কপোতাক্ষ নদ কবিতার বহুনির্বাচনী প্রশ্ন উত্তর সংগ্রহ করতে এই পোস্ট টি পড়ুন। কবির মন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কপােতাক্ষের তীরে ফিরে আসার জন্য ব্যাকুল হয়ে ওঠে। কবি বহু দেশ ভ্রমণ করে, বহু নদ-নদীর জলে নৌকা ভাসিয়ে, জলে পিপাসা মিটিয়েও দুগ্ধ-স্রোতােরূপী কপােতাক্ষের জলের সেই স্বাদ পাননি। কারণ জন্মভূমির এই নদ যেন মায়ের স্নেহভােরে তাকে বেঁধেছে। কিছুতেই তিনি তাকে ভুলতে পারেন না। তার মনে সন্দেহ জাগে। এই নদের দেখা কি তিনি আর পাবেন? তাই তিনি প্রিয় নদের কাছে মিনতি করে বলেন- যদি কোনােদিন তিনি কপােতাক্ষের তীরে আর ফিরে যেতে নাও পারেন।
কপোতাক্ষ নদ কবিতার বহুনির্বাচনী প্রশ্ন
এই কবিতার অনেক গুলো বহুনির্বাচনি প্রশ্ন আছে। যেগুলো পাঠ্য বইয়ে দেওয়া নেই। এই প্রশ্ন গুলো অনুশীলনের মাধ্যমে বিভিন্ন বোর্ড প্রশ্নের বহুনির্বাচনি সম্পর্কে জানতে পারবেন। নিচের দিকে কপোতাক্ষ নদ কবিতার বহুনির্বাচনী প্রশ্ন উত্তর দেওয়া আছে। বহুনির্বাচনি প্রশ্ন গুলো পড়ুন অথবা পিডিএফ সংগ্রহ করে রাখুন।
১. মাইকেল মধুসূদন দত্ত রচিত নাটক কোনটি?
ক. ব্রজাঙ্গনা
খ. পদ্মাবতী
গ. বুড় সালিকের ঘাড়ে রোঁ
ঘ তিলোত্তমাসম্ভব
উত্তরঃ খ
২. কপোতাক্ষ নদ মধুসূদন দত্তের কী মেটায়?
ক. অর্থের চাহিদা
খ. জলের তৃষ্ণা
গ. পুষ্টির চাহিদা
ঘ. স্নেহের তৃষ্ণা
উত্তরঃ ঘ
৩. কপোতাক্ষের কলকল শব্দ কিসের মতো?
ক. নিশার স্বপনের মতো
খ. মায়া-মন্ত্রধ্বনির মতো
গ. অমিত্রাক্ষর ছন্দের মতো
ঘ. ভ্রান্তির ছলনের মতো
উত্তরঃ খ
৪. কোনটি মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি?
ক. দিবারাত্রির কাব্য
খ. মেঘনাদবধ কাব্য
গ. দুঃখী জননীর কাব্য
ঘ. ত্রয়োদশপদী কাব্য
উত্তরঃ খ
৫. ‘কৃষ্ণকুমারী’ মাইকেল মধুসূদন দত্তের কী ধরনের রচনা?
ক. কাব্য
খ. উপন্যাস
গ. প্রহসন
ঘ নাটক
উত্তরঃ ঘ
৬. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় ‘প্রজা’ বলা হয়েছে কাকে?
ক. কবিকে
খ. সাগরকে
গ. বাংলার মানুষকে
ঘ. কপোতাক্ষ নদকে
উত্তরঃ ঘ
৭. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কপোতাক্ষ নদ প্রজারূপে কাকে বারিরূপ কর দিতে যায়?
ক. কবিকে
খ. বাংলার মানুষকে
গ. সাগরকে
ঘ. হ্রদকে
উত্তরঃ গ
৮. বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. জীবনানন্দ দাশ
ঘ ভারতচন্দ্র রায়গুণাকর
উত্তরঃ ক
৯. বাংলা কাব্যে ‘সনেট’ প্রবর্তন করেন কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. জীবনানন্দ দাশ
গ. মাইকেল মধুসূদন দত্ত
ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তরঃ গ
১০. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবির সংশয় প্রকাশিত হয়েছে কোন বিষয়ে?
ক. বেঁচে থাকার বিষয়ে
খ. সাহিত্যচর্চার বিষয়ে
গ. স্বদেশে ফেরার বিষয়ে
ঘ. দেশপ্রেমের বিষয়ে
উত্তরঃ গ
১১. মাইকেল মধুসূদন দত্ত কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
ক. ১৮৪৩ খ্রিষ্টাব্দে
খ. ১৮৫৩ খ্রিষ্টাব্দে
গ. ১৮৬৩ খ্রিষ্টাব্দে
ঘ. ১৮৭৩ খ্রিষ্টাব্দে
উত্তরঃ ঘ
বহুনির্বাচনী প্রশ্ন
১২. মাইকেল মধুসূদন দত্তের সর্বদা কার কথা মনে পড়ে?
ক. মায়ের কথা
খ. কপোতাক্ষ নদের কথা
গ. সন্তানের কথা
ঘ. পিতার কথা
উত্তরঃ খ
১৩. মাইকেল মধুসূদন দত্ত সর্বদা কিসের কলকল ধ্বনি শুনতে পান?
ক. স্বদেশের নদের স্রোতধারার
খ. স্বদেশের দিঘির স্রোতধারার
গ. বিদেশের নদীর স্রোতধারার
ঘ. বিদেশের সমুদ্রের স্রোতধারার
উত্তরঃ ক
১৪. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কপোতাক্ষকে কী বলা হয়েছে?
ক. গরল স্রোতোরূপী
খ. অমৃত স্রোতোরূপী
গ. দুগ্ধ স্রোতোরূপী
ঘ. মধুস্রোতোরূপী
উত্তরঃ গ
১৫. কপোতাক্ষ নদ সাগরকে কর হিসেবে কী দেয়?
ক. জল
খ. দুগ্ধ
গ. মধু
ঘ. গরল
উত্তরঃ ক
১৬. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবির কেমন মনোভাব প্রকাশিত হয়েছে?
ক. হতাশার মনোভাব
খ. স্বদেশপ্রেমের অনুভূতি
গ. তীব্র অভিমান
ঘ. প্রবল প্রতিবাদ
উত্তরঃ খ
১৭. কোনটি মাইকেল মধুসূদন দত্তের লেখা প্রহসন?
ক. তিলোত্তমাসম্ভব কাব্য
খ. একেই কি বলে সভ্যতা
গ. কৃষ্ণকুমারী
ঘ. শর্মিষ্ঠা
উত্তরঃ খ
১৮. কপোতাক্ষ নদের কাছে মধুসূদন দত্তের মিনতি কী? উ
ক. তাঁকে যেন মনে রাখে
খ. সাগরে যেন না মেশে
গ. তাঁকে যেন ভুলে যায়
ঘ. স্বপ্নে যেন দেখা দেয়
ত্তরঃ ক
১৯. ‘সতত’ শব্দের অর্থ কী?
ক. নিষ্ঠার সাথে
খ. সর্বদা
গ. সত্যবাদিতা
ঘ. সুন্দরের ভাব
উত্তরঃ খ
২০. ‘একান্ত নিরিবিলিতে’ বোঝাতে ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কোন শব্দটি ব্যবহৃত হয়েছে?
ক. সতত
খ. বিরলে
গ. সখে
ঘ. বঙ্গজ
উত্তরঃ খ
২১. কোনটি মধুসূদন দত্ত ভ্রান্তির ছলনে শোনেন?
ক. ছুটে যাওয়া ট্রেনের ধ্বনি
খ. কপোতাক্ষের স্রোতধ্বনি
গ. শিশুদের আনন্দধ্বনি
ঘ. ঢোলের বাদ্যধ্বনি
উত্তরঃ খ
২২. মধুসূদন দত্ত বঙ্গের সংগীতে কার নাম স্মরণ করেন?
ক. সাগরদাঁড়ির নাম
খ. মায়ের নাম
গ. কপোতাক্ষ নদের নাম
ঘ. গুরুর নাম
উত্তরঃ গ
২৩. মধুসূদন দত্ত কপোতাক্ষ নদের নাম কেমন করে স্মরণ করেন?
ক. গভীর আবেগময়তায়
খ. প্রবল বিতৃষ্ণায়
গ. ভ্রান্তির ছলনায়
ঘ. প্রচণ্ড উদাসীনতায়
উত্তরঃ ক
২৪. মধুসূদন দত্ত মাতৃদুগ্ধের সাথে কোনটিকে তুলনা করেছেন?
ক. প্রবাসজীবনকে
খ. কপোতাক্ষের জলকে
গ. স্বদেশের স্মৃতিকে
ঘ. নিশার স্বপনকে
উত্তরঃ খ
কপোতাক্ষ নদ কবিতার MCQ
এখানে কপোতাক্ষ নদ কবিতার mcq প্রশ্ন উত্তর দেওয়া আছে। এই mcq গুলো খুব গুরুত্বপূর্ণ, তাই আপনাদের সাথে শেয়ার করেছি। নিচে থেকে mcq প্রশ্নের উত্তর পড়ে নিন।
৩৫. মধুসূদন দত্তের চোখে সাগর ও কপোতাক্ষ নদের মধ্যকার সম্পর্ক কীরূপ?
ক. রাজা-প্রজা
খ. ভাই-বোন
গ. মা-সন্তান
ঘ. স্বামী-স্ত্রী
উত্তরঃ ক
৩৬. মধুসূদন দত্ত একান্ত নিরিবিলিতে কার কথা স্মরণ করেন?
ক. মৃত স্ত্রীর কথা
খ. সাগরদাঁড়ির কথা
গ. কপোতাক্ষ নদের কথা
ঘ. ভার্সাই নগরীর কথা
উত্তরঃ গ
৩৭. মধুসূদন দত্ত কীভাবে তাঁর কান জুড়ান?
ক. কপোতাক্ষ নদের স্রোতধ্বনি কল্পনা করে
খ. কপোতাক্ষ নদের গান শুনে
গ. বিভিন্ন নদ-নদীর স্রোতধ্বনি শুনে
ঘ. নিজের রচিত গান অন্যের কণ্ঠে শুনে
উত্তরঃ ক
৩৮. মধুসূদন দত্ত কপোতাক্ষ নদকে তাঁর কথা কাদের কাছে পৌঁছে দিতে বলেছেন?
ক. তাঁর পরিজনদের কাছে
খ. বঙ্গজ জনদের কাছে
গ. প্রবাসী বন্ধুদের কাছে
ঘ. রাজরূপ সাগরের কাছে
উত্তরঃ খ
৩৯. মধুসূদন দত্ত কোন ভাষায় কপোতাক্ষ নদের বন্দনা করেন?
ক. বাংলা ভাষায়
খ. ইংরেজি ভাষায়
গ. সংস্কৃত ভাষায়
ঘ. ফরাসি ভাষায়
উত্তরঃ ক
৪০. ‘Sonnet’ অর্থ কী?
ক. অমিত্রাক্ষর ছন্দ
খ. গদ্যছন্দ
গ. চতুর্দশপদী কবিতা
ঘ. মহাকাব্য
উত্তরঃ গ
৪১. ‘Sonnet’-কয়টি চরণের সমন্বয়ে রচিত হয়?
ক. ছয়টি
খ. আটটি
গ. দশটি
ঘ. চৌদ্দটি
উত্তরঃ ঘ
৪২. চতুদর্শপদী কবিতার প্রথম আট চরণকে কী বলে?
ক. Octave
খ. Octacore
গ. Octa
ঘ. Octit
উত্তরঃ ক
৪৩. ‘Sestet’-এ কয় চরণের একটি স্তবক থাকে? উ
ক. চার
খ. ছয়
গ. আট
ঘ. দশ
ত্তরঃ খ
৪৪. চতুর্দশপদী কবিতার অষ্টকে কী থাকে?
ক. ভাবের পরিণতি
খ. ভাবের প্রবর্তনা
গ. ভাবের সংগতি
ঘ. ভাবের অসংগতি
উত্তরঃ খ
৪৫. চতুর্দশপদী কবিতার ষষ্টকে কী থাকে?
ক. ভাবের প্রবর্তনা
খ. ভাবের প্রবাহ
গ. ভাবের বিস্তার
ঘ. ভাবের পরিণতি
উত্তরঃ ঘ
MCQ প্রশ্ন
৪৬. ‘কপোতক্ষ নদ’ কী ধরনের কবিতা?
ক. মহাকাব্য
খ চতুর্দশপদী
গ. রম্য
ঘ. গদ্যধর্মী
উত্তরঃ খ
৪৭. আঙ্গিক বিবেচনায় ‘কপোতাক্ষ নদ’- কে কী বলা যায়?
ক. Tragedy
খ. Sonnet
গ. Force
ঘ. Epic
উত্তরঃ ক
৪৯. ‘কপোতাক্ষ নদ’ কবিতার ষষ্টকের অন্ত্যমিল কীরূপ?
ক. ঘঙচ ঘঙচ
খ. ঘঙ ঘঙ চচ
গ. গঘগঘগঘ
ঘ. গঘঙ গঘঙ
উত্তরঃ গ
৫০. ‘কপোতাক্ষ নদ’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
ক. শর্মিষ্ঠা
খ. বীরাঙ্গনা কাব্য
গ. চতুর্দশপদী কবিতাবলি
ঘ. ব্রজাঙ্গনা কাব্য
উত্তরঃ গ
৫১. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবির কী প্রকাশিত হয়েছে?
ক. প্রকৃতিপ্রেম
খ. স্মৃতিকাতরতা
গ. উদাসীনতা
ঘ. ভ্রমণপ্রিয়তা
উত্তরঃ খ
৫২. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় স্মৃতিকাতরতার আবরণে কী লুকিয়ে রয়েছে?
ক. দেশপ্রেম
খ. প্রকৃতিপ্রেম
গ. সাহিত্যপ্রীতি
ঘ. মাতৃপ্রেম
উত্তরঃ ক
৫৩. সাগরদাঁড়ি গ্রামটি কোনটির তীরে অবস্থিত?
ক. ব্রহ্মপুত্র নদ
খ. কপোতাক্ষ নদ
গ. যমুনা নদী
ঘ. মধুমতি নদী
উত্তরঃ খ
৫৪. কোন স্মৃতিকে অবলম্বন করে মধুসূদন দত্ত ‘কপোতাক্ষ নদ’ কবিতাটি রচনা করেছেন?
ক. শৈশব-কৈশোরের স্মৃতি
খ. প্রবাসজীবনের স্মৃতি
গ. যৌবনের স্মৃতি
ঘ. কারারুদ্ধ জীবনের স্মৃতি
উত্তরঃ ক
৫৫. কপোতাক্ষ নদ মধুসূদন দত্তের কাছে কার মতো?
ক. মায়ের মতো
খ. বাবার মতো
গ. শিক্ষকের মতো
ঘ. রানির মতো
উত্তরঃ ক
শেষ কথা
আশা করছি এই পোস্ট টি আপনাদের অনেক ভাললেগেছে। এই পোস্ট টি ভালোলেগে থাকলে শেয়ার করতে পারেন। আশা করছি এই পোস্ট থেকে কপোতাক্ষ নদ কবিতার বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর পিডিএফ সংগ্রহ করতে পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন। আজকের মতো এখানেই শেষ। ভালোথাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আরও দেখুনঃ
কপোতাক্ষ নদ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পিডিএফ
কপোতাক্ষ নদ কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর পিডিএফ
বঙ্গবাণী কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর Pdf File সংগ্রহ
কপোতাক্ষ নদ কবিতা- মাইকেল মধুসূদন দত্ত বাংলা পদ্য
বঙ্গবাণী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর