ফেসবুক আইডি খোলার নিয়ম ও সকল পদ্ধতি আজকের এই পোস্টে দেখানো হয়েছে। সামাজিক যোগাযোগের জন্য বহুল ব্যবহিত মাধ্যম হচ্ছে ফেসবুক। যার ব্যবহার বর্তমানে দিন দিন বেড়েই চলেছে। আপনিও চাইলে এর একজন সদস্য হতে পারবেন। এজন্য আপনার একটি ফেসবুক আইডি বা একাউন্ট থাকতে হবে। যদি আপনার ফেসবুক আইডি না থাকে তাহলে কোনো সমস্যা নেই। আজকের এই পোস্ট পড়ে একটি নতুন ফেসবুক একাউন্ট খুলে ফেলুন। যেহেতু ফেসবুক সারা বিশ্বের সামাজিক যোগাযোগের মাধ্যম। তাই এই একাউন্ট বা আইডি খোলার জন্য কিছু নিয়ম রয়েছে।
আজকের এই পোস্টে ফেসবুক খোলার নিয়ম এবং নতুন সকল আপডেট নিয়ে আইডি যেভাবে খুলবেন তা দেখানো হবে। এবং আপনার ফেসবুক একাউন্ট খুব সহজে ভেরিফাই করার নিয়ম জানতে পারবেন। তাহলে এই পোস্ট টি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। এবং আমাদের দেখানো নিয়ম গুলো সঠিক ভাবে ফলো করুন। তাহলে খুব সহজে আপনিও আপনার মোবাইলে একটি ফেসবুক আইডি খুলতে পারবেন। আর কথা না বলে আজকের পোস্ট টি শুরু করা যাক।
ফেসবুক কি?
আপনি যদি ফেসবুক ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনাকে ফেসবুক সম্পর্কে জানতে হবে। ফেসবুক হচ্ছে গুগল, ইয়াহু এর মতো সামাজিক যোগাযোগের মাধ্যম। এর জনক হচ্ছে মার্ক জুকারবার্ক। বলে গেলে এই ফেসবুক ব্যবহারকারির সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই ফেসবুকে সামাজিক যোগাযোগের জন্য একটি মাধ্যম হচ্ছে মেসেঞ্জার। এটি মূলত ফেসবুকের একটি অংশ। এই ফেসবুক ব্যবহারের জন্য তাদের অথরিটি বিনামূল্যে একাউন্ট খুলার সুবিধা দিয়েছে। তাই আপনি ফেসবুক ববহহার করতে চাইলে আপনাকে একটি আইডি খুলতে হবে। আশা করছি আপনারা ফেসবুক সম্পর্কে জানতে পেরেছেন। এখন একাউন্ট খুলার নিয়ম জেনে নিন।
নতুন পদ্ধতিতে ফেসবুক আইডি খোলার নিয়ম
এই আধিনুক যুগে এই সামাজিক যোগাযোগের মাধ্যম আরও উন্নত করা হয়েছে। তাই এই ফেসবুক যোগাযোগ মাধ্যম দিনের পর দিন আপডেট করে যাচ্ছে। এতে করে তারা নতুন নতুন তথ্য যোগ করেছে ব্যবহার কারির জন্য। ফেসবুক অনেক আগে প্রতিষ্ঠিত হয়েছিলো। তখন এই ফেসবুক আইডি খুলার সাথে বর্তমানে কিছু পার্থক্য রয়েছে। আমরা যেহুতে আপডেট ভার্সন ব্যবহার করবো তাই আপনাদের কে এখানে নতুন পয়োধিটি গুলো নিয়ে আলোচনা করা হবে। নতুন পদ্ধতি ব্যবহার করে যেভাবে ফেসবুক আইডি খুলতে হয় তা আপনাদের কে এখানে দেখানো হয়েছে। নিয়ম গুলো দেখতে নিচের দিকে খেয়াল করুন।
ফেসবুক আইডি খোলার নিয়ম
ফেসবুক আইডি খুলার পর আপনাদের একাউন্ট টি অফিশিয়াল ভাবে ভেরিফাই করতে হবে। বর্তমানে দুই ভাবে ফেসবুক আইডি ভেরিফাই করা যায়। একটি হচ্ছে মোবাইল নাম্বার এর মাধ্যমে ও অন্যটি হচ্ছে জিমেইল একাউন্ট এর মাধ্যমে। এজন্য আপনাদের কে মোবাইল নাম্বারের সাথে আপনার একাউন্ট টি ভেরিফাই করতে হবে। অথবা একটি ভ্যালিড জিমেইল এর সাথে ভেরিফাই করতে হবে। নিচের অংশে ধাপে ধাপে ফেসবুক আইডি খোলার নিয়ম দেখানো হয়েছে। এই নিয়ম গুলো ফেসবুক আইডি খোলার জন্য সঠিক ভাবে ফলো করুন।
01. প্রথমে ফেসবুক আইডি খোলার জন্য ফেসবুক অ্যাাপ টি প্রয়োজন হবে। তাই তাই প্রথমে ফেসবুক সংগ্রহ করুন।
02. ফেসবুক ওপেন করুন তাহলে নিচের মতো একটি ইন্টারফেজ দেখতে পারবেন।
03. এখন Create New Account এ ক্লিক করুন।
04. এখন আপনারা First name এবং Last Name লিখুন। এর পর Next এ ক্লিক করুন।
05. এখন আপনার Date Of Birth অর্থাৎ জন্ম তারিখ লিখে Next এ ক্লিক করুন।
06. আপনার বয়স কত তা লিখে Next বাটনে চাপ দিন।
o7. আপনারা লিঙ্গ নির্ধারন করুন এবং Next এ ক্লিক করুন।
09. ফেসবুক আইডি যে নাম্বার দিয়ে ভেরিফাই করতে চান সেই নাম্বার টি এখানে দিয়ে পরের ধাপে যান।
10. একটি শক্তি শালি Password সেট করুন এবং Next এ যান।
11. এটি হচ্ছে শেষ ধাপ। এখন আপনারা সবগুলো কাজ ঠিক ঠাক ভাবে করতে Sign Up অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করে ফেসবুকে সাইন আপ করে নিন।
এখন আপনার ফেসবুক আইডি খোলা শেষ। তো এই আইডি তাকে ফেসবুকের সাথে ভেরিফাই করতে হবে। ফেসবুকে বিভিন্ন সমস্যা হলে যাতে করে তার সমাধান পেতে পারবেন। এখন আপনার সেই ফোন নাম্বার দিয়ে ফেসবুকের সাথে ভেরিফাই করে নিবেন।
ফেসবুক আইডি ভেরিফাই করার নিয়ম
এখান ফেসবুক আইডি টি সুরিক্ষিত রাখার জন্য ভেরিফাই করতে হবে। হয়তো আপনারা ফেসবুক একাউন্ট কিভাবে ভেরিফাই করবেন তা জানেন না। নিচে থেকে দেখনিন। সকল নিয়ম সুন্দর ভাবে আপনাদের কে দেখানো হয়েছে।
- তো ফেসবুকের ভিতরে প্রবেশ করতে আপনারা আইডি ভেরিফায় করার জন্য একটি অপশন পেয়ে যাবেন। এখানে আপনার মোবাইল নাম্বার দিন।
- আপনারা দেখতে পারবেন সেখানে Confirm Your Account লেখা আছে এখানে কিলক করুন।
- আপনার এই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে। অথবা আপনাকে সেই কোড তই কোল করার মাধ্যমে দিতে পারে।
- এই কোড টি খালি ঘরে পূর্ণ করুন। এখন Confirm ক্লিক করে আপনার আইডি ফেসবুকের সাথে ভেরিফাই করেনিন।
- এখন আপনার ফেসবুক আইডি সম্পূর্ণ হয়েছে।
শেষ কথা
আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের দেখানো এই নিয়ম গুলো ফলো করা খুবই গুরুত্ব পূর্ণ। আশা করছি এই পোস্ট থেকে ফেসবুক আইডি খোলার নিয়ম এবং সকল পদ্ধতি গুলো জানতে পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন। এই রকম টিপস ও শিক্ষা রিলেটেড আরও অনেক পোস্ট আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
See More:
ভালোবাসার ফেসবুক স্ট্যাটাস, ক্যাপশন এবং মনিষীদের উক্তি
স্মার্ট ফেসবুক স্ট্যাটাস, বাংলা ফেসবুক স্ট্যাটাস এবং উক্তি
ভালোবাসার স্ট্যাটাস, উক্তি, বাণী এবং এস এম এস [ New Love Status]