শিক্ষা ও মনুষ্যত্ব গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আজকের পোস্টে আলোচনা করা হয়েছে। অনেক শিক্ষার্থীরা অনলাইন থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর খুঁজে থাকে। অনেকে পরীক্ষার প্রস্তুতির জন্য শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্নের উত্তর গুলো জানতে চায়। আপনাদের পাঠ্য বইয়ে অধিক পরিমাণে জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া থাকে না। যার কারণে সকল শিক্ষার্থীরা সংক্ষিপ্ত ও জ্ঞানমূলক প্রশ্ন গুলো গুগল থেকে অনুশীলন করে।
তাই আজকের পোস্টে আমাদের সুপ্রিয় শিক্ষার্থীদের জন্য শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধ থেকে জ্ঞানমূলক প্রশ্ন উত্তর নিতে এসেছি, যেগুলো পড়লে আপনারা অনেক উপক্রিত হবেন। আপনি যদি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলো খুঁজে থাকেন তাহলে সেগুলো এই পোস্ট থেকেই সংগ্রহ করতে পারবেন। নিচের দিকে আপনাদের জন্য প্রশ্নের উত্তর গুলো দেওয়া আছে। তো যাদের যাদের জ্ঞানমূলক প্রশ্নের উত্তর প্রয়োজন তারা নিচে থেকে দেখেনিন।
See also: শিক্ষা ও মনুষ্যত্ব সৃজনশীল প্রশ্ন উত্তর
শিক্ষা ও মনুষ্যত্ব জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
শিক্ষা ও মনুষ্যত্ব জ্ঞানমূলক প্রশ্ন উত্তর এই প্রবন্ধের অনেক গুলো জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে। যার কারণে আপনাদের সাথে যেগুলো কমন ও খুব গুরুত্বপূর্ণ সেই সব প্রশ্ন গুলো শেয়ার করেছি। নিচে সঠিক উত্তর সহকারে জ্ঞানমূলক প্রশ্ন গুলো দেওয়া আছে দেখেনিন।
প্রশ্ন ১। মনুষ্যত্বের আহ্বান কখন মানুষের মর্মে গিয়ে পৌছাতে দেরি হয়?
উত্তর : যখন প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি পায় না তখন মনুষ্যত্বের আহ্বান মানুষের মর্মে গিয়ে পৌঁছাতে দেরি হয়।
প্রশ্ন ২। আত্মার পতন হয় কিসে?
উত্তর : আত্মার পতন হয় আলস্য ও অসাধুতায়।
প্রশ্ন ৩। জীবসত্তা ও মানবসত্তা সম্পর্কে কোন প্রবন্ধে আলােচনা করা হয়েছে?
উত্তর : ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধে জীবসত্তা ও মানবসত্তা নিয়ে আলােচনা করা হয়েছে।
প্রশ্ন ৪। শিক্ষা কী?
উত্তর : শিক্ষা হচ্ছে জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে ওঠার মই।
প্রশ্ন ৫ শিক্ষা মানুষের কোন দিকটিকে জাগ্রত করে?
উত্তর : শিক্ষা মানুষের সচেতনতা ও মূল্যবােধের দিকটি জাগ্রত করে।
প্রশ্ন ৬। মানবজীবনে সর্বপ্রথম প্রয়ােজন কোনটি?
উত্তর : মানবজীবনে সর্বপ্রথম প্রয়ােজন হলাে শিক্ষা ।
প্রশ্ন ৭। ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধের লেখকের নাম কী?
উত্তর : মােতাহের হােসেন চৌধুরী।
প্রশ্ন ৮। কোন চেষ্টাকে লেখক অভিনন্দন জানিয়েছেন?
উত্তর : অন্নচিন্তার নিগড় থেকে মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টাকে কিন্তু লেখক অভিনন্দন জানিয়েছেন।
প্রশ্ন ৯। শিক্ষার কোন দিক জীবনকে উপভােগ করতে শেখায়?
উত্তর : শিক্ষার অপ্রয়ােজনীয় দিকটি মানবজীবনকে উপভােগ করতে শেখায়।
প্রশ্ন ১০। শিক্ষার শ্রেষ্ঠ দিক কোনটি?
উত্তর : শিক্ষার শ্রেষ্ঠ দিক অপ্রয়ােজনের দিক।
শিক্ষা ও মনুষ্যত্ব গল্পের জ্ঞানমূলক প্রশ্নের উত্তর
প্রশ্ন ১১। ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত?
উত্তর : ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধটি মােতাহের হােসেন চৌধুরীর ‘সংস্কৃতি কথা’ গ্রন্থের অন্তর্ভুক্ত।
প্রশ্ন ১২। শিক্ষার আসল কাজ কী?
উত্তর : শিক্ষার আসল কাজ মূল্যবােধ সৃষ্টি করা।
প্রশ্ন ১৩। শিক্ষার দুটি দিক কী কী?
উত্তর : শিক্ষার দুটি দিকের একটি হলাে প্রয়ােজনের দিক, আর অপরটি হলাে অপ্রয়ােজনীয় দিক।
প্রশ্ন ১৪। ‘শিক্ষা ও মনুষ্যত্ব ‘ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
উত্তর : ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধটি সংস্কৃতি কথা’ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে।
প্রশ্ন ১৫। ‘লেফাফাদুরস্তি’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘লেফাফাদুরন্তি’ শব্দের অর্থ বাইরের দিক ত্রুটিহীন কিন্তু ভিতরে প্রতারণা।
প্রশ্ন ১৬। ‘ক্ষুৎপিপাসা’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘ক্ষুৎপিপাসা’ শব্দের অর্থ হলাে— ক্ষুধা ও তৃষ্ণা
প্রশ্ন ১৭। মােতাহের হােসেন চৌধুরীর অনুবাদ গ্রন্থ দুটির নাম লেখ?
উত্তর : মােতাহের হােসেন চৌধুরীর অনুবাদ গ্রন্থ দুটির নাম হলাে ‘সভ্যতা’ ও ‘সুখ’।
প্রশ্ন ১৮। মােতাহের হােসেন চৌধুরীর পৈতৃক নিবাস কোন গ্রামে?
উত্তর : মােতাহের হােসেন চৌধুরীর পৈতৃক নিবাস কাঞ্চনপুর গ্রামে।
প্রশ্ন ১৯। কোনটি আমাদের মানবসত্তার ঘরে নিয়ে যেতে পারে?
উত্তর : শিক্ষা আমাদের মানবসত্তার ঘরে নিয়ে যেতে পারে।
প্রশ্ন ২০। ধনী-দরিদ্র সকলের অন্তরে কিসের ধ্বনি উত্থাপিত হচ্ছে?
উত্তর: চাই, চাই, আরও চাই
শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
এখানে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের সংক্ষিপ্ত প্রশ্ন গুলো দেওয়া আছে। অনেকে এই প্রবন্ধের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর অনুশীলন করতে চায়। তাই তাদের জন্য নিচের দিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর গুলো দেওয়া আছে।
১। লোভের ফলে মানুষের কি ঘটে?
উত্তরঃ আত্মিক মৃত্যু ঘটে, অনুভূতির জগতে ফতুর হয়
২। জীবসত্তাকে টিকিয়ে রাখতে আমাদের কী চাই?
উত্জীতরঃ বসত্তাকে টিকিয়ে রাখতে আমাদের অন্নবস্ত্র চাই
৩। মোতাহের হোসেন চৌধুরীর প্রবন্ধ গ্রন্থের নাম কী?
উত্তরঃ মোতাহের হোসেন চৌধুরীর প্রবন্ধ গ্রন্থের নাম সবুজ পত্র
৪। কোন বাঁধনের ফলে মনুষ্যত্বের আহ্বান মানুষের মর্মে গিয়ে পৌঁছে না?
উত্তরঃ প্রাণিত্বের বাঁধনের ফলে মনুষ্যত্বের আহ্বান মানুষের মর্মে গিয়ে পৌঁছে না
৫। মুক্তির জন্য মানুষকে কয়টি উপায় অবলম্বন করতে হয় ?
উত্তরঃ মুক্তির জন্য মানুষকে ২ টি উপায় অবলম্বন করতে হয়
৬। ‘নিগড়’ শব্দের অর্থ কী?
উত্তরঃ নিগড়’ শব্দের অর্থ শিকল
৭। লোভের ফলে যে মানুষের আত্নিক মৃত্যু ঘটে, অনুভূতির জগতে কি? –
উত্তরঃ লোভের ফলে যে মানুষের আত্নিক মৃত্যু ঘটে, অনুভূতির জগতে সে ফতুর
৮। কোন বাঁধনের ফলে মনুষ্যত্বের আহ্বান মানুষের মর্মে গিয়ে পৌঁছে না?
উত্তরঃ প্রাণিত্বের বাঁধনের ফলে মনুষ্যত্বের আহ্বান মানুষের মর্মে গিয়ে পৌঁছে না
৯। মোতাহের হোসেন চৌধুরী কত সালে এম.এ. পাশ করেন?
উত্তরঃ তাহের হোসেন চৌধুরী ১৯৩৯ সালে এম.এ. পাশ করেন
১০। মোতাহের হোসেন চৌধুরী কোন বিশ্ববিদ্যালয় থেকে এম.এ. পাস করেন ?
উত্তরঃ মোতাহের হোসেন চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় থেকে এম.এ. পাস করেন
১১। ‘ শিক্ষা ও মনুষ্যত্ব ‘ প্রবন্ধের মূল্যবোধ সৃষ্টির উপায় কোনটি ?
উত্তরঃ শিক্ষা ও মনুষ্যত্ব ‘ প্রবন্ধের মূল্যবোধ সৃষ্টির উপায় জ্ঞান
১২। ‘অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়ে মুক্তি বড়’-এ বোধটি কিসের পরিচায়ক?
উত্তরঃ অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়ে মুক্তি বড়’-এ বোধটি মূল্যবোধ পরিচায়ক
শিক্ষা ও মনুষ্যত্ব গল্পের mcq প্রশ্ন উত্তর
১. শিক্ষার প্রয়োজনের দিক ব্যতীত অপর দিকটির নাম কী?
ক. বিশেষ দিক
খ. অপ্রয়োজনীয় দিক
গ. আর্থিক দিক
ঘ. সরল দিক
উত্তরঃ গ
২. শিক্ষার শ্রেষ্ঠ দিক কোনটি?
ক. প্রয়োজনীয় দিক
খ. অপ্রয়োজনীয় দিক
গ. হালকা দিক
ঘ. বিশেষ দিক
উত্তরঃ খ
৬. মোতাহের হোসেন চৌধুরীর প্রবন্ধ গ্রন্থের নাম কী?
ক. সংস্কৃত কথা
খ. সবুজ পত্র
গ. প্রবন্ধ সংগ্রহ
ঘ. সংস্কৃতি কথা
উত্তরঃ ক
৮। আত্মার পতন হয় কীসে?
ক. আলস্য ও অসাধুতায়
খ. অমনোযোগ ও কুঁড়েমিতে
গ. দৃষ্টিহীনতায় ও অমনোযোগে
ঘ. উদ্দীপনা ও প্রত্যয়হীনতায়
উত্তরঃ খ
৯. ‘শিখা’ পত্রিকা কোথা থেকে প্রকাশিত হতো?
ক. রাজশাহী
খ. কুমিল্লা
গ. যশোর
ঘ. ঢাকা
উত্তরঃ ঘ
১০. আপ্রান প্রচেষ্টার ফলে শিক্ষা দ্বারা জীবনের কোনটি সম্ভব ?
ক. অবচেতন
খ. চেতন
গ. অবনয়ন
ঘ. উন্নয়ন
উত্তরঃ ঘ
আরও দেখুন
শেষ কথা
আশা করছি এই পোস্ট থেকে শিক্ষা ও মনুষ্যত্ব জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সংগ্রহ করতে পেরেছেন। এই পোস্ট টি ভালোলেগে থাকলে শেয়ার করতে পারেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন। নিচে আপনাদের জন্য শিক্ষামূলক কিছু পোস্ট দেওয়া আছে দেখেনিতে পারেন। ভালোথাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।