অনলাইনে আইডি কার্ড বের করার নিয়ম আজকের পোস্ট থেকে জানতে পারবেন। আজকের পোস্টে কয়েকটি নিয়ম অনুসরণ করে ভোটার আইডি বের করে দেখানো হয়েছে। আপনার কাছে যে নিয়ম টি সহজ মনে হবে আপনি সেটি ফলো করবেন। কোন ধরনের ঝামেলা বিহীন অনলাইন থেকে বর্তমান সময়ে ভোটার ইয়াদই বা জাতীয় পরিচয়পত্র বের করা যায়। প্রথমে আপনাদের কে দেখানো হবে কিভাবে অনলাইন থেকে ভোটার নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করবেন।
আপনি অনলাইন থেকে আইডি কার্ড বের করার পাশা-পাশি পিডিএফ সংগ্রহ করবেন যেভাবে সেটা এখান থেকে দেখেনিতে পারবেন। পোস্টে নিচের দিকে স্লিপ নাম্বার ও ভোটার নাম্বার দিয়ে মোবাইল বা যেকোনো ডিভাইসে ভোটার কার্ড বের করার নিয়ম টি দেখানো হয়েছে। তাই আজকের পোস্ট টি সম্পূর্ণ পড়ুন এবং আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন। তো চলুন আজকের পোস্ট টি শুরু করা যাক।
আইডি কার্ড বের করতে প্রয়োজনীয় তথ্য
আপনি যদি ভোটার কার্ড বের করতে চান তাহলে অবশ্যই কিছু প্রয়োজনীয় তথ্য বা ডকুমেন্ট লাগবে। আশা করছি এই সব প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো আপনাদের কাছে আছে। আমরা আপনাদের কে কয়েক ভাবে বটার আইডি কার্ড বের করার উপায় দেখাবো। নিচে থেকে সেগুলো দেখেনিন।
- ভোটার নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম
- মোবাইল দিয়ে ভোটার আইডি কার্ড চেক করার উপায়
- ভোটার আইডি কার্ড চেক 2022
অনলাইনে আইডি কার্ড বের করার নিয়ম
অনলাইনে ভোটার কার্ড বের করার জন্য আপনাকে নির্বাচন কমিশন অফিস ওয়েবসাইট ব্যবহার করতে হবে। সেখানে আপনার একটি আকাউন্ট খুলতে হবে। আপনি চাইলে সেখানে নতুন ভোটার স্লিপ বা ভোটার নাম্বার দিয়ে আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র চেক করতে পারবেন। নিচে অনলাইনে আইডি কার্ড বের করার নিয়ম ও উপায় সমূহ দেখেনিন।
১। প্রথমে আপনাকে একটি একাউন্ট খুলতে হবে। আপনারা অনেকে জানেন না কিভাবে একাউন্ট খুলবেন। তাই নিচে আমরা তাদের ওয়েবসাইটে একাউন্ট খুলার নিয়ম দেখিয়েছি।
২। গুগলে nid service লিখে সার্চ করুন এবং নির্বাচন কমিশন অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।
৩। রেজিস্ট্রেশন বাটন এ ক্লিক করুন।
৪। নিচের মত একটি ইন্টারফেস দেখতে পারবেন।
৫। আপনার ভোটার শিল্প নাম্বার বা ফরম নাম্বার দিন।
৬। আপনার জন্ম তারিখটি সঠিক ভাবে লিখুন।
৭। এরপর একটি captcha কোড লিখুন এবং সাবমিট বাটনে ক্লিক করুন।
৮। পরের ধাপে প্রবেশ করুন।
৯। স্থায়ী ঠিকানা এবং অস্থায়ী ঠিকানা প্রদান করুন।
১০। এরপর আপনার জেলা, আপনার থানা, এবং আপনার ইউনিয়ন বাছাই করুন।
১১। আপনার একটি মোবাইল নাম্বার দিন। আপনার উক্ত নাম্বারে একটি কোড পাঠানো হবে। এই কোড দিয়ে একাউন্ট ভেরিফিকেশন সম্পন্ন করুন।
১২। এখন আপনারা ফেস ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে।
১৩। একটি শক্তিশালী password দিন।
উক্ত ধাপ গুলো সম্পূর্ণ করলে আপনার একাউন্ট খুলা শেষ হবে। তাই এগুলো সঠিক ভাবে করুন। এখন আপনারা ভোটার কার্ড বের করুন।
সার্টিফিকেট সংশোধন করার নিয়ম (অনলাইনে সার্টিফিকেট এর ভুল সংশোধন)
ভোটার নাম্বার দিয়ে অনলাইনে আইডি কার্ড বের করার নিয়ম
এখানে আপনাদের কে খুব সহজ পদ্ধতিতে ভোটার নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম দেখানো হয়েছে। আপনার ভোটার কার্ড টি বের করার জন্য আমাদের দেখানো নিয়ম গুলো মনোযোগ দিয়ে অনুসরণ করুন। নিচে নিয়ম গুলো সুন্দর ভাবে উপস্থাপন করে হয়েছে দেখেনিন।
- প্রথমে services.nidw.gov.bd এই লিংকে ক্লিক করুন.
- ভোটার তথ্য পেজে প্রবেশ করলে একটি পেজ দেখতে পাবেন। সেখান থেকে জাতীয় পরিচয় পত্র / ফর্ম নাম্বার টি পূর্ণ করুন।
- আপনার জন্ম তারিখ প্রদান করুন
- ক্যাপচা পুরন করার পর সাবমিট বাটনে ক্লিক করুন।
ভোটার আইডি কার্ড সংগ্রহ অনলাইনে
ভোটার আইডি কার্ড অনলাইন কপি সংগ্রহ করতে আপনার ভোটার তথ্য চেক করবেন। এজন্য আপনার ভোটার স্লিপ নাম্বার টি প্রয়োজন হতে পারে। তারপর services.nidw.gov.bd ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করার পরে বিভিন্ন রকমের ভেরিফিকেশন প্রদান করবেন এবং পাসওয়ার্ড প্রদান করবেন। তাহলে সম্পূর্ণ ভাবে এখানে আপনার একটি আকাউন্ট তৈরি হয়ে যাবে।তারপর আপনার আকাউন্ট এ প্রবেশ করবেন। সেখানে আপনার ভোটার নাম্বার, জন্ম সাল ইত্যাদি প্রদান করবেন। একটি captcha কোড পূর্ণ করে সাবমিট করবেন। এর পর আপনার ভোটার কার্ড এর বিভিন্ন তথ্য পেয়ে যাবেন। তারপর ভোটার কার্ড টি পিডিএফ সংগ্রহ করেনিবেন।
আরও কিছু নিয়ম দেখুন
ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম
প্রথমে আপনার ভোটার কার্ড টি চেক করতে হবে। এটি অনলাইনে আছে কি? সেটা জানতে হবে। কার্ড টি যদি অনলাইনে না থাকে সেক্ষেত্রে আপনার ভোটার কার্ড টি শত বার খুঁজলেও পাবেন না। এজন্য প্রথমে ভোটার কার্ড টি অনলাইন থেকে চেক করেনিন। আপনারা এটি কিভাবে চেক করবে তা না জেনে থাকলে নিচে থেকে নিয়ম গুলো জেনে নিন।
আপনারা অনেক পুরাতন ভোটার আছেন যারা কয়েক বছর আগে ভোটার হয়েছেন। তো আপনারা চাইলে আপনার ভোটার কার্ড টি খুব সহজে চেক করতে পারবেন। আপনি চাইলে আপনার পুরাতন ভোটার কার্ড টি সংশোধন করে আবারো নতুন করে সংগ্রহ করতে পারবেন। তো যারা যারা পুরাতন ভোটার কার্ড চেক করতে চাচ্ছেন তারা অনলাইন থেকে বা মোবাইলে এস এম এস এর মাধ্যমে ন্যাশনাল কার্ড বা জাতীয় পরিচয় পত্র টি চেক করতে পারবেন। নিচে একটি ঠিকানা দেওয়া আছে। এই ঠিকানায় ক্লিক করে আপনার ভোটার আইডি অনলাইন থেকে চেক করুন।
Check Now
ভোটার নাম্বার হারিয়ে গেলে করনীয়
অনেকের কাছে ভোটার নাম্বার টি থাকে না। কেউ বা এটি জানে না বা হারিয়ে ফেলে। কিন্তু আপনি যদি আপনার ভোটার আইডি অনলাইনে বের করতে চচান তাহলে ভোটার নাম্বার টি অবশ্যই প্রয়োজন হবে। ভোটার নাম্বার না পেলে করনিয় কি? তা আপনাদের কে এখানে দেখানো হয়েছে। এজন্য আপনার ভোটার স্লিপ নাম্বার টি অবশ্যই প্রয়োজন হবে। আশা করছি এই স্লিপ টি আপনাদের কাছে আছে। নিচে স্লিপ নাম্বার দিয়ে ভোটার আইডি নাম্বার বের করার পদ্ধতি দেখুন।
০১। গুগল থেকে services.nidw.gov.bd ওয়েবসাইট এ প্রবেশ করুন।
০২। ভোটার তথ্য পেজে গিয়ে স্লিপ নাম্বার এবং জন্মতারিখ প্রদান।
০৩। সাবমিট বাটনে ক্লিক করুন। তাহলে আপনারা ভোটার নাম্বার, এনআইডি নাম্বার ,ভোটার সিরিয়াল নাম্বার দেখতে পারবেন।
ভোটার নাম্বার দিয়ে 2022 সালে আইডি কার্ড বের করার নিয়ম
এখানে ভোটার আইডি কার্ড চেক 2022 যেভাবে চেক করবেন তা জানতে পারবেন। অনেকে ২০২২ সালে কিভাবে ভোটার আইডি বের করবেন তা জানার জন্য গুগলে অনুসন্ধান করতেছেন। আপনারা যারা নতুন ভোটার তারা ২০২২ সালের পদ্ধতি ব্যবহার করে নিজের Nid card বা ভোটার আইডি কার্ড টি চেক করতে পারবেন মোবাইল দিয়ে। আর আপনি যদি পুরাতন ভোটার হয়ে থাকেন তাহলে নতুন করে আপনার ভোটার আইডি টি সগ্রহ করতে পারবেন।
শেষ কথা
আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি পোস্ট টি আপনাদের অনেক ভালোলেগেছে এবং এই পোস্ট থেকে অনলাইনে আইডি কার্ড বের করার নিয়ম জানতে পেরেছেন। এই পোস্ট টি ভালোলেগে থাকলে শেয়ার করতে পারেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন। নিচে আপনাদের জন্য শিক্ষামূলক কিছু পোস্ট দেওয়া আছে দেখেনিতে পারেন। ভালোথাকবেন, সুস্থ থাকবেন।
See More:
ভোটার আইডি কার্ড চেক 2022।। জাতীয় পরিচয়পত্র বের করার নিয়ম
অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম ২০২২ ।মোবাইল দিয়ে কাটুন টিকেট
মোবাইল দিয়ে ভোটার আইডি কার্ড চেক করার উপায়
সার্টিফিকেট সংশোধন করার নিয়ম (অনলাইনে সার্টিফিকেট এর ভুল সংশোধন)