ফেসবুক একাউন্ট খোলার নিয়ম নতুন নিয়মে -Facebook.com

ফেসবুক একাউন্ট খোলার নিয়ম

ফেসবুক একাউন্ট খোলার নিয়ম অনেকেই জানতে চান। বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী বিশ্ব গ্রামে ফেসবুকের গ্রাহক বেড়েই চলেছে। ছট হতে বড় অনেকেই এই নেট দুনিয়ার সামাজিক যোগাযোগের সাথে পরিচিত। আপনিও চাইলে এক জন এর সদস্য হতে পারেন। এজন্য আপনাকে একটি ফেসবুক এখাউন্ট খুলতে হবে। এই ফেসবুক একাউন্ট খুলে আপনারা ফোন নাম্বার বা জিমেইল এর সাথে ভেরিফাই করতে হবে। ফেসবুক একাউন্ট খুলার জন্য কিছু নিয়ম রয়রছে। তাই এই ধাপ গুলো অনুসরন করে আপনার ফেসবুক একাউন্ট খিলতে হবে।

আপনারা যেহেতু ফেসবুক একাউন্ট কিভাবে খুলবেন তা জানতে চাচ্ছেন। তাই আপনাদের কে এই পোস্টে নতুন পদ্ধতিতে ফেসবুক একাউন্ট খুলে দেখানো হবে। বর্তমানে ফেসবুকে নতুন কিছু যোগ করা হয়েছে। তাই আপনাদের কে নতুন নিয়মে ফেসবুক একাউন্ট খুলার সকল পদ্ধতি ধাপে ধাপে এই পোস্টে দেখানো হয়েছে। তাই আজকের এই পোস্ট টি সম্পূর্ণ পড়ে আপনার জন্য একটি ফেসবুক একাউন্ট খুলে ফেলুন। তো চলুন পোস্ট টি শুরু করা যাক।

ফেসবুক এবং সামাজিক যোগাযোগ

আপনারা সবাই জানেন গুগল একটি সার্চ ইঞ্জিন। যেখানে মানুষ জানার জন্য ব্যবহার করে। এই ফেস্ববুক হচ্ছে তেমনি যেখানে মানুষ সারা বিশ্বের যোগাযোগ ও বিভিন্ন পিকচার, ভিডিও ও মার অনেক কিছু শেয়ার করে থাকে। বর্তমানে ফেসবুকে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহিত হয়। ফেসবুকের একটি অংশ হচ্ছে মেসেঞ্জার, যার মাধ্যমে আপনারা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অন্য প্রান্তের মানুষের সাথে যোগাযোগ করতে হবেন। এই মেসেজ্জারে ভিডিও, অডিও ও ভয়েস কল করার সুবিধা রয়েছে। তাই বলা যায় ফেসবুক এমন একটি যোগাযোগ মাধ্যমে যেখানে অনেক কিছু ব্যবহারের এর সুবিধা রয়েছে।

ফেসবুক একাউন্ট খোলার পদ্ধতি

ফেসবুক একাউন্ট দুই পদ্ধতি বহার করে খুলতে পারবেন। এই পদ্ধতি গুলো বহহার করার কারণ হচ্ছে আপনারা যদি কখনো ফেসবুক একাউন্ট টি হারিয়ে ফেলেন বা এর পিন নাম্বার ভুলে যান তাহলে এই পদ্ধতিতে ফিরে পাবেন। তো আপনারা মূলত ফেসবুক একাউন্ট মোবাইল নাম্বার এবং জিমেইল একাউন্ত ব্যবহার করে খুলতে পারবেন। আশা করছি আপনারা জিমেইল একাউন্ট নাম্বার খোলার নিয়ম জানেন। আর না জানলে নিচে আপনাদের জন্য একটি ঠিকানা দেওয়া থাকবে। এই ঠিকানায় ক্লিক করে আপনারা একটি জিমেইল একাউন্ট খুলে নিবেন। তো আশা করছি আপনারা ফেসবুক একাউন্ট খুলার জন্য মোবাইল নাম্বার ও জিমেইল একাউন্ট প্রস্তুত করেছেন। তো তাহলে ফেসবুক একাউন্ট খুলার নিয়ম জানা যাক।

নতুন  নিয়মে ফেসবুক একাউন্ট খোলার নিয়ম

এই আধিনুক যুগে এই সামাজিক যোগাযোগের মাধ্যম আরও উন্নত করা হয়েছে। তাই এই ফেসবুক যোগাযোগ মাধ্যম দিনের পর দিন আপডেট করে যাচ্ছে। এতে করে তারা নতুন নতুন তথ্য যোগ করেছে ব্যবহার কারির জন্য। ফেসবুক অনেক আগে প্রতিষ্ঠিত হয়েছিলো। তখন এই ফেসবুক একাউন্ট খুলার সাথে বর্তমানে কিছু পার্থক্য রয়েছে। আমরা যেহুতে আপডেট ভার্সন ব্যবহার করবো তাই আপনাদের কে এখানে নতুন পয়োধিটি গুলো নিয়ে আলোচনা করা হবে। নতুন পদ্ধতি ব্যবহার করে যেভাবে ফেসবুক একাউন্ট খুলতে হয় তা আপনাদের কে এখানে দেখানো হয়েছে। নিয়ম গুলো দেখতে নিচের দিকে খেয়াল করুন। একাউন্ট খুলতে নিচের ঠিকানায় ক্লিক করুন।

Create A New Facebook Account

ফেসবুক একাউন্ট খোলার নিয়ম

ফেসবুক একাউন্ট খুলার পর আপনাদের একাউন্ট টি অফিশিয়াল ভাবে ভেরিফাই করতে হবে। বর্তমানে দুই ভাবে ফেসবুক একাউন্ট ভেরিফাই করা যায়। একটি হচ্ছে মোবাইল নাম্বার এর মাধ্যমে ও অন্যটি হচ্ছে জিমেইল একাউন্ট এর মাধ্যমে। এজন্য আপনাদের কে মোবাইল নাম্বারের সাথে আপনার একাউন্ট টি ভেরিফাই করতে হবে। অথবা একটি ভ্যালিড জিমেইল এর সাথে ভেরিফাই করতে হবে। নিচের অংশে ধাপে ধাপে ফেসবুক একাউন্ট খোলার নিয়ম দেখানো হয়েছে। এই নিয়ম গুলো ফেসবুক একাউন্ট খোলার জন্য  সঠিক ভাবে ফলো করুন।

  • প্রথমে আপনারা আপনাদের মোবাইলে ফেসবুক অ্যাপ সংগ্রহ করে নিবেন। আর তা নাহলে গোগলে www.facebook.com লিখে সারছ করবেন। তাহলে ব্রাউজার থেকে ফেস্ববুক একাউন্ট খুলতে পারবেন।
  • ফেসবুক ওপেন করুন তাহলে নিচের মতো একটি ইন্টারফেজ দেখতে পারবেন।

    ফেসবুক আইডি খোলার নিয়ম

  • এখন Create New Account এ ক্লিককরে নতুন পেজ ওপেন করুন।
  • আপনারা First name এবং Last Name লিখুন। এর পর Next এ ক্লিক করুন।

    ফেসবুক আইডি খোলার নিয়ম

  • এখন আপনার Date Of Birth অর্থাৎ জন্ম তারিখ লিখে Next এ ক্লিক করুন।

    ফেসবুক আইডি খোলার নিয়ম

  •  আপনার বয়স কত তা লিখে Next বাটনে চাপ দিন।

    ফেসবুক আইডি খোলার নিয়ম

  • আপনারা লিঙ্গ নির্ধারন করুন এবং Next এ ক্লিক করুন।

    ফেসবুক আইডি খোলার নিয়ম

  •  ফেসবুক একাউন্ট যে নাম্বার দিয়ে ভেরিফাই করতে চান সেই নাম্বার টি এখানে দিয়ে পরের ধাপে যান।

    ফেসবুক আইডি খোলার নিয়ম

 একটি শক্তি শালি Password সেট করুন এবং Next  এ যান। password সেট করার ক্ষেত্রে কইছয় বিষয় খেয়াল রাখবেন। ফেসবুক একাউন্ট এর জন্য একটি strong password দিবেন। যেমনঃ  1325wer@#$ এভাবে password দেওয়ার চেষ্টা করবেন।

ফেসবুক আইডি খোলার নিয়ম

  • এটি হচ্ছে শেষ ধাপ। এখন আপনারা সবগুলো কাজ ঠিক ঠাক ভাবে করতে Sign Up অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করে ফেসবুকে সাইন আপ করে নিন।

এখন আপনার ফেসবুক একাউন্ট খোলা শেষ। তো এই একাউন্ট  টাকে ফেসবুকের সাথে ভেরিফাই করতে হবে। ফেসবুকে বিভিন্ন সমস্যা হলে যাতে করে তার সমাধান পেতে পারবেন। এখন আপনার সেই ফোন নাম্বার দিয়ে ফেসবুকের সাথে ভেরিফাই করে নিবেন।

ফেসবুক একাউন্ট ভেরিফাই করার নিয়ম Verify your Account

এখান ফেসবুক একাউন্ট টি সুরিক্ষিত রাখার জন্য ভেরিফাই করতে হবে। হয়তো আপনারা ফেসবুক একাউন্ট কিভাবে ভেরিফাই করবেন তা জানেন না। নিচে থেকে দেখনিন। সকল নিয়ম সুন্দর ভাবে আপনাদের কে দেখানো হয়েছে।

  • তো ফেসবুকের ভিতরে প্রবেশ করতে আপনারা একাউন্ট ভেরিফায় করার জন্য একটি অপশন পেয়ে যাবেন। এখানে আপনার মোবাইল নাম্বার দিন।
  • আপনারা দেখতে পারবেন সেখানে  Confirm Your Account লেখা আছে এখানে ক্লিক করুন।
  • আপনার এই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে। অথবা আপনাকে সেই কোড কোল করার মাধ্যমে দিতে পারে।
  • এই কোড টি খালি ঘরে পূর্ণ করুন। এখন Confirm  ক্লিক করে আপনার একাউন্ট ফেসবুকের সাথে ভেরিফাই করেনিন।
  • এখন আপনার ফেসবুক একাউন্ট সম্পূর্ণ হয়েছে।

ফেসবুক একাউন্ট সম্পূর্ণ করুন

একাউন্ট খুলা শেষ। তাই এখন আপনার ফেসবুক একাউন্ট এ কিছু তথ্য যোগ করতে হবে। নিচে দেখেনিন যেভাবে আপনার ফেসবুক Profile Complete করবেন।

সর্ব প্রথম একাউন্ট খুলার পর একাউন্ট এ প্রবেশ করে skip  বাটনে ক্লিক করুন।  Set as Profile picture.

এখন আপনাদের বিভিন্ন তথ্য ফেসবুকে যোগ করতে হবে। Add Profile এ ক্লিক করে একটি সুন্দর প্রোফাইল যোগ করুন।

আপনার একটি কভার ফটো যোগ করুন এবং শেভ এ ক্লিক করুন।

এখন আপনার প্রোফাইলে কিছু তথ্য যোগ করুন

ফেসবুক একাউন্ট খোলার নিয়ম

আপনার ফেসবুক একাউন্ট থেকে profile বাটনে” ক্লিক করুন।

তারপর নাম এবং প্রোফাইল এর নিচে Edit profile এর একটি অপসন দেখবেন।

এখন Edit profile এ ক্লিক  করুন এবং পরের পেজে Add বাটনে ক্লিক করুন।

ফেসবুকে আপনার বায়ো যোগ করুন।

ফেসবুকে পোস্ট করুন

এখন যেহেতু ফেসবুক একাউন্ট টি খুলা সেস। তাহলে ফেসবুকে পোস্ট করে ফেলুন। ফেসবুকে আপনারা আপনাদের পছন্দের পিকচার, ভিডিও ও আরও অনেক কিছু পোস্ট করতে পারবেন। এছাড়া আপনারা ২৪ ঘণ্টার জন্য story শেয়ার করতে পারবেন। ফেসবুকে প্রবেশ করলে আপনারা ফেসবুকে পোস্ট করার একটি অপশন পেয়ে যাবেন। সেখানে ক্লিক করে ফেসবুকে আপনার সকল কিছু পোস্ট করতে পারবেন।

Click Here For Post

শেষ কথা

আশা করছি এই পোস্ট থেকে ফেসবুক একাউন্ট খোলার নিয়ম এবং সকল পদ্ধতি গুলো জানতে পেরেছেন। আমাদের দেখানো এই নিয়ম গুলো ফলো করা খুবই গুরুত্ব পূর্ণ। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন। এই রকম টিপস ও শিক্ষা রিলেটেড আরও অনেক পোস্ট আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন।  ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

See More: 

ফেসবুক আইডি খোলার নিয়ম (2 মিনিটে ফেসবুক একাউন্ট খুলুন)

ভালোবাসার ফেসবুক স্ট্যাটাস, ক্যাপশন এবং মনিষীদের উক্তি

স্মার্ট ফেসবুক স্ট্যাটাস, বাংলা ফেসবুক স্ট্যাটাস এবং উক্তি

ভালোবাসার স্ট্যাটাস, উক্তি, বাণী এবং এস এম এস [ New Love Status]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *