সেই অস্ত্র কবিতার mcq, বহুনির্বাচনি প্রশ্নের উত্তর পিডিএফ সংগ্রহ। এই কবিতাটি আহসান হাবিব লিখেছেন। সেই অস্ত্র কবিতাটি আহসান হাবিবের বিদীর্ণ দর্পণে মুখ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই কবিতায় কবির একমাত্র প্রত্যাশা ভালোবাসা নামের মহান অস্ত্রকে পুনরায় মানব সমাজে ফিরিয়ে পাওয়া। আজকে এই বিখ্যাত কবিতার কিছু গুরুত্বপূর্ণ mcq প্রশ্ন উত্তর শেয়ার করেছি। এগুলোঅনুশীলন করতে চাইলে আজকের পোস্ট টি সম্পূর্ণ পড়ুন।
সেই অস্ত্র কবিতার mcq
mcq প্রশ্নের উত্তর গুলো এখানে দেওয়া আছে। আপনারা এই প্রশ্নের উত্তর পিডিএফ সংগ্রহ করতে পারবেন। এখানে যেগুলো পরীক্ষার জন্য কমন ও অত্যাধিক গুরুত্বপূর্ণ সেগুলো দেওয়া আছে।
১. “যে ঘৃণা বিদ্বেষ অহংকার এবং জাত্যভিমানকে করে বারবার পরাজিত।” কবিতাংশে ব্যবহৃত ‘যে’ বলতে কী বুঝানো হয়েছে?
ক. নেতা
খ. পথপ্রদর্শক বা পাঞ্জেরি
গ. ট্রয় নগরী
ঘ. ভালোবাসা বা অবিনাশী অস্ত্র
উত্তরঃ ঘ
২. একাধিকবার ব্যবহৃত ‘ব্যাপ্ত’ শব্দটির মাধ্যমে কবি যে অস্ত্রের ব্যাপ্তি প্রত্যাশা করেছেন সেটি কোন ধরনের অস্ত্র?
ক. দৃশ্যমান
খ. বিমূর্ত কিন্তু অনুভবযোগ্য
গ. মূল্যহীন
ঘ. সামান্য
উত্তরঃ খ
৩. “বারবার বিধ্বস্ত হবে না ট্রয় নগরী” চরণটির পূর্বের চরণ কোনটি?
ক. সেই অস্ত্র যে অস্ত্র উত্তেলিত হলে
খ. যে অস্ত্র ব্যাপ্ত হলে
গ. যে অস্ত্র উত্তোলিত হলে
ঘ. আমাদের চেতনাজুড়ে তারা করবে না আর্তনাদ
উত্তরঃ ক
৪. আহসান হাবীব কলেজ ছেড়ে ভাগ্যান্বেষণে কোথায় চলে গিয়েছিলেন?
ক. কলকাতায়
খ. ঢাকায়
গ. সিলেটে
ঘ. লন্ডনে
উত্তরঃ ক
৫. কোন প্রতিষ্ঠানে আহসান হাবীব আই.এ শ্রেণিতে পড়তেন?
ক. ব্রজমোহন কলেজ
খ. ঢাকা কলেজ
গ. জগনড়বাথ কলেজ
ঘ. সিটি কলেজ
উত্তরঃ ক
৬. “আমাকে ফিরিয়ে দাও” ‘সেই অস্ত্র’ কবিতায় কাকে কী ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে?
ক. কবিকে, অস্ত্র
খ. কবিকে, ভালোবাসা
গ. কবিকে, কলম
ঘ. কবিকে, খাতা
উত্তরঃ ক
৭. সমাসনিষ্পনড়ব নক্ষত্রখচিত শব্দটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. নক্ষত্রের ন্যায় খচিত
খ. নক্ষত্র ও খচিত
গ. নক্ষত্র দ্বারা খচিত
ঘ. যা নক্ষত্র তাই খচিত
উত্তরঃ গ
৮. “যে অস্ত্র ব্যাপ্ত হলে” চরণটির পরবর্তী চরণ কোনটি?
ক. অরণ্য হবে আরও সবুজ
খ. ফসলের মাঠে আগুন জ্বলবে না
গ. পাখিরা নীড়ে ঘুমোবে
ঘ. নক্ষত্রখচিত আকাশ থেকে আগুন ঝরবে না
উত্তরঃ ঘ
৯. ‘নক্ষত্রখচিত আকাশ’ প্রতীকাশ্রয়ী শব্দটিতে গৃঢ়ার্থ কী?
ক. তারকাশোভিত আকাশ
খ. জোৎস্না রাত
গ. উন্নত সভ্যতা
ঘ. চাঁদহীন আকাশ
উত্তরঃ গ
১০. কবি মারণাস্ত্রকে কী দিয়ে পরাভূত করবার আকাঙ্খা ব্যক্ত করেন?
ক. ভালোবাসা ও শান্তির অস্ত্র
খ. আগেড়বয় অস্ত্র
গ. তরবারি
ঘ. খঞ্জর
উত্তরঃ ক
১১. ভালোবাসার কাছে জাত্যভিমান কেমন গুরুত্ব পায়?
ক. সমান সমান গুরুত্ববহ
খ. বারবার পরাজিত হয়
গ. উৎসাহ দেয়
ঘ. ক্ষমতা বাড়ায়
উত্তরঃ খ
১২. “যে অস্ত্র উত্তোলিত হলে পৃথিবীর যাবতীয় অস্ত্র হবে আনত” চরণদ্বয়ের ভাবার্থ কী?
ক. ভালোবাসার দ্বারা সবকিছুকে জয় করা যায়
খ. অস্ত্রের দ্বারা সবকিছু জয় করা যায়
গ. অর্থের দ্বারা সবকিছু জয় করা যায়
ঘ. পৃথিবীর যাবতীয় অন্যায়, অত্যাচার, ভালোবাসার কাছে হার মানে
উত্তরঃ ঘ
১৩. ‘সেই অস্ত্র’ কবিতাটি নিচের কোন কবির রচনা?
ক. শামসুর রাহমান
খ. আহসান হাবীব
গ. সৈয়দ আলী আহসান
ঘ. আল মাহমুদ
উত্তরঃ খ
১৪. আহসান হাবীব রচিত শিশুতোষ গ্রন্থ হলো-
ক. বৃষ্টি পড়ে টাপুর টাপুর
খ. ছোটদের পাকিস্তান
গ. ছুটির দিন দুপুরে
ঘ. উপরের সবকটি
উত্তরঃ ঘ
১৫. আহসান হাবীব কত তারিখে জন্মগ্রহণ করেছেন?
ক. ২ জানুয়ারি ১৯১৭
খ. ৪ জানুয়ারি ১৯১৭
গ. ৭ জানুয়ারি ১৯১৭
ঘ. ১০ জানুয়ারি ১৯১৭
উত্তরঃ ক
১৬. নিচের কোনটি আহসান হাবীব রচিত কাব্যগ্রন্থ নয়?
ক. মেঘ বলে চৈত্রে যাবো
খ. সারা দুপুর
গ. দু’হাতে দুই আদিম পাথর
ঘ. রানী খালের সাঁকো
উত্তরঃ ঘ
১৭. আহসান হাবীব রচিত উপন্যাস কোন দুটি?
ক. ছায়া হরিণ, অরণ্যে নীলিমা
খ. রানী খালের সাঁকো, অরণ্যে নীলিমা
গ. মেঘ বলে চৈত্রে যাবো, রানী খালের সাঁকো
ঘ. দু’হাতে দুই আদিম পাথর, রানী খালের সাঁকো
উত্তরঃ খ
১৮. আহসান হাবীবের কবিতায় কোন দিকটি শিল্পসম্মতভাবে পরিস্ফুট হয়েছে?
ক. মধ্যবিত্তের বাস্তব জীবনবোধ
খ. বস্তুনিষ্ঠতা
গ. সমকালীন যুগ-যন্ত্রণা
ঘ. উপরের সবকটি
উত্তরঃ ঘ
১৯. আহসান হাবীবের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
ক. সারা দুপুর
খ. রাত্রিশেষ
গ. মেঘ বলে চৈত্রে যাবো
ঘ. ছায়া হরিণ
উত্তরঃ খ
২০. ‘রাত্রিশেষ’ কাব্যগ্রন্থ প্রকাশিত হয় কত খ্রিষ্টাব্দে?
ক. ১৯৪০
খ. ১৯৪৫
গ. ১৯৪৭
ঘ. ১৯৫৭
উত্তরঃ গ
সেই অস্ত্র কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
২১.সেই অস্ত্র কবিতায় বার বার বিধ্বস্ত হওয়া কোন নগরীর কথা উল্লেখ আছে?
ক. ট্রয়
খ. এথেন্স
গ. রোম
ঘ. স্পার্টা
উত্তরঃ ক
২২. হিংসা ও করাল গ্রাসে অনেকেই কী শূন্য হয়ে পড়ে?
ক. সম্পদ শূন্য
খ. অর্থশূন্য
গ. মানবিকতাশূন্য
ঘ. অন্তঃসারশন্য
উত্তরঃ
২৩.মানব বসতির বুকে মুহুর্তের অগ্যুৎপাত কেন?
ক. মানুষের প্রতি মানুষের জিঘাংসার কারণে
খ. মানুষের প্রতি মানুষের ভালোবাসার কারণে
গ. মানুষের প্রতি মানুষের অশ্রদ্ধার কারণে
ঘ. আগুনের প্রতি ভালোবাসার কারণে
উত্তরঃ ক
২৪. কবির কাঙ্ক্ষিত অস্ত্র উত্তোলিত হলে নদী কেমন হবে?
ক. আরও বেগবান
খ. আরও উত্তাল
গ. আরও কল্লোলিত
ঘ. আরও দীঘল
উত্তরঃ গ
২৫. আহসান হাবীবের জন্ম কোন জেলায়?
ক. কুমিল্লা
খ .নোয়াখালী
গ .পিরোজপুর
ঘ .ফেনী
উত্তরঃ গ
২৬.পৃথিবীর মানুষ আজ বড় বেশি ধ্বংসাত্মক হয়ে উঠেছে। ‘সেই অস্ত্র কবিতানুসারে কোন জিনিসটি পারে মানুষের এই ধ্বংসাত্মক দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে?
ক. বিশ্বাস
খ. সহনশীলতা
গ. ভালোবাসা
ঘ. প্রতিযোগিতা
উত্তরঃ গ
২৭.‘অমোঘ’ শব্দের অর্থ কী?
ক. অব্যর্থ
খ. চিরন্তন
গ. অনন্ত
ঘ. চরম
উত্তরঃ ক
২৮. ‘সেই অস্ত্র’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
ক. রাত্রিশেষ
খ. ছায়াহরিণ
গ. সারাদুপুর
ঘ. বিদীর্ণ দর্পণে মুখ
উত্তরঃ ঘ
২৯. কোনটি ‘অবিনাশী’ শব্দের সমার্থক নয়? অথবা, নিচের কোনটি ভিন্নার্থক শব্দ?
ক. অক্ষয়
খ. শাশ্বত
গ. চিরন্তন
ঘ. ক্ষণস্থায়ী
উত্তরঃ ঘ
৩০. “মানব বসতির বুকে মুহুর্তের অগড়ব্যুৎপাত লক্ষ লক্ষ মানুষকে করবে না পঙ্গু – বিকৃত।” কবি এখানে কী বুঝিয়েছেন?
ক. ভালোবাসা বিকশিত হলে বিপর্যয়ের অবসান ঘটবে
খ. ভালোবাসার মাধ্যমে বিপর্যয় সৃষ্টি হবে
গ. ভালোবাসার মাধ্যমে মানুষকে পঙ্গু ও বিকৃত করা
ঘ. যুদ্ধ থেমে যাবে
উত্তরঃ ক
৩১. ‘সেই অস্ত্র’ কবিতায় কোন প্রতিশ্রুতির কথা বলা হয়েছে?
ক. ভালোবাসার প্রতিশ্রুতি
খ. মানবপ্রেমের প্রতিশ্রুতি
গ. আগুন জ্বালানো প্রতিশ্রুতি
ঘ. সুন্দর পৃথিবীর প্রতিশ্রুতি
উত্তরঃ খ
৩২. ‘সেই অস্ত্র’ কবিতার গঠনগত বৈশিষ্ট্য কোনটি?
ক. গতিহীনতা
খ. সমান্তরাল গতি
গ. গতি নেই
ঘ. অনাড়ম্বর সহজ গতিময়তা
উত্তরঃ ঘ
৩৩. ‘সেই অস্ত্র’ কবিতায় শেষে কী ব্যক্ত হয়েছে?
ক. হতাশা
খ. ভালোবাসার জাগরণ
গ. বিচ্ছিনড়বতা
ঘ. ভালোবাসার প্রতি বিরুপ মনোভাব
উত্তরঃ খ
সেই অস্ত্র কবিতার mcq প্রশ্নের উত্তর পিডিএফ সংগ্রহ
এখানে বহুনির্বাচনি প্রশ্ন উত্তর পাবলিশ করেছি। প্রশ্ন গুলো নিচে দেওয়া আছে। আপনারা এগুলো পিডিএফ সংগ্রহ করতে পারবেন। তো আপনি যদি এই সেই অস্ত্র কবিতার mcq প্রশ্নের উত্তর পড়ার জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে নিচের লিঙ্কে ক্লিক করবেন।
পিডিএফ সংগ্রহ
শেষ কথা
আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি এই পোস্ট থেকে সেই অস্ত্র কবিতার mcq প্রশ্নের উত্তর পিডিএফ সংগ্রহ করতে পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন। নিচে আপনাদের জন্য শিক্ষামূলক কিছু পোস্ট দেওয়া আছে দেখেনিতে পারেন। ভালোথাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।