৮ম শ্রেণির ৬ ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। এই অধ্যায় থেকে অনেক পরীক্ষায় বহুনির্বাচনি প্রশ্ন করা হয়। তাই আজকের পোস্টে ৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর গুলো দেওয়া হয়েছে। এই প্রশ্ন মূল বইয়ে দেওয়া নেই। তাই আপনারা এই পোস্ট সম্পূর্ণ পড়ে এখান থেকে সংগ্রহ করে নিবেন।
৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন
১. মোট জাতীয় উৎপাদনের ইংরেজি কোনটি?
ক. Gross Domestic Product
খ. Gross Domestic Production
গ. Gross National Product
ঘ. Gross Nation Product
উত্তরঃ গ
২. একটি দেশের নাগরিকদের অর্থনৈতিক অবদান বোঝায় কী দিয়ে?
ক. জিডিপি
খ. জাতীয় আয়
গ. জিএনপি
ঘ. রেমিট্যান্স
উত্তরঃ গ
৩. ২০১২-১৩ অর্থবছরে বাংলাদেশের জিডিপিতে মৎস্য খাতের অবদান কত শতাংশ ছিল?
ক. ৩.৬৮ শতাংশ
খ. ৪.৭০ শতাংশ
গ. ৭.৪০ শতাংশ
ঘ. ৮.৪১ শতাংশ
উত্তরঃ ক
৪. GDP বা বার্ষিক অভ্যন্তরীণ দেশজ উৎপাদনের পূর্ণ রূপ কোনটি?
ক. Gross Domestic Product
খ. Gross Domestic Production
গ. Gross Daily Production
ঘ. Gross Due Production
উত্তরঃ ক
৫. দেশের মোট জাতীয় আয়কে ওই বছরের জনসংখ্যা দিয়ে ভাগ করা হলে কী পাওয়া যাবে?
ক. পারিবারিক আয়
খ. সাংসারিক আয়
গ. ব্যক্তিগত আয়
ঘ. মাথাপিছু আয়
উত্তরঃ ঘ
৬. স্বাস্থ্য খাতের সঙ্গে নিচের কোনটি জড়িত?
ক. মুঠোফোন কোম্পানি
খ. ব্যাংকিং খাত
গ. কমিউনিটি হাসপাতাল
ঘ. বিপণনকেন্দ্র
উত্তরঃ গ
৭. শারীরিক শ্রম দিয়ে যাঁরা দেশ ও সমাজের জন্য সম্পদ তৈরিতে কাজ করেন, তাঁদের কী বলে?
ক. কৃষিজীবী
খ. শ্রমিক
গ. শিক্ষক
ঘ. চিকিৎসক
উত্তরঃ খ
৮. বিশ্বব্যাংকের হিসাব মতে, ২০০৯ সালে বিশ্বের সর্বোচ্চ রেমিট্যান্সপ্রাপ্ত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল কততম?
ক. ৫ম
খ. ৬ষ্ঠ
গ. ৭ম
ঘ. ৮ম
উত্তরঃ ঘ
৯. একটি দেশের অভ্যন্তরীণ উৎপাদনের আর্থিক মূল্যকে কী বলে?
ক. জিডিপি
খ. জিএনপি
গ. রেমিট্যান্স
ঘ. জাতীয় আয়
উত্তরঃ ক
১০। জাতীয় উৎপাদনে এককভাবে কোন খাতের অবদান সর্বাধিক?
(ক) কৃষি
(খ) শিল্প
(গ) ব্যবসা
(ঘ) স্বাস্থ্য।
উত্তরঃ খ
১১। ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশে মোট দেশজ উৎপাদনের পরিমান কত ?
(ক) ১৩,৭০,৭০৭ কোটি টাকা
(খ) ১৪,২৩,৭০০কোটি টাকা
(গ) ১৫,১৩,৬০০কেটি টাকা
(ঘ) ১৯,১৪,৭৮৪কোটি টাকা
উত্তরঃ গ
১২। জাতীয় শিক্ষানীতি ২০১০ এর লক্ষ-
(i) শিক্ষার সকল স্তরে অন্তর্ভুক্তির সুযোগ সৃষ্টি করা
(ii) শিক্ষার গুণগত মান বৃদ্ধি
(iii) দক্ষ ও যোগ্য মানব সম্পদ উন্নয়ন।
নিচের কোনটি সঠিক
(ক) i
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তরঃ গ
১৩। GDP এর পূর্ণ রূপ কোনটি ?
(ক) Gross Domestic Produc
(খ) Gross Domestic Production
(গ) Gross Domestic Project
(ঘ) Great Domestic Product
উত্তরঃ ক
১৪। মানব উন্নয়ন সূচক ২০১৪ রিপোর্ট অনুযায়ী ২০১৩ সালে বাংলাদেশের অবস্থান কততম ?
(ক) ১৪১তম
(খ) ১৪২তম
(গ) ১৪৩তম
(ঘ) ১৪৪তম
উত্তরঃ খ
১৫। সরকার কর্তৃক বেকার যুবকদের বিভিন্ন পেশায় প্রশিক্ষণ দানের কারণ-
(ক) আত্মকর্মসংস্থান সৃষ্টি
(খ) প্রশিক্ষক সৃষ্টি
(গ) পেশাজীবী সৃষ্টি
(ঘ) দক্ষ বেকার সৃষ্টি
উত্তরঃ ক
১৬। বিদেশে প্রবাসিরা যে ধরনের কাজ করে থাকেন-
(i)চাকরি
(ii) ব্যবসা-বাণিজ্য
(iii) শিল্প কারখানা প্রতিষ্ঠা
নিচের কোনটি সঠিক
(ক) i ও ii
(খ) iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তরঃ ঘ
১৭. ‘Gross Domestic Product’ বলতে কী বোঝায়?
ক. সেবামূলক বার্ষিক উৎপাদন
খ. দেশের অভ্যন্তরীণ বার্ষিক উৎপাদন
গ. দেশের মোট উৎপাদনের আর্থিক মূল্য
ঘ. সেবাপণ্যের মোট আর্থিক মূল্য
উত্তরঃ গ
১৮। মানবসম্পদ উন্নয়নের লক্ষে সরকার যেসব পদক্ষেপ নিচ্ছে তা হলে –
(i) প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে সুযোগ সুবিধা হ্রাস
(ii) কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করা
(iii) নারী ও অন্যান্য পশ্চাদপদ জনগোষ্ঠীর শিক্ষার ব্যবস্থা করা।
নিচের কোনটি সঠিক
(ক) i
(খ) i ও ii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তরঃ গ
১৯। বর্তমানে বাংলাদেশের জাতীয় আয়ের একটি বড় অংশ আসছে কোন উৎস থেকে ?
(ক) কৃষি
(খ) শিল্প
(গ) রেমিটেন্স
(ঘ) স্বাস্থ্যসেবা
উত্তরঃ গ
২০। মানব সম্পদ উন্নয়নে সরকারকে প্রথমে কোনটি নিশ্চিত করতে হবে ?
(ক) প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা
(খ) নারী শিক্ষার প্রসার
(গ) যুব উন্নয়ন
(ঘ) কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান
উত্তরঃ ক
২১। HDR এর পূর্ণ রূপ কোনটি ?
(ক) Human Development Report
(খ) Human Danger Report
(গ) Human Development Research
(ঘ) Human Displace Report
উত্তরঃ ঘ
৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ অধ্যায় MCQ প্রশ্ন
এখানে ৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ অধ্যায় mcq প্রশ্নের উত্তর গুলো দেওয়া আছে।
১. মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে সরকার যেসব পদক্ষেপ নিচ্ছে তা হলো-
ক প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা
খ প্রযুক্তি ও কারিগরি শিক্ষা
গ যুব উন্নয়ন
ঘ নারী শিক্ষা বাড়ানো
উত্তরঃ ক
২. 19. GNP-এর পূর্ণরূপ কী?
খ Gross national Product
খ Gross National People
গ Gross National Party
ঘ Gross National Production
উত্তরঃ খ
৩. বিশ্বব্যাংকের হিসাবমতে ২০০৮ সালে সর্বোচ্চ রেমিটেন্সপ্রাপ্ত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম ছিল?
ক ৬ষ্ঠ
খ ৭ম
গ ৮ম
ঘ ১২ম
উত্তরঃ ঘ
৪. ২০০৯ সালে রেমিটেন্স প্রাপ্তিতে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান কততম ছিল?
ক ২য়
খ ৩য়
গ ৪র্থ
ঘ ৫ম
উত্তরঃ ক
৫. বাংলাদেশের জাতীয় আয়ে ১০.৮০ শতাংশ অবদান কোন খাতের?
ক মৎস্যখাত
খ শিল্পখাত
গ পরিবহন ও যোগাযোগ খাত
ঘ স্বাস্থ্য ও সেবাখাত
উত্তরঃ গ
৬. আমাদের দেশের বিপুল সংখ্যক মানুষ কোন সুযোগ থেকে বঞ্চিত?
ক প্রযুক্তির স্বাস্থ্যের
খ স্বাস্থ্যের
গ কর্মসংস্থানের
ঘ শিক্ষার
উত্তরঃ ঘ
৭. জনগণের জীবনযাত্রার মান নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে-
ক GNP বাড়লে
খ GDP বাড়লে
গ মাথাপিছু আয় বাড়লে
ঘ সঞ্চয় বাড়লে
উত্তরঃ গ
৮. ২০১২-১৩ অর্থবছরে জাতীয় উৎপাদনে শিল্পখাতের অবদান কত ছিল?
ক ১৪.৩৩%
খ ১৯.৫৪%
গ ২০.৫৪%
ঘ ২৪.৩৩%
উত্তরঃ খ
৯. শিল্পখাতের উপখাত নয় কোনটি?
ক খনিজ ও খনন
খ ম্যানুফ্যাকচারিং
গ বিদ্যুৎ, গ্যাস ও পানি
ঘ পরিবহন
উত্তরঃ ঘ
১০. বাংলাদেশের জাতীয় আয়ের বৃহৎ খাত কোনটি?
ক মৎস্য
খ স্বাস্থ্যসেবা
গ শিল্প
ঘ পরিবহন ও যোগাযোগ
উত্তরঃ গ
১১. মানুষের জš§গত অধিকার কোনটি?
ক বস্ত্র
খ বাসস্থান
গ বিনোদন
ঘ শিক্ষা
উত্তরঃ ঘ
১২. জনগণের জীবনমানের উন্নয়নে নিচের কোনটি করা প্রয়োজন?
ক শিল্প খাতের উৎপাদন বাড়ানো
খ সেবা খাতে বিনিয়োগ কমানো
গ কৃষি খাতকে আরও আধুনিকায়ন করা
ঘ পরিকল্পিতভাবে বিভিন্ন খাতের মধ্যে সমন্বয় সাধন করা
উত্তরঃ ঘ
১৩. আমাদের দেশের বিপুল সংখ্যক মানুষ কিসের অভাবে অসচেতন ও অদক্ষ?
ক পুষ্টিহীনতা
খ শিক্ষা
গ চিকিৎসা
ঘ কর্মসংস্থান
উত্তরঃ খ
১৪. ২০০৯ সালে বিশ্বের সর্বোচ্চ রেমিটেন্সপ্রাপ্ত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম ছিল?
ক ৮ম
খ ৭ম
গ ৬ষ্ঠ
ঘ ৫ম
উত্তরঃ ক
১৫. মধ্যপ্রাচ্যের দেশ কোনটি?
ক মালয়েশিয়া
খ লিবিয়া
গ ব্র“নাই
ঘ সিঙ্গাপুর
উত্তরঃ খ
১৬. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের মূলে রয়েছে-
র. প্রবাসীদের আয় বৃদ্ধি
রর. জাতীয় আয়ে শিল্পখাতের অবদান বৃদ্ধি
ররর. ভোগ্যপণ্যের আমদানি বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
উত্তরঃ ক
১৭. আমাদের জাতীয় আয়ের একটি বড় অংশ আসে-
ক বৈদেশিক সাহায্য থেকে
খ প্রবাসীদের প্রেরিত অর্থ থেকে
গ স্বাস্থ্য ও সেবা খাত থেকে
ঘ পরিবহন ও যোগাযোগ খাত থেকে
উত্তরঃ খ
১৮. ২০০৮-০৯ সালে বাংলাদেশ অর্থনৈতিক মন্দার সম্মুখীন না হওয়ার কারণ কী?
ক দক্ষ মানবসম্পদ
খ পর্যাপ্ত রেমিটেন্স
গ খনিজ সম্পদ প্রাপ্তি
ঘ কৃষি বিপ্লব
উত্তরঃ খ
১৯. একটি দেশের উন্নয়ন প্রকাশ পায় কোনটির মাধ্যমে?
র. মোট জাতীয় উন্নয়ন
রর. মাথাপিছু আয়
ররর. প্রাকৃতিক সৌন্দর্য
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
উত্তরঃ ক
২০. বাংলাদেশের জাতীয় আয়ের উৎস হলো-
র. শারীরিক শ্রম
রর. ব্যাংক বিমা
ররর. শিল্প
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
উত্তরঃ গ
২১. বাংলার অর্থনীতির মেরুদণ্ড কোনটি?
ক কৃষি
খ তাঁত
গ ভূমি
ঘ ব্যবসা
উত্তরঃ ক
শেষ কথা
আশা করছি এই পোস্ট আপনাদের ভালোলেগেছে এবং এখান থেকে ৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর সংগ্রহ করতে পেরেছেন। এই ওয়েবসাইটে শিক্ষা সংক্রান্ত পোস্ট শেয়ার করা হয়। বিভিন্ন শ্রেণির প্রশ্ন সমাধান ও উত্তর পেতে আমার সাথেই থাকুন।
আরও দেখুনঃ
৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় সৃজনশীল প্রশ্ন ৬ষ্ঠ অধ্যায়
সামাজিকীকরণ ও উন্নয়ন MCQ প্রশ্ন উত্তর- ৮ম শ্রেণি
2 Comments on “৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর”