বেতন মওকুফের জন্য আবেদন পত্র লেখার সঠিক নিয়ম ও পদ্ধতি

বেতন মওকুফের জন্য আবেদন

বেতন মওকুফের জন্য আবেদন পত্র লেখার সঠিক নিয়ম ও পদ্ধতি নিয়ে আজকের পোস্ট। আমাদের অনেক সময় স্কুল, কলেজ বা অন্যান্য যেকোনো বিষয় নিয়ে আবেদন পত্র লিখতে হয়। কিন্তু সবাই সঠিক ভাবে আবেদন পত্র লিখতে পারি না। এই আবেদন পত্র লেখার জন্য কিছু সঠিক নিয়ম ও পদ্ধতি রয়েছে। আপনারা যখন কোনো বিষয়ের উপর আবেদন পত্র বা দরখাস্ত লিখবেন এই নিয়ম গুলো মেনে লিখার চেষ্টা করবেন।

তো আবেগ পত্র সঠিক ভাবে লেখার জন্য সঠিক নিয়ম মেনে চলতে হবে। আজকের এই পোস্টে আপনাদের কে স্কুল, কলেজ বা অন্য যেকোনো বিষয়ে আবেগ পত্র লেখার নিয়ম দেখানো হয়েছে। তাহলে আবেদনপত্র লেখার এই নিয়ম গুলো জানতে আজকের এই পোস্ট টি সম্পূর্ণ দেখুন। এবং আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন।

আবেদন পত্র লেখার সঠিক নিয়ম

আবেদন পত্র লেখার জন্য যে সব নিয়ম কানুন রয়েছে টা এখানে পেয়ে যাবেন। আপনারা যদি এই নিয়ম গুলো অনুসরণ করে আবেদন পত্র বা দরখাস্ত লেখানে তাহলে সেই দরখাস্ত টি সঠিক হবে। আবেদন পত্রের কয়েক টি অংশ রয়েছে। এই অংশ গুলো আবেদন পত্র লেখার জন্য সঠিক ভাবে অনুসরণ করতে হবে। আপনার আবেদন পত্রে মূল বিষয় কে সঠিক ভাবে উপস্থাপন করতে হবে। আবেদন পত্র লেখার সময় আপনাকে সঠিক সময় টি লিখতে হবে। তার পড় আপনি যার কাছে আবেদন পত্র দিতে চান তাকে উল্লেখ করতে হবে। আপনার আবেদন পত্রের বিসয়ের নাম সঠিক ভাবে দিতে হবে। মাঝখানে আপনার আবেদনের বিষয় টুকু সঠিক ভাবে উপস্থাপন করতে হবে। আবেদন পত্রের নিচের অংশে আপনার সম্পর্কে সঠিক তথ্য গুলো দিতে হবে।

দরখাস্ত বা  আবেদন পত্র লেখার কিছু অংশ

আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আবেদন পত্রে কিছু অংশ রয়েছে। আবেদন লেখার মূল বিষয় হচ্ছে এই অংশ গুলো। আপনি যখন আবেদন পত্র লেখবেন সেই সময় আপনার আবেদন পত্রে এই অংশ গুলো থাকতেই হবে। নিচে থেকে আপদন পত্রের সেই অংশ গুলো দেখনিন।

  • আবেদন পত্র লেখার প্রধান অংশ হচ্ছে আপনি যার কাছে আবেদন পত্র বা দরখাস্ত লিখতেছেন সেই বরাবর বা তাকে উল্লেখ করতে হবে।
  • আপনার নিজ শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখতে হবে।
  • তারপর আপনার আবেদনের বিষয় লিখতে হবে।
  • আবেদনের মূল বিষয় টুকু সঠিক ভাবে সাজিয়ে লিখতে হবে।
  • এই অংশে আপনাকে আপনার পরিচয়পত্র দাখিল করিতে হবে

আশা করছি আপনারা সবাই আবেদন পত্র লেখার বিভিন্ন অংশ সম্পর্কে বুঝতে পেরেছেন। নিচে থেকে বেতন মওকুফের জন্য আবেদন পত্র লেখার নিয়ম জেনে নিন।

বেতন মওকুফের জন্য আবেদন

আপনি আবেদন লেখার সঠিক বিষয় সম্পর্কে জানতে পারলে যেকোনো বিষয়ের উপরে আবেদন পত্র খুব সহজেই লিখতে পারবেন। তো আপনারা যেহেতু বেতন মওকুফের জন্য আবেদন পত্র জানতে চান তাই এখানে আপনাদের সাথে আবেদন পত্র টি শেয়ার করা হয়েছে। আপনারা যারা শিক্ষা প্রতিষ্ঠানকে বেতন মওকুফের জন্য বা বিনা বেতনে পড়ার জন্য  আবেদন পত্র লিখতে চান সেজন্য এই আবেদন পত্র টি অনুসরণ করুন।

তারিখ: 06/06/২০২২ ইং ( এখানে আপনারা আবেদন পত্র লেখার সঠিক তারিখ টি দিবেন)
বরাবরা
প্রধান শিক্ষক   ( যার কাছে আবেদন করতে চান তার পদ এখানে লিখতে হবে)
বগুড়া জিলা স্কুল   ( এখানে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম)
সাতমাথা, বগুড়া। ( শিক্ষা প্রতিষ্ঠানের উপজেলা ও জেলা )

বিষয়: বেতন মওকুফের জন্য আবেদন।

জনাব,

বিনীত নিবেদন এই যে আমি আপনার অত্রবিদ্যালয়ের এক জন নিয়মিত ছাত্র- ছাত্রী। আমি আপনার এই বিদ্যালয়ে __ শ্রেণি হতে পড়াশুনা করতেছি।
আমি আপনার এই বিদ্যালয়ে মেধা তালিকায় সব সময় প্রথম স্থান দখল করতেপেরেছি। আমার পরিবারে __ জন সদস্য। আমরা  ___ ভাই-বোন পড়া লেকা করি। আমাদের পরিবার টি আমার বাবার মাধ্যমে চলে। কিন্তু তাহার এই অল্প উপার্জনের ফলে আমাদের পরিবার টি চালানো সম্ভব হয় না। যারা ফলে আমার বাবা আমাদের শিক্ষার সকল খরচ বন করতে সক্ষম নন। যার ফলে আমার শিক্ষার অর্জন বন্ধ হয়ে যেতে পারে। তাই আমি আপনার কাছে বেতন মওকুফের জন্য আবেদন করতেছি।

অতএব, আপনার নিকট আমার আকুল আবেদন এই যে আমাকে সকল বেতন  মওকুফ করে এই বিদ্যালয়ে পড়ার সুযোগ করতে বাধিত থাকিবেন।

নিবেদক

নামঃ _____ (আপনার নাম)
শ্রেণিঃ  _____
রোলঃ_____
শাখাঃ_____

বেতন মওকুফের জন্য আবেদন পত্র পিডিএফ সংগ্রহ

এখানে আপনাদের সাথে বেতন মওকুফের জন্য আবেদন পত্র পিডিএফ ফাইল শেয়ার করা হয়েছে। আপনারা চাইলে এই পিডিএফ ফাইল টি সংগ্রহ করেনিতে পারবেন। নিচে একটি লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্ক টিতে ক্লিক করে বেতন মওকুফের জন্য আবেদন পত্র পিডিএফ আকারে সংগ্রহ করুন।

পিডিএফ ফাইল সংগ্রহ করতে এখানে ক্লিক করুন  

শেষ কথা

আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ। আশা করছি এই পোস্ট টি আপনাদের ভালোলেগেছে।  এই পোস্ট থেকে বেতন মওকুফের জন্য আবেদন পত্র টি সংগ্রহ করতে পেরেছেন এবং লেখার সঠিক নিয়ম ও পদ্ধতি গুলো জানতে পেরেছেন। এই রকম আরও  শিক্ষামূলক যেকোনো ধরনের পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন। শিক্ষা বোর্ডের যেকোনো ধরনের আপডেট নিউজ জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

See More: 

আবেদন পত্র বা দরখাস্ত লেখার নিয়ম ২০২২

এসএসসি পরীক্ষার রুটিন ২০২২ All board PDF File here Now

হাতের লেখা সুন্দর করার পদ্ধতি

এসএসসি পরিক্ষা ২০২২ শর্ট সিলেবাস সংগ্রহ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *