রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৩-২৪

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য

রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আবেদনের নিয়োগ প্রকাশ করেছে। অনলাইনে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে হবে। তাদের একটি অফিসিয়াল ওয়েবসাইট আছে। যেখানে ভর্তি পরীক্ষার আবেদন, পরীক্ষার তারিখ ও মানবন্টন দেওয়া আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য গুলো ঐ নোটিশে বিস্তারিত পেয়ে যাবেন।

এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি শেয়ার করেছি। কিভাবে আবেদন করবেন, আবেদন কবে শেষ হবে তা এখানে উলেখ করেছি। admission.ru.ac.bd ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার সকল নোটিশ পাবলিশ করা হয়েছে। আবেদন করতে উক্ত ওয়েবসাইট ব্যবহার করতে হবে। ভর্তি যোগ্যতা, আসন সংখ্যা ও ইউনিট সম্পর্কে বিস্তারিত জেনেনিন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য

রাজশাহী বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের ৫৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষ বিশ্ববিদ্যালয় হিসেবে বিবেচনা করা হয়। এটি শিক্ষার্থীদের পছন্দের উপর ভিত্তি করে স্নাতক এবং স্নাতক ডিগ্রি প্রোগ্রাম সরবরাহ করে। রাবিতে ভর্তির জন্য প্রার্থীদের  ভর্তি পরীক্ষা দিতে হয়। এজন্য প্রথমে প্রাথমিক আবেদন করতে হবে। প্রাথমিক আবেদন মেধা তালিকা বা জিপিএ অনুযায়ী লিস্ট করা হবে। যাদের জিপিএ বেশি তারা চূড়ান্ত আবেদনের জন্য সিলেক্ট হবে।

এই বিশ্ববিদ্যালয়ে ৩টি ইউনিটে ভর্তি পরীক্ষা দেওয়া যাবে। প্রতিটি ইউনিটে সর্বোচ্চ ৭২ হাজার ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারে। ভর্তি পরীক্ষা গুলো আলাদা আলাদা তারিখে ৪ টি শিফটে অনুষ্ঠিত হবে। ৮ই জানুয়ারি ২০২৪ তারিখে প্রাথমিক আবেদন শুরু। আবেদন শেষ ১৭ জানুয়ারী ২০২৪ তারিখে। ৫৫ টাকা  দিয়ে প্রাথমি, আবেদন করতে হবে। এরপর চূড়ান্ত আবেদনের মাধ্যমে পার্থিদেকে ভর্তি পরীক্ষার সিট গ্রহন করতে হবে।

  • ইউনিট- A : কলা অনুষদ , আইন অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ: চারুকলা অনুষদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট
  • ইউনিট- B : বিজনেস স্টাডিজ অনুষদ এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট।
  • ইউনিট- C : বিজ্ঞান অনুষদ জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ কৃষি অনুষদ এবং প্রকৌশল অনুষদ

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৩-২০২৪

২০২৩ সালের ডিসেম্বরের ২৮ তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নিয়োগ প্রকাশ করা হয়েছে। সেখানে ভর্তি পরীক্ষা আবেদনের সময়, ভর্তি পরীক্ষা তারিখ ও প্রবেশ পত্র সংগ্রহের দিন জানানো হয়েছে। প্রাথমিক আবেদন ০৮ থেকে ১৭ জানুয়ারী ২০২৪ পর্যন্ত চলবে। যাদের নাম ৭২ হাজারের মধ্যে থাকবে তারা প্রাথমিক আবেদনে সিলেক্ট হবে। এরপর চার ধাপে চূড়ান্ত আবেদন করার সুযোগ পাবে। ভর্তি পরীক্ষার দেওয়ার পূর্বে আবেদন করতে হবে।

http://admission.ru.ac.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে সকল নিয়ম মেনে আবেদন করতে হবে। ১ম ধাপের আবেদন ২৬ থেকে ২৯ জানুয়ারী ২০২৪  পর্যন্তও।  ২য় ধাপের আবেদন শুরু ০১ থেকে ০৩ ফেব্রুয়ারী ২০২৪।  ৩য় ধাপের আবেদন চলবে ০৬ ও ০৭ ফেব্রুয়ারী ২০২৪ পর্যন্ত।  ৪র্থ ধাপের আবেদন এর সময়সীমা ১০ ও ১১ ফেব্রুয়ারী ২০২৪। যারা প্রাথমিক আবেদনে নির্বাচিত হবে না, তাদের কে চূড়ান্ত আবেদনের সুযোগ দেওয়া হবে না। প্রাথমিক আবেদনে সিলেক্ট হলে এস এম এস এ জানিয়ে দেওয়া হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আবেদন

  • ১ম ধাপের আবেদন: ২৬ থেকে ২৯ জানুয়ারী ২০২৪
  • ২য় ধাপের আবেদন: ০১ থেকে ০৩ ফেব্রুয়ারী ২০২৪
  • ৩য় ধাপের আবেদন: ০৬ ও ০৭ ফেব্রুয়ারী ২০২৪
  • ৪র্থ ধাপের আবেদন: ১০ ও ১১ ফেব্রুয়ারী ২০২৪
  • এ ইউনিট এর জন্য চূড়ান্ত আবেদন ফি ১২০০ + ১২০ = ১৩২০ টাকা
  • বি ইউনিট চূড়ান্ত আবেদন ফি ১০০০ + ১০০ = ১১০০ টাকা
  • এ ইউনিট এর জন্য চূড়ান্ত  আবেদন ফি ১২০০ + ১২০ = ১৩২০ টাকা
  • আবেদনের ঠিকানা : admission.ru.ac.bd

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদনের যোগ্যতা ২০২৩-২৪

রাবিতে ভর্তি পরীক্ষার আবেদনের জন্য নুন্যতম যোগ্যতা দেওয়া আছে। এই যোগ্যতা অনুযায়ী আবেদন করতে হবে। ২০২২ ও ২০২৩ সালের এইচ এস সি সমমান, ডিপ্লোমা ইন কমার্স বিএফএ, বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি, আ লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। আবেদনের জন্য নুন্যতম জিপিএ নির্ধারিত করা হয়েছে। ইউনিট ভেদে আবেদনের যোগ্যতা আলাদা আলাদা ভাবে নির্ধারন করা হয়েছে।

  1. মানবিক শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এস এস সি/সমমান ও  এইচএসসি সমমান উভয় পরীক্ষায় (৪থ বিষয় সহ) নুন্যতম জিপিএ ৩ পয়েন্ট সহ জিপিএ ৭.০০ থাকতে হবনিজ
  2. বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এস এস সি/সমমান ও  এইচএসসি সমমান উভয় পরীক্ষায় (৪থ বিষয় সহ) নুন্যতম জিপিএ ৩.৫০ সহ পয়েন্ট সহ জিপিএ ৭.৫০ থাকতে হবে।
  3. বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এস এস সি/সমমান ও  এইচএসসি সমমান উভয় পরীক্ষায় (৪থ বিষয় সহ) নুন্যতম জিপিএ ৩.৫০ পয়েন্ট সহ জিপিএ ৮.০০ থাকতে হবে।
  4. জিসিই ও লেভেল পরীক্ষায় ৫ টি বিষয়ে এবং এ লেভেল পরীক্ষায় অত্যন্ত ২ টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় লেভেলে মোট ৭ টি বিষয়ের মধ্যে ৪ টি বিষয়ে কমপক্ষে বি গ্রেড এবং ৩ টি বিষয়ে কপক্ষে সি গ্রেড পেতে হবে। ও লেভেল, এ লেভেল এবং ইংলিশ ভার্সন পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের প্রশ্ন প্রযোজ্য ক্ষেত্রে ইংরেজিতে অনুবাদ করা হবে। ইংরেজি প্রশ্ন পত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক পার্থিকে ভর্তি পরীক্ষায় প্রাথমিক আবেদনকালে অনলাইনে থাকা সংশ্লিষ্ট অপশন টি অবশ্যই পূরণ করতে হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কবে ২০২৪

এইচ এস এসি ২০২২ ০ ২০২৩ পরীক্ষায় শিক্ষাবোর্ড কর্তিক প্রণীত পাঠ্যসূচি অনুযায়ী ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান শাখা হতে ২০২২ ও ২০২৩ সালের এইচ এস সি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা A,B ও C তিনটি ইউনিটেই  যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবে। আবেদনকারী যে ইউনিটেই আবেদন করুক না কেন সে যে শাখা থেকে এইচ এস সি পরীক্ষায় উত্তীর্ণই হয়েছে সে শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে। ২০২৪ সালের ৫ই মার্চ থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে। ০৫, ০৬ ও ০৭ মার্চ ২০২৪ তিন দিনে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। ভর্তি পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে।

১। সকাল ৯ টা থেকে ১০ টা পর্যন্ত
২। সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত
৩। দুপুর ১ টা থেকে ২ টা পর্যন্ত
৪। বিকেল ৩ টা থেকে ৪ টা পর্যন্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন ২০২৪

পরীক্ষা একটি মানবন্টন অনুযায়ী নেওয়া হবে। প্রতিটি ইউনিট এর ভর্তি পরীক্ষার মানবন্টন সম্পূর্ণ  ভিন্ন। ১০০ নাম্বারের MCQ পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার সময় মোট ১ ঘণ্টা। পরীক্ষায় প্রতিটি ইউনিট এ মোট ৮০ টি প্রশ্ন দেওয়া থাকবে। বাকি ২০ নাম্বার গপা এর উপর দেওয়া হবে। প্রতি ৪ ভুলের জন্য ১ নাম্বার কাটা হবে। ভর্তি পরীক্ষায় পাস নাম্বার ৪০।

এ ইউনিটের মান বন্টন
অংশ মানবন্টন প্রশ্নসংখ্যা
বাংলা ৩৫ ২৮
ইংরেজী ৩৫ ২৮
সাধারণ জ্ঞান ৩০ ২৪
মোট নম্বর ১০০ মোট প্রশ্ন ৮০
বি ইউনিটের মান বন্টন (বাণিজ্য গ্রুপ)
অংশ মানবন্টন
বাংলা ১৫
ইংরেজী ২৫
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ৩০
হিসাব বিজ্ঞান ৩০
মোট নম্বর ১০০
বি ইউনিটের মান বন্টন (অ-বাণিজ্য গ্রুপ)
অংশ মানবন্টন
বাংলা ১৫
ইংরেজী ২৫
সাধারণ জ্ঞান ৪৫
আইসিটি ১৫
মোট নম্বর ১০০
সি ইউনিটের মান বন্টন (বিজ্ঞান গ্রুপ)
শাখা বিষয় প্রশ্নের সংখ্যা নম্বর মোট নম্বর
ক (আবশ্যিক) পদার্থ ২৫ ১.২৫ ৩১.২৫
রসায়ন ২৫ ৩১.২৫
আইসিটি ০৫ ৬.২৫
খ (ঐচ্ছিক) গণিত ২৫ ১.২৫ ৩১.২৫
জাীববিদ্যা ২৫
জাীববিদ্যা+গণিত ১৩+১২
মোট ৮০ ১০০
সি ইউনিটের মান বন্টন (অ-বিজ্ঞান গ্রুপ)
বিষয় প্রশ্নের সংখ্যা নম্বর মোট নম্বর
বাংলা ২৫ ১.২৫ ৩১.২৫
ইংরেজী ২৫ ১.২৫ ৩১.২৫
সাধারণ জ্ঞান/মনোবিজ্ঞান/ভূগোল ৩০ ১.২৫ ৩৭.৫০
মোট ৮০ ১০০

শেষ কথা

এই পোস্টে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৩-২৪ সম্পর্কে সকল তথ্য শেয়ার করা হয়েছে। এই নিয়োগ টি শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য দেওয়া হয়েছে। এখানে দেওয়া আবেদনের সময় অনুযায়ী ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে। পরীক্ষার মানবন্টন ও ভর্তি পরীক্ষার তারিখ গুলো পরীক্ষা শুরু হওয়ার আগে দেখে নিবেন। কবে কোন ইউনিট এর পরীক্ষা নেওয়া হবে তা প্রকাশ করলে এখানে জানিয়ে দেওয়া হবে।

আরও দেখুনঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৩-২৪

রাবি ভর্তি পরীক্ষার মানবন্টন ২০২৩-২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *