজন দেশনেতা। তাই পাকিস্তানি স্বৈরাচারী শাসকদের অপশাসন, নিপীড়ন এবং রাজবন্দিদের বিনা বিচারে দীর্ঘ সময় আটক রাখার প্রতিবাদ ১৯৫২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনশন করেছিলেন।

গ উত্তরঃ

উদ্দীপকের সাথে ‘বায়ান্নর দিনগুলাে রচনার স্বেচ্ছাচারী শাসকগােষ্ঠীর শােষণ-নির্যাতন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আপসহীন সংগ্রামী চেতনার দিকটি সাদৃশ্যপূর্ণ।

অধিকার আদায়ের জন্য মানুষকে সংগ্রাম করতে হয়, আন্দোলন করতে হয়, কষ্ট সহ্য করতে হয় দিনের পর দিন। অধিকার সচেতন মানুষ ন্যায্য দাবি আদায়ের জন্য প্রয়ােজনে জীবন দিতেও প্রস্তুত থাকে। আপসহীন সংগ্রামের মাধ্যমে তারা সত্যকে প্রতিষ্ঠা করে।উদ্দীপকে বাঙালি জাতির ওপর শােষকদের অত্যাচার, নিপীড়ন এবং জাতির আধিকার সচেতনতা ও দাবি আদায়ের প্রশ্নে আপসহীন সংগ্রামের দিকটি উঠে এসেছে, যা বায়ান্নর দিনগুলাে রচনায় বাঙালিদের অধিকার সচেতনতা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আপসহীন সংগ্রামী চেতনার সাথে সাদৃশ্যপূর্ণ।

উদ্দীপকে বলা হয়েছে হিমালয় থেকে সুন্দরবন কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে । জলে মাটিতে আসে ভাঙনের বেগ। জন্ম নেয় সচেতনতার ধান। এখানে বাঙালি জাতির অধিকার আদায়ের সংগ্রামের দিকটি উঠে এসেছে।বায়ান্নর দিনগুলাে রচনায়ও পাকিস্তানিদের অপশাসন, অত্যাচার এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তকালীন পাকিস্তানি শাসকগােষ্ঠীর অপশাসন ও বিনাবিচারে বছরের পর বছর রাজবন্দিদের আটক রাখার প্রতিবাদে ১৯৫২ সালে যে অনশন ধর্মঘট পালন করেন সেই সংগ্রামী দিনগুলাের স্মৃতিচারণ করা হয়েছে।

পাকিস্তানিদের অপশাসন, অত্যাচার এবং এর বিরুদ্ধে বঙ্গবন্ধুর আপসহীন সংগ্রাম ও অধিকার সচেতনতার সঙ্গে উদ্দীপকটি সাদৃশ্যপূর্ণ।

ঘ উত্তরঃ

উদ্দীপক ও বায়ান্নর দিনগুলাে রচনায় শােষকের অত্যাচার ও নীপিড়নের চিত্র আঙ্কিত হয়েছে। মন্তব্যটি যথার্থ। ০ স্বৈরাচারী শাসকরা সবসময়ই জনগণের দাবিকে রুখে দিতে চায়। তাদের দমিয়ে রাখতে নানা রকম অত্যাচার নির্যাতন চালায়।

১৯৪৭ সালে ভারতবর্ষ ভাগের পর থেকে পাকিস্তানি শাসকরা বাঙালি জাতির ওপর শােষণ-নির্যাতন চালাতে থাকে। তারা বিভিন্নভাবে জাতির অধিকারকে দমিয়ে রাখতে চেয়েছিল।উদ্দীপকে শােষকদের অত্যাচার ও নিপীড়নের চিত্র অঙ্কিত হয়েছে। হিমালয় থেকে সুন্দরবন শােষকদের অত্যাচারে পদ্মার উচ্ছ্বাসও কেঁপে কেঁপে ওঠে । জলে মাটিতে লাগে ভাঙনের বেগ। অত্যাচারীদের শােষণ-নির্যাতনের চিত্র ‘বায়ান্নর দিনগুলাে রচনায়ও উপস্থাপিত হয়েছে ।

তৎকালীন পাকিস্তানি শাসকগােষ্ঠীর অপশাসন ও নির্যাতনের দিকটি লেখক আলােচ্য রচনায় উপস্থাপন করেছেন। ০ বায়ান্নর দিনগুলি রচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানর পাকিস্তানি শাসকদের স্বৈরাচার। শােষণ ও নির্যাতনের বিভিন্ন চিত্র তুলে ধরেছেন।রাজবন্দিদের বছরের পর বছর বিনাবিচনারে আটকে রাখা, ভাষা আন্দোলনকারীদের ওপর গুলি বর্ষণ, জনগণের দাবি মেনে না নেওয়া ইত্যাদি বিষয় তুলে এনেছেন।

উদ্দীপকেও শােষকগােষ্ঠীর অত্যাচার ও নীপিড়নের চিত্র ফুটে উঠেছে। সুতরাং বলা যায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

সৃজনশীল ২ এর উত্তরঃ  

ক উত্তর.  ভিক্টোরিয়া পার্কের বর্তমান নাম বাহাদুর শাহ পার্ক।

উত্তর. তৎকালীন জেল কর্তৃপক্ষের কথা হলো শেখ মুজিব ও তার  সহবন্দিদের মরতে দেবে না।জেল কারখানার অনশন ধর্মঘট শুরু করার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সহকর্মী মহিউদ্দিন আহমেদ এর স্বাস্থ্য দ্রুত অবনতি হলে তাদেরকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কারাকর্তৃপক্ষ জোর করে নাক দিয়ে তাদের খাওয়াতে আরম্ভ করে। নাকের ভিতর দিয়ে তরল খাবার পেটে দেওয়া হয়। তাদের এ ধরনের কলাকৌশল আর জবরদস্তি দেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মনে হয় এরা তাদের মরতেও দেবে না ।এই প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

গ উত্তর.

কোটি মানুষের  সমবায়ী সভ্যতার ভাষায এরা রদ করবে” উদ্দীপকে উল্লেখিত চরণটি “বায়ান্নর দিনগুলো” রচনা আর ভাষা আন্দোলনের দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ।শোষকদের অত্যাচারের বিরুদ্ধে বাংলার মানুষ বারবার প্রতিবাদ করেছে। প্রতিবাদী মানুষ সংগ্রাম করতে গিয়ে অত্যাচারে সম্মুখীন হয়েছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ঘটনা বাঙালি জীবনের তাৎপর্য বহন করে।

উদ্দীপকে উল্লেখিত চরণটি ধারা সংখ্যাগরিষ্ঠ মানুষের মুখের ভাষা কেড়ে নেওয়ার দিকটি তুলে ধরা হয়েছে। “বায়ান্নর দিনগুলো” রচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আন্দোলনরত জীবনের অভিজ্ঞতা বর্ণিত হয়েছে। পাকিস্তানি শাসকগোষ্ঠী বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা বাংলার পরিবর্তে উর্দুকে রাষ্ট্রভাষা মর্যাদা দিতে চায়।

রাষ্ট্রভাষা বাংলার দাবিতে দেশের আপামর জনসাধারণ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু তৎকালীন পাকিস্তান সরকার জনসাধারণের ওপর গুলিবর্ষণ করে। এর প্রতিবাদে সারাদেশে হরতাল-সংগ্রাম পরিচালিত হয়। একটা সময় বাংলাকে রাষ্ট্রভাষা করতে সরকার বাধ্য হয়।

সর্বোপরি বলা যায় “বায়ান্নর দিনগুলো” রচনার বাংলা ভাষা আন্দোলনের দিকটি উদ্দীপকের চরণে প্রকাশ পেয়েছে।

উত্তর.

উদ্দীপক ও “বায়ান্নর দিনগুলো”  রচনার মূল সুর একই ধারায় প্রবাহিত” উক্তিটি যথার্থ বলে মনে করি।

দেশভাগের পর থেকেই পাকিস্তানী শাসকগোষ্ঠী বাংলা সাধারণ মানুষের ওপর অন্যায় অত্যাচার করতে থাকে। ভাষার জন্য বাঙালির আত্মত্যাগ বিশ্বের ইতিহাসে অতুলনীয়। পৃথিবীতে আর কোন দেশ বা জাতি ভাষার জন্য এভাবে জীবন দান করেনি। বাঙালি জাতির সংগ্রামের ইতিহাস দীর্ঘ।

উদ্দীপকে সাধারণ মানুষের ওপর অন্যায় অত্যাচারের দিকটি ফুটে উঠেছে। এখানে মানুষের অধিকার খর্ব করে তাদের ভাষা কেড়ে নেওয়ার দৃশ্য প্রতিফলিত হয়েছে। “বায়ান্নর দিনগুলো” রচনায়ও আমরা পাকিস্তানি শাসকগোষ্ঠীর নির্মমতার কথা জানতে পারি, জানতে পারি এদেশের সাধারণ মানুষের ওপর করা পাকিস্তানি শাসকগোষ্ঠীর অত্যাচারের কথা। পাকিস্তানি শাসকগোষ্ঠীর কারণে দিনের পর দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আত্মীয় পরিজন ছেড়ে জেলখানায় বন্দি থেকেছেন। এর প্রতিবাদে তারা অনশন করেছেন।

উদ্দীপক ও আলোচ্য রচনা উভয় জায়গায় বাঙালির আত্মত্যাগ ও শাসিত শোষিত হওয়ার কথা প্রকাশ পেয়েছে। আরও প্রকাশ পেয়েছে শাসকের নির্মমতা ও নিষ্ঠুরতার কথা। তাই বলা যায় যে, প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ।

এইচ এস সি বায়ান্নর দিনগুলো সৃজনশীল প্রশ্নের  উত্তর

আপনাদের জন্য আরও কিছু সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্ন গুলো দেখার চেষ্টা করবেন। এগুলো গুরুত্বপূর্ণ কিছু সৃজনশীল। তাই আপনাদের জন্য দেওয়া আছে। সৃজনশীল গুলো অনুশীলন করতে নিচের দিকে চলে যান।

সৃজনশীল প্রশ্ন ৩ : তিতুন নামে ৭/৮ বছরের একটি মেয়েকে তার পালকমাতা বলছেন, ‘আমি তোমাকে ডাস্টবিন থেকে পেয়েছি। তোমার প্রকৃত মা-বাবাকে পেলে তোমাকে তাদের হাতে তুলে দেবো ।’ মেয়েটি ক্রমাগত কাঁদছে আর বলছে, ‘না তোমরাই আমার মা-বাবা । আমি যাবো না তাদের কাছে। আর কাউকে মাও বলবো না।’ কেবল তিতুনকে নয়, এরকম অনেক পরিচয়হীনের ভরসা “আশ্রয়” নামক এনজিও । পরিচয়হীন শিশুদের অধিকার সংরক্ষণে নিবেদিত ‘আশ্রয়’ শিশুদেরকে লালন-পালন করছে। কোনো কোনো নিঃসন্তান দম্পতিদেরও সন্তান পাবার আশ্রয়স্থল ‘আশ্রয়’। ‘আশ্রয়’ সারাদেশে পরিচয়হীন শিশুদের অস্তিত্ব ক্ষার ভরসাস্থল।

ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলখানা থেকে কতটি চিঠি লিখেছিলেন?
খ. মাতৃভাষা আন্দোলন বলতে কী বোঝ?
গ. উদ্দীপকের তিতুন “বায়ান্নর দিনগুলো” রচনার কোন চরিত্রকে মনে করিয়ে দেয়? তার সঙ্গে তিতুনের তুলনামূলক আলোচনা করো।
ঘ. আশ্রয়ের বিশ্বাস এবং “বায়ান্নর দিনগুলো” রচনার চেতনা একসূত্রে গাঁথা– উক্তিটি মূল্যায়ন করো।

সৃজনশীল প্রশ্ন ৪ : আফ্রিকার গণমানুষের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। আফ্রিকায় সংঘটিত বর্ণবাদ, বৈষম্য ও শেতাজ্তাদের শোষণ- নিপীড়নের বিরুদ্ধে কৃষ্ণাঙ্গদের দীর্ঘ আন্দোলন ও কঠোর সংগ্রামের নেতৃত্বের পুরোধা তিনিই ছিলেন। সাধারণ মেহনতি, নির্যাতিত মানুষের অধিকার আদায় করতে তাকে নির্যাতন সহ্য করতে হয়েছে, জেলে যেতে হয়েছে। দীর্ঘ সাতাশ বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে সশ্রম কারাভোগের পর আফ্রিকার মুক্তিপাগল মানুষকে তিনি স্বাধীনতা উপহার দেন।

ক. ১৯৭২ সালে বঙ্গবন্ধু কোন পদকে ভূষিত হন?
খ. “বাংলাকে রাষ্ট্রভাষা না করে উপায় নাই’- উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের নেলসন ম্যান্ডেলা চরিত্রের সাথে “বায়ান্নর দিনগুলো তুলনামূলক আলোচনা তুলে ধরো ।
ঘ. প্রেক্ষাপট ভিন্ন হলেও সংগ্রামী ও অধিকার সচেতন শেখ মুজিবুর রহমান ও নেলসন ম্যান্ডেলা একই চেতনায় উদ্বুদ্ধ’ – “বায়ান্নর দিনগুলো” রচনার বিষয়বস্তুর আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করে তোমার মতামত প্রদান করো।

বায়ান্নর দিনগুলো mcq

এখানে mcq গুলো পেয়ে যাবেন। আপনাদের জন্য এর সাথে সঠিক উত্তর দিয়ে দেওয়া আছে। তো যাদের যাদের বহুনির্বাচনি প্রশ্ন গুলো প্রয়োজন তারা নিচে থেকে দেখেনিন। অথবা আপনার প্রয়োজনে সংগ্রহ করেনিন।

পিডিএফ সংগ্রহ 

শেষ কথা

আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি এই পোস্ট টি আপনাদের কাছে ভালোলেগেছে। এই পোস্ট টি ভালোলেগে থাকলে শেয়ার করতে পারেন। আশা করছি এই পোস্ট থেকে আপনারা  বায়ান্নর দিনগুলো সৃজনশীল প্রশ্ন উত্তর সংগ্রহ করতে পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন।  আজকের মতো এখানেই শেষ। ভালোথাকবেন, সুস্থ থাকবেন।