পরিক্ষার খাতায় লেখার নিয়ম এবং বৃত্ত ভরাট পদ্ধতি।
আমরা যারা এইস এস সি , এস এস সি এবং জে এস সি পরিক্ষা দেব তাদের একটা সমস্যা হচ্ছে বোর্ড পরিক্ষার খাতার উপরে যে রোল এবং রেজি: নং সহ আরো কিছু গুরুত্বপূর্ন তথ্য আছে যেগুলো সঠিক ভাবে পূরন করতে না পারলে আমাদের পরিক্ষার রেজাল্ট আসবে না। তার মানে আমরা পরিক্ষাতে ফেল করব। আজকের আর্টিকেলে আমি আপনাদের শেখাব কি করে আপনারা বোর্ড পরিক্ষার খাতা পূরন করবেন।
বোর্ড পরিক্ষার উত্তর পত্র |
বোর্ড পরিক্ষার খাতা সঠিক ভাবে পূরন করতে না পারলে আপনার যা সমস্যা হবে।
- আপনি যদি বোর্ড পরিক্ষার খাতায় রোল এবং রেজিঃ লেখতে ভুল করেন তাহলে আপনার পরিক্ষার রেজাল্ট আসবে না।
- খাতার মধ্য ভুল করে যদি হিজিবিজি করে কাটাকটি করেন তাহলে আপনার রেজাল্ট আসতেও পারে নাও আসতে পারে।
- সাবজেক্ট কোড লিখতে ভুল করলে আপনার রেজাল্ট আসবে না।
খাতা পূরন করার সময় যে ভুলগুলো করা যাবে না।
- বাংলা ইংরেজি মিক্স করে লেখবেন না।
- রোল, রেজি এবং প্রয়োজনীয় সকল তথ্য ইংরেজিতে লেখতে হবে।
- খাতায় কোন আজেবাজে আকাআকি করা যাবে না। কারন খাতায় আজেবাজে দাগ দিরে আপনার খাতা কম্পিউটার চিনতে পারবে না যার কারনে আপনার খাতা বাতিল হবে।
- প্রয়োজনীয় জায়গায় সাল লেখতে ভুল করবেন না।
- আপরি যে পরিক্ষা দিচ্ছেন সেই পরিক্ষার নাম পূরন করতে হবে।
MCQ খাতা পূরন করার সতর্কতা
- লিখিত পরিক্ষার খাতার মত MCQ খাতাও ভাত করে পূরন করে নিবেন।
- MCQ প্রশ্ন থেকে প্রশ্নের সেট দিয়ে পূরন করে নিবেন।
- প্রশ্নের শুধু একটা সঠিক উত্তর পূরন করেবন। বিস্তুরিত ভিডিওতে দেখে নিবেন।
উপরের স্টেপগুলো পড়ে আপনার মনে হতে পারে অনেক কঠিন কিন্তু আসলেই কিছুই কঠিন না। আপনারা উপর থেকে আরেকবার ভাল করে খাতাটি দেখে নিন।
আনারা কি করে পরিক্ষর খাতা পূরন করবেন তা আমি আপনাদের একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব আপনাদের সুবিধার জন্য।নিচের এই ভিডিওর দেখলে আপনারা কি করে খাতা পূরন করবেন তা জানতে পারবেন । এখানে এ টু জেট আলোচনা করা হয়েছে + আপনারা কি করে খাতা পূরন করবেন তা হাতে কলমে দেখিয়ে দেওয়া হয়েছে।
আপনারা নিচেন লিন্ক থেকে উত্তরপত্রটি সংগ্রহ করে বার বার বাড়িতে প্রেকটিস করুন।
MCQ উত্তরপত্র সংগ্রহ করুন
MCQ উত্তরপত্র সংগ্রহ করুন
কি করে এইস এস সি, এস এস সি এবং জে এস সি পরিক্ষার খাতা পূরন করবেন নিচের ভিডিও থেকে দেখে নেন। ভিডিওটি দেখার পর কমেন্ট করবেন আশা করি। আপনার প্রয়োজনিয় সকল সমস্যা কেটে যাবে ভিডিওটি দেখলে ।
ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।
Ami shob kichu thik lekechi kintu mcq r omr sheet e banglay je bishoy er name likte hoy ar khatar omr e bishoy kod shob fill up korleo bishoy er name likhi nai kono problem hobe ki