পৃথিবীর সকল জীব সম্পর্কে জানতে হলে আপনাকে প্রাণী জগতের শ্রেণি বিন্যাস সম্পর্কে জানতে হবে। সহজে সুশৃঙ্খলভাবে বিশাল প্রাণিজগৎকে জানার জন্য বিন্যস্ত করার পদ্ধতিকে শ্রেণিবিন্যাস বলে। প্রাণীর মধ্যে মিল-অমিল, বৈশিষ্ট্য ও গঠনের উপর ভিত্তি করে প্রাজগতে কয়েকটি ভাবে বিভক্ত করা হয়েছে। এদের মধ্যে আবার অনেক গুলো পর্ব আছে। আজকের পোস্টে প্রাণী জগতের শ্রেণিবিন্যাস অষ্টম শ্রেণি MCQ প্রশ্নের উত্তর গুলো সংগ্রহ করে দেওয়া হয়েছে।
প্রাণী জগতের শ্রেণিবিন্যাস অষ্টম শ্রেণি MCQ
বিজ্ঞান বইয়ের একটি বিশাল অধ্যায় হচ্ছে জিবের শ্রেণি বিন্যাস নিয়ে। আমাদের পক্ষে সকল প্রাণীকে চেনা সম্বভ নয়। তাই এদের কে সহজে মনে রাখতে আমাদের শ্রেণিবিন্যাস সম্পর্কে অনেক ধারনা থাকতে হবে। এখানে প্রাণী জগতের শ্রেণিবিন্যাস অষ্টম শ্রেণি MCQ প্রশ্ন গুলো দেওয়া আছে। যা মূলত এই অধ্যায়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ।
১. প্রাণী শনাক্তকরণের সর্বোত্তম উপায় কোনটি?
ক) বৈজ্ঞানিক নাম
খ) গণ নাম
গ) পর্ব নাম
ঘ) শ্রেণিগত নাম
উত্তর: (ক)
২. পরিফেরা পর্বের প্রাণীরা কী নামে পরিচিত?
ক) স্পঞ্জ
খ) সাইকন
গ) স্কাইফা
ঘ) স্পনজিলা
উত্তর: (ক)
৩. এক্টোডার্মে বৈশিষ্ট্যপূর্ণ কোষ কোনটি?
ক) সিলোম
খ) ট্রাকিয়া
গ) নিডোব্লাস্ট
ঘ) হিমোসিল
উত্তর: (গ)
৪. নিচের কোন প্রাণীটির মেরুদন্ড নেই?
ক) অ্যামিবার
খ) তারামাছ
গ) তেলাপোকা
ঘ) সবগুলো সঠিক
উত্তর: (ঘ)
৫. দ্বিপদ নামকরনের আরেক নাম কী?
ক) শ্রেণিবিন্যাস
খ) বৈজ্ঞানিক নামকরণ
গ) প্রজাতি
ঘ) পর্ব
উত্তর: (খ)
৬. সুগঠিত কলা, অঙ্গ ও তন্ত্র নেই কোন প্রাণীর?
ক) স্কাইফা
খ) হাঙর
গ) আরশোলা
ঘ) পিঁপড়া
উত্তর: (ক)
৭. স্কাইফা কোন পর্বের অন্তর্ভুক্ত?
ক) মলাস্কা
খ) আর্থ্রোপোডা
গ) অসটিকথিস
ঘ) পরিফেরা
উত্তর: (ঘ)
৮. বৈজ্ঞানিক নাম কোন ভাষায় লিখতে হয়?
ক) ল্যাটিন
খ) বাংলা
গ) হিন্দি
ঘ) স্প্যানিশ
উত্তর: (ক)
৯ শ্রেণিবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ কোনটি?
ক) জগৎ
খ) বর্গ
গ) গণ
ঘ) প্রজাতি
উত্তর: (ঘ)
১০. হাইড্রার দেহ গহ্বরকে কী বলে?
ক) সিলেন্টেরন
খ) এক্টোডার্ম
গ) এন্ডোডার্ম
ঘ) নিডোব্লাস্ট
উত্তর: (ক)
১১. জোঁক কোন পর্বের প্রাণী?
ক) নেমাটোডা
খ) অ্যানেলিডা
গ) পরিফেরা
ঘ) প্লাটিহেলমিনথিস
উত্তর: (খ)
১২. কোনটি কেঁচোর চলাচলে সাহায্য কের?
ক) নালীপথ
খ) সিটা
গ) ক্ষণপদ
ঘ) অ্যান্টেনা
উত্তর: (খ)
১৩. বৈজ্ঞানিক নাম লিখা হয়-
i. ল্যাটিন ভাষায়
ii. গ্রীক ভাষায়
iii. ইংরেজি ভাষায়
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: (খ)
১৪. কোন পর্বের প্রাণীদের দেহ অসংখ্য ছিদ্রযুক্ত?
ক) পরিফেরা
খ) অ্যানেলিডা
গ) মলাস্কা
ঘ) কর্ডাটা
উত্তর: (ক)
১৫. দেহ কিউটিকেল দ্বারা আবৃত কোন পর্বের প্রাণীর?
ক) নিডারিয়া
খ) পরিফেরা
গ) প্লাটিহেলমিনথিস
ঘ) অ্যানলিডা
উত্তর: (গ)
১৬. মলাস্কা পর্বের প্রাণীদের ক্ষেত্রে প্রযোজ্য-
i. দেহ নরম ও পেশিবহুল
ii. দেহ শক্ত খোলসে আবৃত
iii. মাথায় অ্যান্টেনা থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: (ক)
১৭. নিচের কোনটি প্রজাতিকে নির্দেশ করে?
ক) কর্ডাটা
খ) ভার্টিব্রাটা
গ) মানুষ
ঘ) অ্যাম্ফিবিয়া
উত্তর: (গ)
১৮. নিচের কোনটি প্রোটোজোয়া প্রাণী?
ক) অ্যামিবা
খ) হাইড্রা
গ) তারামাছ
ঘ) যকৃতকৃমি
উত্তর: (ক)
১৯. কেঁচো, জোঁক কোন পর্বের প্রাণী?
ক) নেমাটোডা
খ) মলাস্কা
গ) আর্থ্রোপোডা
ঘ) অ্যানেলিডা
উত্তর: (ঘ)
২০. কোন পর্বের সকল প্রাণীই সামুদ্রিক?
ক) একাইনোডারমাটা
খ) নিডারিয়া
গ) মলাস্কা
ঘ) নেমাটোডা
উত্তর: (ক)
৮ম শ্রেণির বিজ্ঞান ১ম অধ্যায় MCQ প্রশ্নের উত্তর
২১. কোন বিজ্ঞানী সর্বপ্রথম প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করেন?
ক) অ্যারিস্টটল
খ) জন রে
গ) থিওফ্রাস্টস
ঘ) ক্যারোলাস লিনিয়াস
উত্তর: (ঘ)
২২. নেমাটোডা পর্বের মুক্তজীবী প্রাণীরা কোথায় বাস করে?
ক) পানিতে
খ) রক্তে
গ) অন্ত্রে
ঘ) আকাশে
উত্তর: (ক)
২৩. নিডোরাস্টের কাজ কী?
ক) শিকার ধরা
খ) আত্মরক্ষা
গ) চলন
ঘ) সবগুলো সঠিক
উত্তর: (ঘ)
২৪. প্রকৃতির লাঙল কোনটি?
ক) বানর
খ) কেঁচো
গ) ঝিনুক
ঘ) পাখি
উত্তর: (খ)
২৫. কোন প্রাণীর কঙ্কাল তরুণাস্থিময়?
ক) হাতুড়ি মাছ
খ) ইলিশ মাছ
গ) কুনোব্যাঙ
ঘ) টিকটিকি
উত্তর: (ক)
২৬. প্রাণিজগতের সর্ববৃহৎ পর্ব কোনটি?
ক) পরিফেরা
খ) নিডারিয়া
গ) অ্যানেলিডা
ঘ) আর্থ্রোপোডা
উত্তর: (ঘ)
২৭. কোন বৈশিষ্ট্যের কারণে কোন প্রাণীকে একাইনোডার্মাটা পর্বের সদস্য হিসেবে চিহ্নিত করবে?
ক) দেহ সমান তিনটি ভাগে বিভক্ত
খ) এদের দেহত্বক কাঁটাযুক্ত
গ) এদের সিলোম বর্তমান
ঘ) এরা সকলেই সামুদ্রিক
উত্তর: (খ)
২৮. কোন পর্বের প্রাণীদের দেহ নলাকার?
ক) নেমাটোডা
খ) কর্ডাটা
গ) আর্থ্রোপোডা
ঘ) নিডারিয়া
উত্তর: (ক)
২৯. ‘সিটার’ সাহায্যে চলে নিচের কোন প্রাণী?
ক) হাইড্রা
খ) জোঁক
গ) শামুক
ঘ) আরশোলা
উত্তর: (খ)
৩০. কোনটির সাহায্যে স্পনজিলার দেহে খাদ্য ও অক্সিজেন প্রবেশ করে?
ক) ছিদ্রপথ
খ) সিলেন্টেরন
গ) চোষক
ঘ) নিডোব্লাস্ট
উত্তর: (ক)
৩১. গোলাকৃমির বৈশিষ্ট্য-
i. এদের দেহ নলাকার
ii. এরা একলিঙ্গযুক্ত
iii. এরা অধিকাংশই পরজীবী
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: (ঘ)
৩২. শ্রেণিবিন্যাসের ইতিহাসে উল্লেখযোগ্য অবদান রেখেছেন-
i. জন রে
ii. অ্যারিস্টটল
iii. ক্যারোলাস লিনিয়াস
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: (ঘ)
৩৩. শ্রেণিবিন্যাসের জনক কে?
ক) ক্যারোলাস লিনিয়াস
খ) বেনথাম হুকার
গ) অ্যারিস্টটল
ঘ) জন রে
উত্তর: (ক)
৩৪. কোন পর্বের প্রাণীরা মানবদেহের জন্য ক্ষতিকর?
ক) নিডারিয়া
খ) কর্ডাটা
গ) নেমাটোডা
ঘ) পরিফেরা
উত্তর: (গ)
৩৫. নিচের কোন প্রাণীটি Annelida পর্বের উদাহরণ?
ক) কেঁচো
খ) কেঁচো কৃমি
গ) ফিতা কৃমি
ঘ) স্পনজিলা
উত্তর: (ক)
৩৬. কোনটির দেহ নলাকার?
ক) ফিতাকৃমি
খ) যকৃতকৃমি
গ) গোলকৃমি
ঘ) জোঁক
উত্তর: (গ)
৩৭. নেমাটোডা পর্বের প্রাণীদের-
i. রক্ত সংবহন তন্ত্র অনুপস্থিত
ii. শ্বসনতন্ত্র অনুপস্থিত
iii. হিমোসিল নামক রক্তপূর্ণ দেহ গহ্বর থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: (ক)
৩৮. মলাস্কা পর্বের প্রাণীদের সনাক্ত করার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি?
ক) দেহ নরম
খ) মলাস্কা
গ) আর্থোপোডা
ঘ) অ্যানেলিডা
উত্তর: (খ)
৩৯. কোন শ্রেণির প্রাণীগুলো বুকে ভর দিয়ে চলে?
ক) মৎসকুল
খ) পক্ষীকুল
গ) উভচর
ঘ) সরীসৃপ
উত্তর: (ঘ)
৪০. দেহ গহ্বর অনাবৃত ও প্রকৃত সিলোম নেই কোন প্রাণীর?
ক) ফাইলেরিয়া কৃমি
খ) ফিতা কৃমি
গ) যকৃত কৃমি
ঘ) কেঁচো
উত্তর: (ক)
শেষ কথা
আশা করছি এই পোস্ট আপনাদের ভালোলেগেছে এবং এখান থেকে প্রাণী জগতের শ্রেণিবিন্যাস সৃজনশীল প্রশ্ন ও উত্তর সংগ্রহ করতে পেরেছেন। এই ওয়েবসাইটে শিক্ষা সংক্রান্ত পোস্ট শেয়ার করা হয়। বিভিন্ন শ্রেণির প্রশ্ন সমাধান ও উত্তর পেতে আমার সাথেই থাকুন।
আরও দেখুনঃ
প্রাণী জগতের শ্রেণিবিন্যাস সৃজনশীল প্রশ্ন ও উত্তর। ৮ম শ্রেণি