অতিথির স্মৃতি mcq আজকের পোস্টে দেওয়া আছে। আপনারা যদি অতিথির স্মৃতি গল্পের বহুনির্বাচনি প্রশ্ন গুলো অনুসন্ধান করে থাকেন তাহলে আজকের পোস্ট টি আপনাদের জন্য। ৮ম শ্রেণির বাংলা ১ম পত্রের অতিথির স্মৃতি গল্পের অনেক বহুনির্বাচনি প্রশ্ন রয়েছে। এগুলো আপনারা সবাই সংগ্রহ করতে পারেননি। এই পোস্টে কমন ও গুরুত্বপূর্ণ কিছু mcq শেয়ার করেছি, যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ।
তো অনেকে mcq ও বহুনির্বাচনি প্রশ্ন গুলো পড়তে চাচ্ছিলেন তারা নিচের দিকে চলে যান। এই পোস্টে নিচে সঠিক উত্তর সহকারে অতিথির স্মৃতি গল্পের বহুনির্বাচনি প্রশ্ন গুলো দেওয়া আছে। এগুলো আপনারা পিডিএফ সংগ্রহ করতে পারবেন। সেজন্য একটি লিঙ্ক দেওয়া আছে। তাহলে আজকের এই পোস্ট টি সম্পূর্ণ এবং শেষ পর্যন্ত পড়ুন। এবং আপনাদের প্রয়োজনীয় তথ্য গুলো জেনেনিন।
অতিথির স্মৃতি গল্পের সৃজনশীল প্রশ্ন উত্তর ৮ম শ্রেণি পিডিএফ সংগ্রহ
অতিথির স্মৃতি mcq
যেগুলো পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ সেই সব mcq আপনাদের জন্য দেওয়া হয়েছে। তাই এই প্রশ্ন গুলো আপনারা মনোযোগ সহকারে দেখবেন। নিচে আপনারা mcq গুলো পেয়ে যাবেন। এখান থেকে অতিথির স্মৃতি গল্পের mcq গুলো পরেনিন অথবা আপনার প্রয়োজনে সংগ্রহ করেনিন।
১. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ডি. লিট উপাধি পেয়েছেন কোন বিশ্ববিদ্যালয় থেকে?
ক ঢাকা
খ কলকাতা
গ অক্সফোর্ড
ঘ কেমব্রিজ
উত্তরঃ ক
২. ট্রেন ছেড়ে দিলেও লেখক মনের মধ্যে বাড়ি ফিরে যাবার আগ্রহ খুঁজে পেলেন না কেন?
ক গৃহের প্রতি উদাসীনতা
খ অতিথির জন্য বিরহকাতরতা
গ পরিবারের প্রতি অনীহা
ঘ দেওঘরের প্রতি মমতা
উত্তরঃ খ
৩. বাতব্যাধিগ্রস্ত রোগীরা কখন ঘরে প্রবেশ করে?
ক সন্ধ্যার পূর্বে
খ সন্ধ্যার পরে
গ বিকেল বেলা
ঘ গোধূলি বেলা
উত্তরঃ ক
৪. অতিথির উপবাসের মূল কারণ কী?
ক বামুন ঠাকুরের নির্বিকারত্ব
খ চাকরদের মালি-বৌ প্রীতি
গ লেখকের তদারকির অভাব
ঘ বাড়তি খাবার অপচয়ে আপত্তি
উত্তরঃ খ
৫. কে গোপনে লেখকের কাছে নালিশ জানাতে চায়?
ক বেনে-বৌ পাখি
খ অসুস্থ মেয়েটি
গ কুকুর
ঘ মালি-বৌ
উত্তরঃ গ
৬. উক্ত সাদৃশ্যপূর্ণ ভাবটি নিচের কোন চরণে প্রকাশ পেয়েছে?
ক বাড়ি ফিরে যাবার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না
খ আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিন্ত হয়ে বসে আছে
গ অতএব আমার অতিথি করে উপবাস
ঘ আজ তুই খেয়ে যাবি, না খেয়ে যাসনে বুঝলি
উত্তরঃ ক
৭. ‘অতিথির স্মৃতি’ গল্পের মূল নাম কী?
ক স্মৃতিকথা
কক্ষ দেওঘরের স্মৃতি
গ রেঙ্গুন-স্মৃতি
ঘ কুকুর-স্মৃতি
উত্তরঃ খ
৮. ‘অতিথির স্মৃতি’ গল্পের কোন পাখির উল্লেখ নেই?
ক ময়না
খ দোয়েল
গ শালিক
ঘ বুলবুলি
উত্তরঃ ক
৯. কোনটি শরৎচন্দ্রের উপন্যাস?
ক যোগাযোগ
খ শেষ প্রশ্ন
গ আরণ্যক
ঘ মাঝির ছেলে
উত্তরঃ খ
১০. ‘অতিথির স্মৃতি’ গল্পে একটু দেরি করে আসত কোন পাখি?
ক টুনটুনি
খ দোয়েল
গ শ্যামা
ঘ বেনে-বৌ
উত্তরঃ ঘ
১১. অল্পবয়সি মেয়েরা মোজা পরত কেন?
ক শীতকাল বলে
খ অভিজাত বলে
গ পা ফোলা ঢাকতে
ঘ সৌন্দর্য বাড়াতে
উত্তরঃ গ
অতিথির স্মৃতি গল্পের গুরুত্বপূর্ণ mcq
১২. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন গ্রামে জন্মগ্রহণ করেন? (জ্ঞান)
খ দেবানন্দপুর
খ চুরুলিয়া
গ মুরাতিপুর
ঘ দুমকা
১৩. লেখকের পিছু নিয়েছিল কে? (জ্ঞান)
ক একটি পাখি
খ একটি মানুষ
গ একটি বিড়াল
ঘ একটি কুকুর
উত্তরঃ ঘ
১৪. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মারা যান কত সালে? (জ্ঞান)
ক ১৯৩০
খ ১৯৩৫
গ ১৯৩৮
ঘ ১৯৪০
উত্তরঃ গ
১৫. ‘অতিথির স্মৃতি’ গল্পে কোন গাছটি পথের ধারে ছিল? (জ্ঞান)
ক অশ্বত্থ
খ ইউক্যালিপটাস
গ জারুল
ঘ আমগাছ
উত্তরঃ ক
১৬. শরৎচন্দ্র রেঙ্গুন যান কেন? (অনুধাবন)
ক চিকিৎসার জন্য
খ জীবিকার সন্ধানে
গ পড়াশোনার উদ্দেশ্যে
ঘ বসবাসের উদ্দেশ্যে
উত্তরঃ খ
১৭. সাধারণ বাঙালি পাঠকের কোন বিষয়টি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছিলেন? (জ্ঞান)
ক আবেগ
খ রাজনৈতিক ভাবনা
গ সাহিত্যচিন্তা
ঘ প্রতিশোধপ্রবণতা
উত্তরঃ ক
১৮. লেখক প্রথমবার অতিথিকে ভেতরে ডাকলেও সে কোথায় দাঁড়িয়েছিল? (জ্ঞান)
ক রাস্তার শেষপ্রান্তে
খ ঘরের মধ্যে
গ গেটের বাইরে
ঘ গেটের ভেতরে
উত্তরঃ গ
১৯. ‘অতিথির স্মৃতি’ গল্পে কোন পাখিটি সবচেয়ে ভোরে ওঠে? (জ্ঞান)
ক শালিক
কখ দোয়েল
গ শ্যামা
ঘ বুলবুলি
উত্তরঃ খ
২০. বেনে-বৌ পাখি দুটি কয়দিন পর ফিরে এসেছিল? (জ্ঞান)
ক দুই
খ তিন
গ চার
ঘ পাঁচ
উত্তরঃ খ
২১. স্টেশনে বকশিশ থেকে বঞ্চিত হয়েছিল কে? (জ্ঞান)
ক অতিথি
খ মালি
গ মালিনী
ঘ চাকর
উত্তরঃ ক
২২. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কলেজ শিক্ষা অসমাপ্ত থাকে কেন? (অনুধাবন)
ক দরিদ্রতার কারণে
খ পারিবারিক বাধার কারণে
গ সামাজিক বাধার কারণে
ঘ অসুস্থতার কারণে
উত্তরঃ ক
২৩. দরিদ্র ঘরের মেয়েটির চোখের চাহনি কেমন ছিল? (জ্ঞান)
ক শান্ত
খ কৌতূহলী
গ ক্লান্ত
ঘ রাগান্বিত
উত্তরঃ গ
২৪. বেনে-বৌ পাখি জোড়া কী রঙের ছিল?
ক কালো
খ সাদা
গ হলদে
ঘ লাল
উত্তরঃ গ
২৫. ‘অতিথির স্মৃতি’ গল্পে কখন থেকে একজন লোক গলাভাঙা সুরে ভজন শুরু করত?
ক রাত দুইটা
খ রাত তিনটা
গ রাত চারটা
ঘ ভোর পাঁচটা
উত্তরঃ খ
অতিথির স্মৃতি গল্পের বহুনির্বাচনি প্রশ্ন
এখানে আপনাদের জন্য অতিথির স্মৃতি গল্পের বহুনির্বাচনি প্রশ্ন দেওয়া আছে। তার সাথে আপনারা উত্তর গুলো পেয়ে যাবেন। এই বহুনির্বাচনি প্রশ্ন গুলো আপনারা পরীক্ষার প্রস্তুতির জন্য অনুশীলন করতে পারবেন। নিচে থেকে প্রশ্ন ও উত্তর গুলো দেখেনিন।
২৬. ‘কুঞ্জ’ শব্দের অর্থ কী?
ক) অরণ্য
খ) জঙ্গল
গ) মহাবন
ঘ) উপবন
উত্তর: ঘ
২৭. কার প্রতি চাকরদের দরদ বেশি?
ক) মালিনী
খ) মালী
গ) অতিথি
ঘ) বামুনঠাকুর
উত্তর: ক
২৮. লেখক বায়ু পরিবর্তনের জন্য কোথায় গিয়েছিলেন?
ক) রাঁচী
খ) দেওঘর
গ) কাশী
ঘ) শিলং
উত্তর: খ
২৯. লেখকের দেখা দরিদ্র ঘরের মেয়েটির ছেলেমেয়ে কয়জন?
ক) দুজন
খ) তিনজন
গ) চারজন
ঘ) পাঁচজন
উত্তর: খ
৩০. লেখক কোন সময়ের ট্রেনে দেওঘর ছাড়লেন?
ক) সকালের
খ) দুপুরের
গ) বিকালের
ঘ) রাতের
উত্তর: খ
৩১. অন্ধকার পথে চলার সময় লেখকের সঙ্গী হয়েছিল কে?
ক) একজন বৃন্ধ
খ) একটি কুকুর
গ) একজন চাকর
ঘ) একটি বিড়াল
উত্তর: খ
৩২. রাত্রিবেলা ভজনের শব্দে ঘুম ভেঙে গেলে লেখক কোথায় এসে বসেন?
ক) জানালায়
খ) বাগানে
গ) দরজায়
ঘ) বারান্দায়
উত্তর: ঘ
৩৩. গল্পকার কয়টি বেনে-বৌ পাখির কথা উল্লেখ করেছেন?
ক) একজোড়া
খ) দুইজোড়া
গ) তিনজোড়া
ঘ) চারজোড়া
উত্তর: ক
৩৪. ১৯০৭ সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাস ‘ভারতী’ পত্রিকায় প্রকাশিত হয়?
ক) দেনাপাওনা
খ) বড়দিদি
গ) পথের দাবি
ঘ) শেষ প্রশ্ন
উত্তর: খ
৩৫. ‘অতিথির স্মৃতি’ গল্পে কোন গাছটির কথা বলা হয় নি?
ক) আম
খ) ছাতিম
গ) বকুল
ঘ) অশ্বথ
উত্তর: খ
৩৬. বেরিবেরির আসামি ছিল কারা?
ক) ছোট ছোট ছেলেমেয়ে
খ) মালি-বৌ
গ) পা ফুলো অল্পবয়সী একদল মেয়ে
ঘ) জনকয়েক বৃদ্ধ
উত্তর: গ
৩৭. লেখক কার আদেশে দেওঘরে এসেছিলেন?
ক) চিকিৎসকের
খ) অতিথির
গ) বামুনঠাকুরের
ঘ) চাকরদের
উত্তর: ক
৩৮. রাত্রি শেষ হলে কাদের আনাগোনা শুরু হতো?
ক) পাখিদের
খ) শিয়ালদের
গ) সিংহদের
ঘ) হাতিদের
উত্তর: ক
অতিথির স্মৃতি গল্পের বহুনির্বাচনি প্রশ্ন উত্তর পিডিএফ
অনেকে আছে যারা অতিথির স্মৃতি গল্পের mcq এবং বহুনির্বাচনি প্রশ্ন উত্তর পিডিএফ সংগ্রহ করতে চায়। তাই আপনাদের জন্য আমরা একটি পিডিএফ ফাইল তৈরি করেছি। এই পিডিএফ ফাইলে mcq ও বহুনির্বাচনি প্রশ্ন গুলো দেওয়া আছে। পিডিএফ টি সংগ্রহ করার জন্য নিচে একটি লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে ক্লিক করে সংগ্রহ করেনিন।
পিডীএফ সংগ্রহ করুন
শেষ কথা
আজকেরমতো এখানেই শেষ। আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি এই পোস্ট টি আপনাদের অনেক ভাললেগেছে। এই পোস্ট টি ভালোলেগে থাকলে শেয়ার করতে পারেন। আশা করছি এই পোস্ট থেকে অতিথির স্মৃতি mcq এবং বহুনির্বাচনি প্রশ্ন উত্তর পিডিএফ সংগ্রহ করতে পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন। ভালোথাকবেন, সুস্থ থাকবেন।
See More:
সুভা গল্পের mcq (সুভা গল্পের বহুনির্বাচনি প্রশ্ন Pdf collect)
সুভা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর Pdf File collect
অতিথির স্মৃতি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
অতিথির স্মৃতি গল্পের সৃজনশীল প্রশ্ন উত্তর ৮ম শ্রেণি পিডিএফ সংগ্রহ