ঔষধ কোম্পানিতে চাকরির আবেদন পত্র লেখার সঠিক নিয়ম ও পদ্ধতি

ঔষধ কোম্পানিতে চাকরির আবেদন পত্র

ঔষধ কোম্পানিতে চাকরির আবেদন পত্র লেখার সঠিক নিয়ম ও পদ্ধতি নিয়ে আজকের এই পোস্ট। বিভিন্ন সময়ে আমরা খবরের কাগজ ও অন্যান্য বিজ্ঞাপনে ঔষধ কোম্পানিতে চাকরির নিয়োগ দেখতে পাই। এজন্য সবাই চাকরির জন্য আবেদন করে থাকি। এ বছর বাংলাদেশের বিভিন্ন ঔষধ কোম্পানিতে চাকরির নিয়োগ দিয়েছে। তাই অনেকে হয়তো এই চাকরির জন্য আবেদন করবেন। কিন্তু আপনি হয়তো ঔষধ কোম্পানিতে চাকরির আবেদন করার নিয়ম গুলো জানেন না ।

আপনারা যদি কোনো চাকরির জন্য আবেদন করতে চান তাহলে সিভি লিখতে হবে। এই সিভির ভিতরে আপনার সকল তথ্য দেওয়া থাকবে। এই সিভি টি পড়ে তারা আপনাকে চাকরির ভাইভার জন্য ডাকবে। নিচে ঔষধ কোম্পানিতে চাকরির জন্য আনেদন যেভাবে করবেন টা সুন্দর ভাবে দেওয়া আছে। আর তাছাড়া আমাদের দেওয়া এই চাকরির আবেদন টি ভালোভাবে দেখলে আপনি যেকোনো চাকরির জন্য আবেওন করার নিয়ম জানতে পারবেন। তাহলে আজকের এই পোস্ট টি শুরু করা যাক।

ঔষধ কোম্পানিতে চাকরি

ঔষধ কোম্পানিতে চাকরির আবেদন করার আগে আপনারা অবশ্যই আবেদন শুরু হওয়ার তারিখ এবং শেষ হওয়ার তারিখ সঠিক ভাবে দেখেনিন নিবেন। তার পর চাকরির জন্য আবেদন করবেন। যদি আবেদন করার সময় শেষ হয়ে থাকে বা আপনি শেষ হওয়ার তারিখ না জেনেই আবেদ করেন তাহলে আপনার আবেদন তাদের কাছে পৌঁছাবে না। চাকরির আবেদন করতে হলে তাদের দেওয়া সেই নুন্যতম শিক্ষাগত যোগ্যতা থকতে হবে। ঔষধ কোম্পানির চাকরির সাধারনত দুই ধরনের হয়ে থাকে একটি হলো অফিশিয়ালি ঔষধ কোম্পানির চাকরি এবং একটি হলো মার্কেটে তবে দুই ধরনের চাকরির কার্যক্রম পুরোটাই ব্যতিক্রম। তো আবেদন করার আগে অবশ্যই জেনে নিবেন কোন পদে আপনি চাকরি করতে চান।

ঔষধ কোম্পানিতে চাকরির আবেদন পত্র

ঔষধ কোম্পানির চাকরি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং গুরুত্বপূর্ণ কাজ।  তাই এই চাকরি করতে হলে আপনার মেধা ও শিক্ষাগত যোগ্যতা থাকতেই হবে। আর এই চাকরির জন্য তারাই নির্বাচিত হয় যাদের শিক্ষাগত যোগ্যতা থাকে। তাই চাকরির আবেদন করার পূর্বে আপনাকে সঠিক ভাবে প্রিপারেশন নিতে হবে।  তাহলে আপনি ঔষধ কোম্পানিতে চাকরি করার জন্য এপ্লাই করতে পারেন বা ঔষধ কোম্পানিতে চাকরি করার জন্য আপনি  আবেদন করতে পারেন। ঔষধ কোম্পানিতে চাকরির জন্য নিয়োগ গুলো দেখে এপ্লাই করে চাকরি নিতে পারেন। আর অনলিনে চাকরির খবর প্রতিনিয়ত পাওয়া যাচ্ছে।

আরও জানতে এখানে ক্লিক করুন

ঔষধ কোম্পানিতে চাকরির আবেদন পত্র লেখার সঠিক নিয়ম

সবিকিছুর ই একটি নিয়ম আছে। ঠিক তেমনি ঔষধ কোম্পানিতে চাকরির আবেদন পত্র লেখার সঠিক নিয়ম রয়েছে। আপনি যদি সঠিক ভাবে চাকরির জন্য আবেদন পত্র লিখতে পারেন তাহলে আপনার জন্য অনেক ভালো। আপনি যখন চাকরির জন্য আবেদন লিখবেন তখন কিছু নিয়ম অনুসরণ করে লিখবেন। সেই নিয়ম গুলো না জানলে নিচে থেকে দেখনিন।

ছবি

এখানে আপনার একটি ছবি ব্যবহার করতে হবে। এই ছবির সাইজ অবশ্যই পাসপোর্ট হতে হবে। সোশাল মিডিয়ায় ব্যবহিত ছবি গুলো এখানে ব্যবহার করবেন না। আপনার ছবি টি অবশ্যই কিলিয়ার থাকতে হবে।

ব্যক্তিগত প্রোফাইল

এখানে আপনার পারস্পারিক জীবনের একটি প্রোফাইল রাখতে হবে। আপনার জীবনের লক্ষ্য, আপনার কিছু বক্তব্য এগুলো এখানে রাখার চেষ্টা করবেন। তবে বেশি বড় করা যাবে না।

পেশাগত অভিজ্ঞতা

এখানে আপনার পেশাগত যোগ্যতা সম্পর্কে জানান। অর্থাৎ আপনার পূর্বের কোনো কাজের অভিজ্ঞতা থাকলে এই অংশে উপস্থাপন করুন। সর্বশেষ যেখানে চাকরি করেছেন, সেটি লিখে বাকি প্রতিষ্ঠানের নামগুলো পর্যায়ক্রমে লিখুন। প্রতিষ্ঠানের নাম, সেখানে আপনার কাজের বিবরণ এবং আপনার অর্জন লিখতে হবে। কোন প্রতিষ্ঠানে কত দিন কাজ করেছেন, সেটিও উল্লেখ করুন।

শিক্ষা

সিভির আরেক টি অন্যতম প্রধান বিষয় হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। কারণ আপনার শিক্ষাগত কোনো যোগ্যতা না থাকলে তাহলে কোনো চাকরি পেতে পারবেন না। তাই সিভি তে আপনার সকল ধরনের শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করুন।

প্রশিক্ষণ ও কর্মশালা

আপনি যদি পূর্বেই কাজ সম্পকে কোনো ধারনা বা অভিজ্ঞতা লাভ করে থাকেন তাহলে আপনার জন্য সেটা অনেক ভালো। তাই আপনার ধারনাক্রিত কাজের প্রশিক্ষণ ও কর্মশালা সম্পর্কে এখানে কিছু জানান।

আকর্ষণীয় শখ

আপনার অবশ্যই পছন্দনীয় একটি শখ রয়েছে। এখানে ভালোকিছু আপনার সখ গুলো প্রকাশ করুন। অপছন্দনিয় শখ যোগ করা থেকে বিরত থাকুন। দলগত যেকোনো ইভেন্ট ভালো শখ হতে পারে।

ভাষা দক্ষতা

আপনি বাংলাদেশি হলে বাংলা আপনার নিজস্ব ভাষা। আপনি হয়তো বাংলা ভাষার পাশা-পাশি ইংরেজি ভাষা জানেন। আরও কোনো ভাষা জানা থাকলে সেটা আপনার জন্য ভালো তবে আপনাকে ইংরেজি ভাষা জানা থাকাটা অনেক জরুরি। তাই সিভি লেখার সময় আপনার যেসব ভাষা জানা আছে সেগুলো উল্লেখ করবেন।

কম্পিউটার দক্ষতা

কম্পিউটার হচ্ছে আধুনিক প্রযুক্তির অন্যতম অংশ। চাকরির ক্ষেত্রে বা অন্য যেকোনো বিষয়ে কম্পিউটার এরব্যবহার বিপুল পরিমাণ বেড়ে চলেছে। চাই আপনি যদি কম্পিউটার  ব্যবহার করতে জানেন তাহলে আপনার চাকরির ক্ষেত্রে অনেক সুবিধা রয়েছে। তাই চেষ্টা করবেন কম্পিউটার এর উপরে পুরপুরি ধারনারাখার জন্য।

রেফারেন্স

আপনেকে যারা চাকরির জন্য গণ্য বলে রেফারেন্স দিবে তাদের  নাম, ফোন নম্বর, ই-মেইল ও তাঁর প্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে হবে। যাঁর রেফারেন্স দেবেন, অবশ্যই তাঁর অনুমতি নিতে হবে। বিনা অনুমুতিতে কারও রেফারেন্স আপনার সিভিতে ব্যবহার করা যাবে না।

অঙ্গীকারনামা

এই সিভিতে আপনার সঠিক তথ্য দিতে হবে। কোনো ভুল নাম, পরিচয়য়, যোগাযোগের ঠিকানা ইত্যাদি দেওয়া যাবে না।

অঙ্গীকারনামা

সিভিতে কোনো অবস্থাতেই মিথ্যা বা ভুল তথ্য দেওয়া যাবে না। অঙ্গীকারনামায় উল্লেখ করতে হবে, আপনার সব তথ্য সঠিক ও নির্ভুল। লেখার নিচে আপনার স্বাক্ষর থাকতে হবে।

ঔষধ কোম্পানিতে চাকরির আবেদন পত্র লেখার পদ্ধতি

এখানে আপনাদের সাথে সরাসরি সকল নিয়ম সহকারে ঔষধ কোম্পানিতে চাকরির আবেদন পত্র লেখার সঠিক নিয়ম ও পদ্ধতি দেখানো হয়েছে। তাই সুন্দর ভাবে আপনার চাকরির আবেদন লিখতে চাইলে এই পোস্ট টি অনুসরণ করুন। নিচে থেকে ঔষধ কোম্পানিতে চাকরির আবেদন পত্র টি দেখেনিন।

তারিখ- _____ (যে তারিখে আবেদন করবেন)
বরাবর,
অধ্যক্ষ
________
ডেমরা, ঢাকা।

বিষয়:  ঔষধ কোম্পানিতে চাকরির আবেদন

জনাব
বিনীত নিবেদন এই যে, গত _______  খ্রিঃ তারিখে “দৈনিক ইত্তেফাক” পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে,  ঔষধ কোম্পানিতে চাকরির  জন্য লোক নিয়োগ দেওয়া হবে। উক্ত পদের আমি একজন প্রার্থী। এখানে আমার সকল ধরনের তথ্য দেওয়া হলো। আমার শিক্ষাগত যোগ্যতাসহ যাবতীয় আনুষাঙ্গিক তথ্যাদি নিম্নরুপঃ

১. নামঃ ____
২. পিতার নামঃ ………………
৩. মাতার নামঃ ………………
৪. বর্তমান ঠিকানাঃ ………………………………………………………………..।
৫. স্থায়ী ঠিকানাঃ …………………………………………………………………….
৬. জন্ম তারিখঃ  …………………….
৭. জাতীয়তাঃ বাংলাদেশী
৮. ধর্মঃ ইসলাম/ …………………….
৯. মোবাঃ  …………………….
১০. জাতীয় পরিচয় পত্র নাম্বারঃ  …………………….
১১. শিক্ষাগত যোগ্যতাঃ …………………….

পরীক্ষার নাম বিভাগ/বিষয় পাশের সাল জিপিএ/শ্রেনী বোর্ড/বিশ্ববিদ্যালয়
এস এস সি নিজ তথ্য নিজ তথ্য  নিজ তথ্য নিজ তথ্য
এইচ এস সি নিজ তথ্য নিজ তথ্য নিজ তথ্য নিজ তথ্য
স্নাতক নিজ তথ্য নিজ তথ্য নিজ তথ্য নিজ তথ্য
স্নাতকোত্তর নিজ তথ্য নিজ তথ্য নিজ তথ্য নিজ তথ্য

১২. কম্পিউটার দক্ষতাঃ এম এস অফিস (ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট) অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, ইন্টারনেট ইত্যাদি

অতএব, জনাবের নিকট আবেদন আমার উপরোক্ত বিষয় গুলো বিবেচনা করে উক্ত পদে নিয়োগ দানে আপনার সু-মর্জি কামনা করছি।

নিবেদক

 নামঃ …………………….
সংযুক্তিঃ
১। পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ২ কপি।
২। একডেমিক সকল সনদপত্রের সত্যায়িত কপি।
৩। চারিত্রিক সনদপত্রের সত্যায়িত কপি।
৪। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি।

শেষ কথা

আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যেহেতু চাকরির জন্য আবেদন এর প্রধান ধাপ হচ্ছে সিভি তাই এটি সুন্দর করে লেখার চেষ্টা করবেন। আশা করছি  ঔষধ কোম্পানিতে চাকরির আবেদন পত্র লেখার সঠিক নিয়ম ও পদ্ধতি আপনারা জানতে পেরেছেন। এই পোস্ট টি ভালোলেগে থাকলে শেয়ার করে দিতে পারেন। এই রকম শিক্ষা রিলেটেড আরও পোস্ট পেতে আমাদের সাথে থাকবেন। শিক্ষা সংক্রান্ত যেকোনো ধরনের খবর ও তথ্য জানতে আমাদের ওয়েবসাইট টি ভিজিট করতে পারেন।

See More: 

চাকরির জন্য সিভি লেখার নিয়ম এবং নতুন পধতি দেখেনিন

আবেদন পত্র বা দরখাস্ত লেখার নিয়ম ২০২২

এসএসসি পরীক্ষার রুটিন ২০২২ All board PDF File here Now

হাতের লেখা সুন্দর করার পদ্ধতি

এসএসসি পরিক্ষা ২০২২ শর্ট সিলেবাস সংগ্রহ 

চাকরির জন্য সিভি লেখার নিয়ম ইংরেজিতে (Job CV)

For You: 

বেতন মওকুফের জন্য আবেদন পত্র লেখার সঠিক নিয়ম ও পদ্ধতি

সরকারি চাকরির প্রস্তুতি নেয়ার সহজ উপায় এবং কমন কিছু বই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *