সেই অস্ত্র কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পিডিএফ সংগ্রহ

সেই অস্ত্র কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

সেই অস্ত্র কবিতার জ্ঞানমূলক প্রশ্ন করতে সম্পূর্ণ পোস্ট টি পড়ুন। কবিতাটি লিখেছেন আহসান হাবিব। বাংলার মানুষের কাছে এটি একটি জনপ্রিয় কবিতা। আজকের পোস্টে এই কবিতার গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নের উত্তর গুলো দেওয়া আছে। যেগুলো পাঠ্য বইয়ে দেওয়া নাই। এই প্রশ্ন গুলো অনুশিলনকরার মাধ্যমে সৃজনশীল প্রশ্নের ক নাম্বার গুলো ভালোভাবে লিখতে পারবেন।

অনেক শিক্ষার্থী প্রশ্ন গুলো অনুশীলন করার জন্য সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর গুলো খুঁজে থাকে। এজন্য আমরা এই পোস্টে শেয়ার করেছি এবং একটি পিডিএফ ফাইল তৈরি করেছি। এই পিডিএফ ফাইল সংগ্রহ করার জন্য নিচে একটি লিঙ্ক দেওয়া আছে। সেখান থেকে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর গুলো সংগ্রহ করতে পারবেন। তাহলে আজকের পোস্ট টি শুরু করা যাক।

সেই অস্ত্র কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

এই অংশে জ্ঞানমূলক প্রশ্ন গুলো দেওয়া আছে। এর সাথে সঠিক উত্তর গুলোও পেয়ে যাবেন। নিচে থেকে প্রশ্ন গুলো পরেনিন অথবা পিডিএফ সংগ্রহ করুন।

১. ‘অমোঘ অস্ত্র’ অর্থ কী?
উত্তর: ‘অমোঘ অস্ত্র’ অর্থ হলো অব্যর্থ অস্ত্র।

২, সেই অস্ত্র উত্তোলিত হলে কোথায় আগুন জ্বলবে না?
উত্তর: সেই অস্ত্র উত্তোলিত হলে ফসলের মাঠে আগুন জ্বলবে না।

৩. কবির সেই অস্ত্র ব্যাপ্ত হলে কোথায় অগ্ন্যুৎপাত হবে না?
উত্তর: কবির সেই অস্ত্র ব্যাপ্ত হলে মানব বসতির বুকে অগ্ন্যুৎপাত হবে না।

৪. শান্তিপ্রিয় পৃথিবীবাসীর জন্যে ‘সেই অস্ত্র’ কবিতাটি কী?
উত্তর: শান্তিপ্রিয় পৃথিবীবাসীর জন্যে ‘সেই অস্ত্র’ কবিতাটি যেন প্রার্থনাসংগীত।

৫. ‘অবিনাশী’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘অবিনাশী’ শব্দের অর্থ হলো শাশ্বত।

আরও দেখুনঃ সেই অস্ত্র কবিতার সৃজনশীল প্রশ্ন উত্তর পিডিএফ সংগ্রহ

৬. কীসের করালগ্রাসে অনেকেই মানবিকতাশূন্য হয়ে পড়ে?
উত্তর: হিংসা আর স্বার্থপরতার করালগ্রাসে অনেকেই মানবিকতাশূন্য হয়ে পড়ে।

৭, ‘সেই অস্ত্র’ কবিতায় কবি আহসান হাবীবের একমাত্র প্রত্যাশা কী?
উত্তর: ‘সেই অস্ত্র’ কবিতায় কবি আহসান হাবীবের একমাত্র প্রত্যাশা। হলো মানবসমাজে ভালোবাসা ফিরে পাওয়া।

৮. ‘সেই অস্ত্র’ কবিতাটি কাদের জন্যে এক চিরায়ত প্রার্থনাসংগীত? উত্তর: ‘সেই অস্ত্র’ কবিতাটি শান্তিপ্রিয় পৃথিবীবাসীর জন্যে এক চিরায়ত প্রার্থনাসংগীত।

৯. লক্ষ লক্ষ মানুষকে পঙ্গু-বিকৃত করবে না কী?
উত্তর: লক্ষ লক্ষ মানুষকে পঙ্গু-বিকৃত করবে না মুহূর্তের অগ্ন্যুৎপাত ।

১০, সেই অস্ত্র উত্তোলিত হলে নদী আরও কী হবে?
উত্তর: সেই অস্ত্র উত্তোলিত হলে নদী আরও কল্লোলিত হবে।

১১. ভালোবাসার অস্ত্র উত্তোলিত হলে অরণ্য কেমন রূপ ধারণ করবে?
উত্তর: ভালোবাসার অস্ত্র উত্তোলিত হলে অরণ্য আরও সবুজ রূপ ধারণ করবে।

১২. ‘সেই অস্ত্র’ কবিতায় কবি কী ফিরে পেতে চান?
উত্তর: ‘সেই অস্ত্র’ কবিতায় কবি হৃতবোধকে ফিরে পেতে চান ।

১৩. জাপানের হিরোশিমা-নাগাসাকিতে ঘটে যাওয়া নৃশংসতা কোন বিশ্বযুদ্ধের ফল?
উত্তর: জাপানের হিরোশিমা-নাগাসাকিতে ঘটে যাওয়া নৃশংসতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফল।

১৪।  ‘সেই অস্ত্র’ উত্তোলিত হলে বার বার কী বিধ্বস্ত হবে না?
উত্তর: ‘সেই অস্ত্র’ উত্তোলিত হলে বার বার বিধ্বস্ত হবে না ট্রয়নগরী।

সেই অস্ত্র কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

১৫. ‘সেই অস্ত্র’ কবিতায় ভালোবাসার অস্ত্র ফিরিয়ে দেওয়া হলে পৃথিবীর যাবতীয় অস্ত্র কী হবে?
উত্তর: ভালোবাসার অস্ত্র ফিরিয়ে দেওয়া হলে পৃথিবীর যাবতীয় অস্ত্র আনত হবে।

১৬. কবির অস্ত্র ব্যাপ্ত হলে নক্ষত্রখচিত আকাশ থেকে কী ঝরবে না?
উত্তর: কবির অস্ত্র ব্যাপ্ত হলে নক্ষত্রখচিত আকাশ থেকে আগুন ঝরবে না।

১৭. আহসান হাবীব কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: আহসান হাবীব ১৯১৭ সালে জন্মগ্রহণ করেন।

১৮. আহসান হাবীব ১৯৬৪ সালে কোন পত্রিকায় যোগ দেন?
উত্তর: আহসান হাবীব ১৯৬৪ সালে ‘দৈনিক বাংলা’ পত্রিকায় যোগ দেন।

১৯. আহসান হাবীব কত সালে বাংলা একাডেমি পুরস্কার পান?
উত্তর: আহসান হাবীব ১৯৬১ সালে বাংলা একাডেমি পুরস্কার পান।

২০. জাত্যভিমানকে বার বার পরাজিত করতে কী প্রয়োজন?
উত্তর: জাত্যভিমান বার বার পরাজিত করতে ভালোবাসা প্রয়োজন।

২১. ‘সেই অস্ত্র’ কবিতায় কে অবিনাশী অস্ত্রের প্রত্যাশী?
উত্তর: ‘সেই অস্ত্র’ কবিতায় কবি আহসান হাবীব অবিনাশী অস্ত্রের প্রত্যাশী।

২২. ভালোবাসার অস্ত্র উত্তোলিত হলে অরণ্য কেমন হবে?
উত্তর: ভালোবাসার অস্ত্র উত্তোলিত হলে অরণ্য আরও সবুজ হবে।

২৩. ‘অমোঘ অনন্য অস্ত্র’ কী?
উত্তর: অমোঘ অনন্য অস্ত্র হলো ভালোবাসা।

২৪. ‘অমোঘ’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘অমোঘ’ শব্দের অর্থ – অবশ্যম্ভাবী বা সার্থক।

২৫. কবি আহসান হাবীব কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : আহসান হাবীব পিরোজপুরের শংকরপাশা গ্রামে জন্মগ্রহণ করেন।

২৬. সেই অস্ত্র উত্তোলিত হলে কোথায় আগুন জ্বলবে না?
উত্তর : সেই অস্ত্র উত্তোলিত হলে ফসলের মাঠে আগুন জ্বলবে না।

২৭. ‘সেই অস্ত্র’ কবিতায় কোন নগরী বিধ্বস্ত হওয়ার কথা উল্লেখ আছে?
উত্তর: ‘সেই অস্ত্র’ কবিতায় ট্রয়নগরী বিধ্বস্ত হওয়ার কথা উল্লেখ আছে।

২৮. ‘সেই অস্ত্র’ কবিতায় আমাদের চেতনাজুড়ে কারা আর্তনাদ করে?
উত্তর: আমাদের চেতনাজুড়ে লক্ষ লক্ষ পঙ্গু বিকৃত মানুষ আর্তনাদ করে।

২৯. কবি যে অস্ত্র বার বার প্রত্যাশা করেছেন সে অস্ত্রের নাম কী?
উত্তর: কবি যে অস্ত্র বার বার প্রত্যাশা করেছেন, সে অস্ত্রের নাম ভালোবাসা।

৩০. কোনটি লক্ষ লক্ষ মানুষকে পঙ্গু-বিকৃত করবে না?
উত্তর : মুহূর্তের অগ্ন্যুৎপাত লক্ষ লক্ষ মানুষকে পঙ্গু-বিকৃত করবে না।

সেই অস্ত্র কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর

৩১. ‘সেই অস্ত্র’ কবিতায় পর্বগুলোর বিন্যাস কেমন?
উত্তর: ‘সেই অস্ত্র’ কবিতার পর্বগুলোর বিন্যাস অসম।

৩২. ‘সেই অস্ত্র’ কবিতার মাধ্যমে কবি পৃথিবীতে কী ছড়িয়ে দিতে চেয়েছেন?
উত্তর: ‘সেই অস্ত্র’ কবিতার মাধ্যমে কবি পৃথিবীতে ভালোবাসা ছড়িয়ে দিতে চেয়েছেন।

৩৩. ‘সেই অস্ত্র’ কবিতায় কবির আকাঙ্ক্ষা কী?
উত্তর: ‘সেই অস্ত্র’ কবিতায় কবির আকাঙ্ক্ষা হলো ভালোবাসা আর শান্তির অস্ত্র দিয়ে সকল মারণাস্ত্রকে পরাভূত করা।

৩৪. আহসান হাবীবের কবিতা লেখার হাতেখড়ি হয় কখন?
উত্তর: আহসান হাবীবের কবিতা লেখার হাতেখড়ি হয় স্কুলজীবনে।

৩৫. কোন কলেজে অধ্যয়নরত অবস্থায় কবিকে ভাগ্যান্বেষণে কলকাতায় চলে যেতে হয়?
উত্তর: বরিশালের ব্রজমোহন কলেজে অধ্যয়নরত অবস্থায় কবিকে ভাগ্যান্বেষণে কলকাতায় চলে যেতে হয়।

৩৬. ‘অমোঘ অস্ত্র’ অর্থ কী?
উত্তর: ‘অমোঘ অস্ত্র’ অর্থ হলো অব্যর্থ অস্ত্র।

৩৭. ‘সেই অস্ত্র’ কবিতাটি কোন ছন্দে রচিত?
উত্তর: ‘সেই অস্ত্র’ কবিতাটি অন্ত্যমিলহীন অক্ষরবৃত্ত ছন্দে রচিত।

৩৮, ‘ছায়াহরিণ’ আহসান হাবীবের কী ধরনের রচনা?
উত্তর: ‘ছায়াহরিণ’ আহসান হাবীবের কাব্যগ্রন্থ।

৩৯. শান্তিপ্রিয় পৃথিবীবাসীর জন্যে ‘সেই অস্ত্র’ কবিতাটি কী?
উত্তর: শান্তিপ্রিয় পৃথিবীবাসীর জন্যে ‘সেই অস্ত্র’ কবিতাটি যেন প্রার্থনাসংগীত।

৪০. প্রাচীন গ্রিসের স্থাপত্যকলায় নন্দিত শহরের নাম কী?
উত্তর: প্রাচীন গ্রিসের স্থাপত্যকলায় নন্দিত শহরের নাম ট্রয়নগরী।

৪১. ‘সেই অস্ত্র’ কবিতায় কোন নগরীর উল্লেখ রয়েছে?
উত্তর: ‘সেই অস্ত্র’ কবিতায় ট্রয়নগরীর উল্লেখ রয়েছে।

৪২. ট্রয়নগরী কোথায় অবস্থিত?
উত্তর: ট্রয়নগরী প্রাচীন গ্রিসে অবস্থিত।

সেই অস্ত্র কবিতার mcq

এখানে বহুনির্বাচনি প্রশ্ন উত্তর পাবলিশ করেছি। প্রশ্ন গুলো নিচে দেওয়া আছে। আপনারা এগুলো পিডিএফ সংগ্রহ করতে পারবেন তো আপনি যদি এই সেই অস্ত্র কবিতার mcq প্রশ্নের উত্তর পড়ার জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে নিচের লিঙ্কে ক্লিক করবেন।

পিডিএফ সংগ্রহ

শেষ কথা

আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।  আশা করছি এই পোস্ট থেকে সেই অস্ত্র কবিতার জ্ঞানমূলক প্রশ্ন উত্তর পিডিএফ সংগ্রহ করতে পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন। নিচে আপনাদের জন্য শিক্ষামূলক কিছু পোস্ট দেওয়া আছে দেখেনিতে পারেন। ভালোথাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।

See More:

তাহারেই পড়ে মনে কবিতার mcq প্রশ্ন উত্তর পিডিএফ সংগ্রহ

তাহারেই পড়ে মনে কবিতা এইচ এস সি- পিডিএফ সংগ্রহ

সেই অস্ত্র কবিতার mcq প্রশ্নের উত্তর পিডিএফ সংগ্রহ

সাম্যবাদী কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর

সাম্যবাদী কবিতার mcq প্রশ্ন উত্তর পিডিএফ সংগ্রহ