জীবন ও বৃক্ষ mcq প্রশ্ন ও উত্তর এইচ এস সি ২০২২

জীবন ও বৃক্ষ mcq আজকের পোস্টে শেয়ার করা হয়েছে। মোতাহের হোসেন চৌধুরী এই গল্পটি লিখেছেন। এই গল্পের সৃজনশীল প্রশ্ন রয়েছে। যেগুলো আমাদের আগের পোস্টে দেওয়া আছে। আপনাদের প্রয়োজন হলে দেখেনিতে পারেন। অনেকে জীবন ও বৃক্ষ গল্পের বহুনির্বাচনি প্রশ্নের উত্তর গুলো সংগ্রহ করতে চায়।

তাই তাদের জন্য আজকের পোস্ট টি । এই পোস্টে জীবন ও বৃক্ষের গুরুত্বপূর্ণই বহুনির্বাচবি ও mcq প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। এগুলো আপনারা পরীক্ষার প্রস্তুতির জন্য অনুশীলন করতে পারবেন। আপনারা চাইলে এগুলো পিডিএফ দাউনলোড করতে পারবেন। এজন্য নিচে একটি লিঙ্ক দেওয়া থাকবে। সেখানে ক্লিক করে পিডিএফ সংগ্রহ করেনিবেন। তো চলুন আজকের পোস্ট টি শুরু করা যাক।

জীবন ও বৃক্ষ সৃজনশীল প্রশ্ন উত্তর

জীবন ও বৃক্ষ mcq

এখানে জীবন ও বৃক্ষ mcq প্রশ্ন ও উত্তর  গুলো দেওয়া আছে। যেগুলো খুব গুরুত্বপূর্ণ এখানে শুধু সেগুলো দেওয়া আছে। তো যাদের যাদের প্রশ্ন গুলো প্রয়োজন তারা নিচে থেকে দেখেনিন।

১. ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে ‘বুলি’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. কথা
খ. বক্তব্য
গ. গৎ-বাঁধা কথা
ঘ. মর্যাদাপূর্ণ বাণী

উত্তরঃ খ. বক্তব্য

২. জীবনে অনুকরণের উপযুক্ত মহৎ ও শ্রেষ্ঠ দিকগুলোকে কী বলে?
ক. মনুষ্যত্ব
খ. সাধনা
গ. বস্তুজিজ্ঞাসা
ঘ. জীবনাদর্শ

উত্তরঃ গ. বস্তুজিজ্ঞাসা

৩. ‘আত্মিক’ শব্দের অর্থ কী?
ক. সুপরিণতিজাত
খ. মনোজাগতিক
গ. বিনয়
ঘ. সংবেদনশীলতা

উত্তরঃ খ. মনোজাগতিক

৪. বৃক্ষের পানের তাকিয়ে আমরা কী হতে পারি?
ক. বৃক্ষপ্রেমিক
খ. লাভবান
গ. তপোবন প্রেমিক
ঘ. কবি

উত্তরঃ খ. লাভবান

৫. কী কখনো শিক্ষার প্রধান বিষয়বস্তু হতে পারে না?
ক. কলা
খ. বিজ্ঞান
গ. চিত্রকলা
ঘ. সংগীত

উত্তরঃ খ. বিজ্ঞান

৬. কী দ্বারা জীবনবোধ ও মূল্যবোধে অন্তর পরিপূর্ণ হয়?
ক. আত্মজিজ্ঞাসায়
খ. ধর্মচর্চায়
গ. সংগীতচর্চায়
ঘ. সাহিত্য-শিল্পকলায়

উত্তরঃ ঘ. সাহিত্য-শিল্পকলায়

৭. ‘গায়ের জোরে কাজে হাসিলে তৎপর থাকে যে’ তাকে কী বলে?
ক. স্থূলবুদ্ধি
খ. জবরদস্তিপ্রিয়
গ. বিকৃতবুদ্ধি
ঘ. চর্মচক্ষু

উত্তরঃ

৮. ‘জীবন ও বৃক্ষ’ কোন ধরনের রচনা?
ক. ছোটগল্প
খ. প্রবন্ধ
গ. উপন্যাস
ঘ. নাটক

উত্তরঃ খ. প্রবন্ধ

৯. রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রাবন্ধিক কী বলেছেন?
ক. প্রকৃতিপ্রেমী
খ. বৃক্ষপ্রেমী
গ. দার্শনিক
ঘ. ঋষি

উত্তরঃ খ. বৃক্ষপ্রেমী

১০. নির্মাণ সৃষ্টিতে তৎপর যে-
ক. সৃজনশীল
খ. সুশ্রী
গ. সৃষ্টিকর্মী
ঘ. নতুনত্বের প্রতীক

উত্তরঃ ক. সৃজনশীল

১১. আত্মাকে কীভাবে গড়ে তুলতে হবে?
ক. ধর্মীয় শিক্ষায়
খ. বস্তুগত শিক্ষায়
গ. ধর্মনিরপেক্ষতা শিক্ষায়
ঘ. মধুর ও পুষ্ট করে

উত্তরঃ ঘ. মধুর ও পুষ্ট করে

১২. আত্মাকে মধুর ও পুষ্ট করে গড়ে তুলতে হবে কেন?
ক. স্রষ্টার উপভোগের উপযুক্ত হতে
খ. সৃষ্টির শ্রেষ্ঠ জীব হতে
গ. মানবিক বিকাশ পূর্ণ করতে
ঘ. মনুষ্যত্বের বেদনা উপলব্ধি করতে

উত্তরঃ ক. স্রষ্টার উপভোগের উপযুক্ত হতে

জীবন ও বৃক্ষ বহুনির্বাচন প্রশ্ন উত্তর

১৩. অনুভূতির চক্ষুকে বড় করে তুললে কী সহজে উপলব্ধি করা যায়?
ক. ফুল ফোটার দৃশ্য
খ. ফুল ফোটার বেদনা
গ. বৃক্ষের বেদনা
ঘ. জীবনের বিকাশ

উত্তরঃ  গ. বৃক্ষের বেদনা

১৪. কী মানুষের সাধনা হওয়া উচিত নয়?
ক. অনবরত ধেয়ে চলা
খ. শুধু নিজে বাঁচা
গ. আদর্শহীন বেঁচে থাকা
ঘ. শ্রীহীন জীবনের বিকাশ

উত্তরঃ ক. অনবরত ধেয়ে চলা

১৫. ‘যাকে বলা হয় গোপন ও নীরব সাধনা তা বৃক্ষেই অভিব্যক্ত, এ নয়।’ অথবা, গোপন ও নীরব সাধনা কিসে অভিব্যক্ত নয়?
ক. ফুলে
খ. নদীতে
গ. ফলে
ঘ. বৃক্ষে

উত্তরঃ খ. নদীতে

১৬. বৃক্ষের সাধনায় কী দেখতে পাওয়া যায়?
ক. বৃক্ষের চাওয়া
খ. বৃক্ষের বিকাশ
গ. বৃক্ষের সৌন্দর্য
ঘ. বৃক্ষের ধীরস্থির ভাব

উত্তরঃ ঘ. বৃক্ষের ধীরস্থির ভাব

১৭. ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধের লেখক কার বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করেছেন?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী আবদুল ওদুদ
গ. আবুল হোসেন
ঘ. আবুল ফজল

উত্তরঃ ক. রবীন্দ্রনাথ ঠাকুর

১৮. ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধের লেখকের মতে কোন দিকে তাকালে রবীন্দ্রনাথ ভালো করতেন?
ক. বৃক্ষের ফুল ফোটানোর দিকে
খ. জীবনের বিকাশের দিকে
গ. নদীর গতিপ্রবাহের পানে
ঘ. ফুল ফোটার দিকে

উত্তরঃ ক. বৃক্ষের ফুল ফোটানোর দিকে

১৯. নদীর সাগরে পতিত হওয়ায় প্রাপ্তি স্পষ্ট হয়ে ওঠে না কেন?
ক. প্রত্যহ দেখা যায় না বলে
খ. গোপন ও নীরব সাধনা অভিব্যক্ত নয় বলে
গ. নদীর সেটি আত্মবিসর্জন বলে
ঘ. নদীর মতো ধেয়ে চলা মানুষের সাধনা হওয়া উচিত নয় বলে

উত্তরঃ গ. নদীর সেটি আত্মবিসর্জন বলে

২০. মানুষকে কী সৃষ্টি করে নিতে হয়?
ক. আত্মা
খ. মন
গ. স্বপ্ন
ঘ. বাস্তবতা

উত্তরঃ  খ. মন

২১. কার সার্থকতার ছবি তত সহজে উপলব্ধি করা যায় না?
ক. ফুলের
খ. ফলের
গ. বৃক্ষের
ঘ. নদীর

উত্তরঃ ঘ. নদীর

২২. কার ছবি আমরা প্রত্যহ দেখতে পাই না?
ক. ফুল ফোটায়
খ. নদীর সাগরে পতিত হওয়ার
গ. জীবন বিকশিত হওয়ার
ঘ. বৃক্ষের বেদনার

উত্তরঃ ঘ. বৃক্ষের বেদনার

জীবন ও বৃক্ষ mcq প্রশ্ন

২৩। ‘স্বল্পপ্রাণ, স্থলবুদ্ধি ও জবরদস্তিপ্রিয় মানুষে সংসার পরিপূর্ণ’__ উত্তিটিতে লেখক স্বল্পপ্রাণ বলতে কী ধরনের মানুষকে বুঝিয়েছেন?
ক) যারা ক্ষুদ্রমনা
খ) যারা প্রাণহীন
গ) যারা স্বল্পায়ু
ঘ) যারা পরশ্রীকাতর

উত্তরঃ ক) যারা ক্ষুদ্রমনা

২৪। বৃক্ষের প্রাপ্তি চোখের সামনে কী হয়ে ফুটে ওঠে?
ক) স্বপ্ন
খ) পূর্ণতা
গ) আশা
ঘ) ছবি

উত্তরঃ ঘ) ছবি

২৫। মোতাহার হোসেন চৌধুরীর মতে, সাধনার ব্যাপারে কোনটি বড় জিনিস?
ক) অপ্রাপ্তি
খ) প্রাপ্তি
গ) ধৈর্য্য
ঘ) সহনশীলতা

উত্তরঃখ) প্রাপ্তি

‘২৬। জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে লেখক ‘বড় মানুষ’ বলতে কী বুঝিয়েছেন?
ক) যার মন বড়
খ) যে লম্বায় বড়
গ) যে জ্ঞানে বড়
ঘ) যে চেতনায় বড়

উত্তরঃ ক) যার মন বড়

২৭। ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে ‘নিশান’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) চিহ্ন
খ) পতাকা
গ) লক্ষ্য
ঘ) পরিচয়

উত্তরঃ ঘ) পরিচয়

২৮। লেখক মোতাহের হোসেন চৌধুরী জীবনের সমতুল্য বিবেচনা করেছেন কোনটিকে?
ক) নদীকে
খ) বৃক্ষকে
গ) পাহাড়কে
ঘ) প্রকৃতিকে

উত্তরঃ খ) বৃক্ষকে

২৯। সুখ-দুঃখ-বেদনা উপলব্ধির ফলে অন্তরের যে পরিপক্কতা, তাকে লেখক কী বলেছেন?
ক) আত্মা
খ) মন
গ) দেহ
ঘ) মস্তিষ্ক

উত্তরঃ ক) আত্মা

৩০। ‘চর্মচক্ষু’ শব্দের অর্থ কী?
ক) চামড়ার চোখ
খ) দৈহিক চক্ষু
গ) মানসিক চোখ
ঘ) মানস চক্ষু

উত্তরঃ খ) দৈহিক চক্ষু

৩১। ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে জীবন মানে কী?
ক) গুণ
খ) বৃদ্ধি
গ) প্রাপ্তি
ঘ) অর্জন

উত্তরঃ খ) বৃদ্ধি

৩২। মোতাহের হোসেন চৌধুরী বৃক্ষের জীবনের কোন দুটি জিনিস উপলব্ধি করার পক্ষপাতি?
ক) স্থির ও মৌনতা
খ) সার্থকতা ও সজীবতা
গ) গতি ও প্রকৃতি
ঘ) গতি ও বিকাশ

উত্তরঃ ঘ) গতি ও বিকাশ

৩৩। জীবনে অনুকরণের উপযুক্ত মহৎ ও শ্রেষ্ঠ দিক গুলোকে কী বলে?
ক) জীবনাদর্শ
খ) বাস্তবতা
গ) অভিজ্ঞতা
ঘ) সাধনা

উত্তরঃ ক) জীবনাদর্শ

৩৪। ‘স্থুলবুদ্ধি’ শব্দের অর্থ কী?
ক) সুক্ষ্ম বিচার-বুদ্ধিহীন
খ) অভিজ্ঞতাহীন
গ) জ্ঞানহীন
ঘ) উপলব্ধিহীন

উত্তরঃ ক) সুক্ষ্ম বিচার-বুদ্ধিহীন

জীবন ও বৃক্ষ সৃজনশীল প্রশ্ন উত্তর

আশা করছি আপনারা সবাই জীবন ও বৃক্ষ গলের বহুনির্বাচনি প্রশ্নের উত্তর গুলো সংগ্রহ করতে পেরেছেন। এখানে আপনাদের জন্য জীবন ও বৃক্ষ গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়া আছে। যদি আপনাদের সৃজনশীল প্রশ্নের উত্তর গুলো প্রয়োজন হয় তাহলে নিচে থেকে সংগ্রহ করতে পারবেন। নিচে প্রশ্নের উত্তর পিডিএফ সংগ্রহ করার জন্য লিঙ্ক দেওয়া হয়েছে।

পিডিএফ সংগ্রহ  

শেষ কথা

আশা করছি এই পোস্ট টি আপনাদের অনেক ভাললেগেছে। এই পোস্ট টি ভালোলেগে থাকলে শেয়ার করতে পারেন। আশা করছি এই পোস্ট থেকে জীবন ও বৃক্ষ mcq প্রশ্ন ও উত্তর  পিডিএফ সংগ্রহ করতে পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন।   ভালোথাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

See More:

মানব কল্যাণ mcq প্রশ্ন ও উত্তর পিডিএফ সংগ্রহ

কারবালা প্রান্তর সৃজনশীল প্রশ্ন উত্তর- এইচ এস সি বাংলা ১ম পত্র

আত্মচরিত সৃজনশীল প্রশ্ন উত্তর একাদশ-দ্বাদশ শ্রেণি বাংলা ১ম পত্র

গৃহ প্রবন্ধের mcq প্রশ্ন উত্তর পিডিএফ সংগ্রহ

আত্মচরিত সৃজনশীল প্রশ্ন উত্তর একাদশ-দ্বাদশ শ্রেণি বাংলা ১ম পত্র