জীবজগতে নানা ধরনের ও প্রজাতির প্রাণী আছে। যাদের কে আমরা কেউ চিনি না। বা এদের কে আলাদা করে শনাক্ত করা সম্ভব হবে না। যার ফলে এদের পরিচয়য়, বৈশিষ্ট্য ও প্রজাতি সম্পর্কে জানা সম্ভব নয়। প্রাণিজগতের সকল জীবজন্তু কে সহজে চিনার জন্য আমাদের প্রাণীর শ্রেনিবিবন্যাস সম্পর্কে জানতে হবে। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল হচ্ছে প্রাণীবিদ্যার জনক। তিনিই প্রথম শ্রেণীবিন্যাসের ভিত্তি শুরু করেন। এরপর সকল প্রাণীকে শ্রেণিবিন্যাসের মাধ্যমে শনাক্ত করে এদের বৈশিষ্ট্য বিবেচনা করা হয়। নিচে প্রাণী জগতের শ্রেণিবিন্যাস জ্ঞানমূলক প্রশ্ন ৮ম শ্রেণি থেকে সংগ্রহ করে দেওয়া আছে।
প্রাণী জগতের শ্রেণিবিন্যাস জ্ঞানমূলক প্রশ্ন ৮ম শ্রেণি
বিজ্ঞানের একটি শাখা হচ্ছে প্রাণিবিদ্যা। যেখানে সকল ধরনের জিন সম্পর্কে আলোচনা করা হয়। কিন্তু ৮ম শ্রেণিতে শুধুমাত্র সাধারণ বিজ্ঞান বই আছে। যেখানে প্রাণীর শ্রেণিবিন্যাস সম্পর্কে সাধারণ কিছু আলোচনা করা হয়েছে। নিচে প্রাণী জগতের শ্রেণিবিন্যাস জ্ঞানমূলক প্রশ্ন ৮ম শ্রেণি বই থেকে তৈরি করে দেওয়া আছে।
১। নটোকর্ড কী?
উত্তর : নটোকর্ড হলো কর্ডাটা পর্বের প্রাণীদের একটি নরম, দণ্ডাকার, দৃঢ় ও অখণ্ডায়িত অঙ্গ।
২। পেস্ট কাকে বলে?
উত্তর : প্রাণিজগতে আর্থ্রপোডা পর্বের প্রাণীদের মধ্যে ক্ষতিকর পোকাদের পেস্ট বলে।
৩। আরশোলার দেহের রক্তপূর্ণ গহ্বর কী নামে পরিচিত?
উত্তর : আরশোলার দেহের রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত।
৪। মানুষের বৈজ্ঞানিক নাম লেখ।
উত্তর : মানুষের বৈজ্ঞানিক নাম হলো Homo sapiens
৫। দ্বিপদ নামকরণ কাকে বলে?
উত্তর : একটি জীবের বৈজ্ঞানিক নাম দুই অংশ বা পদবিশিষ্ট হয়। এই নামকরণকে দ্বিপদ বা বৈজ্ঞানিক নামকরণ বলে।
৬। শ্রেণিবিন্যাসের জনক কে?
উত্তর : প্রকৃতি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণিবিন্যাসের জনক বলা হয়।
৭। উভচর প্রাণী কাকে বলে?
উত্তর : যেসব মেরুদণ্ডী প্রাণী জীবনের প্রথম অবস্থায় পানিতে এবং পরিণত বয়সে ডাঙায় বাস করে তাদের উভচর প্রাণী বলে।
৮। হাইড্রা কোন পর্বের প্রাণী?
উত্তর : হাইড্রা নিডারিয়া পর্বের প্রাণী।
৯। ফিতাকৃমি কোন পর্বের প্রাণী?
উত্তর : ফিতাকৃমি প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণী।
১০। Spongilla কোন পর্বের প্রাণী?
উত্তর : Spongilla পরিফেরা পর্বের প্রাণী।
১১। নেফ্রিডিয়া কী?
উত্তর : অ্যানেলিডা পর্বের প্রাণীর রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া।
১২। সিলোম কী?
উত্তর : বহুকোষী প্রাণীর পৌষ্টিক নালি এবং দেহ প্রাচীরের মধ্যবর্তী ফাঁকা স্থানকে সিলোম বলে।
১৩। প্রাণিজগেক কয়টি পর্বে ভাগ করা হয়েছে?
উত্তর : অ্যানিমেলিয়া জগেক ৯টি পর্বে ভাগ করা হয়েছে।
১৪। শ্রেণিবিন্যাস কী?
উত্তর : সহজে সুশৃঙ্খলভাবে বিশাল প্রাণিজগেক জানার জন্য এর বিন্যস্ত করার পদ্ধতিকে শ্রেণিবিন্যাস বলে।
১৫। প্রাণিজগতের বৃহত্তম পর্ব কোনটি?
উত্তর : প্রাণিজগতের বৃহত্তম পর্ব আর্থ্রোপোডা।
প্রাণী জগতের শ্রেণিবিন্যাস সৃজনশীল প্রশ্ন ও উত্তর। ৮ম শ্রেণি
প্রাণী জগতের শ্রেণিবিন্যাস সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১৬। নিডারিয়া পর্বের প্রাণীদের পূর্ব নাম কী ছিল?
উত্তর : নিডারিয়া পর্বের প্রাণীদের পূর্ব নাম ছিল সিলেন্টারেটা।
১৭। দ্বিপদ নামকরণের প্রবক্তা কে?
উত্তর : দ্বিপদ নামকরণের প্রবক্তা ক্যারোলাস লিনিয়াস।
১৮। প্রাণিজগতের কোন ধাপে সব থেকে বেশি সংখ্যক প্রাণী থাকে?
উত্তর : প্রাণিজগতের রাজ্য (করহমফড়স) ধাপে সবচেয়ে বেশি সংখ্যক প্রাণী থাকে।
১৯। শ্রেণিবিন্যাসের কোন ধাপে সবচেয়ে কম সংখ্যক প্রাণী থাকে?
উত্তর : শ্রেণিবিন্যাসের প্রজাতি (ঝঢ়বপরবং) ধাপে সবচেয়ে কম সংখ্যক প্রাণী থাকে।
২০। কোন পর্বভুক্ত প্রাণীরা সকলেই সামুদ্রিক?
উত্তর : একাইনোডারমাটা পর্বভুক্ত প্রাণীরা সকলেই সামুদ্রিক।
২১। একটি জলচর স্তন্যপায়ী প্রাণীর নাম লেখ।
উত্তর : একটি জলচর স্তন্যপায়ী প্রাণীর নাম তিমি।
২২। অরীয়ভাবে প্রতিসম কাকে বলে?
উত্তর : কোনো প্রাণীকে কেন্দ্রীয় অক্ষ বরাবর ছেদ করে যতবার খুশি সমান দুভাগে ভাগ করা গেলে তাকে অরীয়ভাবে প্রতিসম বলে।
২৩। নিডোবøাস্ট কাকে বলে?
উত্তর : নিডারিয়া পর্বের প্রাণীদের এক্টোডার্ম স্তরে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ যে কোষ থাকে তাকে নিডোবøাস্ট বলে।
২৪। পানি সংবহনতন্ত্র কাকে বলে?
উত্তর : একাইনোডারমাটা পর্বের প্রাণীদের দেহে পানি সংবহনে অংশগ্রহণকারী নালিকা দিয়ে যে তন্ত্র গঠিত হয় তাকে পানি সংবহনতন্ত্র বলে।
২৫। সিলোম কাকে বলে?
উত্তর : বহুকোষী প্রাণীর পৌষ্টিক নালি এবং দেহ প্রাচীরের মধ্যবর্তী ফাঁকা স্থানকে সিলোম বলে।
২৬। উভচর প্রাণী কাকে বলে?
উত্তর : যেসব প্রাণীর জীবনচক্রে বাচ্চা অবস্থায় পানিতে এবং পরিণত অবস্থায় স্থলে কাটে তাদের উভচর প্রাণী বলে।
¤ অনুধাবনমূলক //
২৭। বাঘ ও মানুষের সাদৃশ্য? ব্যাখ্যা কর।
উত্তর : বাঘ ও মানুষের মধ্যে সাদৃশ্য হলো এরা স্তন্যপায়ী (গধসসধষরধ) শ্রেণির অন্তর্ভুক্ত।
এদের বৈশিষ্ট্য হচ্ছে; ১. দেহ লোমে আবৃত; ২. সন্তান প্রসব করে; ৩. সন্তান মাতৃদুগ্ধ পান করে।
২৮। তারামাছ মাছ নয় কেন?
উত্তর : তারামাছের দেহে মাছের বৈশিষ্ট্য যেমন : শ্বাসকার্যের জন্য ফুলকা থাকে না, কঙ্কাল অস্থিময় অথবা তরুণাস্থিময় নয় এবং হৃৎপিÐ থাকে না। তাই তারামাছ মাছ নয়।
২৯। তিমি মাছ নয় কেন?
উত্তর : তিমির দেহে মাছের বৈশিষ্ট্য থাকে না। এর দেহে স্তনগ্রন্থি থাকে এবং বাচ্চা প্রসব করে যা স্তন্যপায়ী প্রাণীর বৈশিষ্ট্য। এ কারণেই তিমি মাছ নয়।
শেষ কথা
চাইলে যেকোনো প্রাণীকে একক ভাবে বিবেচনা করা যাবে না। কেননা পৃথিবীতে হাজার হাজার রকমের জানা ও জানা প্রাণী আছে। তাদের কে একক ভাবে বৈশিষ্ট্য ব্যাখ্যা করা যায় না। এজন্য সহজ কাজ হচ্ছে প্রাণিজগতের শ্রেণিবিন্যাস বের করা। আশা করছি এই পোস্ট থেকে প্রাণী জগতের শ্রেণিবিন্যাস জ্ঞানমূলক প্রশ্ন ৮ম শ্রেণি এর গুলো সংগ্রহ করেছেন। শিক্ষা সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন উত্তর জানতে আমার সাথেই থাকুন।
আরও দেখুনঃ