এই পোস্টে স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো এই কবিতা টি দেওয়া আছে। ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার রেসকোর্স ময়দানে লাখ লাখ মানুষের বিশাল জনসভায় বাঙালি জাতির মুক্তির জন্য স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। এটা ছিল পশ্চিম পাকিস্তানি স্বৈরশাসনের নিগড় থেকে বাঙালির মুক্তির উদাত্ত আহ্বান।
আমাদের স্বাধীনতার স্বপ্ন ও মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অনুপ্রেরণা মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ভাষণের মাধ্যমেই সূচিত হয়। সেদিন রেসকোর্স ময়দানে তাঁর ভাষণ শােনার জন্য বাংলার সর্বস্তরের মানুষ একত্র হয়েছিল। সবার উদ্দেশ্য ছিল তাদের প্রিয় নেতার কাছে স্বাধীনতার স্বপ্নের কথা শােনার আকুলতা। নিচে থেকে সম্পূর্ণ কবিতা ও ব্যাখ্যা পড়ুন।
স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো
এখানে স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো এই কবিতাটি শেয়ার করেছি। সম্পূর্ণ কবিতা এই পোস্ট থেকে পড়তে পারবেন। এটি নবম দশম শ্রেণির পাঠ্য বই থেকে সংগ্রহ করা হয়েছে। নিচে থেকে কবিতা টি পড়ুন অথবা পিডিএফ সংগ্রহ করুন।
স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো
কবি- নির্মলেন্দু গুণ
একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে
লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে
ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে: ‘কখন আসবে কবি?’
এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না,
এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না৷
তা হলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি?
তা হলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে
ঢেকে দেয়া এই ঢাকার হদৃয় মাঠখানি?
জানি, সেদিনের সব স্মৃতি ,মুছে দিতে হয়েছে উদ্যত
কালো হাত৷ তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ
কবির বিরুদ্ধে কবি,
মাঠের বিরুদ্ধে মাঠ,
বিকেলের বিরুদ্ধে বিকেল,
উদ্যানের বিরুদ্ধে উদ্যান,
মার্চের বিরুদ্ধে মার্চ … ৷
হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি,
শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি
একদিন সব জানতে পারবে; আমি তোমাদের কথা ভেবে
লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প৷
সেই উদ্যানের রূপ ছিল ভিন্নতর৷
না পার্ক না ফুলের বাগান, — এসবের কিছুই ছিল না,
শুধু একখন্ড অখন্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত
ধু ধু মাঠ ছিল দূর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়৷
আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল
এই ধু ধু মাঠের সবুজে৷
কপালে কব্জিতে লালসালু বেঁধে
এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক,
লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক,
পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক৷
হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত,
নিম্ন মধ্যবিত্ত, করুণ কেরানী, নারী, বৃদ্ধ, বেশ্যা, ভবঘুরে
আর তোমাদের মত শিশু পাতা-কুড়ানীরা দল বেঁধে৷
একটি কবিতা পড়া হবে, তার জন্যে কী ব্যাকুল
প্রতীক্ষা মানুষের: “কখন আসবে কবি?’ “কখন আসবে কবি?’
শত বছরের শত সংগ্রাম শেষে,
রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে
অত:পর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন৷
তখন পলকে দারুণ ঝলকে তরীতে উঠিল জল,
হদৃয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার
সকল দুয়ার খোলা৷ কে রোধে তাঁহার বজ্রকন্ঠ বাণী?
গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তাঁর অমর-কবিতাখানি:
‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম৷’
সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের৷
স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো কবিতার ব্যাখ্যা
ভাের থেকেই দারুণ উত্তেজনায় লক্ষ লক্ষ মানুষ অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে একটি কবিতা তথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ শােনার জন্য। কখন তিনি আসবেন, কখন তিনি তাঁর সেই অমর কবিতাখানি শােনাবেন। এই কবি হচ্ছেন বাংলার মানুষের, অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর কবিতা হচ্ছে ১৯৭১ সালের ৭ই মার্চে রেসকোর্সের মাঠে দেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ। এই ভাষণ শােনার জন্যই সকাল থেকে এদেশের মুক্তিপাগল লক্ষ লক্ষ মানুষ সেদিন অপেক্ষায় ছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেসকোর্স ময়দানের পরিচয় দিচ্ছেন কবি, তিনি বলছেন, আজকের মতাে শিশুপার্ক, গাছপালা, ফুলের সৌন্দর্য এসবের কোনাে কিছুই সেদিন এ মাঠে ছিল না। আজকের মতাে এমন ঘুম ঘুম বিবর্ণ বিকেলও সেদিন ছিল না। এটি ছিল সবুজ ঘাসে ছাওয়া বিস্তীর্ণ সবুজে সবুজময়।
সেদিনের সব স্মৃতিচিহ্ন মুছে দিতে একদল মানুষ যে নানা অপতৎপরতা চালিয়ে যাচ্ছে কবি তা জানেন। তারা ঢাকার প্রাণকেন্দ্র সেই মাঠখানির স্মৃতি ম্লান করে দিতে, নানা আয়ােজন করছে। যেদিন মহান কবি সেখানে দাড়িয়ে জাতিকে মুক্তির কবিতা শুনিয়েছিলেন, সেদিন সেখানে শিশুপার্ক ছিল না। কালাে হাত, সেই স্মৃতি মুছে দিতেই এসব স্থাপনা গড়ে তুলেছে। আজ অশুভ শক্তির যে উত্থান ঘটেছে। তাতে সব ইতিবাচক ভাবনা, সৌন্দর্য ও কল্যাণ ধ্বংস করার প্রয়াস চলছে। শত্রুরা এ ধ্বংসের শুরু করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যার মধ্য দিয়ে। তারা আজ শুভ চিন্তার বিরুদ্ধে অশুভ চিন্তাকে দাড় করছে। উন্মুক্ত উদ্যানের বিরুদ্ধে তারা নিজেদের স্বার্থের উদ্যান গড়ে তুলছে। তারা ইতিহাসের সত্যের বিরুদ্ধে মিথ্যার জাল বিস্তার করছে।
যে শিশুর জন্ম হয়নি, যারা একদিন জন্ম নেবে, তাদের মাঝখান থেকে কেউ কেউ সাহসী চেতনার প্রতীক হবে। তারা এই উদ্যানের সেদিনের সেই ইতিহাস শিশুপার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে জানতে পারবে। কবি তাদের সেই সুযােগ করে দিয়ে যাচ্ছেন। কারণ তিনি সেসব শিশুর কথা ভেবেই সেই দিনের, সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প লিখে রেখে যাচ্ছেন। সেই বিকেলটি ছিল ১৯৭১ সালের ৭ই মার্চের বিকেল। সেদিন এই মাঠের রূপ ভিন্ন ছিল।
সেদিন এখানে কোনাে পার্ক, ফুলের বাগান এসব কিছুই ছিল না। শুধু আকাশের মতাে দিগন্ত প্লাবিত একটা খােলা মাঠ ছিল। সবুজ দূর্বা ঘাসে ঢাকা মাঠটি ছিল সবুজে সবুজময়। সেদিন এখানে আমাদের প্রিয় বাংলাদেশের সবুজ আর এদেশের মানুষের প্রাণের সবুজ মিলেমিশে একাকার হয়েছিল।
সেদিন এই সবুজ মাঠে ছুটে এসেছিল কৃষক-শ্রমিকসহ নানা পেশার মানুষ। লােহার কারখানার শ্রমিক এসেছিল কপালেকজিতে লালসালু বেঁধে। কৃষক এসে কাঁধে লাঙল নিয়ে। মধ্যবিত্ত, নিম্নবিত্ত, নারী, বৃদ্ধ, ভবঘুরে, কেরানি সবাই এসে জড়াে হয়েছিল এই মাঠে। সেদিন পাতা-কুড়ানিরাও দল বেঁধে এসেছিল, যারা ছিল তােমাদের মতাে শিশু। মৃত্যুভয়হীন এসব মানুষের চোখে-মুখে ছিল মুক্তির স্বপ্ন, অধিকারের দাবি।
সেখানে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল কবিতা শােনার জন্য। কখন সেই কবিতা নিয়ে কবি আসবেন সবাই সেদিকে তাকিয়ে ছিল। কবি কখন আসেন, কখন আসেন কবি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এখানে কবি হিসেবে আখ্যায়িত করা হয়ে
তারপর শত বছরের শত সংগ্রামের পথ ধরে কবি এগিয়ে এলেন। সেই সংগ্রামী ইতিহাস তার হৃদয়ে গাঁথা ১৭৫৭ সালের ২৩শে জুন পলাশির প্রান্তরে বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হওয়ার ঘটনা, ১৮৫৭ সালের ব্রিটিশবিরােধী আন্দোলন- সিপাহি বিপ্লব, ১৯৩০ সালের মাস্টার দা সূর্য সেনের নেতৃত্বে ব্রিটিশবিরােধী সশস্ত্র যুদ্ধের ঘটনা, ১৯৪৮ থেকে ১৯৫২-এর ভাষা আন্দোলন প্রভৃতির মধ্য দিয়ে কবি এগিয়ে এলেন। তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথের মতাে গভীর মননে দীপ্ত এবং দৃপ্ত পদভারে বক্তৃতার মঞে এসে দাড়ালেন বহু প্রতীক্ষিত লাখ লাখ মানুষের সামনে।
তাকে দেখেই সমবেত জনতা আনন্দে, আবেগে লাফিয়ে উঠল- জনসমুদ্রে প্রাণে জোয়ার শুরু হলাে। জনতার সেই জোয়ারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার দ্যুতিময় বাণী তুলে ধরলেন। তখন বাধার সব দুয়ার খুলে গেল।
বাঙালির শেকড় থেকে জেগে ওঠা এক বিদ্রোহী নেতা গণমানুষের অধিকার আদায়ের জন্যে মঞ্চ কাঁপিয়ে উদ্দীপ্ত ভাষায় শােনালেন তাঁর অমর কবিতাখানি। সমবেত জনতার মাঝে তাঁর কবিতার বাণী ছড়িয়ে গেল। কৃষক, শ্রমিক, মজুর, নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ সবাই জেগে উঠল। সবাই দীক্ষিত হলাে মুক্তির মন্ত্রে । তাদের ঐক্যবদ্ধ সংগ্রামী শক্তিকে শানিত করতে কবি বললেন- “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
তখন থেকেই স্বাধীনতা’ শব্দটি আমাদের কাছে একটি অনন্য, অসাধারণ, মহৎ শব্দ হিসেবে পরিচিত। আমরা গভীর শ্রদ্ধায়, ভালােবাসায় এই শব্দটিকে আমাদের হৃদয়ে ধারণ করেছি।
স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো কবিতার মূলভাব
১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার রেসকোর্স ময়দানে লাখ লাখ মানুষের বিশাল জনসভায় বাঙালি জাতির মুক্তির জন্য স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। সবার উদ্দেশ্য ছিল তাদের প্রিয় নেতার কাছে স্বাধীনতার স্বপ্নের কথা শােনার আকুলতা। রমনার রেসকোর্সে যেখানে সেদিনের তৈরি হয়েছিল সেখানে এখন গড়ে উঠেছে শিশুপার্ক। কবি মনে করেন, অনাগত কালের শিশুদের কাছে এ কথাটি জানিয়ে দেওয়া দরকার যে, এখান থেকেই, এই পার্কের মঞ্চ থেকেই বাঙালির সবচেয়ে প্রিয় শব্দ ‘স্বাধীনতা’ কথাটি উচ্চারিত হয়েছিল, আর তা উচ্চারিত হয়েছিল তাদের প্রিয় মানুষটির মুখ থেকে।
আপামর জনতার সামনে তিনি সেদিন এসে দাঁড়িয়েছিলেন তাঁর বজ্রকণ্ঠ নিয়ে। তিনি বাঙালির বড় প্রিয় মানুষ, বাঙালির শেকড় থেকে জেগে ওঠা এক বিদ্রোহী নেতা। তিনি সাধারণ কোনাে রাজনীতিবিদ নন, তিনি ছিলেন রাজনীতির কবি। এদেশের মানুষের ভালােবাসায় গড়া এক অসাধারণ মানুষ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবিগুরু রবীন্দ্রনাথের মতাে দৃপ্ত পায়ে মঞ্চে এসে সেদিন বিকেলের পড়ন্ত রােদে ডাক দিয়েছিলেন- “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম” উচ্চারণের মাধ্যমে। সেদিন থেকেই বাঙালির কাছে স্বাধীনতা শব্দটি অত্যন্ত প্রিয় শব্দ।
শেষ কথা
আশা করছি এই পোস্ট থেকে স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো কবিতা পিডিএফ সংগ্রহ করতে পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমার সাথেই থাকবেন। এই ওয়েবসাইটের মাধ্যমে সকল শ্রেণির শিক্ষাসংক্রান্ত তথ্য শেয়ার করা হয়। আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালোথাকবেন, সুস্থ থাকবেন।
আরও দেখুনঃ
মিছিল কবিতা – রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ। নবম দশম শ্রেণি
সাহসী জননী বাংলা কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পিডিএফ