মোবাইলে এইচ এস সি মার্কশিট বের করার নিয়ম জানতে আজকের এই পোস্ট টি সম্পূর্ণ পড়ুন। আমাদের পরীক্ষার ফলাফল এর সকল বিষয়ের প্রাপ্ত নাম্বার জানতে মার্কশিত দেখতে হয়। এই মার্কশিট আপনারা মোবাইলে দেখতে পারবেন। এজন্য আপনাকে কোনো কম্পিউটার দোকানে যোগাযোগ করতে হবে না। আপনারা হয়তো মোবাইলে কিভাবে এইচ এস সি পরীক্ষার মার্কশিত বের করার নিয়ম জানেন না। এই মার্কশিট টি সংগ্রহ করার জন্য আপনাকে মোবাইলে একটি ওয়েবসাইট ভিজিট করতে হবে।
এই পোস্টে আপনাদের কে এই ওয়েবসাইট টি ব্যবহার করে নম্বর পত্র টি বের করার নিয়ম দেখানো হবে। তাই আমাদের এই পোস্ট টি মনোযোগ সহকারে দেখবেন। আমি আপনাদের কে নিচে নিয়ম গুলো ধাপে ধাপে বুঝিয়ে দিয়েছে। তো তাহলে এই পোস্ট টি পড়া শুরু করে দিন। এবং আপনার কাঙ্ক্ষিত তথ্য জেনে নিন। ]
মোবাইলে এইচ এস সি মার্কশিট
বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যেকোনো সালের এইচ এস সি ফলাফল প্রকাশ করা আছে। এবং তার পাশা-পাশি সকল সালের নম্বরপত্র সেখকানে সংগ্রহ করে রাখা হয়েছে। তো আপনারা আপনার বোর্ড রোল, রেজিস্ট্রেশন নাম্বার ও পরীক্ষার সাল দিয়ে নম্বর পত্র টি দেখনিতে পারবেন। আজকে আপনাদের কে একটি ওয়েবসাইট দিয়ে যেভাবে মার্কশিট বের করবেন তা দেখাবো। এই ওয়েবসাইট গুলো বহরার করে সবাই তাদের মার্কশিট ও এইচ এস সি পরীক্ষার ফলাফল বের করে থাকে। নিচে আপনাদের জন্য ওয়েবসাইটের ঠিকানা টি দেওয়া আছে। ঠিকানা টি দেখেনিন এবং এই ঠিকানা বহার করে আপনার এইচ এস সি মার্কশিট মোবাইলে সংগ্রহ করুন।
এইচ এস সি মার্কশিট বের করার নিয়ম
এই এইচ এস সি ফলাফলের মার্কশিট টি অনলাইন থেকে বের করতে হবে। এই অনলাইনে আপনারা https://eboardresults.com/v2/home লিখে সার্চ করবেন। তাহলে আপনারা একটি ঠিকানা দেখতে পাবেন। আপনারা এই ঠিকানা টিতে ক্লিক করে মার্কশিট সংগ্রহ করতে পারবেন। এজন্য আপনাদের কিছু প্রয়োজনীয় তথ্য লাগবে। যেমন আপনার পরীক্ষার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার ও পরীক্ষার সাল। এগুলো তথ্য দিয়ে আপনারা এইচ এস সি পরীক্ষার মার্কশিট টি বের করতে পারবেন।
এখানে ক্লিক করে মার্কশিট দেখুন
মোবাইলে এইচ এস সি মার্কশিট বের করার নিয়ম
এখানে মোবাইলে এইচ এস সি মার্কশিট বের করার নিয়ম দেখানো হয়েছে। আমাদের দেখানই এই নিয়ম গুলো ভালো ভাবে ফলো করুন। তাহলে খুব সহজে আপনারা মোবাইলে এইচ এস সি মার্কশিট টি দেখেনিতে পারবেন। নিচে থেকে নিয়ম গুলো দেখেনিন।
01. প্রথমে আপনারা মোবাইলে এ https://eboardresults.com/v2/home লিখে সার্চ করুন।
02. তার পর আপনারা নিচে দেখানো একটি ইন্টারফেজ দেখতে পারবেন।
03. এখন Examination এ HSC/Alim/Equivalent সিলেক্ট করুন।
04. এখানে Year: অর্থাৎ পরীক্ষার সাল দিন।
05. তারপর আপনার পরীক্ষার বোর্ড সিলেক্ট করুন।
06. এখনা আপনারা Result Type এখানে Individual Results এখানে কিলক করুন।
07. আপনার বোর্ড রোল নাম্বার দিন।
10. এখন আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিন।
11. তার পর আপনারা Security Key (4 digits) দেখতে পারবেন। এখানে ক্যাপচা টি পুরন করুন।
12. এটি শেষ ধাপ। এখন আপনারা Get Results এ ক্লিক করুন।
13. Get Results এ ক্লিক করার পর আপনারা মার্কশীট দেখতে পারবেন।
আশা করছি আপনারা যেভাবে মোবাইলে মার্কশিট টি বের করবেন তা জানতে পেরেছেন। মার্কশিট দেখার সময় এই নিয়ম গুলো সঠিক ভাবে অ্যাপ্লাই করলে অবশ্যই এইচ এস সি পরীক্ষার মার্কশিট বের করতে পারবেন।
মোবাইলে এইচ এস সি মার্কশিট পিডিএফ ফাইল সংগ্রহ করার নিয়ম
আশা করছি উপরের অংশ হতে মার্কশীট দেখার নিয়ম জানতে পেরেছেন। চলুন এবার দেখেনিন মার্কশীট পিডিএফ ফাইলে সংগ্রহ করার নিয়ম। আপনারা উপরের দেখানো নিয়ম গুলো সঠিক ভাবে ফলো করে প্রথমে এইচ এস সি পরীক্ষার মার্কশিট বের করবেন। তার পর নিচের অংশ গুলো ফলো করবেন।
01. যখন আপনারা Get Results এ ক্লিক করবেন। আপনার পরীক্ষার ফলাফল সকল তথ্য সহ দেখতে পারবেন।
02. তারপর আপনারা একটি Print অপশন দেখতে পারবেন।
03. এখন এই Print লেখায় ক্লিক করুন। তার পর নতুন একটি পেজে চলে যাবেন।
03. নিচের পিকচারের মতো একটি ইন্টারফেজ দেখতে পারবেন।
04. পিডিএফ ফাইল টি সেভ করে রাখতে চাইলে Save as PDf এ ক্লিক করবেন।
05. এখন মার্কশিট টি সংগ্রহ করতে Print অপশনে ক্লিক করে প্রিন্ট করে নিতে পারবেন।
Collect Marksheet
মোবাইলে এইচ এস এস সি রেজাল্ট দেখার নিয়ম
আপনারা মোবাইলে এইচ এস সি রেজাল্ট দেখার নিয়ম না জালে এখান থেকে জেনে নিয়ে পারবেন। নিচে আপনাদের সাথে একটি ঠিকানা শেয়ার করা হয়েছে এই ঠিকানায় ক্লিক করে রেজাল্ট দেখার নিয়ম জানতে পারবেন এবং আপনার রোল নাম্বার দিয়ে ফলাফল বের করতে পারবেন । আপনার এইচ এস সি রেজাল্ট জানতে নিচের ঠিকানায় ক্লিক করুন।
Check results
শেষ কথা
আজকের মতো এখানে শেষ। আপনার মার্কশিট সংগ্রহ করার সময় আমাদের দেখানো এই নিয়ম গুলো বিশেষ ভাবে ফলো করবেন। আশা করছি এই পোস্ট টি আপনাদের কাছে অনেক ভালোলেগেছে এবং এই পোস্ট থেকে মোবাইলে এইচ এস সি মার্কশিট বের করার নিয়ম জানতে পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন। শিক্ষা সংক্রান্ত যেকোনো ধরনের তথ্য পেতে আমাদের ওয়েবসাইট টি ভিজিট করতে পারেন। সেখানে শিক্ষা মূলক অনেক পোস্ট পেয়ে যাবেন। আশা করচঝি নতুন কোন পোস্টে আবার দেখে হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
See More:
এইচ এস সি ফলাফল দেখার নিয়ম এবং মার্কশিট পিডিএফ ফাইল সংগ্রহ
মোবাইলে এস এস সি মার্কশীট (যেকোনো সালের মার্কশীট সংগ্রহ করুন
One Comment on “মোবাইলে এইচ এস সি মার্কশিট বের করার নিয়ম দেখেনিন”