সামাজিকীকরণ ও উন্নয়ন MCQ প্রশ্ন উত্তর- ৮ম শ্রেণি

সামাজিকীকরণ ও উন্নয়ন MCQ

সামাজিকীকরণ মানুষের জীবনব্যাপী একটি চলমান প্রক্রিয়া। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এ প্রক্রিয়া চলতে থাকে। এ প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি সমাজ জীবনের কাঙ্ক্ষিত আচরণ উপযোগী হয়ে গড়ে উঠে। এ প্রক্রিয়ায় সমাজের নিয়ম-নীতি, মূল্যবোধ, বিশ্বাস, আদর্শ ইত্যাদি আয়ত্ত করে ব্যক্তি যেমন নিজের উন্নয়ন ঘটায় তেমনি সমাজ উন্নয়নেও অংশগ্রহণ করে। এই পোস্টে সামাজিকীকরণ ও উন্নয়ন mcq প্রশ্নের উত্তর গুলো দেওয়া আছে। যারা বহুনির্বাচনি প্রশ্ন উত্তর পড়তে চান, তারা নিচের অংশে চলে যান।

সামাজিকীকরণ ও উন্নয়ন MCQ

এই অংশে সামাজিকীকরণ ও উন্নয়ন mcq প্রশ্ন গুলো দেওয়া আছে। এই প্রশ্ন মূল বইয়ে দেওয়া নেই। mcq পড়ার পূর্বে পাঠ্যক্রম টি সম্পূর্ণ পড়ে নিবেন। এর কারণ পাঠ্যক্রম অনুসারে mcq প্রশ্ন তৈরি করা হয়েছে।

উত্তরঃ গ 

১। সামাজিকীকরণ একটি-

ক. অস্থির প্রক্রিয়া
খ. স্থবির প্রক্রিয়া
গ. ঊর্ধ্বমুখী প্রক্রিয়া
ঘ. চলমান প্রক্রিয়া

উত্তরঃ ঘ 

২।বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গণমাধ্যম-

ক. বেতার
খ. টেলিভিশন
গ. চলচ্চিত্র
ঘ. সংবাদপত্র

উত্তরঃ খ 

৩। অল্প সময়ে ও কম খরচে দেশে-বিদেশে চিঠি ও তথ্য আদান-প্রদান করা যায় কিসের মাধ্যমে?

ক. ইলেকট্রনিক কমার্সের মাধ্যমে
খ. ফেসবুকের মাধ্যমে
গ. ই-মেইলের মাধ্যমে
ঘ. টুইটারের মাধ্যমে

উত্তরঃ গ 

৪। স্থানীয় সমাজের বিভিন্ন উপাদানের মধ্যে রয়েছে-

i. বিজ্ঞান ক্লাব
ii. সংগীত শিক্ষাকেন্দ্র
iii. খেলাধুলার ক্লাব

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii

উত্তরঃ ঘ 

৫। সুস্থ ও রুচিশীল চলচ্চিত্র-

i. আনন্দ দেয়
ii. মূল্যবোধ তৈরি করে
iii. সহমর্মিতাবোধ জাগ্রত করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উত্তরঃ ঘ 

৬। কোন পদ্ধতিতে অনলাইনে ক্রেতা-বিক্রেতার মধ্যে পণ্য লেনদেন করা যায়?

ক. ই-কমার্স
খ. ই-মেইল
গ. ফেসবুক
ঘ. টুইটার

উত্তরঃ ক 

৭। আপন সমাজ ও বিশ্ব সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা সৃষ্টির মাধ্যমে মানুষের মনের সংকীর্ণতা দূর করে-

ক. ফেসবুক
খ. চলচ্চিত্র
গ. টেলিভিশন
ঘ. সংবাদপত্র

উত্তরঃ ঘ 

৮। কখন সমবয়সীদের সঙ্গে খেলাধুলার আকর্ষণ অপ্রতিরোধ্য থাকে?

ক. শৈশবে
খ. কৈশোরে
গ. যৌবনে
ঘ. বার্ধক্যে

উত্তরঃ ক 

৯। মা-বাবা অথবা পরিবারের পর শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে-

ক. সমবয়সী সঙ্গী
খ. শিক্ষাপ্রতিষ্ঠান
গ. স্থানীয় সমাজ
ঘ. রাজনৈতিক প্রতিষ্ঠান

১১। ব্যক্তির সুষ্ঠু বিকাশের জন্য প্রয়োজন?

ক. অন্ন
খ. চিকিৎসা
গ. সামাজিকীকরণ
ঘ. চিত্তবিনোদন

উত্তরঃ গ 

১০। প্রতিটি সমাজের রয়েছে-

i. নিয়ম-রীতি
ii. মূল্যবোধ
iii. বিশ্বাস

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উত্তরঃ গ 

১১। ই-মেইল’ কথাটির পূর্ণরূপ-

ক. ইলেকট্রনিক মেইল
খ. ইলেকট্রনিক কমার্স
গ. প্রজেক্ট
ঘ. ইনডোর মেইল

উত্তরঃ ক 

১২। উন্নয়নশীল দেশে সংবাদপত্র-

ক. জনকল্যাণের মাধ্যম
খ. জনশিক্ষার প্রধান মাধ্যম
গ. বয়স্ক শিক্ষার প্রধান মাধ্যম
ঘ. সাধারণ শিক্ষার একটি মাধ্যম

উত্তরঃ খ 

১৩। শিক্ষার্থীরা পরস্পরের সঙ্গে মিলিত হওয়ার মাধ্যমে-

ক. একে অপরকে প্রভাবিত করে
খ. নেতৃত্ব শেখায়
গ. মাদকাসক্ত করে
ঘ. সুকুমার বৃত্তি জাগ্রত করে

উত্তরঃ ক 

১৪। কোনটি বর্তমানে দেশ বা দেশের বাইরে এক মানুষের সঙ্গে অন্য মানুষের যোগাযোগকে সহজ করে দিয়েছে?

ক. স্থানীয় সমাজের বিভিন্ন উপাদান
খ. ইন্টারনেট
গ. গণমাধ্যম
ঘ. সামাজিকীকরণ

উত্তরঃ খ 

১৫। মানুষকে সচেতন ও সংগঠিত করার মাধ্যমে সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কোন প্রতিষ্ঠান?

ক. শিক্ষাপ্রতিষ্ঠান
খ. রাজনৈতিক প্রতিষ্ঠান
গ. ধর্মীয় প্রতিষ্ঠান
ঘ. সামাজিক প্রতিষ্ঠান

উত্তরঃ খ 

১৬। নীলা একটি সাহিত্য সমিতির সদস্য। এর মাধ্যমে তার মধ্যে জেগে ওঠে-

ক. সহমর্মিতা
খ. সচেতনতা
গ. সুকুমার বৃত্তি
ঘ. নেতৃত্ব

উত্তরঃ গ 

১৭। বেতার বা রেডিও যেভাবে মানুষের জীবনে প্রভাব ফেলে-

i. মনের সংকীর্ণতা দূর করে
ii. গণসচেতনতা বৃদ্ধি করে
iii. সংস্কৃতিবোধ সৃষ্টি করে

নিচের কোনটি সঠিক?

ক. i
খ. ii
গ. i ও iii
ঘ. ii ও iii

উত্তরঃ ঘ  

সামাজিকীকরণ ও উন্নয়ন বহুনির্বাচনি প্রশ্নের উত্তর

১৮. উন্নয়নশীল দেশে জনশিক্ষার প্রধান মাধ্যম কোনটি?

ক. রেডিও
খ. সংবাদপত্র
গ. চলচ্চিত্র
ঘ. টেলিভিশন

উত্তরঃ ক 

১৯. সামাজিকীকরণের প্রথম ও প্রধান বাহন হলো

ক. পরিবার
খ. সমাজ
গ. বিদ্যালয়
ঘ. রাষ্ট্র

উত্তরঃ ঘ 

২০. কোনটি অভিভাবকের মনস্তাত্ত্বিক নীতির ওপর প্রতিষ্ঠিত?

ক. মেধা
খ. নেতৃত্ব
গ. বিজ্ঞানের উদ্যোগ
ঘ. সহনশীলতা

উত্তরঃ গ 

২১. ব্যক্তির সুষ্ঠু বিকাশের জন্য কী প্রয়োজন?

ক. সৌন্দর্যবোধ
খ. সম্পদ
গ. সুস্থ পরিবেশ
ঘ. সামাজিকীকরণ

উত্তরঃ ঘ 

২২. ইন্টারনেট ব্যবহারকারীরা

i. সাম্প্রতিক ঘটনা জানবে
ii. জ্ঞান অন্বেষণ করতে পারবে
iii. প্রযুক্তি জ্ঞানসম্পন্ন হবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii
খ. iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উত্তরঃ ঘ 

২৩. মিলন ইন্টারনেটে বিজ্ঞাপন দেখে অনলাইনে একটি মোবাইল ক্রয় করে। এটি তথ্যপ্রযুক্তির কোন দিক?

ক. ই-মেইল
খ. ই-কমার্স
গ. জোপির
ঘ. স্কাইপি

উত্তরঃ খ 

২৪. সামাজিকীকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে ব্যক্তি

i. সমাজের নিয়মরীতি পালনে উপযোগী হয়ে গড়ে ওঠে
ii. প্রত্যাশিত আচরণের উপযোগী হয়ে গড়ে ওঠে
iii. সুনাগরিক হয়ে গড়ে ওঠে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii
খ. ii
গ. i ও iii
ঘ. i, ii ও iii

উত্তরঃ ক 

২৫. সামাজিকীকরণ প্রক্রিয়ায় ব্যক্তি কীভাবে নিজের উন্নয়ন ঘটায়?

ক. সমাজের নিয়মনীতির দ্বারা
খ. ধর্মচর্চার দ্বারা
গ. সংস্কৃতি চর্চার দ্বারা
ঘ. রাজনীতি দ্বারা

উত্তরঃ ক 

২৬. সমাজিকীকরণ প্রক্রিয়া চলতে থাকে-

ক. শৈশব থেকে কৈশোর পর্যন্ত
খ. কৈশোর থেকে যৌবন পর্যন্ত
গ. শৈশব থেকে যৌবন পর্যন্ত
ঘ. শৈশব থেকে মৃত্যু পর্যন্ত

উত্তরঃ ঘ 

২৭. বেতার মানুষের মনে প্রসার ঘটায়

i. পারস্পরিক সহযোগিতা
ii. সংস্কৃতিবোধ
iii. গণসচেতনতা

নিচের কোনটি সঠিক?

ক. i
খ. ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উত্তরঃ গ 

২৮. সামাজিকীকরণ প্রক্রিয়া শুরু হয় কখন?

ক. জন্মের সময়ে
খ. জন্মের পরে
গ. জন্মের আগে
ঘ. মৃত্যুর আগে

উত্তরঃ খ 

২৯. স্থানীয় সমাজের উপাদান কোনটি?

ক. বিজ্ঞান ক্লাব
খ. জাতীয় সংসদ
গ. ইউনিয়ন পরিষদ
ঘ. সিটি করপোরেশন

উত্তরঃ ক 

৩০. কোনটি মানুষের জীবনব্যাপী চলমান প্রক্রিয়া

ক. শিক্ষা
খ. সংস্কৃতি
গ. সামাজিকীকরণ
ঘ. অনুমান

উত্তরঃ গ 

৩১. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে প্রক্রিয়া চলতে থাকে তার নাম

ক. সামাজিকীকরণ
খ. অনুকরণ
গ. অভিভাবন
ঘ. অঙ্গীভূতকরণ

উত্তরঃ ক 

৩২. সহনশীলতা, সহমর্মিতা, সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়

i. সমবয়সী সঙ্গীদের সঙ্গে খেলাধুলার মাধমে
ii. খেলার বন্ধুদের সঙ্গে সদভাব থাকলে
iii. তারা একে অপরের কাছ থেকে শিখে চলে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii
খ. i ও iii
গ. ii
ঘ. i , ii ও iii

উত্তরঃ ক  

শেষ কথা

আশা করছি এই পোস্ট আপনাদের ভাললেগেছে এবং এখান থেকেসামাজিকীকরণ ও উন্নয়ন MCQ প্রশ্ন উত্তর  সংগ্রহ করতে পেরেছেন। এই ওয়েবসাইটে শিক্ষা সংক্রান্ত পোস্ট শেয়ার করা হয়। বিভিন্ন শ্রেণির প্রশ্ন সমাধান ও উত্তর পেতে আমার সাথেই থাকুন।

আরও দেখুনঃ

সামাজিকীকরণ ও উন্নয়ন সৃজনশীল প্রশ্ন ও উত্তর। ৮ম শ্রেণি

সামাজিকীকরণ ও উন্নয়ন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ৮ম শ্রেণি

2 Comments on “সামাজিকীকরণ ও উন্নয়ন MCQ প্রশ্ন উত্তর- ৮ম শ্রেণি”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *