অতিথির স্মৃতি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর

অতিথির স্মৃতি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন

অতিথির স্মৃতি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন আজকের পোস্টে দেওয়া আছে। ৮ম শ্রেণির বাংলা ১ম পত্রের অতিথির স্মৃতি একটি গল্পও। এই গল্প থেকে অনেক ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন ও অনুধাবনমূলক প্রশ্ন রয়েছে, যেগুলো সৃজনশীল প্রশ্নের ক ও খ নাম্বারের জন্য অধিক গুরুত্বপূর্ণ। তো অনেকে শিক্ষার্থীরা অতিথির স্মৃতি গল্পের প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর গুলো জানার জন্য গুগলে অনুসন্ধান করে থাকে। আমরা এই পোস্টে আপনাদের জন্য অতিথির স্মৃতি গল্পের জন্য কমন ও গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলো শেয়ার করেছে।

আপনারা যারা যারা পরীক্ষার জন্য ভালো সাজেশন খুজতেছেন, তারা আমাদের দেওয়া এই জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর গুলো অনুশীলন ওরতে পারেন। এগুলো আপনারা অনুশীলন করার মাধ্যমে অনেক উপক্রিত হবেন। নিচের দিকে আপনাদের জন্য এই প্রশ্ন গুলো দেওয়া আছে। সেই সাথে এগুলো একটি পিডিএফ ফাইল দেওয়া থাকবে। যারা যারা পিডিএফ সংগ্রহ করতে চান নিচে থেকে সংগ্রহ করতে পারবেন। তো চলুন আজকের পোস্ট টি শুরু করা যাক।

অতিথির স্মৃতি গল্পের সৃজনশীল প্রশ্ন উত্তর ৮ম শ্রেণি পিডিএফ সংগ্রহ

অতিথির স্মৃতি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

আমরা আপনাদের জন্য যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্ন গুলো শেয়ার করেছি। আশা করছি এই জ্ঞান,উলক প্রশ্ন গুলো আপনাদের অনেক ভালো লাগবে। নিচে অতিথির স্মৃতি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন  গুলো  উত্তর সহকারে দেওয়া আছে।

১. ‘বড়দিদি’ উপন্যাস প্রকাশিত হয়
উত্তর: ১৯০৭ সালে

২. কুকুরটির কখন শক্তিসামর্থ্য ছিল?
উত্তর: যৌবনে
৩. লেখকের সবচেয়ে দুঃখ হতো কী কারণে?
উত্তর: একটি দরিদ্র ঘরের মেয়েকে দেখে
৪. লেখকের অনুভবে দরিদ্র ঘরের মেয়ের বয়স কত?
উত্তর: চব্বিশ-পঁচিশ

৫. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যিক খ্যাতি ছড়িয়ে পড়ে কোন উপন্যাস প্রকাশিত হলে?
উত্তর: ‘বড়দিদি’ উপন্যাস প্রকাশিত হলে

৬. রাত তিনটায় ঘুম ভেঙে গেলে লেখক দোর খুলে কোথায় এসে বসেন?
উত্তর: বারান্দায়

৭. পাখিদের মধ্যে সবচেয়ে ভোরে ওঠে কোন পাখি?
উত্তর: দোয়েল

৮. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মৃত্যুবরণ করেন কখন?
উত্তর: ১৯৩৮ খ্রিষ্টাব্দের ১৬ই জানুয়ারি, কলকাতায়

৯. সাহিত্য প্রতিভার স্বীকৃতি হিসেবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কলকাতা বিশ্ববিদ্যালয় কোন স্বর্ণপদক প্রদান করে?
উত্তর: জগত্তারিণী স্বর্ণপদক

১০. চিকিৎসকের আদেশে লেখক বায়ু পরিবর্তনের জন্যে কোথায় গিয়েছিলেন কোথায়?
উত্তর: দেওঘরে

১১. লেখক বায়ু পরিবর্তনের জন্যে গিয়ে থাকতেন কোন বাড়িতে?
উত্তর: প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে

১২. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শিক্ষা অসমাপ্ত থাকে কেন?
উত্তর: দারিদ্র্যের কারণে

১৩. কাছে কোথাও একজন গলাভাঙা একঘেয়ে সুরে ভজন শুরু করে কখন?
উত্তর: রাত্রি তিনটে থেকে২০. কাছে কোথাও একজন গলাভাঙা একঘেয়ে সুরে গায় কী শুরু করে?
উত্তর: ভজন

১৪. সন্ধ্যার পূর্বেই ঘরে প্রবেশ করা প্রয়োজন কাদের?
উত্তর: বাতব্যাধিগ্রস্তদের

০৫. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ভাগ্যান্বেষণে কোথায় গমন করেন?
উত্তর: রেঙ্গুনে

১৫. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন কোথায় অবস্থানকালে?
উত্তর: রেঙ্গুনে অবস্থানকালে (১৯০৩-১৯১৬)

১৬. ‘বড়দিদি’ উপন্যাস প্রকাশিত হয় কোন পত্রিকায়?
উত্তর: ‘ভারতী’ পত্রিকায়

১৭. মোজা পরার দিন নয়, তবু দেখি কারও কারও পায়ে কী?
উত্তর: আঁট করে মোজা পরা
১৮. ক্ষুধা আহরণের কর্তব্যটা সমাধা করে যথাশক্তি দ্রুতপদে বাসায় ফিরছেন কারা?
উত্তর: জনকয়েক বৃদ্ধ ব্যক্তি

বাংলা ১ম পত্র অতিথির স্মৃতি সাধারণ প্রশ্ন

১৯. আসামি অর্থ কী?
উত্তর: এ শব্দটি দিয়ে সাধারণত আদালতে কোনো অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের বোঝানো হয়ে থাকে। কিন্তু এখানে রোগাক্রান্তদের বোঝানো হয়েছে

২০. ‘অতিথির স্মৃতি’ গল্প পাঠের উদ্দেশ্য কী?
উত্তর: পাঠের মধ্য দিয়ে শিক্ষার্থীরা প্রাণীর প্রতি সহানুভূতিশীল হবে। নতুন জায়গা ভ্রমণ করলে ওই অভিজ্ঞতা লিখে রাখত পারবে।

২১. ‘অতিথির স্মৃতি’ গল্পের প্রকৃত নাম কী?
উত্তর: ‘দেওঘরের স্মৃতি’

২২. পাণ্ডুর অর্থ কী?
উত্তর: ফ্যাকাশে৭৪. ‘অতিথির স্মৃতি’ গল্পের বিষয় কী?
উত্তর: মানবেতর একটি প্রাণীর সঙ্গে একটি অসুস্থ মানুষের কয়েকদিনের পরিচয়ের মধ্যে দিয়ে গড়ে উঠা একটি মমত্বের স¤পর্ক

২৩. ‘অতিথির স্মৃতি’ গল্পে লেখক কী দেখিয়েছেন ?
উত্তর: মানুষে-মানুষে যেমন স্নেহ-প্রীতির স¤পর্ক থাকে, অন্য জীবের সঙ্গেও মানুষের তেমন সম্প গড়ে উঠতে পারে

২৪. মালি অর্থ উত্তর কী?
উত্তর: মালা রচনাকারী, মালাকর। বেতনের বিনিময়ে বাগানের কাজে নিযুক্ত ব্যক্তি।

২৫. মালিনী অর্থ কী?
উত্তর: মালির স্ত্রী

২৬. মানুষ ও মানবেতর প্রাণীর স¤পর্ক স্থায়ীরূপ পেতে বাধাগ্রস্থ হয় কেন?
উত্তর: নানা প্রতিকুলতা

২৭. দেওঘর থেকে বিদায় নেবার দিন এসে পড়লেও লেখক নানা ছলে দেরি করল কয় দিন?
উত্তর: দিন-দুই
২৮. জিনিস বাঁধাবাঁধি শুরু হলো কখন থেকে?
উত্তর: সকাল থেকে
২৯. সার সার গাড়ি এসে দাঁড়াল কোথায়?
উত্তর: গেটের বাইরে

 

৩০. লেখক বাড়ি ফিরে যাবার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলেন না কেন?
উত্তর: অতিথির প্রতি গভীর মমত্বের কারণে
৩১. ভজন অর্থ কী?
উত্তর: ঈশ্বর বা দেববেবীর স্তুতি বা মহিমাকীর্তন। প্রার্থনামূলক গান
৩২. মানুষ ও মানবেতর প্রাণীর স¤পর্ক স্থায়ীরূপ পেতে বাধাগ্রস্থ হয় কেন?
উত্তর: নানা প্রতিকুলতা
৩৩. অতিথি কিছুতে ভিতরে ঢোকার ভরসা পেল না কেন?
উত্তর: অজানা নানা ভয়ের আঙ্কায় লেখকের অতিথি তথা কুকুরটি ভেতরে ঢোকার ভরসা পেল না
৩৪. লেখক দেওঘর থেকে বিদায় নিতে নানা অজুহাতে দিন দুই দেরি করলেন কেন?
উত্তর: অতিথি তথা কুকুরটির প্রতি গভীর মমত্বের কারণে
৩৫. লেখকের ভাবনা ঘুচে গেল কেন?
উত্তর: বেনে-বৌ পাখি দুটি ফিরে আসায়

অতিথির স্মৃতি  সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর

এখানে অতিথির স্মৃতি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তরও  সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়া আছে। আপনারা যারা সংক্ষিপ্ত প্রশ্ন গুলো অনুশীলন করতে চান তারা নিচে থেকে সংগ্রহ করুন। এই সংক্ষিপ্ত প্রশ্ন গুলো অধিক গুরুত্বপূর্ণ। তাই এই পোস্টে এগুলো শেয়ার করে হয়েছে। প্রশ্ন ১০। কাকে দেখে লেখকের সবচেয়ে দুঃখ হতো?
উত্তর :একটি দরিদ্র ঘরের মেয়েকে দেখে লেখকের সবচেয়ে দুঃখ হতো।

৩৬.সন্ধ্যার পূর্বেই কাদের ঘরে প্রবেশ করা প্রয়োজন ছিল?
উত্তর :বাত ব্যাধিগ্রস্তদের।

৩৭. ভজন কী?
উত্তর :প্রার্থনামূলক গানকে ভজন বলে।

৩৮.মালিনী বলতে কাকে বোঝানো হয়েছে?
উত্তর :মালির স্ত্রীকে

 ৩৯. দেওঘরে পীড়িতদের মধ্যে কাদের সংখ্যা বেশি ছিল?
উত্তর :মেয়েদের।

৪০. পা ফুলো ফুলো মেয়েদের কী রোগ ছিল?
উত্তর :বেরিবেরি।

৪১.পাখি চালান দেওয়া কাদের ব্যবসা?
উত্তর :পাখি চালান দেওয়া ব্যাধের ব্যবসা।

৪২. কুকুরটিকে খেতে দেওয়ার জন্য লেখক প্রথম দিন কাকে নির্দেশ দিয়েছিলেন?
উত্তর :অতিথিশালার চাকরকে।

৪৩. কোন পাখি সবচেয়ে ভোরে ওঠে?
উত্তর : দোয়েল পাখি সবচেয়ে ভোরে ওঠে।

৪৪. পাণ্ডুর শব্দের অর্থ কী?
উত্তর :ফ্যাকাসে

৪৫. কুকুরটিকে খেতে দেওয়ার জন্যে লেখক দ্বিতীয় দিন কাকে নির্দেশ দেন?
উত্তর :অতিথিশালার বামুন ঠাকুরকে।

৪৬. অন্ধকারে লেখকের সঙ্গী হয়েছিল কে?
উত্তর :একটি কুকুর।

৪৭. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্ম গ্রহণ করেন?
   উত্তর: ১৮৭৬ সালে
৪৮. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মস্থান কোথায়?
উত্তর: পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে

৪৯. লেখক অতিথিশালায় কাকে নিয়ে উপস্থিত হয়েছিলেন?
উত্তর :একটি কুকুরকে নিয়ে অতিথিশালায় উপস্থিত হয়েছিলেন।

৫০. অতিথিশালায় বাড়তি খাবারের অংশীদার কে ছিলেন?
উত্তর :বাগানের মালির মালিনী।

অতিথির স্মৃতি গল্পের  বহুনির্বাচনি প্রশ্ন উত্তর পিডিএফ

অনেকে আছে যারা অতিথির স্মৃতি গল্পের mcq এবং বহুনির্বাচনি প্রশ্ন উত্তর পিডিএফ সংগ্রহ করতে চায়। তাই আপনাদফের জন্য আমরা একটি পিডিএফ ফাইল তৈরি করেছি। এই পিডিএফ ফাইলে mcq ও বহুনির্বাচনি প্রশ্ন গুলো দেওয়া আছে। পিডিএফ টি সংগ্রহ করার জন্য নিচে একটি লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে ক্লিক করে সংগ্রহ করেনিন।

পিডীএফ সংগ্রহ করুন  

শেষ কথা

আজকেরমতো এখানেই শেষ।  আশা করছি এই পোস্ট টি আপনাদের অনেক ভাললেগেছে। এই পোস্ট টি ভালোলেগে থাকলে শেয়ার করতে পারেন। আশা করছি এই পোস্ট থেকে অতিথির স্মৃতি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর  পিডিএফ সংগ্রহ করতে পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন।  ভালোথাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

See More:

অতিথির স্মৃতি mcq এবং বহুনির্বাচনি প্রশ্ন উত্তর পিডিএফ

সুভা গল্পের mcq (সুভা গল্পের বহুনির্বাচনি প্রশ্ন Pdf collect)

সুভা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর Pdf File collect

অতিথির স্মৃতি গল্পের সৃজনশীল প্রশ্ন উত্তর ৮ম শ্রেণি পিডিএফ সংগ্রহ