এখানে রানার কবিতার জ্ঞানমূলক প্রশ্ন গুলো পিডিএফ দেওয়া আছে। যারা এও কবিতার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর অনুশীলন করতে চান, তারা পোস্ট টি সম্পূর্ণ পড়বেন। ‘রানার’ কবিতায় কবি শ্রমজীবী মানুষের জীবনযাপন, দুঃখবােধ এবং তাদের পেশাগত দায়িত্ব পালনে সততার দিকটি তুলে ধরেছেন। কবিতায় যাদের ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে, তাদের কথা বলা হয়েছে।
রানার মানুষের সুখ-দুঃখের অনেক অজানা সংবাদবাহক। পিঠে খবরের বােঝা, মানি অর্ডার নিয়ে রাত্রির অন্ধকারে লণ্ঠন জ্বালিয়ে, ঝুমঝুম্ ঘন্টা বাজিয়ে ছুটে চলে রানার। সূর্য ওঠার আগেই সে গন্তব্যে পৌছতে চায়। তাই পথে দস্যুর ভয়ের চেয়ে সূর্য ওঠায় তার বড় ভয়। নিচে থেকে জ্ঞান্মুওক ও অনুধাবনমূলক প্রশ্ন গুলো পড়ে নিন।
রানার কবিতার জ্ঞানমূলক প্রশ্ন
এই জ্ঞানমূলক প্রশ্ন গুলো সৃজনশীল প্রশ্নের ক নাম্বারের জন্য অতান্ত গুরুত্বপূর্ণ। যারা এগুলো পড়বেন, তারা সৃজনশীল প্রশ্নের ক নাম্বার সম্পর্কে ধারনা পাবেন। নিচের অংশ থেকে উত্তর সহ প্রশ্ন গুলো পড়ুন।
১। রাতে চলার পথে রানার কী মানে না?
উত্তর : রাতে চলার পথে রানার কোনাে নিষেধ মানে না।
২। সুকান্ত ভট্টাচার্য কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর : সুকান্ত ভট্টাচার্য বাংলা ১৩৩৩ বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন।
৩। দিগন্ত থেকে দিগন্তে কে ছােটে?
উত্তর : দিগন্ত থেকে দিগন্তে রানার ছােটে
৪। রানার কিসের কাজ নিয়েছে?
উত্তর : রানার নতুন খবর আনার কাজ নিয়েছে।
৫। জানা-অজানার বােঝা কার কাঁধে?
উত্তর : জানা-অজানার বােঝ রানারের কাধে।
৬। কে জীবনের বহু বছর পেছনে ফেলে গেছে?
উত্তর : রানার জীবনের বহু বছর পেছনে ফেলে গেছে।
৭। ‘রানার’ কবিতায় কে দুর্বার দুর্জয়?
উত্তর : রানার’ কবিতায় রানার দুর্বার দুর্জয়।
৮। জীবনের স্বপ্নের মতাে পিছে কী সরে যায়?
উত্তর : জীবনের স্বপ্নের মতাে পিছে বন সরে যায়।
১৯। ভােরের আগমনে কোথায় লাল রং দেখা যায়?
উত্তর : ভােরের আগমনে পূর্ব কোণে লাল রং দেখা যায়।
১০। সুকান্ত ভট্টাচার্য কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : সুকান্ত ভট্টাচার্য কলকাতার কালীঘাটে জন্মগ্রহণ করেন।
১১। কারা আকাশে মিটমিট করে চায়?
উত্তর : অবাক রাতের তারারা আকাশে মিটমিট করে চায়।
১২। রানার কখন শহরে পৌছে যাবে?
উত্তর : রানার ভােরে শহরে পৌছে যাবে ।
১৩। ক্লান্তশ্বাস কী ছুঁয়েছে?
উত্তর : ক্লান্তশ্বাস আকাশ ছুঁয়েছে।
১৪। মাটি কিসে ভিজে গেছে?
উত্তর : মাটি ঘামে ভিজে গেছে।
১৫। দস্যুর চেয়ে রানারের বেশি ভয় কিসে?
উত্তর : দস্যর চেয়ে রানারের বেশি ভয় কখন সূর্য ওঠে।
১৬। হাতের লণ্ঠন কী রকম শব্দ করে?
উত্তর : হাতের লণ্ঠন ঠনঠন শব্দ করে ।
১৭। রানারের চলার পথে কারা আলাে দেয়?
উত্তর : রানারের চলার পথে জোনাকির আলাে দেয় ।
১৮। কে জীবনের বহু বছর পেছনে ফেলে গেছে?
উত্তর : রানার জীবনের বহু বছর পেছনে ফেলে গেছে।
রানার কবিতার জ্ঞানমূলক প্রশ্নের উত্তর
এই অংশে রানার কবিতার আরও কিছু জ্ঞানমূলক প্রশ্নের উত্তর দেওয়া আছে। যারা অতিরিক্ত প্রশ্ন পড়তে চান, তারা অবশ্যই নিচের দেওয়া প্রশ্ন গুলো পড়ে নিবেন।
১৯। রানার ছুটেছে, তাই কী বাজছে?
উত্তর : রানার ছুটেছে, তাই ঝুমঝুম ঘন্টা বাজছে
২০। কার প্রিয়া একা ঘরে অভিমান করে আছে?
উত্তর : রানারের প্রিয়া একা ঘরে অভিমান করে আছে।
২১। সুকান্তের কবিতায় কিসের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ পাওয়া যায়?
উত্তর : সুকান্তের কবিতায় অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ পাওয়া যায়।
২২। সুকান্তের কবিতায় কার প্রতি গভীর মমতা প্রকাশ পেয়েছে?
উত্তর : সুকান্তের কবিতায় নিপীড়িত মানুষের প্রতি গভীর মমতা প্রকাশ পেয়েছে।
২৩। বাংলা কত সালে সুকান্ত ভট্টাচার্য মারা যান?
উত্তর : বাংলা ১৩৫৪ সালে সুকান্ত ভট্টাচার্য মারা যান।
২৪। রানার কবিতাটি কাদেরকে নিয়ে লেখা?
উত্তর : রানার’ কবিতাটি শ্রমজীবী মানুষদের নিয়ে লেখা ।
২৫। কে একা শয্যায় বিনিদ্র রাত কাটায়?
উত্তর : রানারের প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত কাটায়।
২৬। রাত শেষ হলে কী ওঠে?
উত্তর : রাত শেষ হলে সূর্য ওঠে ।
২৭। কে ক্ষুধার ক্লান্তিতে ক্ষয়ে ক্ষয়ে যায়?
উত্তর : রানার ক্ষুধার ক্লান্তিতে ক্ষয়ে ক্ষয়ে যায় ।
২৮। কিসের স্পর্শে রানারের দুঃখের কাল কেটে যাবে?
উত্তর : আলাের স্পর্শে রানারের দুঃখের কাল কেটে যাবে।
২৯। ঘরে অভাব থাকার কারণে পৃথিবীকে কী মনে হয়?
উত্তর : ঘরে অভাব থাকার কারণে পৃথিবীকে কালাে ধােয়া মনে হয়।
৩০। কার পিঠে টাকার বােঝা?
উত্তর : রানারের পিঠে টাকার বােঝা।
৩১। পথে কিসের ভয়?
উত্তর : পথে দস্যুর ভয়।
রানার কবিতার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
৩২। কার কথা কালাে রাত্রির খামে ঢাকা পড়ে থাকবে?
উত্তর : রানারের কথা কালাে রাত্রির খামে ঢাকা পড়ে থাকবে।
৩৩। রানারকে কে সহানুভূতির চিঠি পাঠাবে?
উত্তর : রানারকে ভােরের আকাশ সহানুভূতির চিঠি পাঠাবে।
৩৪। দুঃখে ও শােকে মানুষ কী লেখে?
উত্তর : দুঃখে ও শােকে মানুষ চিঠি লেখে ।
৩৫। রানারের জীবনের দুঃখ কে জানে?
উত্তর : রানারের জীবনের দুঃখ পথের তৃণ জানে।
৩৬। রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে’- বাক্যে ‘রানার কবিতায় কিসের প্রত্যাশা করা হয়েছে?
উত্তরঃ রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে’- বাক্যে ‘রানার কবিতায় শােষণ-বনার অবসান প্রত্যাশা করা হয়েছে।
৩৭। রানার’ কবিতায় ক্লান্ত শ্বস কী খুঁয়েছে?
উত্তরঃ রানার’ কবিতায় ক্লান্ত শ্বস আকাশ খুঁয়েছে।
৩৮। রানারের দুঃখের কথা কিসে ঢাকা পড়ে থাকবে?
উত্তরঃ রানারের দুঃখের কথা কালাে রাত্রির খামে ঢাকা পড়ে থাকবে।
৩৯। রানারের কাছে পৃথিবীটা কালাে ধোঁয়া মনে হয় কেন?
উত্তরঃ অভাবের তাড়নায় রানারের কাছে পৃথিবীটা কালাে ধোঁয়া মনে হয়।
৪০। রানার-এর জীবনের দুঃখ কে জানবে?
উত্তরঃ রানার-এর জীবনের দুঃখ কালাে রাত জানবে।
৪১। রানার কবিতার রানার কাকে সবচেয়ে বেশি ভয় পায়?
উত্তরঃ রানার কবিতার রানার ওঠাকে সবচেয়ে বেশি ভয় পায়।
শেষ কথা
আশা করছি এই পোস্ট থেকে রানার কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পিডিএফ সংগ্রহ করতে পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমার সাথেই থাকবেন। এই ওয়েবসাইটের মাধ্যমে সকল শ্রেণির শিক্ষাসংক্রান্ত তথ্য শেয়ার করা হয়। আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালোথাকবেন, সুস্থ থাকবেন।
আরও দেখুনঃ
রানার কবিতার সৃজনশীল প্রশ্নের উত্তর পিডিএফ- SSC