বাংলাদেশে জলবায়ু ও দুর্যোগ মোকাবিলা MCQ প্রশ্নের উত্তর

বাংলাদেশে জলবায়ু ও দুর্যোগ মোকাবিলা MCQ

জলবায়ু পরিবর্তনের মধ্যে একটি হচ্ছে  বৈশ্বিক উষ্ণায়ন। পৃথিবীর বুকে উদ্ভিদ ও প্রাণীর উদ্ভব ও বিকাশ ঘটেছে পানি, বায়ু ও অন্যান্য উপাদানের সমন্বয়ে গড়ে উঠা প্রাণ-উপযোগী পরিবেশের কারণে। উষ্ণায়নের ফলে সেই পরিবেশই ভয়ানকভাবে বিপন্ন হচ্ছে। এখন জানা যাক, এই ‘উষ্ণায়ন’ কী । বিজ্ঞানের বিস্ময়কর অগ্রগতির মাধ্যমে পৃথিবীর মানুষ একদিকে যেমন তার জীবনকে করেছে সুখ ও স্বাচ্ছন্দ্যময় অন্যদিকে তেমনি পৃথিবীর প্রাকৃতিক পরিবেশকে করেছে ক্ষতিগ্রস্ত ও ভারসাম্যহীন। বাংলাদেশে জলবায়ু ও দুর্যোগ মোকাবিলা MCQ প্রশ্নের উত্তর নিচের অংশ থেকে জেনেনিন।

বাংলাদেশে জলবায়ু ও দুর্যোগ মোকাবিলা MCQ

১. বাড়িঘর বন্যায় ডুবে গেলে কোথায় আশ্রয় নিতে হবে?

ক. আশ্রয়কেন্দ্রে
খ. পাশের বাড়িতে
গ. আত্মীয়ের বাড়িতে
ঘ. ঘরের মধ্যে উঁচু স্থানে

উত্তরঃ ক 

২. সুনামি কী?

ক. একটি দেশের নাম
খ. একটি রাজধানীর নাম
গ. একটি দ্বীপের নাম
ঘ. একটি প্রাকৃতিক দুর্যোগের নাম

উত্তরঃ ঘ 

৩. সারা পৃথিবীতে আজ জলবায়ু পরিবর্তন দেখা যাচ্ছে কেন?

ক. ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধির কারণে
খ. পানি দূষিত হওয়ার কারণে
গ. ঝড়-বৃষ্টির কারণে
ঘ. সমুদ্রের গভীরতা হ্রাস পাওয়ার কারণে

উত্তরঃ ক 

৪. বায়ুমণ্ডলে ওজোন স্তরের ক্ষতির কারণ হলো—

i. বায়ুমণ্ডলে ক্লোরোফ্লুরো কার্বন গ্যাস বৃদ্ধি
ii. গ্রিনহাউস গ্যাস বৃদ্ধি
iii. বন উজাড়করণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii
খ. i, ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উত্তরঃ ঘ

৫. নিচের কোনটির কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে?

ক. বৃক্ষরোপণ
খ. বৃক্ষনিধন
গ. সামাজিক বনায়ন
ঘ. পরিকল্পিত বনায়ন

উত্তরঃ খ 

৬. ‘গ্রিনহাউস’ মূলত কী?

ক. কতগুলো গ্যাসের সমন্বয়ে গঠিত একটি আচ্ছাদন
খ. ওজোন গ্যাসের সমারোহ
গ. অক্সিজেন গ্যাসের আরেক নাম
ঘ. সবুজের সমারোহ

উত্তরঃ ক 

৭. গ্রিনহাউস গ্যাসের অন্য নাম কী?

ক. সবুজ গ্যাস
খ. তাপ বৃদ্ধিকারক গ্যাস
গ. রঙিন গ্যাস
ঘ. তাপহীন গ্যাস

উত্তরঃ খ 

৮. পৃথিবীর চারদিকে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসটি কিসের মতো আচ্ছাদন তৈরি করে?

ক. ছাতার মতো
খ. ডিমের মতো
গ. চাদরের মতো
ঘ. গোলকের মতো

উত্তরঃ গ 

৯. বৈশ্বিক উষ্ণায়নের ফলে কী হচ্ছে?

ক. পৃথিবী সবুজ হচ্ছে
খ. সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতা বাড়ছে
গ. বায়ুমণ্ডল শীতল হচ্ছে
ঘ. পৃথিবী ক্রমাগত ঠান্ডা হচ্ছে

উত্তরঃ খ 

১০. কোনটি গ্রিনহাউস গ্যাস?

ক. অক্সিজেন
খ. নাইট্রোজেন
গ. মিথেন ও নাইট্রাস অক্সাইড
ঘ. অক্সিজেন ও নাইট্রোজেন

উত্তরঃ গ 

১১. শিল্প-কারখানার কালো ধোঁয়ায় নগরের বায়ুতে কিসের পরিমাণ বেড়ে যাচ্ছে?

ক. কার্বনের
খ. অক্সিজেনের
গ. নাইট্রোজেনের
ঘ. নাইট্রাস অক্সাইডের

উত্তরঃ ক

১২. বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে বাংলাদেশের ক্ষতি—

i. সমুদ্রের পানির উচ্চতা বেড়ে গিয়ে নিম্নভূমি নিমজ্জিত হবে
ii. সমুদ্রের লবণাক্ততা বেড়ে গাছপালার ক্ষতি হবে
iii. মত্স্য খামার ও শস্যখেতের ক্ষতি হবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii
খ. i, ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উত্তরঃ ঘ

১৩. ‘দুর্যোগ প্রস্তুতি’ বলতে কী বোঝায়?

ক. দুর্যোগ আসার পরে প্রস্তুতি
খ. দুর্যোগের সময় প্রস্তুতি
গ. দুর্যোগ সংঘটিত হওয়ার আগে প্রস্তুতি
ঘ. দুর্যোগের সময় তড়িঘড়ি প্রস্তুতি

উত্তরঃ গ 

১৪. সুনামি কোন দেশি শব্দ?

ক. বাংলাদেশি
খ. বার্মিজ
গ. নেপালি
ঘ. জাপানি

উত্তরঃ ঘ

১৫. সুনামি শব্দের অর্থ কী?

ক. সমুদ্রতীরের ঢেউ
খ. সমুদ্রের মাঝের ঢেউ
গ. সমুদ্রের নিচ থেকে ওঠা ঢেউ
ঘ. সমুদ্রের উচ্ছল ঢেউ

উত্তরঃ  ক

১৬. বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ—

i. আইলা
ii. বায়ুদূষণ
iii. বন্যা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii
খ. i, ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উত্তরঃ খ

১৭. উষ্ণায়নের ফলে পৃথিবীপৃষ্ঠে মানুষ কোন রোগে আক্রান্ত হচ্ছে?

ক. ক্যানসার
খ. চর্মরোগ
গ. ডায়রিয়া
ঘ. ক্যানসার ও চর্মরোগ

উত্তরঃ ঘ

১৮. বাংলাদেশের কোন অঞ্চলে মরুকরণের লক্ষণ দেখা যাচ্ছে?

ক. উত্তর অঞ্চলে
খ. দক্ষিণ অঞ্চলে
গ. পূর্ব অঞ্চলে
ঘ. পশ্চিম অঞ্চলে

উত্তরঃ ক

১৯. জীবিকার টানে মানুষ কোন মুখী হয়ে থাকে?

ক. শিল্পাঞ্চলমুখী
খ. শহরমুখী
গ. নগরমুখী
ঘ. গ্রামমুখী

উত্তরঃ খ

২০. সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় বাংলাদেশের উপকূলীয় অঞ্চলসমূহের কোন বনভূমি ক্ষতিগ্রস্ত হয়?

ক. শালবন
খ. ম্যানগ্রোভ বন
গ. উপকূলীয় বন
ঘ. গড়ান বন

উত্তরঃ খ

বাংলাদেশে জলবায়ু ও দুর্যোগ মোকাবিলা বহুনির্বাচনি প্রশ্নের উত্তর

২১. সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীর জীবজগৎকে রক্ষা করে কোনটি?

ক. গ্রিনহাউস গ্যাস
খ. বাতাস
গ. ওজোন স্তর
ঘ. মহাসাগর

উত্তরঃ গ 

২২. কাজের খোঁজে মানুষ কোথায় ছুটে যায়?

ক. রাজধানীতে
খ. গ্রামে
গ. শহরে
ঘ. বিদেশে

উত্তরঃ গ 

২৩. কত নম্বর বিপৎসংকেত শোনার পর শিশু, বৃদ্ধ, প্রতিবন্ধী ও মেয়েদের আশ্রয়কেন্দ্রে পাঠিয়ে দিতে হবে?

ক. ২ নম্বর
খ. ৩ নম্বর
গ. ৪ নম্বর
ঘ. ৫ নম্বর

উত্তরঃ ঘ 

২৪. বাংলাদেশের কোন অঞ্চলে অনেক সময় খরা দেখা যায়?

ক. দক্ষিণ অঞ্চলে
খ. পূর্ব অঞ্চলে
গ. উত্তর অঞ্চলে
ঘ. পশ্চিম অঞ্চলে

উত্তরঃ গ 

২৫. সুনামির সময় সমুদ্রের ঢেউয়ের গতিবেগ ঘণ্টায় কত কিলোমিটার পর্যন্ত হতে পারে?

ক. ৬০০-৯০০
খ. ৭০০-১০০০
গ. ৮০০-১৩০০
ঘ. ৯০০-১৫০০

উত্তরঃ গ  

২৬. খরা মোকাবিলায় আমরা কী পদক্ষেপ নিতে পারি?

ক. খরার আগে পুকুর ও খাল খনন করতে হবে
খ. বৃষ্টির পানি ধরে রাখা যাবে না
গ. দুর্যোগকালীন শুকনো খাবার মজুত না রাখা
ঘ. নগদ অর্থ মজুত না রাখা

উত্তরঃ ক 

২৭. বাংলাদেশের যে অঞ্চলগুলো ভূমিকম্প–ঝুঁকির মধ্যে রয়েছে, তাদের কী বলা হয়?

ক. ভূমিকম্প-ঝুঁকির এলাকা
খ. ভূমিকম্প-ঝুঁকির আশঙ্কিত এলাকা
গ. ভূমিকম্পপ্রবণ এলাকা
ঘ. ভূমিকম্পের এলাকা

উত্তরঃ গ 

২৮. পাহাড়ের মাটি ধসে পড়াকে কী বলে?

ক. পাহাড়ধস
খ. শিলাচ্যুতি
গ. পাহাড়চ্যুতি
ঘ. ভূমিধস

উত্তরঃ ঘ 

২৯. কোন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে আগে কোনো পূর্বাভাস পাওয়া যায় না?

ক. ঘূর্ণিঝড়
খ. জলোচ্ছ্বাস
গ. ভূমিকম্প
ঘ. ঝড়

উত্তরঃ গ 

৩০. ভূমিকম্পের আগে সতর্কতার জন্য প্রস্তুতি—

i. জরুরিভাবে বের হওয়ার জন্য বিশেষ দরজার ব্যবস্থা রাখতে হবে
ii. আশ্রয় নেওয়ার জন্য বাড়িতে মজবুত টেবিল রাখতে হবে
iii. ঘরের ভারী আসবাব মেঝের ওপর রাখতে হবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii
খ. i, ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উত্তরঃ ঘ 

৩১. বন্যার দুর্যোগ অস্বাভাবিক আকার ধারণ করলে দেশের শতকরা কত ভাগ ডুবে যাওয়ার আশঙ্কা থাকে?

ক. ৫০ ভাগ
খ. ৫৭ ভাগ
গ. ৬১ ভাগ
ঘ. ৬৮ ভাগ

উত্তরঃ ঘ 

৩২. সুনামির কারণে সমুদ্রের পানি জলোচ্ছ্বাসের আকারে উপকূলের কত কিলোমিটারের মধ্যে ঢুকে যেতে পারে?

ক. ৯ কিমি
খ. ১০ কিমি
গ. ১৪ কিমি
ঘ. ১৬ কিমি

উত্তরঃ খ 

৩৩. জাপানের উত্তর-পূর্ব এলাকায় ভয়াবহ সুনামি সংঘটিত হয় কত সালে?

ক. ২০০৮ সালে
খ. ২০০৯ সালে
গ. ২০১০ সালে
ঘ. ২০১১ সালে

উত্তরঃ ঘ 

৪৪. জাপানের রাজধানীর নাম কী?

ক. ওসাকা
খ. টোকিও
গ. বেইজিং
ঘ. কায়রো

উত্তরঃ খ 

৩৪. পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য একটি দেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন?

ক. ২৪ ভাগ
খ. ২৫ ভাগ
গ. ২৬ ভাগ
ঘ. ২৭ ভাগ

উত্তরঃ খ 

৩৫. জাপানের উত্তর-পূর্ব এলাকায় ভয়াবহ সুনামি হয় ২০১১ সালে। তখন জাপানের কতটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল?

ক. তিনটি
খ. চারটি
গ. পাঁচটি
ঘ. সাতটি

উত্তরঃ গ 

৩৬. ভূমিধস কাকে বলে?

ক. পাহাড়ের মাটি ধসে পড়া
খ. মাটি ফেটে যাওয়া
গ. নদীগর্ভে ভূমি বিলীন হওয়া
ঘ. নদীগর্ভে ঘরবাড়ি বিলীন হওয়া

উত্তরঃ ক 

৩৭. ভূমিধস হলে মানুষের প্রাণহানি ঘটে বাংলাদেশের —

i. চট্টগ্রাম, সিলেট, নেত্রকোনা
ii. চট্টগ্রাম, বান্দরবান, নেত্রকোনা
iii. কক্সবাজার, ভোলা, বরিশাল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii
খ. i, ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উত্তরঃ ঘ  

শেষ কথা

আশা করছি এই পোস্ট আপনাদের ভালোলেগেছে এবং এখান থেকে বাংলাদেশে জলবায়ু ও দুর্যোগ মোকাবিলা MCQ প্রশ্নের উত্তর সংগ্রহ করতে  পেরেছেন। এই ওয়েবসাইটে শিক্ষা সংক্রান্ত পোস্ট শেয়ার করা হয়। বিভিন্ন শ্রেণির প্রশ্ন সমাধান ও উত্তর পেতে আমার সাথেই থাকুন।

আরও দেখুনঃ

বাংলাদেশে জলবায়ু ও দুর্যোগ মোকাবিলা ৮ম শ্রেণি।

৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৮ম অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর

বাাংলাদেশঃ রাষ্ট্র ও সরকার ব্যবস্থা বাংলাদেশ ও বিশবপরিচয় ৮ম শ্রেণি

One Comment on “বাংলাদেশে জলবায়ু ও দুর্যোগ মোকাবিলা MCQ প্রশ্নের উত্তর”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *