সাম্যবাদী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন সংগ্রহ করতে পোস্ট টি সম্পূর্ণ পড়ুন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা একাদশ-দ্বাদশ শ্রেণির বাংলা ১ম পত্রের সাম্যবাদী কবিতার জ্ঞানমূলক প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি। এই কবিতার সৃজনশীল ও mcq প্রশ্নের উত্তর গুলো আগের পোস্টে পাবলিশ করেছি। অনেক শিক্ষার্থীরা এই কবিতার সাধারণ ও সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর গুলো পড়তে চায়।
তাই তাদের জন্য আজকের পোস্টে সাম্যবাদী কবিতার গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নের উত্তর গুলো দেওয়া হয়েছে। আপনারা চাইলে এগুলো পিডিএফ সংগ্রহ করতে পারবেন। প্রশ্ন গুলো সংগ্রহ করার পাশাপাশি উত্তর গুল পেয়ে যাবেন। প্রশ্নের উত্তর সংগ্রহ করতে পোস্ট টি শেষ পর্যন্ত পড়বেন। তো চলুন আজকের পোস্ট টি শুরু করা যাক।
সাম্যবাদী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন
এখানে সাম্যবাদী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর গুলো দেওয়া আছে। অনেকে প্রশ্ন গুলো সংগ্রহ করার জন্য অনুসন্ধান করতেছিলেন। তারা নিচে থেকে প্রশ্ন গুলো দেখেনিন। অথবা আপনার প্রয়োজনে সংগ্রহ করেনিন।
১। বিভিন্ন যুগে অবতীর্ণ মহাপুরুষদের কী বলা হয়?
উত্তরঃ বিভিন্ন যুগে অবতীর্ণ মহাপুরুষদের যুগাবতার বলা হয়।
২। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে?
উত্তরঃ প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় ১৯১৪ সালে।
৩। পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল এরা কারা?
উত্তরঃ পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল এরা ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের লোক।
৪। কবি কীভাবে গোটা মানবসমাজকে ঐক্যবদ্ধ করতে আগ্রহী?
উত্তর : কবি সাম্যের গান গেয়ে গোটা মানবসমাজকে ঐক্যবদ্ধ করতে আগ্রহী।
৫। সাম্যবাদী কবিতায় কোন প্রত্যাশা ব্যক্ত হয়েছে?
উত্তরঃ সাম্যবাদী কবিতায় বৈষম্যহীন অসাম্প্রদায়িক মানবসমাজ গঠনের প্রত্যাশা ব্যক্ত হয়েছে।
৬। বাঁশির কিশোর বলা হয়েছে কাকে?
উত্তর : বাশির কিশোর বলা হয়েছে যুগাবতার শ্রীকৃষ্ণকে।
৮। মুসলমান, খ্রিস্টান ও ইহুদি তিন ধর্মের পুণ্যস্থান কোনটি?
উত্তরঃ মুসলমান, খ্রিস্টান ও ইহুদি তিন ধর্মের পুণ্যস্থান জেরুজালেম।
৯। ‘চার্বাক’ কে?
উত্তরঃ ‘চার্বাক’ একজন বস্তুবাদী দার্শনিক ও মুনি।
১০। কাজী নজরুল ইসলাম কোন ধর্মের ওপর জোর দেন?
উত্তর : কাজী নজরুল ইসলাম অন্তর-ধর্মের ওপর জোর দেন।
১১। ‘সাম্যবাদী’ কবিতার মূলসুর কি?
উত্তর : ‘সাম্যবাদী’ কবিতার মূলসুর হলো বৈষম্যহীন মানবসমাজ গঠনের প্রত্যাশা।
১২। ‘সাম্যবাদী’ কবিতায় মেষের রাখাল ছিলেন কারা?
উত্তর : ‘সাম্যবাদী’ কবিতায় মেষের রাখাল ছিলেন নবিরা।
১৩। শ্রীমদভগবদগীতা কার মুখনিঃসৃত বানী?
উত্তরঃ শ্রীমদভগবদগীতা শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত বানী।
১৪। ‘সাম্যবাদী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের নাম কবিতা?
উত্তরঃ ‘সাম্যবাদী’ কবিতাটি ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থের নাম কবিতা।
১৫। কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম ১৯৭৬ সালে মৃত্যুবরণ করেন।
১৬। ‘সাম্যবাদী’ কবিতাটির রচয়িতা কে?
উত্তরঃ ‘সাম্যবাদী’ কবিতাটির রচয়িতা কাজী নজরুল ইসলাম।
১৭। ‘সাম্যবাদী’ কাব্যটি কত সালে প্রকাশিত হয়?
উত্তরঃ ‘সাম্যবাদী’ কাব্যটি ১৯২৫ সালে প্রকাশিত হয়।
সাম্যবাদী কবিতার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
এখানে আপনাদের জন্য সাম্যবাদী কবিতার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর গুলো দেওয়া হয়েছে। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর যাদের যাদের প্রয়োজন তারা নিচে থেকে দেখেনিন।
১৮। ‘সাম্যবাদী’ কবিতায় বর্ণিত কে মানবের মহা-বেদনার ডাক শুনেছিলেন?
উত্তর: ‘সাম্যবাদী’ কবিতায় বর্ণিত শাক্যমুনি মানবের মহা-বেদনার ডাক শুনেছিলেন।
১৯। ‘পণ্ডশ্রম’ অর্থ কী?
উত্তর: ‘পণ্ডশ্রম’ অর্থ-বিফল পরিশ্রম।
২০. বিভিন্ন যুগে অবতীর্ণ মহাপুরুষদের কী বলা হয়?
উত্তর: বিভিন্ন যুগে অবতীর্ণ মহাপুরুষদের যুগাবতার বলা হয়
২১। বৌদ্ধধর্মের প্রবর্তক ও প্রচারক কে?
উত্তর: বৌদ্ধধর্মের প্রবর্তক ও প্রচারক গৌতম বুদ্ধ।
২২। মুসলমান, খ্রিষ্টান ও ইহুদিদের নিকট সমভাবে পুণ্যস্থান কোনটি?
উত্তর: মুসলমান, খ্রিষ্টান ও ইহুদিদের নিকট সমভাবে পুণ্যস্থান জেরুজালেম।
২৩। কবির মতে, এই হৃদয়ের চেয়ে বড় কী নেই?
উত্তর: কবির মতে, এই হৃদয়ের চেয়ে বড় মন্দির-কাবা নেই।
২৪। ‘সাম্যবাদী’ কবিতাটিতে কোন প্রত্যাশা ব্যক্ত হয়েছে?
উত্তর: ‘সাম্যবাদী’ কবিতাটিতে বৈষম্যহীন অসাম্প্রদায়িক মানবসমাজ গঠনের প্রত্যাশা ব্যক্ত হয়েছে।
২৫। কোন গ্রন্থ থেকে ‘সাম্যবাদী’ কবিতাটি সংকলন করা হয়েছে?
উত্তর: ‘নজরুল রচনাবলি’র প্রথম খণ্ড থেকে ‘সাম্যবাদী’ কবিতাটি সংকলন করা হয়েছে।
২৬। কোরানের সাম-গান কে গেয়েছেন?
উত্তর: কোরানের সাম-গান গেয়েছেন হজরত মুহম্মদ (স.)।
২৭। আরব-দুলাল কোথায় বসে আহ্বান শুনতেন?
উত্তর: আরব-দুলাল কন্দরে বসে আহ্বান শুনতেন।
২৮। ‘সাম্যবাদী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের নাম কবিতা?
উত্তর: ‘সাম্যবাদী’ কবিতাটি ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থের নাম কবিতা।
২৯। ‘সাম্যবাদী’ কাব্যটি কত খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়?
উত্তর: ‘সাম্যবাদী’ কাব্যটি ১৯২৫ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়।
৩০। ‘সাম্যবাদী’ কবিতা অনুসারে সকল শাস্ত্র কোথায় খুঁজে পাওয়া যাবে?
উত্তর: ‘সাম্যবাদী’ কবিতা অনুসারে সকল শাস্ত্র মানুষের নিজ প্রাণে খুঁজে পাওয়া যাবে।
৩১। শ্রীকৃষ্ণ কোন ধর্মের অনুসারীদের অবতার পুরুষ?
উত্তর: শ্রীকৃষ্ণ হিন্দুধর্মের অনুসারীদের অবতার পুরুষ।
৩২। শ্রীমদ্ভগবদ্গীতা’ কার মুখনিঃসৃত বাণী?
উত্তর: ‘শ্রীমদভগবদ্গীতা’ শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত বাণী।
৩৩। সাম্যের কাছে এসে কী এক হয়ে যায়?
উত্তর: সাম্যের কাছে সব বাধা-ব্যবধান এক হয়ে যায়।
৩৪। মানুষের মাঝে সকল কালের কী রয়েছে?
উত্তর: মানুষের মাঝে সকল কালের জ্ঞান রয়েছে।
৩৫। কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালে জন্মগ্রহণ করেন।
সাম্যবাদী কবিতার প্রশ্নের উত্তর পিডিএফ
৩৬। কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে পিতাকে হারান?
উত্তর: কাজী নজরুল ইসলাম আট বছর বয়সে পিতাকে হারান।
৩৭। আরব-দুলাল কোথায় বসে আহ্বান শুনতেন?
উত্তর: আরব-দুলাল কন্দরে বসে আহ্বান শুনতেন।
৩৮। ‘সাম্যবাদী’ কবিতায় বর্ণিত কে মানবের মহা-বেদনার ডাক শুনেছিলেন?
উত্তর: ‘সাম্যবাদী’ কবিতায় বর্ণিত শাক্যমুনি মানবের মহা-বেদনার ডাক শুনেছিলেন।
৩৯। ‘পণ্ডশ্রম’ অর্থ কী?
উত্তর: ‘পণ্ডশ্রম’ অর্থ-বিফল পরিশ্রম।
৪০। ‘বাঁধনহারা’ উপন্যাসটির রচয়িতা কে?
উত্তর: ‘বাঁধনহারা’ উপন্যাসটির রচয়িতা কাজী নজরুল ইসলাম।
৪১। কাজী নজরুল ইসলাম কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
উত্তর: কাজী নজরুল ইসলাম ১৯৭৬ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন।
৪২। কোরানের সাম-গান কে গেয়েছেন?
উত্তর: কোরানের সাম-গান গেয়েছেন হজরত মুহম্মদ (স.)।
৪৩। ‘সাম্যবাদী’ কবিতায় কবি কীসের গান গেয়েছেন?
‘উত্তর: ‘সাম্যবাদী’ কবিতায় কবি সাম্যের গান গেয়েছেন।
৪৪। সকল কেতাব ও কালের জ্ঞান কোথায় রয়েছে?
উত্তর: সকল কেতাব ও কালের জ্ঞান মানুষের মধ্যে রয়েছে।
৪৫। কবির মতে, এই হৃদয়ের চেয়ে বড় কী নেই?
উত্তর: কবির মতে, এই হৃদয়ের চেয়ে বড় মন্দির-কাবা নেই।
৪৬।কাজী নজরুল ইসলাম কত খ্রিষ্টাব্দে বাঙালি পল্টনে যোগদান করেন?
উত্তর: কাজী নজরুল ইসলাম ১৯১৭ খ্রিষ্টাব্দে বাঙালি পল্টনে যোগদান করেন।
৪৭। কাজী নজরুল ইসলাম কী হিসেবে বাঙালি পল্টনে যোগদান করেন?
উত্তর: কাজী নজরুল ইসলাম একজন সৈনিক হিসেবে বাঙালি পল্টনে যোগদান করেন।
৪৮। কোন কবিকে বাংলাদেশের জাতীয় কবির মর্যাদায় ভূষিত করা হয়?
উত্তর: কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবির মর্যাদায় ভূষিত করা হয়।
৪৯। পারস্যের অগ্নি উপাসকদের ধর্মগ্রন্থের ভাষার নাম কী?
উত্তর: পারস্যের অগ্নি উপাসকদের ধর্মগ্রন্থের ভাষার নাম ‘জেন্দা’।
৫০। কনফুসিয়াস কে?
উত্তর: কনফুসিয়াস চীনের দার্শনিক।
৫১। কবি কোন ধরনের অপূর্ব সংগীত পরিবেশন করতে আগ্রহী?
উত্তর: কবি মানবিক মেলবন্ধনের অপূর্ব সংগীত পরিবেশন করতে আগ্রহী।
৫২। ‘বাঁশির কিশোর’ কী গেয়েছিলেন?
উত্তর: ‘বাঁশির কিশোর’ মহা-গীতা গেয়েছিলেন।
সাম্যবাদী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পিডিএফ সংগ্রহ
অনেকে সাম্যবাদী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পিডিএফ সংগ্রহ করতে চায়। তাই তাদের জন্য আমরা একটি পিডিএফ ফাইল তৈরি করেছি। এই ফাইলত টি নিচে দেওয়া আছে। নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনারা জ্ঞানমূলক প্রশ্ন উত্তর গুলো পিডিএফ সংগ্রহ করতে পারবেন। তো যাদের পিডিএফ ফাইল প্রয়োজন তারা নিচে থেকে সংগ্রহ করেনিন।
পিডিএফ সংগ্রহ
শেষ কথা
আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি এই পোস্ট থেকে আপনারা সাম্যবাদী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পিডিএফ সংগ্রহ করতে পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন। নিচে আপনাদের জন্য শিক্ষামূলক কিছু পোস্ট দেওয়া আছে দেখেনিতে পারেন। ভালোথাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।
See More:
সাম্যবাদী কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর
সাম্যবাদী কবিতার mcq প্রশ্ন উত্তর পিডিএফ সংগ্রহ
বিলাসী গল্পের সৃজনশীল প্রশ্ন ও উত্তর একাদশ-দ্বাদশ শ্রেণি বাংলা ১ম পত্র