সিরাজউদ্দৌলা নাটকের mcq প্রশ্নের উত্তর PDF – এইচ এস সি

সিরাজউদ্দৌলা নাটকের mcq প্রশ্নের উত্তর PDF - এইচ এস সি

সিরাজউদ্দৌলা নাটকের mcq প্রশ্ন উত্তর পিডিএফ সংগ্রহ করতে পোস্ট টি সম্পূর্ণ পড়ুন। সিরাজউদ্দৌলা হচ্ছে বাংলার নবাব। তার ইতিহাস গুলো সিরাজউদ্দৌলা নাটকের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এটি একটি নাটক। সিকানদার আবু গাফর নাটক টি লিখেছেন। এই পোস্টে আমি সিরাজউদ্দৌলা নাটকের কিছু গুরুত্বপূর্ণ mcq ও বহুনির্বাচনি প্রশ্নের উত্তর শেয়ার করেছি। সেগুলো নিচে পিডিএফ ফাইলে দেওয়া আছে। তাই যারা যারা mcq প্রশ্নের উত্তর গুলো পড়তে করতে চান অথবা পিডিএফ সংগ্রহ করতে চান, তারা  নিচের দিকে দেখুন।

সিরাজউদ্দৌলা নাটকের mcq

এখানে একাদশ-দ্বাদশ শ্রেণির সিরাজউদ্দৌলা নাটকের mcq প্রশ্নের উত্তর দেওয়া আছে। এই প্রশ্ন গুলো অনেক গুরুত্বপূর্ণ তাই আপনাদের সাথে শেয়ার করেছি। নিচে থেকে mcq প্রশ্ন উত্তর গুলো পড়ে নিন।

১. সিরাজউদ্দৌলা নাটকে সিকান্দার আবু জাফর সিরাজউদ্দৌলাকে কী হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছেন?
চ. বাঙালির জাতীয় বীর
খ. বাঙালির জাতীয় শত্র“
গ. একজন সামন্তবাদী শোষক
ঘ. একজন কুচক্রী মহানায়ক

উত্তরঃ ক

২. সিরাজউদ্দৌলা নাটকটি কোন রসাত্মক?
চ. করুণ রসাত্মক
খ. বীর রসাত্মক
গ. শৃঙ্খার রসাত্মক
ঘ. হাস্য রসাত্মক

উত্তরঃ ক

৩. ‘সিরাজউদ্দৌলা’ নাটকের সমাপ্তি ঘটেছে কীভাবে?
ক. মিলনের মাধ্যমে
খ. বিরহের মাধ্যমে
জ. যন্ত্রণার মাধ্যমে
ঘ. সুখানুভূতির মাধ্যমে

উত্তরঃ গ

৪. ‘সিরাজউদ্দৌলা’ নাটক রচনায় লেখক গ্রিক বা শেকসপিয়রীয় ট্রাজেডির ব্যাকরণ মানেন নি কেন?
চ. সময়ের প্রভাবে
খ. দক্ষতার অভাবে
গ. কাহিনীর প্রয়োজনে
ঘ. কোনো কারণ ছাড়াই

উত্তরঃ ক

৫. ভাস্কো দা গামা কত সালে ভারতে পৌঁছেছিলেন?
ক. ১৪৮৮
খ. ১৮৯২
জ. ১৪৯৮
ঘ. ১৪৯৯

উত্তরঃ গ

৬. ইউরোপীয়দের দস্যুবৃত্তি দমনে তৎপর হয়েছিলেন কোন সম্রাট?
ক. আকবর
খ. বাবর
গ. হুমায়ূন
ঝ. জাহাঙ্গীর

উত্তরঃ ঘ

৭. সিরাজউদ্দৌলা’ ব্যক্তিত্ব ও প্রজ্ঞা কীসের শিল্প মানসকে সম্পর্ক করেছে?
চ. ট্রাজেডির
খ. কমেডির
গ. মেলোড্রামার
ঘ. ট্রাজিকামেডির

উত্তরঃ ক

৮. কোন দশকে সিরাজউদ্দৌলাকে নিয়ে ঢাকায় চলচ্চিত্র নির্মিত হয়েছে?
ক. পঞ্চাশের দশকে
ছ. ষাটের দশকে
গ. সত্তরের দশকে
ঘ. আশির দশকে

উত্তরঃ খ

৯. সিরাজউদ্দৌলা চলচ্চিত্রে সিরাজউদ্দৌলার ভূমিকায় অভিনয় করেছিলেন কে?
ক. উত্তম কুমার
ছ. আনোয়ার হোসেন
গ. খলিলুর রহমান
ঘ. হাসমত আলী

উত্তরঃ খ

১০. ইউরোপীয়রা ভারতে এসেছিল কেন?
ক. শাসন করতে
ছ. বাণিজ্য করতে
গ. রাজনীতি করতে
ঘ. বসবাস করতে

উত্তরঃ খ

১১. ইউরোপীয়রা ভারতকে বাণিজ্যের কেন্দ্র হিসেবে বেছে নিয়েছিল কেন?
চ. ইউরোপে এ অঞ্চলের দ্রব্যের ব্যাপক চাহিদার কারণে
খ. এ অঞ্চলে সস্তায় দ্রব্য পাওয়া যেত বলে
গ. এ অঞ্চলের পরিবেশ অনুকূল ছিল বলে
ঘ. এ অঞ্চলে আগমন সহজ ছিল বলে

উত্তরঃ ক

১২. কলম্বাস কোন দেশ আবিষ্কার করার উদ্দেশ্যে সমুদ্র যাত্রা করেছিল?
ক. আমেরিকা
ছ. ভারত
গ. জাপান
ঘ. ইংল্যান্ড

উত্তরঃ খ

১৩. কার অনুমতি পেয়ে ইংল্যান্ডের ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে বাণিজ্য কুঠি স্থাপন করে?
ক. বাবরের
খ. আকবরের
গ. হুমায়ূনের
ঝ. জাহাঙ্গীরের

উত্তরঃ ঘ

১৪. যুবরাজ শাহ সুজার কত সালে ইংরেজদেরকে হুগলিতে কারখানা স্থাপনের অনুমতি দেন?
ক. ১৬৩০
ছ. ১৬৩২
গ. ১৬৩৪
ঘ. ১৬৩৫

উত্তরঃ খ

১৫. ভাস্কো দা গামা কী ছিলেন?
ক. ইতালীয় নাবিক
ছ. পর্তুগিজ নাবিক
গ. আমেরিকান নাবিক
ঘ. ফরাসি নাবিক

উত্তরঃ খ

১৬. কত তারিখে সিকান্দার আবু জাফর মৃত্যুবরণ করেন?
চ. ৫ আগস্ট
খ. ১৫ আগস্ট
গ. ২৫ আগস্ট
ঘ. ৩০ আগস্ট

উত্তরঃ ক

১৭. ‘আমাদের সংগ্রামক চলবেই’-গানটি কখন রচিত হয়?
ক. বঙ্গভঙ্গের সময়
খ. ভাষা আন্দোলনের সময়
গ. গণঅভ্যুত্থানের সময়
ঝ. মুক্তিযুদ্ধের সময়

উত্তরঃ ঘ

১৮. সিকান্দার আবু জাফর কত খ্রিষ্টাব্দে বাংলা একাডেমি পুরস্কার পান?
ক. ১৯৬৪ খ্রিষ্টাব্দে
খ. ১৯৬৫ খ্রিষ্টাব্দে
জ. ১৯৬৬ খ্রিষ্টাব্দে
ঘ. ১৯৬৭ খ্রিষ্টাব্দে

উত্তরঃ গ

১৯. সিকান্দার আবু জাফর কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৭৩ খ্রি.
খ. ১৯৭৪ খ্রি.
জ. ১৯৭৫ খ্রি.
ঘ. ১৯৭৬ খ্রি.

উত্তরঃ গ

২০. সিকান্দার আবু জাফরের ‘সিরাজউদ্দৌলা’ নাটকটির রচনাকাল কত সালে?
চ. ১৯৫১ সাল
খ. ১৯৫৩ সাল
গ. ১৯৫৫ সাল
ঘ. ১৯৫৭ সাল

উত্তরঃ ক

সিরাজউদ্দৌলা নাটকের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২১. ‘আমাদের সংগ্রাম চলবেই’- গানটির রচয়িতা কে?
ক. সৈয়দ ওয়ালীউল্লাহ্
খ. কাজী মোতাহার হোসেন
জ. সিকান্দার আবু জাফর
ঘ. কাজী নজরুল ইসলাম

উত্তরঃ গ

২২. ‘ড্রামা’ শব্দটি কোন ভাষা থেকে আগত?
চ. গ্রিক
খ. ফরাসি
গ. ইংরেজি
ঘ. পর্তুগিজ

উত্তরঃ ক

২৩. শুরুতেই নাটকের কীসের আভাস দেয়া থাকে?
চ. দ্বন্দে¡র
খ. ঘটনার
গ. পরিণতির
ঘ. দুঃখের

উত্তরঃ ক

২৪. ‘শর্মিষ্ঠা’ নাটকের রচয়িতা কে?
ক. নন্দকুমার রায়
খ. রামনারায়ণ তর্করতœ
গ. রাজা ঈশ্বরচন্দ্র সিংহ
ঝ. মাইকেল মধুসূদন দত্ত

উত্তরঃ ঘ

২৫. নাটককে মুখ্যত কয় ভাগে ভাগ করা যায়?
ক. তিন
খ. চার
জ. পাঁচ
ঘ. ছয়

উত্তরঃ গ

২৬. ট্রাজেডি নাটক কোন রসে আচ্ছাদিত থাকে?
চ. করুণ
খ. বীর
গ. মধুর রস
ঘ. শৃঙ্খার রস

উত্তরঃ ক

২৭. নাটকের যথার্থ পরিবেশনা স্থল কোনটি?
ক. টেলিভিশন
খ. রেডিও
জ. মঞ্চ
ঘ. প্রান্তর

উত্তরঃ গ

২৮. সাহিত্যের কোন মাধ্যমটির নাটকের সাথে নিবিড় সম্পর্ক রয়েছে?
ক. কবিতার
ছ. উপন্যাসের
গ. প্রবন্ধের
ঘ. ছোটগল্পের

উত্তরঃ খ

২৯. দুর্বল ট্রাজেডি নাটক সাধারণত কীসে পরিণত হয়?
ক. কমেডিতে
খ. প্রহসনে
জ. মেলোড্রামায়
ঘ ট্রাজিক কমেডিতে

উত্তরঃ গ

৩০. শ্রেণীকরণের মধ্যে কোন ধরনের নাটক সর্বোচ্চ আসনের অধিকারী?
চ. ট্রাজেডি
খ. কমেডি
গ. মেলোড্রামা
ঘ. প্রহসন

উত্তরঃ ক

৩১. ব্যক্তি ও সমাজের নানা দোষ-ত্র“টিকে ব্যঙ্গ ও বিদ্রুপমূলকভাবে কোন ধরনের নাটকে প্রকাশ করা হয়ে থাকে?
ক. ট্রাজেডি
খ. মেলোড্রামা
গ. কমেডি
ঝ. প্রহসন

উত্তরঃ ঘ

৩২. বাংলা নাটকের সর্বপ্রথম অভিনয় হয় কবে?
চ. ১৭৯৫ সালের ২৭ ডিসেম্বর
খ. ১৭৯৫ সালের ২৮ নভেম্বর
গ. ১৭৯৫ সালের ২৯ নভেম্বর
ঘ. ১৭৯৫ সালের ৩০ নভেম্বর

উত্তরঃ ক

৩৩. কোন ধরনের নাটক কেন্দ্রীয় চরিত্র সর্বদাই সামান্ত শ্রেণির প্রতিনিধি হয়ে ওঠে?
ক. ট্রাজেডি নাটকে
খ. কমেডি নাটকে
জ. ইতিহাসভিত্তিক নাটকে
ঘ. কমেডিতে

উত্তরঃ ক

৩৪. প্রথম সার্থক বাংলা নাটক কোনটি?
ক. অভিজ্ঞান শকুন্তলা
ছ. শর্মিষ্ঠা
গ. কুলীনকুলসর্বস্ব
ঘ. রক্ষাবলী

উত্তরঃ খ

৩৫. নানা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বাংলা নাটককে বিশ্বমানের স্বাতন্ত্র্যে উন্নীত করেন কে?
ক. মাইকেল মধূসুদন দত্ত
ছ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. দীনবন্ধু মিত্র
ঘ. মির মশাররফ হোসেন

উত্তরঃ ঘ

সিরাজউদ্দৌলা নাটকের mcq প্রশ্নের উত্তর PDF

অনেকে সিরাজউদ্দৌলা নাটকের mcq প্রশ্নের উত্তর পিডিএফ সংগ্রহ করতে চায়। তাদের জন্য এখানে mcq গুলো পিডিএফ ফাইলে দেওয়া আছে। এই পিডিএফ টি নিচে থেকে সংগ্রহ করতে পারবেন। নিচে একটি লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্ক থেকে mcq প্রশ্ন উত্তর পিডিএফ সংগ্রহ করুন।

পিডিএফ  সংগ্রহ

শেষ কথা

আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।  আশা করছি এই পোস্ট থেকে সিরাজউদ্দৌলা নাটকের mcq প্রশ্নের উত্তর পিডিএফ সংগ্রহ করতে পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন। নিচে আপনাদের জন্য শিক্ষামূলক কিছু পোস্ট দেওয়া আছে দেখেনিতে পারেন। ভালোথাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।

See More:

তাহারেই পড়ে মনে কবিতার mcq প্রশ্ন উত্তর পিডিএফ সংগ্রহ

তাহারেই পড়ে মনে কবিতা এইচ এস সি- পিডিএফ সংগ্রহ

সেই অস্ত্র কবিতার mcq প্রশ্নের উত্তর পিডিএফ সংগ্রহ

সাম্যবাদী কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর

সাম্যবাদী কবিতার mcq প্রশ্ন উত্তর পিডিএফ সংগ্রহ