গুগল একাউন্ট খোলার নিয়ম (মোবাইলে গুগল একাউন্ট খুলুন খুব সহজে)

গুগল একাউন্ট খোলার নিয়ম

গুগল একাউন্ট খোলার নিয়ম ও ব্যবহার এর সঠিক পদ্ধতি নিয়ে আজকের এই পোস্ট। আমরা সবাই গুগলের সাথে পরিচিত। গুগলে একটি সার্চ ইঞ্জিন, এক্সযেখানে মানুষ তার প্রয়োজনীয় তথ্য জানার জন্য খুঁজে থাকে। কিন্তু আপনি যদি এই গুগলের সাহায্য পেতে চান তার জন্য আপনাকে গুগল একাউন্ট ব্যবহার করতে হবে। এই গুগল একাউন্ট ব্যবহার করে আপনি গুগলে থেকে বিভিন্ন তথ্য জানতে পারবেন। এবং এর বিভিন্ন সাইট ইউটুব, গুগলে প্লে স্টর, এমেইল ইত্যাদি ব্যবহার করতে পারবেন। আপনারা অনেকেই কিভাবে একটি নতুন গুগলে একাউন্ট খুলবেন তা জানে না।

তাই আপনাদের কে এই পোস্টে নতুন নিয়মে গুগলে একাউন্ট খুলার পদ্ধতি গুলো ধাপে ধাপে দেখানো হয়েছে। এজন্য আজকের এই পোস্ট টি সম্পূর্ণ পড়ুন। তাহলে আপনিও খুব সহজে আপনার মোবাইলে বা পিসি তে যেকোনো ডিভাইসে কয়েক মিনিটে একটি গুগল একাউন্ট খুলতে পারবেন। তাহলে আজকের পোস্ট টি শুরু করা যাক।

গুগল একাউন্ট

গুগলে একটি ওয়েবসাইট বা সার্চ ইঞ্জিন। এই ওয়েবসাইট টি প্রতিদিন সবাই তার প্রয়জনে ব্যবহার করে। তাই সকলের কাছে অবশ্যই গুগল একাউন্ট রয়েছে। এই একাউন্ট খুলতে আপনার কাছে কোনো প্রকার পেমেন্ট করতে হবে না। আপনি ফ্রীতে খুব সহজে আপনার জন্য একটি একাউন্ট করতে পারবেন। আর তাছাড়া এই একাউন্ট এর মাধ্যমে আপনারা গিমেইল বা এমেইল ব্যবহারের সুযোগ পাবেন। গুগলে একাউন্ট ব্যবহার করে আপনার প্রয়জনিয় সকল তথ্য বা পিডিএফ এবং  সকল কিছু গুগল ড্রাইবে ব্যাকআপ করে রাখতে পারবেন। আপনার প্রয়জন হলে আবার সেট রিষ্টর করতে পারবেন। এই গুগলে একাউন্ট এর আরেক টি বিশেষ সুবিধা হচ্ছে আপনার মোবাইল হারিয়ে গেলে এই একাউন্ত এর মাধ্যমে তা খুব সহজে খুঁজে নিতে পারবেন। আশা করছি গুগলে একাউন্ট এর ব্যবহার এবং এই বিষয়ে সকল তথ্য জানতে পেরেছেন। নিচে থেকে একাউন্ট খুলার নিয়ম দেখেনিন।

গুগল একাউন্ট খোলার নিয়ম

এই গুগলে একাউন্ট খুলার জন্য আপনাকে অনলাইনের সহায়তা নিতে হবে। এজন্য আপনাকে একটি সার্চ ইঞ্জিন ব্যবহার করে হবে। এই পোস্টে আপনাদের কে গুগলে থেকে বা গুগলে ক্রম ব্যবহার করে একাউন্ট খুলে দেখাবো। আমাদের সাজেস্ট মতে আপনি ও গোগলে বা গুগল ক্রম ইউজ করবেন। তো এখানে গুগলে একাউন্ট খুলার নিয়ম ধাপে ধাপে সঠিক ভাবে দেখানো হয়েছে। তাই নিচের অংশ টুকু মনোযোগ সহকারে দেখেনিবেন।

  1. প্রথমে গুগলে বা গুগলে ক্রম এ প্রবেশ করুন এবং সেখানে create google account লিখে সার্চ করুন।
  2. তারপর নিচের মতো একটি ইন্টারফেজ দেখতে পারবেন।
  3. গুগল একাউন্ট খোলার নিয়ম
  4. এখন For myself এখানে ক্লিক করুন।
  5. তারপর নিচের মত এই রকম একটি অংশ দেখতে পারবেন।
  6. আপনার First name and Last name লিখুন
  7. গুগল একাউন্ট খোলার নিয়ম
  8. তারপর যে নামে আপনার গুগলে একাউন্ট খুলতে চান সেখানে সেই নাম টি লিখুন। তবে এখেন কিছু তা সমস্যায় পড়তে পারেন। মনে রাখবেন আপনি যে নাম username এখানে ব্যবহার করেছেন এটি গুগলে আগে থেকে কেউ ব্যবহার করলে তাহলে আপনি সেই username ২য় বার ব্যবহার করতে পারবেন না।
  9. username দেওয়ার সময় letters, numbers and periods ব্যবহার করবেন।
  10. এখন password দিয়ে confirm এ ক্লিক করুন। মনে রাখবেন password  টি ৮ অক্ষরের হতে হবে এবং number, letter, symbol দিয়ে ব্যবহার করতে হবে।
  11. গুগল একাউন্ট খোলার নিয়ম
  12. এখন next এ ক্লিক করে পরের ধাপে যান।
  13. আপনার দেশ সিলেক্ট করুন।
  14. আপনার গুগলে একাউন্ত ভেরিফাই করার জন্য একটি ফোন নাম্বার দিন। এই নাম্বারে একটি কোড আসবে এই কোড টি লিখে next এ ক্লিক করুন।
  15. গুগল একাউন্ট খোলার নিয়ম
  16. এই ধাপে একটি ইমেইল যোগ করতে পারেন। এটি না করলেও হবে, তবে আপনার গুগলে একাউন্ট এর security  এর জন্য দিয়ে রাখা ভালো।
  17. এখান আপনার জন্ম সাল ও তারিখ লিখুন।
  18. আপনার gender সিলেক্ট  করুন।
  19. এখন next এ ক্লিক করে পরের ধাপে যান।
  20. এখান থেকে Privacy and Terms গুলো পড়ে নিন। এরপর I agree লেখায় ক্লিক করুন। এর পরবর্তী পেজে Accept লেখায় ক্লিক করুন।
  21. এখন আপনার গুগল একাউন্ট খুলা সম্পূর্ণ শেষ। এখন skip এ ক্লিক করে আপনার একাউন্ট এ প্রবেশ করুন।

শেষ কথা

আশা করছি আপনারা গুগল একাউন্ট খুলার নিয়ম গুলো জানতে পেরেছেন। যদি একাউন্ট খুলতে আপনার কোনো সমস্যা হয় তাহলে আমাদের কমেন্ট করে জানতে পারেন। আমরা আপনাকে সাহায্য করার চেষ্টা করবো। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন। এই টিপস ও শিক্ষা রিলেটেড আরও অনেক পোস্ট আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে দেখেনিতে পারেন। এই পোস্ট টি ভালোলেগে থাকলে শেয়ার করে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

See More: 

ফেসবুক আইডি খোলার নিয়ম (2 মিনিটে ফেসবুক একাউন্ট খুলুন)

ফেসবুক একাউন্ট খোলার নিয়ম নতুন নিয়মে -Facebook.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *