আশা কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পিডিএফ। এস এস সি

আশা কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

গতানুগতিক জীবনের বাইরে এসে যারা সুখ প্রত্যাশা করে কবি তাদের কথা বলতে গিয়ে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন। তিনি নির্ভাবনাময় সুখের জীবন প্রত্যাশা করেছেন। জগতের অনেক মানুষ সবকিছু থাকা সত্ত্বেও রাতে ঘুমাতে পারে না। আবার ভাঙা বেড়ার জীর্ণ ঘরেও অনেকে নির্বিঘ্নে ঘুমিয়ে পড়ে। কবিও তাদের মতাে জীবনযাপনে অভ্যস্ত হয়ে নির্ভাবনায় ঘুমিয়ে যেতে চান, তাদের মতাে সুখী হতে চান। নিচে আশা কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পিডিএফ দেওয়া আছে সংগ্রহ করুন।

আশা কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

এই কবিতায় অনেক গুলো জ্ঞানমূলক প্রশ্ন আছে। যা মূল বইয়ে দেওয়া নেই। এই ধরনের প্রশ্ন গুলো সৃজনশীল প্রশ্নের ক নাম্বারের জন্য অনেক গুরুত্বপূর্ণ। নিচে গাইড বই থেকে বিভিন্ন বোর্ডের জ্ঞানমূলক প্রশ্নের উত্তর গুলো সংগ্রহ করে দেওয়া হয়েছে।

১। আমাদের সংগ্রাম চলবেই চলবে’ গানটি কোন জাতিকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছিল?
উত্তর : আমাদের সগ্রাম চলবেই চলবে’ গানটি বাঙালি জাতিকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছিল।

২। সুখের জগতে মানুষ তুচ্ছ নিয়ে কেমন থাকে?
উত্তর : সুখের জগতে মানুষ তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে ।

৩। সিকান্দার আবু জাফরের গান ও কবিতা কোন প্রেরণায় সমৃদ্ধ?
উত্তর : সিকান্দার আবু জাফারের গান ও কবিতা মেহনতি মানুষের মুক্তির প্রেরণায় সমৃদ্ধ।

 ৪। সারাদিনের পরিশ্রমেও এক দিনের কী খুঁজে পায় না?
উত্তর : সারাদিনের পরিশ্রমেও এক দিনের আহার্য খুজে পায় না।

৫। সিকান্দার আবু জাফর কোন আন্দোলনে একনিষ্ঠ সাংস্কৃতিক কর্মীর ভূমিকা পালন করেন?
উত্তর : সিকান্দার আবু জাফর স্বাধীনতা আন্দোলনে একনিষ্ঠ সাংস্কৃতিক কর্মীর ভূমিকা পালন করেন।

৬। সেই জগতের কান্না-হাসির অন্তরালে কবি কী করতে চান?
উত্তর : সেই জগতের কান্না-হাসি অন্তরালে কবি হারিয়ে যেতে চান।

৭। তিমিরান্তিক’ সিকান্দার আবু জাফর রচিত কী ধরনের গ্রন্থ?
উত্তর : তিমিরান্তিক’ সিকান্দার আবু জাফর রচিত কাব্যগ্রন্থ।

৮। সিকান্দার আবু জাফর কত তারিখে মৃত্যুবরণ করেন?
উত্তর : সিকান্দার আবু জাফর ৫ আগস্ট ১৯৭৫ সালে মৃত্যুবরণ করেন।

৯। মানুষ কখন নির্ভাবনায় ঘুমায়?
উত্তর : মানুষ ‘গভীর-নিশুত রাতে নির্ভাবনায় ঘুমায়।

১০। লােকে সােনা-রুপার কী জমায় না?
উত্তর : লােকে সােনা-রুপার পাহাড় জমায় না।

১১। প্রতিবেশীর আঁধার ঘরে কী জ্বালানাের কথা বলা হয়েছে?
উত্তর : প্রতিবেশীর আঁধার ঘরে আলাে জ্বালানাের কথা বলা হয়েছে ।

১২। আমাদের সংগ্রাম চলবেই চলবে’ গানটি কার লেখা?
উত্তর : আমাদের সংগ্রাম চলবেই চলবে’ গানটি সিকান্দার আবু জাফরের লেখা।

১৩। প্রসন্ন প্রহর’ কাব্যগ্রন্থটি কার লেখা?
উত্তর : প্রসন্ন প্রহর’ কাব্যগ্রন্থটি সিকান্দার আবু জাফরের লেখা।

১৪। ‘আমাদের সংগ্রাম চলবেই চলবে’ গানটি কোন সময়ে লেখা?
উত্তর : আমাদের সংগ্রাম চলবেই চলবে’ গানটি মুক্তিযুদ্ধের সময়ে লেখা ।

১৫। মালব কৌশিক কাব্যগ্রন্থটি কার লেখা?
উত্তর : মালব কৌশিক’ কাব্যগ্রন্থটি সিকান্দার আবু জাফরের লেখা।

আশা কবিতার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর

এই অংশে আশা কবিতার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। যারা এই সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে চান, নিচে থেকে পড়ে নিবেন। এই প্রশ্ন গুলো কবিতা থেকে তৈরি করা হয়েছে।

১৬। কবি সিকান্দার আবু জাফর পেশায় কী ছিলেন?
উত্তর : কবি সিকান্দার আবু জাফর পেশায় সাংবাদিক ছিলেন।

১৭। কোন ধরনের মানুষের ঘুমের সমস্যা হয় না?
উত্তর : সুখী মানুষের ঘুমের সমস্যা হয় না।

১৮। সিকান্দার আবু জাফরের পিতার নাম কী?
উত্তর : সিকান্দার আবু জাফরের পিতার নাম সৈয়দ মঈনুদ্দীন হাশেমী।

 ১৯। সিকান্দার আবু জাফর কোথা থেকে ম্যাট্রিক পাস করেন?
উত্তর : সিকান্দার আবু জাফর তালা বি. দে. ইন্সটিটিউশন থেকে ম্যাট্রিক পাস করেন।

২০। সিকান্দার আবু জাফর কোথা থেকে আই.এ. পাস করেন?
উত্তর : সিকান্দার আবু জাফর কলকাতার রিপন কলেজ থেকে আই.এ. পাস করেন।

২১। সমাজের বেশিরভাগ মানুষ কিসের লােভে দিনাতিপাত করে?
উত্তর : সমাজের বেশিরভাগ মানুষ টাকা-পয়সা ও সম্পদের লােভে দিনাতিপাত করে।

২২। সিকান্দার আবু জাফর কোন জেলায় জন্মগ্রহণ করেন?
উত্তর : সিকান্দার আবু জাফর খুলনা জেলায় জন্মগ্রহণ করেন।

২৩। অন্যের উপকার ও মঙ্গলের জন্য কিছু মানুষ নিজেদের জীবন কী করে?
উত্তর : অন্যের উপকার ও মঙ্গলের জন্য কিছু মানুষ নিজেদের জীবন উৎসর্গ করে।

২৪। সিকান্দার আবু জাফর খুলনার কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
উত্তর : সিকান্দার আবু জাফর খুলনার তেঁতুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।

 ২৫। সিকান্দার আবু জাফর কখন স্থায়ীভাবে ঢাকায় বসবাস শুরু করেন?
উত্তর : সিকান্দার আবু জাফর স্থায়ীভাবে ঢাকায় বসবাস শুরু করেন ১৯৪৭ সালে দেশ বিভাগের পর থেকে।

২৬। কিসের চিন্তায় মানুষের রাতে ঘুম হয় না?
উত্তর : সুখের চিন্তায় মানুষের রাতে ঘুম হয় না।

 ২৭। মুক্তিযুদ্ধের সময় সিকান্দার আবু জাফরের লেখা গানটি কী ছিল?
উত্তর : মুক্তিযুদ্ধের সময় সিকান্দার আবু জাফরের লেখা গানটি ছিল আমাদের সংগ্রাম চলবেই চলবে।

২৮। সিকান্দার আবু জাফর কোন আন্দোলন বেগবান করার জন্য তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেন?
উত্তর : স্কিান্দার আবু জাফর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৬ দফা আন্দোলনে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেন।

২৯। সিকান্দার আবু জাফরের পিতা পেশায় কী ছিলেন?
উত্তর : সিকান্দার আবু জাফরের পিতা পেশায় কৃষিজীবী।

আশা কবিতার অনুধাবনমূলক প্রশ্নের উত্তর পিডিএফ

১। দিনের আহার্য-সঞ্জয় না থেকেও যাদের মনের কোণে গ্লানি দুরাশা নেই, কবি তাদের জয়গান গেয়েছেন কেন?

উত্তর : দিনের আহার্য-সঞয় না থেকেও যাদের মনের কোণে গ্লানি দুরাশা নেই, কবি তাদের জয়গান গেয়েছেন। কারণ তারা সুখী মানুষ।

অল্পে তুষ্ট থাকা, সামান্য প্রত্যাশীদের কবি জয়গান গেয়েছেন। যারা সারাদিন পরিশ্রম করে তাদের একটি দিনের পূর্ণ আহারও অনেক সময় জোটে না। তাদের থাকে না কোনাে সঞ্চয়। এত কষ্টের পরও তাদের মনে কোনাে গ্লানি থাকে না। জীবনে যতটুকু তারা পায় তাই নিয়েই সুখী। এসব মানুষের কারণেই পৃথিবী। সুখময় হয়ে ওঠে। কবি এ কারণেই তাদের জয়গান গেয়েছেন।

২। বিত্ত-সুখের দুর্ভাবনায়, আয়ু কমায় না’- আয়ু না কমার কারণটি ব্যাখ্যা কর।

উত্তর : যাদের মাঝে বিত্ত-সুখের দুর্ভাবনা নেই তাদের মনে অশান্তি নেই।

বিত্ত-সুখের দুর্ভাবনা মানুষের অশান্তির মূল কারণ। অতিরিক্ত বিত্ত বৈভবের প্রত্যাশায় মানুষ অন্যায় পথে পা বাড়ায় এবং জীবনে অশান্তি ডেকে আনে। তাদের জীবনের আয়ু কমে যায়। কবি এমন এক জগতের সন্ধান করতে চেয়েছেন যেখানে মানুষের বিত্ত-সুখের দুর্ভাবনা থাকে না। ফলে তাদের জীবনের আয়ুও কমে না ।

৩। যেথায় লােকে তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে ভাই”- বলতে কী বােঝানাে হয়েছে? 

উত্তর : অতিরিক্ত আশা না করে তুচ্ছতার মাঝেই তুষ্ট হওয়া সুখের বিষয়। প্রশ্নোক্ত লাইনটি দ্বারা কবি এ কথাই বােঝাতে চেয়েছেন।

আমাদের সমাজের শ্রমজীবী মেহনতি মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হলেও তারাই প্রকৃত সুখী মানুষ। সামাজিক মর্যাদা না পেলেও জীবনের ক্ষুদ্র আশা ও তুচ্ছ প্রাপ্তিতে তারা তুষ্ট থাকে। বিত্ত-বৈভব অর্জন এবং অর্থ-সুখের দুর্ভাবনায় তাদের আয়ু কমায় না। অতিরিক্ত আশা করে তারা অর্থ-বিত্তের শিকলে বাঁধা পড়তে চায় না। প্রশ্নোক্ত লাইনটির মধ্য দিয়ে কবি এমন সুখের সন্ধানের অভিমত ব্যক্ত করেছেন।

শেষ কথা

 আশা করছি এই পোস্ট থেকে আশা কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পিডিএফ সংগ্রহ করতে পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমার সাথেই থাকবেন। এই ওয়েবসাইটের মাধ্যমে সকল শ্রেণির শিক্ষাসংক্রান্ত তথ্য শেয়ার করা হয়।  আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালোথাকবেন, সুস্থ থাকবেন।

আরও দেখুনঃ

আশা কবিতার সৃজনশীল প্রশ্ন উত্তর- পিডিএফ। এস এস সি

আশা কবিতা সিকান্দার আবু জাফর পিডিএফ- এস এস সি

আমার দেশ কবিতা- সুফিয়া কামাল। বাংলা ১ম পত্র নবম-দশম শ্রেণি

একটি কাফি কবিতা-বিষ্ণু দে বাংলা ১ম পত্র এস এস সি- পিডিএফ

PDF-পল্লিজননী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর