স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো mcq ও বহুনির্বাচনি উত্তর

স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো mcq

এই পোস্টে স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো mcq প্রশ্ন উত্তর শেয়ার করেছি। আপামর জনতার সামনে তিনি সেদিন এসে দাঁড়িয়েছিলেন তাঁর বজ্রকণ্ঠ নিয়ে। তিনি বাঙালির বড় প্রিয় মানুষ, বাঙালির শেকড় থেকে জেগে ওঠা এক বিদ্রোহী নেতা। তিনি সাধারণ কোনাে রাজনীতিবিদ নন, তিনি ছিলেন রাজনীতির কবি।

এদেশের মানুষের ভালােবাসায় গড়া এক অসাধারণ মানুষ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবিগুরু রবীন্দ্রনাথের মতাে দৃপ্ত পায়ে মঞ্চে এসে সেদিন বিকেলের পড়ন্ত রােদে ডাক দিয়েছিলেন- “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম” উচ্চারণের মাধ্যমে। সেদিন থেকেই বাঙালির কাছে স্বাধীনতা শব্দটি অত্যন্ত প্রিয় শব্দ। নিচে থেকে বহুনির্বাচনি প্রশ্নের উত্তর পিডিএফ সংগ্রহ করুন।

স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো mcq

এখানে স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো mcq প্রশ্নের উত্তর গুলো শেয়ার করা হয়েছে। এগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষায় দেওয়া থাকে। এছাড়া এই mcq পাঠ্য বইয়ে দেওয়া নেই। তাই আপনাদের কে গাইড থেকে পড়তে হবে। যাদের গাইড নেই তারা এখান থেকে mcqপ্রশ্ন গুলো পড়ে নিতে পারেন।

১. কোথা থেকে নির্মলেন্দু গুণ স্নাতক পাস করেন?
(ক) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
(খ) ঢাকা বিশ্ববিদ্যালয়
(গ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
(ঘ) রাজশাহী বিশ্ববিদ্যালয়

উত্তরঃ খ 

২. কোনটি নির্মলেন্দু গুণের লেখা ছোটগল্প?
(ক) বাবা যখন ছোট ছিলেন
(খ) আপন দলের মানুষ
(গ) প্রেমাংশুর রক্ত চাই
(ঘ) কালোমেঘের ভেলা

উত্তরঃ খ 

৩. কোনটি নির্মলেন্দু গুণের রচিত শিশুতোষ উপন্যাস?
(ক) কালো মেঘের ভেলা
(খ) পঞ্চাশসহস্র বর্ষ
(গ) চাষাভূষার কাব্য
(ঘ) আপন দলের মানুষ

উত্তরঃ ক 

৪. কোন দশকের শুরু থেকে নির্মলেন্দু গুণ কবিতা ও গদ্যে স্বচ্ছন্দে সৃজনশীল?
(ক) পঞ্চাশের দশক
(খ) ষাটের দশক
(গ) সত্তরের দশক
(ঘ) আশির দশক

উত্তরঃ খ 

৫. নির্মলেন্দু গুণ কী হিসেবে সর্বাধিক পরিচিত?
(ক) কবি
(খ) ঔপন্যাসিক
(গ) নাট্যকার
(ঘ) ছোটগল্পকার

উত্তরঃ ক 

৬. কোনটি নির্মলেন্দু গুণের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ?
(ক) বাংলার মাটি বাংলার জল
(খ) রূপসী বাংলা
(গ) সাহসী জননী বাংলা
(ঘ) বাংলাদেশ স্বপ্ন দেখে

উত্তরঃ ক  

৭. কী লেখা হবে বলে লক্ষ লক্ষ মানুষ অধীর অপেক্ষায় আছে?
(ক) একটি চিঠি
(খ) একটি গান
(গ) একটি কবিতা
(ঘ) একটি সংলাপ

উত্তরঃ গ 

৮. ব্যাকুল বিদ্রোহী শ্রোতা কখন থেকে অধীর অপেক্ষায় আছে?
(ক) ভোর থেকে
(খ) দুপুর থেকে
(গ) বিকেল থেকে
(ঘ) রাত থেকে

উত্তরঃ ক 

৯. ৭ই মার্চের বিকেলে বঙ্গবন্ধু কিসের ডাক দেন?
(ক) শান্তিপূর্ণ হরতালের
(খ) সংসদ অধিবেশন শুরুর
(গ) বাংলাদেশের স্বাধীনতার
(ঘ) রাষ্ট্রভাষা রক্ষার

উত্তরঃ গ 

১০. ইয়াহিয়া খান ১৯৭১ সালের ১লা মার্চ কী করেন?
(ক) স্বাধীনতার ঘোষণা দেন
(খ) কারফিউ জারি করেন
(গ) সংসদের অধিবেশন স্থগিত করেন
(ঘ) অসহযোগ আন্দোলনের ডাক দেন

উত্তরঃ গ 

১১. জাতীয় সংসদের অধিবেশন স্থগিত করা হলে বঙ্গবন্ধু কী পদক্ষেপ নেন?
(ক) অসহযোগ আন্দোলনের ডাক দেন
(খ) অনশন করতে শুরু করেন
(গ) বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন
(ঘ) সশস্ত্র সংগ্রামের ডাক দেন

উত্তরঃ ক 

১২. রেসকোর্স ময়দানকে ‘বিমুখ প্রান্তর’ বলা হয়েছে কেন?
(ক) ঘাস না থাকায়
(খ) সৌন্দর্যহানি হওয়ায়
(গ) প্রতিক‚ল পরিবেশ বিরাজ করায়
(ঘ) কবির কবিতা না শোনায়

উত্তরঃ গ 

১৩. ভবঘুরে কারা?
(ক) যারা পাতা কুড়ায়
(খ) যারা কবিতা লেখে
(গ) যারা ভিক্ষা করে
(ঘ) যাদের কোনো কাজকর্ম নেই

উত্তরঃ ঘ 

১৪. নির্মলেন্দু গুণের পেশা কী?
(ক) শিক্ষকতা
(খ) ব্যবসায়
(গ) সাংবাদিকতা
(ঘ) সাহিত্যচর্চা

উত্তরঃ গ 

১৫. জনসমুদ্রের উদ্যান সৈকতে কী পরিমাণ মানুষ ছিল?
(ক) গুটিকয়েক
(খ) শত শত
(গ) হাজার হাজার
(ঘ) লক্ষ লক্ষ

উত্তরঃ ঘ 

১৬. কত সালের নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালির বিজয় ঘটে?
(ক) ১৯৬৮ সালের
(খ) ১৯৬৯ সালের
(গ) ১৯৭০ সালের
(ঘ) ১৯৭১ সালের

উত্তরঃ গ 

১৭. বর্তমানে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের উত্তরাংশে কী অবস্থিত?
(ক) জাদুঘর
(খ) শিশুপার্ক
(গ) দিঘি
(ঘ) স্মৃতিসৌধ

উত্তরঃ খ  

১৮. ‘নিউজউইক’ পত্রিকায় প্রকাশিত নিবন্ধে বঙ্গবন্ধুকে কী বলে আখ্যায়িত করা হয়?
(ক) গণমানুষের নেতা
(খ) বিদ্রোহী কবি
(গ) বিপ্লবী নেতা
(ঘ) রাজনীতির কবি

উত্তরঃ ঘ 

১৯. ‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতায় কাকে কবি হিসেবে কল্পনা করা হয়েছে?
(ক) বঙ্গবন্ধু শেখ মুজিবকে
(খ) সূর্য সেনকে
(গ) রবীন্দ্রনাথ ঠাকুরকে
(ঘ) আব্রাহাম লিংকনকে

উত্তরঃ ক 

২০. ‘নিউজউইক’ পত্রিকাটি কোন দেশ থেকে প্রকাশিত হয়?
(ক) যুক্তরাজ্য
(খ) যুক্তরাষ্ট্র
(গ) ফ্রান্স
(ঘ) ব্রিটেন

উত্তরঃ খ 

স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো বহুনির্বাচনি প্রশ্ন

২১. সেদিনের সব স্মৃতি মুছে দিতে উদ্যত কালো হাত- কোন দিনের স্মৃতি?
(ক) ৭ই মার্চের
(খ) ২১শে ফেব্রæয়ারির
(গ) ২৬শে মার্চের
(ঘ) ১৬ই ডিসেম্বরের

উত্তরঃ ক 

২২. নির্মলেন্দু গুণ কাদের জন্য সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প লিখে গেছেন?
(ক) বিগত দিনের মানুষদের
(খ) অনাগত দিনের শিশুদের জন্য
(গ) নতুন দিনের যুবকদের জন্য
(ঘ) বর্তমানের বৃদ্ধদের জন্য

উত্তরঃ খ 

২৩. ‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতায় কিসের জন্য মানুষের ব্যাকুল প্রতীক্ষা?
(ক) স্বাধীনতার জন্য
(খ) কবির আগমনের জন্য
(গ) সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য
(ঘ) উদ্যানে প্রবেশের জন্য

উত্তরঃ খ  

২৪. ‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতায় কাদের দল বেঁধে আসার কথা উল্লেখ রয়েছে?
(ক) কবিদের
(খ) মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের
(গ) উলঙ্গ কৃষকদের
(ঘ) শিশু পাতা-কুড়ানিদের

উত্তরঃ ঘ 

২৫. কবি কার মতো দৃপ্ত পায়ে হেঁটে এলেন?
(ক) নজরুলের মতো
(খ) রবীন্দ্রনাথের মতো
(গ) মধুসূদনের মতো
(ঘ) জীবনানন্দের মতো

উত্তরঃ খ 

২৬. ‘সিপাহি বিপ্লব’ কাদের বিরুদ্ধে হয়েছিল?
(ক) পাকিস্তানিদের বিরুদ্ধে
(খ) ফরাসিদের বিরুদ্ধে
(গ) ব্রিটিশদের বিরুদ্ধে
(ঘ) আরবদের বিরুদ্ধে

উত্তরঃ গ

২৭. ১৯৩০ সালে কার নেতৃত্বে চট্টগ্রামে ব্রিটিশবিরোধী সশস্ত্র যুদ্ধ হয়?
(ক) বঙ্গবন্ধুর
(খ) সূর্য সেনের
(গ) সোহরাওয়ার্দীর
(ঘ) ক্ষুদিরামের

উত্তরঃ খ 

২৮. রেসকোর্স ময়দানে যেখানে বঙ্গবন্ধুর ভাষণের জন্য মঞ্চ তৈরি হয়েছিল সেখানে পরবর্তীতে কি গড়ে উঠেছে?
(ক) চিড়িয়াখানা
(খ) শিশুপার্ক
(গ) শিল্প কারখানা
(ঘ) বিশ্ববিদ্যালয়

উত্তরঃ খ 

২৯. রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে কবি কোথায় এসে দাঁড়ালেন?
(ক) রঙিন দোলনার কাছে
(খ) জনতার মঞ্চে
(গ) জনসমুদ্রের মাঝামাঝি
(ঘ) ঘরের বারান্দায়

উত্তরঃ খ 

৩০. ‘তখন পলকে দারুণ ঝলকে তরীতে উঠিল জল’- কখন?
(ক) কবির ঘুম ভাঙলে
(খ) কবি মঞ্চে উপস্থিত হলে
(গ) কবি কপালে লালসালু বাঁধলে
(ঘ) হাত নাড়লে

উত্তরঃ খ 

৩১. ‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতায় কাকে আগামীদিনের কবি বলা হয়েছে?
(ক) অনাগত শিশুকে
(খ) বঙ্গবন্ধুকে
(গ) বিদ্রোহী শ্রোতাকে
(ঘ) শিশু পাতাকুড়ানিকে

উত্তরঃ ক 

৩২. লোহার শ্রমিকেরা কপালে-কব্জিতে কী বেঁধে এসেছিল?
(ক) রুমাল
(খ) গামছা
(গ) লালসালু
(ঘ) পতাকা

উত্তরঃ গ 

৩৩. ৭ই মার্চ উলঙ্গ কৃষকেরা কাঁধে কী নিয়ে এসেছিল?
(ক) কাস্তে, কোদাল
(খ) গামছা, ফতুয়া
(গ) লাঙল, জোয়াল
(ঘ) লালসালু, লাঙল

উত্তরঃ গ 

৩৪. বাংলার স্বাধীনতার সূর্য কত সালে অস্তমিত হয়?
(ক) ১৭৫৭ সালে
(খ) ১৭৭৫ সালে
(গ) ১৮৫৭ সালে
(ঘ) ১৮৭৫ সালে

উত্তরঃ ক 

৩৫. ১৭৫৭ সালে কোথায় বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়?
(ক) রেসকোর্স ময়দানে
(খ) পলাশীর প্রান্তরে
(গ) পল্টন ময়দানে
(ঘ) পানিপথের প্রান্তরে

উত্তরঃ খ 

৩৬. সিপাহি বিপ্লব হয় কত সালে?
(ক) ১৭৫৭ সালে
(খ) ১৮৫৭ সালে
(গ) ১৯০৫ সালে
(ঘ) ১৯৬৯ সালে

উত্তরঃ খ 

৩৭. ‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতায় বঙ্গন্ধুর কণ্ঠস্বরকে কিসের সাথে তুলনা করা হয়েছে?
(ক) বজ্রের ধ্বনি
(খ) সিংহের গর্জন
(গ) সাইরেনের ধ্বনি
(ঘ) সমুদ্রের গর্জন

উত্তরঃ ক 

৩৮. ‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো’- কবিতায় কার অবস্থা করুণ বলা হয়েছে?
(ক) কৃষকের
(খ) কেরানির
(গ) ভবঘুরের
(ঘ) শ্রমিকের

উত্তরঃ খ 

৩৯. সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রামের কোন পাহাড়ে ব্রিটিশবিরোধী যুদ্ধ হয়?
(ক) সীতাকুণ্ড পাহাড়
(খ) জালালাবাদ পাহাড়
(গ) নীলগিরি পাহাড়
(ঘ) হিমছড়ি পাহাড়

উত্তরঃ খ 

৪০. কত সাল থেকে বাঙালি ভাষার জন্য সংগ্রাম শুরু করে?
(ক) ১৯৪৭ সাল থেকে
(খ) ১৯৪৮ সাল থেকে
(গ) ১৯৫০ সাল থেকে
(ঘ) ১৯৫২ সাল থেকে

উত্তরঃ খ  

শেষ কথা

আশা করছি এই পোস্ট থেকে স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো mcq পিডিএফ  সংগ্রহ করতে পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমার সাথেই থাকবেন। এই ওয়েবসাইটের মাধ্যমে সকল শ্রেণির শিক্ষাসংক্রান্ত তথ্য শেয়ার করা হয়।  আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালোথাকবেন, সুস্থ থাকবেন।

আরও দেখুনঃ

স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো- নির্মলেন্দু গুণ।

মিছিল কবিতা – রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ। নবম দশম শ্রেণি

সাহসী জননী বাংলা কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পিডিএফ