এস এস সি পরিক্ষায় পাশের নিয়ম ২০২০

এস এস সি পরিক্ষায় পাশের নিয়ম। 


এস এস সি পরিক্ষাতে পাশের নিয়ম। আপনারা যারা এস এস সি পরিক্ষা দিয়েছি তারা একটা খারাপ অবস্থায় আছেন । কারন আপনারা জানেন না এস এস সি পরিক্ষার পাশের নিয়ম। একজন এস এস সি পরিক্ষার্থীর জন্য পাশের নিয়ম জান খুব জরুরি। কারন আপনি যদি পাশেন নিয়মই না জানেন তাহলে আপনি আদর্শ ছাত্র হতে পারেন ন। 


এসএসসি পাশেন নিয়ম নিয়ে একটু জামেলা আছে।অপশনাল বিষয় এবং সাইন্সের অনেক বিষয়ের পাশ মার্ক  কত তা জানা জরুরি। এস এস সি পাশ নাম্বার কত এবং সৃজনশীল এবং MCQ তে কত পেলে পাশ তা জানা দরকার। আজকে আপনারা এসএসসি পাশের নিয়ম এবং পাশ মার্ক সম্পর্কে জানতে পারবেন। আপনারা দুই বছর আগে জে এস সি পরিক্ষা দিয়েছেন । জে এস  সি পরিক্ষার পাশের নিয়ম আর  এস এস সি পরিক্ষার পাশের নিয়ম এক না। 

পরিক্ষার খাতায় বৃত্ত ভরাট না করতে পারলে আপনি ফেল করতে পারবেন। নিচের লেখাটি পরলে আপনি জানতে পারবেন কি করে রোল এবং রেজি নাম্বার দিয়ে পরিক্ষার খাতার বৃত্ত ভারাট করতে হয়। 

JSC, SSC, HSC পরিক্ষার খাতায় লেখার নিয়ম এবং বৃত্ত ভরাট পদ্ধতি

 

কেমন ছিল জে এস সি পরিক্ষার পাশের নিয়ম?

জে এসসি পরিক্ষাতে যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ে ১০০ এর মধ্য ৩৩ পেলেই পাশ করা যায়। জে এস সি পরিক্ষাতে লিখিত দিয়ে যদি ৩৩ নাম্বার পাওযা যায় তাহলে MCQ তে ০০ পেলেও পাশ। আর MCQ তে যদি ৩০ পাওয়া যায় যায় লিখিত পরিক্ষায় মাত্র ০৩ পেলেই পাশ দেওয়া হয়। মোট কথা লিখিত এবং MCQ মিলিয়ে ৩৩ পেলেই হল । 

কিন্তু এস এস  সি পরিক্ষাতে পাশের নিয়ম একটু আলাদা। কারন এস এস সি পরিক্ষার MCQ দেখে কম্পিউটার। 

পরিক্ষা পদ্ধতি কে আবিষ্কার করেছে এই প্রশ্নটা হয়তো আপনার মনে একবার হলেও এসেছে। নিচের ভিডিওটি দেখে যেনে নিন কে আবিষ্কার করলো পরিক্ষা পদ্ধতি। 





এস এস সি পরিক্ষায় পাশের নিয়ম।


এস এস সি পরিক্ষাতে ৩৩ পেলেই পাশ। কিন্তু MCQ এবং ‍লিখিত পরিক্ষায় আলাদা আলাদা পাশ করতে হবে। আপনি যদি লিখিত পরিক্ষায় পাশ করেন আর MCQ তে ফেল মারেন তাহলে আপনাকে ফেল বলে গন্য করা হবে। 

পরিক্ষায় পাশ করার নাম্বার হল মোট নাম্বারে ৩৩% । আপনি যদি ১০০ এর মধ্য ৩৩ না পান তাহলে আপনি ফেল হবেন । কিন্তু শুধু ১০০ এর মধ্য ৩৩ পেলে হবে না । এর মধ্য থেকে MCQ এবং লিখিত  পরিক্ষায় অলাদা ভাবে মোট নাম্বারের ৩০% পেতে হবে। 

MCQ এর মোট নাম্বার হল ৩০ 
৩০ এর ৩০% হল ১০ 
আপনি যদি MCQ তে ৩০ এর মধ্য কমপক্ষে ১০ নাম্বার না পান তাহলে আপনি  ওই বিষয়ের উপরে ফেল করবেন। MCQ তে ১০ এর কম পেয়ে লিখিত পরিক্ষায় ‍যদি ৭০ নাম্বারও পান তাহলেও আপনি পাশ করতে পারবেন না। 
এবার আসা যাক লিখিত নিয়ে। লিখিত পরিক্ষায়ও মোট নাম্বাররের ৩০% পেতে হবে। 
লিখিত পরিক্ষা হয় ৭০ নাম্বারে । 
৭০ এর ৩০% হল ২৩ 
যদি আপনি কমপক্ষে লিখিত পরিক্ষায় ২৩ এর কম পান তাহলে আপনি ফেল করবেন। 
লিখিত পরিক্ষায় ২৩ এর কম পেয়ে MCQ তে যদি ৩০ নাম্বার পান তাহলে ফেল করবেন। 
সুতরাং MCQ এবং লিখিত সেক্টরে আপনাকে আলাদা আলাদা পাশ করতে হবে। কিন্তু যে সব বিষয়ের ব্যাবহারিক আছে সেগুলে আবার পাশের নিয়ম আলাদা। ব্যাবহরিক এর ২৫ নাম্বার থেকে ৮ পেলে পাশ করবেন। কারন ২৫ এর ৩৩% হল ৮। সুতরাং বুজা গেল এস এস সি পরিক্ষার প্রতিটা সেক্টরে আলাদা আলাদা পাশ করতে হবে। 
তবে ইংরেজি পরিক্ষায় স্টিল ১০০ নাম্বার থেকে ৩৩ পেলেই পাশ । কারন ইংরেজি বিষয়ে কোন MCQ বা ব্যবহারিক নাই। 

পড়াশুনা বিষয়ক আরো তথ্য পেতে নিচের লিন্ক এ ক্লিক করুন তার পর ইউটিউব চ্যানেলটি সাবক্রাইব করুন। 

একটি শিক্ষামূলক ইউটিউব চ্যানেল

আশার করি এস এস সি পরিক্ষার কিভাবে পাশ করতে হয় এই প্রশ্ন যাদের ভিতর ছিল তারা সবাই তার উত্তর পেয়ে গেছেন। এটা শুধু এস এস সি পরিক্ষার পাশের নিয়ম না , এইস এস সি পরিক্ষাতেও এভাবে পাশ নাম্বার দেওয়া হয়। 

ধন্যবাদ । পড়াশুনা বিষয়ক আরো তথ্য পেতে  এই ওয়েব সাইটটি ঘুরে আসতে পারেন। 

One Comment on “এস এস সি পরিক্ষায় পাশের নিয়ম ২০২০”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *