অনেকে গুগল থেকে mcq প্রশ্ন উত্তর সংগ্রহ করতে চান। সেই দিন এই মাঠ কবিতার অনেক গুলো mcq বা বহুনির্বাচনি প্রশ্ন উত্তর আছে। যেগুলো মূল্য পাঠ্য বইয়ে দেওয়া নেই। তবে নবম-দশম শ্রেণির যেকোনো গাইডে এই mcq গুলো পেয়ে যাবেন। যাদের গাইড নেই তারা কিভাবে এই প্রশ্ন গুলো পড়বেন। এই পোস্টে সকল বোর্ডের সেই দিন এই মাঠ mcq প্রশ্ন উত্তর দেওয়া আছে। এই প্রশ্ন গুলোই গাইডে রয়েছে। তো যাদের গাইড নেই, তারা চাইলে এখান থেকে বহুনির্বাচনি প্রশ্নের উত্তর পিডিএফ সংগ্রহ করতে পারবেন।
সেই দিন এই মাঠ mcq
এখানে কিছু mcq প্রশ্ন শেয়ার করা হয়েছে। এই প্রশ্ন গুলো অনুশীলনের মাধ্যমে বিভিন্ন বোর্ডের mcq প্রশ্ন সম্পর্কে ধারনা লাভ করতে পারবেন। এই প্রশ্ন গুলো সেই দিন এই মাঠ কবিতা থেকে তৈরি করে দেওয়া হয়েছে। নিচে থেকে সেই দিন এই মাঠ mcq পড়ুন অথবা পিডিএফ সংগ্রহ করুন।
১. জীবনানন্দ দাশের বাবার নাম কী? খ
(ক) আনন্দ দাশ
(খ) সত্যানন্দ দাশ
(গ) বিবেকানন্দ দাশ
(ঘ) জ্ঞানানন্দ দাশ
উত্তরঃ
২. জীবনানন্দ দাশ নিচের কোন স্কুলে শিক্ষালাভ করেন?
(ক) গোদানাইল হাইস্কুল
(খ) ব্রজমোহন স্কুল
(গ) দরিরামপুর হাইস্কুল
(ঘ) ঢাকা কলেজিয়েট স্কুল
উত্তরঃ খ
৩. জীবনানন্দ দাশ কোন কলেজ থেকে শিক্ষালাভ করেন?
(ক) ব্রজমোহন কলেজ
(খ) জগন্নাথ কলেজ
(গ) হিন্দু কলেজ
(ঘ) রিপন কলেজ
উত্তরঃ ক
৪. জীবনানন্দ দাশ কোন বিশ্ববিদ্যালয় থেকে এম.এ ডিগ্রি লাভ করেন?
(ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
(খ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
(গ) কলকাতা বিশ্ববিদ্যালয়
(ঘ) রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
উত্তরঃ গ
৫. জীবনানন্দ দাশের জন্ম কত সালে?
(ক) ১৮৮০ সালে
(খ) ১৮৮৯ সালে
(গ) ১৮৯০ সালে
(ঘ) ১৮৯৯ সালে
উত্তরঃ ঘ
৬. জীবনানন্দ দাশের জন্মস্থান কোনটি?
(ক) কলকাতা
(খ) খুলনা
(গ) বরিশাল
(ঘ) মালদহ
উত্তরঃ গ
৭. ‘সেইদিন এই মাঠ’ কবিতার কবি কে?
(ক) সত্যেন্দ্রনাথ দত্ত
(খ) জসীমউদ্দীন
(গ) জীবনানন্দ দাশ
(ঘ) ফররুখ আহমদ
উত্তরঃ গ
৮. জীবনানন্দ দাশ কোন বিষয়ে এম.এ ডিগ্রি লাভ করেন?
(ক) বাংলা
(খ) ইংরেজি
(গ) দর্শন
(ঘ) ভাষাতত্ত¡
উত্তরঃ খ
৯. জীবনানন্দ দাশ কলকাতার কোন কলেজে পড়াশোনা করেন?
(ক) রিপন কলেজ
(খ) ফোর্ট উইলিয়াম কলেজ
(গ) প্রেসিডেন্সি কলেজ
(ঘ) হিন্দু কলেজ
উত্তরঃ গ
১০. জীবনানন্দ দাশ কত সালে এম.এ ডিগ্রি লাভ করেন?
(ক) ১৯১৮ সালে
(খ) ১৯১৯ সালে
(গ) ১৯২০ সালে
(ঘ) ১৯২১ সালে
উত্তরঃ ঘ
১১. জীবনানন্দ দাশের মায়ের নাম কী?
(ক) কামিনী দাশ
(খ) কুসুমকুমারী দাশ
(গ) বঙ্কাবতী দাশ
(ঘ) কিরণমালা দাশ
উত্তরঃ খ
১২. জীবনানন্দ দাশের মা কোনটি ছিলেন?
(ক) অভিনেত্রী
(খ) ঔপন্যাসিকা
(গ) স্বভাব কবি
(ঘ) সংগীতশিল্পী
উত্তরঃ গ
সেই দিন এই মাঠ mcq প্রশ্ন
এখানে আরও কিছু সেই দিন এই মাঠ mcq প্রশ্ন দেওয়া আছে। যারা এই কবিতার অতিরিক্ত mcq প্রশ্ন অনুশীলন করতে চান, তারা অবশ্যই নিচের দেওয়া প্রশ্ন গুলো পড়বেন।
১৩. কবি জীবনানন্দ দাশের দৃষ্টিতে কোনটি অনন্য রূপসী?
(ক) সমস্ত পৃথিবী
(খ) কলকাতার প্রকৃতি
(গ) দিগন্তবিস্তৃত মাঠ
(ঘ) বাংলার প্রকৃতি
উত্তরঃ ঘ
১৪. কোনটি জীবনানন্দ দাশ রচিত উল্লেখযোগ্য গ্রন্থ?
(ক) শীত বিকেল
(খ) পাখির বাসা
(গ) মহাপৃথিবী
(ঘ) বাংলার মাটি বাংলার জল
উত্তরঃ গ
১৫. কবি জীবনানন্দ দাশ কিসে নিমগ্নচিত্ত ছিলেন?
(ক) বাংলার মানুষের জীবনযাত্রা প্রত্যক্ষকরণে
(খ) বাংলার প্রকৃতির রূপ প্রত্যক্ষকরণে
(গ) নাটক রচনায়
(ঘ) মহাকাব্য রচনায়
উত্তরঃ খ
১৬. কোনটি জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ?
(ক) সাতটি তারার তিমির
(খ) আনন্দের মৃত্যু
(গ) পঞ্চাশ সহস্রবর্ষ
(ঘ) ধূলি ও সাগর দৃশ্য
উত্তরঃ ক
১৭. জীবনানন্দ দাশ কত সালে ট্রাম দুর্ঘটনায় পতিত হন?
(ক) ১৯২১ সালে
(খ) ১৯৩৪ সালে
(গ) ১৯৫০ সালে
(ঘ) ১৯৫৪ সালে
উত্তরঃ ঘ
১৮. জীবনানন্দ দাশ কোন তারিখে মৃত্যুবরণ করেন?
(ক) ১৪ই অক্টোবর ১৯৫৪
(খ) ১৪ই আগস্ট ১৯৫৪
(গ) ২২ শে অক্টোবর ১৯৫৪
(ঘ) ২২শে আগস্ট ১৯৫৪
উত্তরঃ গ
১৯. খেয়ানৌকাগুলো কোথায় এসে লেগেছে?
(ক) ঘাটের কাছে
(খ) চরের কাছে
(গ) নদীর মোহনায়
(ঘ) সমুদ্রসৈকতে
উত্তরঃ খ
২০. জীবনানন্দ দাশের মতে কখনোই কোনটি ঝরে পড়ে না?
(ক) চালতাফুল
(খ) ভিজে গন্ধ
(গ) সোনার স্বপ্নের সাধ
(ঘ) নক্ষত্রের বাতি
উত্তরঃ গ
২১. ‘সেইদিন এই মাঠ’ কবিতায় শিশিরের জলে কোনটি ভেজার কথা উল্লেখ রয়েছে?
(ক) কদমফুল
(খ) বকুলফুল
(গ) চলতা ফুল
(ঘ) ঝিঙেফুল
উত্তরঃ গ
২২. লক্ষীপেঁচা কার তরে গান করবে?
(ক) মানুষের তরে
(খ) সঙ্গীনির তরে
(গ) বঙ্গজ জনের তরে
(ঘ) পল্লিজননীর তরে
উত্তরঃ খ
২৩. জীবনানন্দ দাশ কী দুর্ঘটনায় পতিত হয়ে মৃত্যুবরণ করেন?
(ক) বিমান দুর্ঘটনা
(খ) নৌ দুর্ঘটনা
(গ) ট্রাম দুর্ঘটনা
(ঘ) বাস দুর্ঘটনা
উত্তরঃ গ
২৪. কোনটি স্তব্ধ হবে না বলে কবির জানা আছে?
(ক) এই মাঠ
(খ) এই স্বপ্ন
(গ) এই গান
(ঘ) এই সাধ
উত্তরঃ ক
সেই দিন এই মাঠ কবিতার বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অনেকে গুগলে সেই দিন এই মাঠ কবিতার বহুনির্বাচনি প্রশ্নের উত্তর লিখে খুজতেছেন। তারা এই অংশ ফিলও করুন। এখানে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নের উত্তর শেয়ার করা হয়েছে।
২৫. ‘সেইদিন এই মাঠ’ কবিতায় কেমন বাতির কথা বলা হয়েছে?
(ক) শান্ত বাতি
(খ) অত্যুজ্জ্বল বাতি
(গ) নি®প্রভ বাতি
(ঘ) অসহ্য বাতি
উত্তরঃ ক
২৬. লক্ষীপেঁচার কণ্ঠে কী ধ্বনিত হয়?
(ক) অশুভ সংকেত
(খ) মঙ্গলবার্তা
(গ) নতুন দিনের সূচনা
(ঘ) দিন শেষের সংকেত
উত্তরঃ খ
২৭. কোনটির মৃত্যু আছে?
(ক) মানুষের স্বপ্নের
(খ) মানুষের দেহের
(গ) জগতের সৌন্দর্যের
(ঘ) প্রকৃতির ঐশ্বর্যের
উত্তরঃ খ
২৮. ‘সেইদিন এই মাঠ’ কবিতায় কিসের প্রতি কবির অনুরাগ লক্ষ করা যায়?
(ক) স্বদেশের প্রতি
(খ) মাতৃভাষার প্রতি
(গ) প্রকৃতির প্রতি
(ঘ) অমরত্ব লাভের প্রতি
উত্তরঃ গ
২৯. ‘সেইদিন এই মাঠ’ কবিতায় বর্ণিত চারিদিকে অনুভূতি গন্ধটি কেমন?
(ক) শুকনো
(খ) ভেজা
(গ) মিষ্টি
(ঘ) ঝাঁঝালো
উত্তরঃ খ
৩০. এশিরিয়া ও বেবিলনের মধ্যে মিল-
i. দুটোই আজও টিকে আছে
ii. দুটোই মানবনির্মিত সভ্যতা
iii. দুটোই ধ্বংসপ্রাপ্ত হয়েছে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তরঃ গ
৩১. মানব-হৃদয়ের স্বপ্ন-সাধ-কল্পনা-
i. চির বহমান
ii. প্রকৃতির ঐশ্বর্যে তৃপ্ত হয়
iii. চিরস্থায়ী নয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উত্তরঃ ক
৩২. চালতাফুল কি আর ভিজিবে না শিশিরের জলে- এখানে কবির প্রশ্ন কী সম্পর্কিত?
(ক) প্রকৃতির সৌন্দর্য
(খ) জগতের বহমানতা
(গ) সৃষ্টিকর্মের অমরত্ব
(ঘ) মানবমনের অনুভূতি
উত্তরঃ খ
৩৩. এশিরিয়া ও বেবিলন কী?
(ক) মানবনির্মিত সভ্যতা
(খ) বৃহৎ পাহাড়
(গ) প্রকৃতির অবিনশ্বরতার প্রতীক
(ঘ) পৃথিবীর দুটি মেরু
উত্তরঃ ক
বহুনির্বাচনি প্রশ্ন
৩৪. ‘সেইদিন এই মাঠ’ কবিতায় প্রকাশিত হয়েছে-
i. কবির সৌন্দর্য চেতনা
ii. কবির অমরত্ব লাভের বাসনা
iii. প্রকৃতির শাশ্বতরূপের উপস্থাপন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উত্তরঃ খ
৩৫. ‘সেইদিন এই মাঠ’ কবিতায় বর্ণিত ফুলের নাম কী? [Answer Hints: গ]
ক. গোলাপ
খ. শিউলী
গ. চালতা
ঘ. কদম
উত্তরঃ গ
৩৬. ‘আমি চলে যাব’ কবি কোথায় চলে যাওয়ার কথা বলেছেন? [Answer Hints: গ]
ক. গ্রামে
খ. শহরে
গ. পরপারে
ঘ. বিদেশে
উত্তরঃ গ
নিচের উদ্দীপকটি পড়ে ৩৭ ও ৩৮ নং প্রশ্নের উত্তর দাও:
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে
তখন আমায় নাই বা তুমি ডাকলে
তারার পানে চেয়ে চেয়ে
নাই বা মনে রাখলে।
৩৭. উদ্দীপকের ভাবের সাথে সাদৃশ্য রয়েছে কোন বাক্যের? [Answer Hints: ঘ]
ক. সোনার স্বপের সাধ পৃথিবীতে কবে আর ঝরে
খ. খেয়ানৌকোগুলো এসে লেগেছে চরের খুব কাছে;
গ. এশিরিয়া ধুলো আজ- বেবিলন ছাই হয়ে আছে।
ঘ. সেইদিন এই মাঠ স্তব্ধ হবে নাকো জানি-
উত্তরঃ ঘ
৩৮. এরূপ সাদৃশ্যের কারণ- [Answer Hints: ঘ]
ক. সৃষ্টির জন্য
খ. ঐতিহ্যের জন্য
গ. নিত্যতার জন্য
ঘ. ভালোলাগার জন্য
উত্তরঃ ঘ
শেষ কথা
আশা করছি এই পোস্ট থেকে সেই দিন এই মাঠ mcq প্রশ্ন উত্তর পিডিএফ সংগ্রহ করতে পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন। এই ওয়েবসাইটের মাধ্যমে সকল শ্রেণির শিক্ষাসংক্রান্ত তথ্য শেয়ার করা হয়। আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালোথাকবেন, সুস্থ থাকবেন।
আরও দেখুনঃ
সেই দিন এই মাঠ সৃজনশীল প্রশ্ন উত্তর পিডিএফ- SSC
সেই দিন এই মাঠ কবিতা ও কবিতার ব্যাখ্যা পিডিএফ- SSC
উমর ফারুক কবিতা – কাজী নজরুল ইসলাম। পিডিএফ
মানুষ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পিডিএফ
SSC মানুষ কবিতার বহুনির্বাচনী প্রশ্ন উত্তর পিডিএফ-
মানুষ কবিতার সৃজনশীল প্রশ্নের উত্তর পিডিএফ- SSC