এই পোস্টে সাহসী জননী বাংলা mcq প্রশ্ন উত্তর শেয়ার করা হয়েছে। এছাড়া এখানে বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অনুশীলন করার ব্যবস্থা রয়েছে। বাংলাদেশকে কবিতার দেশ বলা হয়েছে। এখানে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য, অধিকার সচেতনতা ও প্রতিবাদী চেতনাকে নির্দেশ করা হয়েছে। পাকিস্তানি হানাদাররা চেয়েছিল নির্বিচারে মানুষ হত্যা করে বাঙালির অধিকার আদায়ের সংগ্রামকে নিশ্চিহ্ন করে দেবে, তাদের ভারী ভারী অস্ত্রের মাধ্যমে বাঙালির প্রতিবাদী কণ্ঠকে থামিয়ে দেবে। কিন্তু তা সম্ভব হয়নি। নিচে থেকে প্রশ্ন উত্তর গুলো পিডিএফ সংগ্রহ করুন।
সাহসী জননী বাংলা mcq
এখানে সাহসী জননী বাংলা mcq প্রশ্ন উত্তর দেওয়া আছে। এই প্রশ্ন গুলো মূল বইয়ে দেওয়া নেই। তবে এই mcq প্রশ্ন কবিতার আলোকে তৈরি করা হয়েছে। নিচে সঠিক উত্তর সহ mcq প্রশ্নের উত্তর দেখুন।
১. কামাল চৌধুরীর জন্মস্থান কোনটি?
(ক) কুমিল্লার চৌদ্দগ্রাম
(খ) মানিকগঞ্জের ঘিওর
(গ) মুন্সীগঞ্জের সিরাজদিখান
(ঘ) নওগাঁর নিয়ামতপুর
উত্তরঃ ক
২. কামাল চৌধুরী কোন কলেজ থেকে এইচএসসি পাস করেন?
(ক) জগন্নাথ কলেজ
(খ) ঢাকা কলেজ
(গ) নেত্রকোণা কলেজ
(ঘ) রিপন কলেজ
উত্তরঃ খ
৩. কামাল চৌধুরী কত সালে এইচএসসি পাস করেন?
(ক) ১৯৭১ সালে
(খ) ১৯৭৩ সালে
(গ) ১৯৭৫ সালে
(ঘ) ১৯৭৭ সালে
উত্তরঃ গ
৪. কামাল চৌধুরী কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
(ক) নিমতা
(খ) চুরুলিয়া
(গ) বিজয়করা
(ঘ) গোদনাইল
উত্তরঃ গ
৫. কামাল চৌধুরীর বাবার নাম কী?
(ক) আকরাম হোসেন চৌধুরী
(খ) আফজাল হোসেন চৌধুরী
(গ) আফসান হোসেন চৌধুরী
(ঘ) আহমদ হোসেন চৌধুরী
উত্তরঃ ঘ
৬. কামাল চৌধুরীর মায়ের নাম কী?
(ক) তাহেরা হোসেন
(খ) জাকিয়া হোসেন
(গ) রাবেয়া হোসেন
(ঘ) খাদিজা হোসেন
উত্তরঃ ক
৭. কামাল চৌধুরী কত সালে এসএসসি পাস করেন?
(ক) ১৯৫৭ সালে
(খ) ১৯৬৫ সালে
(গ) ১৯৭৩ সালে
(ঘ) ১৯৭৭ সালে
উত্তরঃ গ
৮. কামাল চৌধুরী কোন স্কুল থেকে এসএসসি পাস করেন?
(ক) পোগোজ হাই স্কুল
(খ) ঢাকা কলেজিয়েট স্কুল
(গ) গোদনাইল হাই স্কুল
(ঘ) সিকেপি ইনস্টিটিউশন
উত্তরঃ গ
৯. কামাল চৌধুরী কোথা থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন?
(ক) ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে
(খ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে
(গ) কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে
(ঘ) রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে
উত্তরঃ ক
১০. কোনটি কামাল চৌধুরীর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ?
(ক) হে মাটি পৃথিবীপুত্র
(খ) পঞ্চাশ সহস্রবর্ষ
(গ) গৃহযুদ্ধের আগে
(ঘ) মুহূর্তের কবিতা
উত্তরঃ ক
১১. কামাল চৌধুরী কোন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন?
(ক) বাংলা
(খ) ইংরেজি
(গ) দর্শন
(ঘ) সমাজবিজ্ঞান
উত্তরঃ ঘ
১২. কামাল চৌধুরী কত সালে জন্মগ্রহণ করেন?
(ক) ১৯৪৭ সালে
(খ) ১৯৫৭ সালে
(গ) ১৯৬৭ সালে
(ঘ) ১৯৭৭ সালে
উত্তরঃ খ
সাহসী জননী বাংলা বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৩. বাঙালির হাতে কী উঠেছে?
(ক) কাস্তে
(খ) গ্রেনেড
(গ) জাল
(ঘ) লাঠি
উত্তরঃ খ
১৪. ‘নীলকমলেরা’ কারা?
(ক) প্রহরীরা
(খ) সাহসীরা
(গ) হৃদয়বান ব্যক্তিগণ
(ঘ) মুক্তিযোদ্ধাগণ
উত্তরঃ ঘ
১৫. কামাল চৌধুরী কত সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন?
(ক) ২০০১ সালে
(খ) ২০০৪ সালে
(গ) ২০০৬ সালে
(ঘ) ২০১০ সালে
উত্তরঃ গ
১৬. কামাল চৌধুরী কোন জনগোষ্ঠীর জীবনধারার ওপর গবেষণা করে পিএইচডি ডিগ্রি লাভ করেন?
(ক) সাঁওতাল
(খ) গারো
(গ) মনিপুরী
(ঘ) চাকমা
উত্তরঃ খ
১৭. কোনটি কামাল চৌধুরীর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ?
(ক) এসেছি নিজের ভোরে
(খ) বাংলার মাটি বাংলার জল
(গ) পায়ের আওয়াজ পাওয়া যায়
(ঘ) বাংলাদেশ স্বপ্ন দ্যাখে
উত্তরঃ ক
১৮. আমরা শত্রুদের কী মুচড়ে দিয়েছি?
(ক) রক্তাক্ত কান
(খ) রক্তাক্ত পা
(গ) রক্তাক্ত হাত
(ঘ) রক্তাক্ত নাক
উত্তরঃ গ
১৯. ‘সাহসী জননী বাংলা’ কবিতায় বাংলাদেশকে কী বলা হয়েছে?
(ক) চির কবিতার দেশ
(খ) চির দারিদ্র্যের দেশ
(গ) চির গানের দেশ
(ঘ) চির সংঘাতের দেশ
উত্তরঃ ক
২০. কোনটি কামাল চৌধুরী রচিত কিশোর কাব্য?
(ক) আপন দলের মানুষ
(খ) আপন মনের পাঠশালাতে
(গ) এই পথ এই কোলাহল
(ঘ) কালোমেঘের ভেলা
উত্তরঃ খ
২১. ‘সাহসী জননী বাংলা’ কবিতায় শত্রুদের তাণ্ডবকে কিসের সাথে তুলনা করা হয়েছে?
(ক) পশুর নৃত্য
(খ) দেবতা নৃত্য
(গ) মানব নৃত্য
(ঘ) অসুর নৃত্য
উত্তরঃ ঘ
২২. বাংলা বর্ণমালা মাতৃ অপমানে কিসে পরিণত হলো?
(ক) বাঘের থাবায় (খ) ঘৃণার কার্তুজে
(গ) মৃতের আগুনে (ঘ) উদ্বাস্তু আশ্রয়হীনে
উত্তরঃ খ
২৩. সাহসী জননী বাংলার বুকে কিসের আগুন?
(ক) চাপা ঘৃণার আগুন (খ) চাপা স্বপ্নের আগুন
(গ) চাপা মৃতের আগুন (ঘ) চাপা কবিতার আগুন
উত্তরঃ গ
২৪. হানাদাররা ভেবেছিল বাংলাদেশ কিসে মাত হবে?
(ক) কবিতায় (খ) ভোজে
(গ) অস্ত্রে (ঘ) অর্থে
উত্তরঃ গ
২৫. বাঙালি কেমন জাতি?
(ক) আর্য (খ) অনার্য
(গ) শ্বেতাঙ্গ (ঘ) কৃষ্ণাঙ্গ
উত্তরঃ খ
২৬. পাকিস্তানি হানাদাররা বাঙালিকে কী ভেবেছিল?
(ক) সাহসী (খ) প্রত্যয়ী
(গ) ভীতু (ঘ) সৃজনশীল
উত্তরঃ গ
শেষ কথা
আশা করছি এই পোস্ট থেকে সাহসী জননী বাংলা mcq ও বহুনির্বাচনি প্রশ্ন উত্তর পিডিএফ সংগ্রহ করতে পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমার সাথেই থাকবেন। এই ওয়েবসাইটের মাধ্যমে সকল শ্রেণির শিক্ষাসংক্রান্ত তথ্য শেয়ার করা হয়। আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালোথাকবেন, সুস্থ থাকবেন।
আরও দেখুনঃ
সাহসী জননী বাংলা কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর -PDF