এই পোস্টে জুতা আবিষ্কার কবিতার জ্ঞানমূলক প্রশ্ন উত্তর দেওয়া আছে। মানুষের মনে হঠাৎ করেই কোনাে একটি চিন্তার উদয় হয়। মানুষ তা নিয়ে রাত-দিন ভাবে। রাজা হবুর মনেও তেমন একটি চিন্তার উদয় হয়। তিনি তার মন্ত্রী গােবুরায়কে ডেকে সে কথা বলেন। তিনি মন্ত্রীকে বলেন, রাজসভার সবাই শুধু শুধু বেতন নেয়, কোনাে কাজের দিকে তাদের নজর নেই।
রাজা সারা রাত ধরে ভেবেছেন যদি সবাই রাজার কাজের দিকে দৃষ্টি দিত তাহলে ধরণির মাঝে পা ফেলা মাত্র তার পায়ে মলিন ধুলা লাগত না। রাজা হবু তার রাজ্যের মালিক। আমার মাটি বলে তিনি তার রাজ্যের মাটিকে বুঝিয়েছেন। ধরণির মাঝে রাজা পা দিলে এ মাটিতে তার পা নােংরা হয় । রাজা এ অনাসৃষ্টির প্রতিকার করতে বলেন মন্ত্রীকে। যদি তা মন্ত্রী বা সভাসদরা করতে ব্যর্থ হন তবে রাজা কাউকেই ক্ষমা করবেন না, সবাইকে শাস্তি দেবেন।
জুতা আবিষ্কার কবিতার জ্ঞানমূলক প্রশ্ন
এখানে জুতা আবিষ্কার কবিতার জ্ঞানমূলক প্রশ্ন উত্তর দেওয়া আছে। এই প্রশ্ন গুলো অনুশীলনের মাধ্যমে সৃজনশীল প্রশ্নের ক ন্মবার সম্পর্কে জানতে পারবেন। নিচে থেকে জ্ঞানমূলক প্রশ্নের উত্তর পড়ুন অথবা পিডিএফ সংগ্রহ করে রাখুন।
১। কত পিপে নস্য ফুরিয়ে গেল?
উত্তর : উনিশ পিপে নস্য ফুরিয়ে গেল ।
২। সারা রাজ্য কিসে পরিপূর্ণ হয়ে যায়?
উত্তর : সারা রাজ্য ধুলায় পরিপূর্ণ হয়ে যায়।
৩। ধুলার মাঝে নগর কী হলাে?
উত্তর : ধুলার মাঝে নগর উহ্য হলাে ।
৪। চর্মকার রাজার পদযুগল কী দিয়ে ঢেকে দেন?
উত্তর : চর্মকার রাজার পদযুগল চামড়া দিয়ে ঢেকে দেন।
৫। চর্মকার কার বুদ্ধিতে রাজার পদযুগল চামড়া দিয়ে ঢেকে দেন?
উত্তর : চর্মকার নিজ বুদ্ধিতে রাজার পদযুগল চামড়া দিয়ে ঢেকে দেন।
৬। ‘কিস্তি’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘কিস্তি’ শব্দের অর্থ হলাে নৌকা বা জাহাজ।
৭। কার আদেশ মানতে গিয়ে সভাসদ কোনাে উপায় খুঁজে পান না?
উত্তর : রাজার আদেশ মানতে গিয়ে সভাসদ কোনাে উপায় খুঁজে পান না।
৮। রাজার মতে কোথায় অনাসৃষ্টি হয়েছে?
উত্তর : রাজার মতে তার রাজ্যে অনাসৃষ্টি হয়েছে।প্রশ্ন ১৮। রাজার কথাগুলাে কে শুনেছিলেন?
৯। রাজার কথাগুলাে শুনে কে ভেবে খুন হন?
উত্তর : রাজার কথাগুলাে শুনে মন্ত্রী গােবুরায় ভেবে খুন হন।
১০। অশ্রুজলে কার দাড়ি ভাসে?
উত্তর : অশ্রুজলে মন্ত্রীর পাকা দাড়ি ভাসে।
১১। কার কথা শুনে গােবুরায় আঁধার দেখেন?
উত্তর : রাজা হবুর কথা শুনে গােবুরায় আঁধার দেখেন।
১২। ‘জুতা-আবিষ্কার’ কবিতায় কাদের মুখ চুন হলাে?
উত্তর : জুতা-আবিষ্কার কবিতায় পণ্ডিতদের মুখ চুন হলাে।
১৩। রাজা কতক্ষণ ভাবলেন?
উত্তর : রাজা সারা রাত ভাবলেন।
১৪। রাজার পা কিসের স্পর্শ থেকে মুক্তি পায়?
উত্তর : রাজার পা ধুলার স্পর্শ থেকে মুক্তি পায়।
১৫। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম কাব্যগ্রন্থ হলাে ‘বনফুল’।
১৬। রাজা ধরণি-মাঝে চরণ-ফেলা মাত্র কেমন ধুলা পায়ে লাগার কথা বলেছেন?
উত্তর : মলিন ধুলা।
জুতা আবিষ্কার কবিতার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১৭। ‘জুতা-আবিষ্কার’ কবিতায় বর্ণিত রাজার নাম কী?
উত্তর : ‘জুতা-আবিষ্কার’ কবিতায় বর্ণিত রাজার নাম হবু।
১৮। ধুলার বেগে কারা কেশে মরে?
উত্তর : ধুলার বেগে রাজ্যের লােকেরা কেশে মরে।
১৯। জুতা-আবিষ্কার কবিতায় কত লাখ ভিস্তির কথা উল্লেখ আছে?
উত্তর : ‘জুতা-আবিষ্কার’ কবিতায় একুশ লাখ ভিস্তির কথা উল্লেখ আছে।
২০। ‘চামার’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘চামার’ শব্দের অর্থ চর্মকার।
২১। জুতা-আবিষ্কার কবিতাটি কার লেখা?
উত্তর : ‘জুতা-আবিষ্কার’ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ।
২২। রাজার পা দুটি কী থেকে মুক্ত করার কথা কবিতায় আছে?
উত্তর : রাজার পা দুটি ধুলা থেকে মুক্ত করার কথা কবিতায় আছে।
২৩। কত পিপে নস্য ফুরিয়ে গেল?
উত্তর : উনিশ পিপে নস্য ফুরিয়ে গেল ।
২৪। ধুলার মেঘে কী ঢাকা পড়ল?
উত্তর : ধুলার মেঘে সূর্য ঢাকা পড়ল।
২৫। জলের জীব কী বিনা মরল?
উত্তর : জলের জীব জল বিনা মরল।
২৬। সবাইকে কে গাধা বলেছিলেন?
উত্তর : রাজা হবু সবাইকে গাধা বলেছিলেন।
২৭। ‘চরণ’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘চরণ’ শব্দের অর্থ পা।
২৮। কে রাজ্য থেকে ধুলাবালি দূর করার নির্দেশ দেন?
উত্তর : রাজা হবু রাজ্য থেকে ধুলাবালি দূর করার নির্দেশ দেন।
২৯। কার কথা শুনে গােবুরায় আঁধার দেখেন?
উত্তর : রাজা হবুর কথা শুনে গােবুরায় আঁধার দেখেন।
৩০। ‘মাহিনা’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘মাহিনা’ শব্দের অর্থ পারিশ্রমিক।
জুতা আবিষ্কার কবিতার অনুধাবনমূলক প্রশ্নের উত্তর
অনুধাবনমূলক প্রশ্ন থেকে সৃজনশীল প্রশ্নের ক নাম্বার তৈরি করা হয়। তাই জ্ঞানমূলক প্রশ্নের পাশা-পাশি অনুধাবনমূলক প্রশ্নের উত্তর পড়া অনেক গুরুত্বপূর্ণ। তাই আপনাদের জন্য নিচে কয়েকটি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর শেয়ার করেছি।
১। নহিলে কারাে রক্ষা নাহি আর’- রাজা এ কথাটি কেন বলেছেন? ব্যাখ্যা কর।
উত্তর : রাজ্য থেকে ধুলা তাড়াতে না পারলে রাজা সবাইকে শাস্তি দেবেন একথা বােঝাতেই রাজা প্রশ্নোক্ত কথাটি বলেছেন।
সবাই পায়ে ধুলা লাগায় বিষয়টি রাজা সারা রাত ভেবেছেন। রাজার মন্ত্রীদের সে বিষয়ে কোনাে দৃষ্টিপাত নেই। এ কারণে রাজা তাদের ওপর খুবই বিরক্ত। তার নিজের দেশের মাটি পা নােংরা করবে বিষয়টি রাজার কাছে অনাসৃষ্টি বলে মনে হয়। আর এ অনাসৃষ্টি দূর করার জন্য জোরালােভাবে নির্দেশ দিতেই রাজা প্রশ্নোক্ত কথাটি বলেছেন।
২। সব কাজ ছেড়ে সবাই ছুটছিল কেন? বুঝিয়ে লেখ।
উত্তর : যােগ্য চামারের খোঁজে সব কাজ ছেড়ে সবাই ছুটছিল।রাজার পায়ে ধুলা লাগায় রাজার মন বড়ই চিন্তিত। রাজার কড়া নির্দেশে মন্ত্রীরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেও সেগুলাে ব্যর্থ হলে সবাই চিন্তায় পড়ে যায়। রাজার চিন্তা দূর করার জন্য সমস্ত রাজ্য চামড়া দিয়ে মুড়িয়ে দেওয়ার প্রস্তাব আসে। এজন্য যােগ্য মুচির খুব প্রয়ােজন। তাই রাজার আদেশ মানতে যােগ্য মুচির খােজে সব কাজ ছেড়ে সবাই ছুটছিল ।
৩। রাজা কিসের প্রতিকার করতে বলেছেন? বুঝিয়ে লেখ।
উত্তর : রাজার পায়ে ধুলা লাগে– রাজা এই বিষয়টির প্রতিকার করতে বলেছেন।
রাজা সারা রাত ভেবেচিন্তে মন্ত্রীকে বলেন যে, রাজ্যে চলাফেরা করার সময় তার পায়ে ধুলা লাগে। এটা তার ভালাে লাগে না। কারণ তিনি রাজা। তার পায়ে ধুলাে লাগবে এটা হতে পারে না। রাজার পায়ে ধুলা লাগবে রাজা এটা মেনে নিতে চাইলেন না। নিজের পায়ে ধুলা যেন না লাগে মন্ত্রীকে ডেকে রাজা সে ব্যবস্থা করতে বলেন। যদি তারা তা করতে না পারে তাহলে কড়া শাস্তির ব্যবস্থা রয়েছে বলে তিনি তাদের জানিয়ে দিলেন। রাজ্য থেকে ধুলা সরানাের ব্যবস্থা করতে বলেন রাজা।
৪। ‘নদীর জলে নাহিকো চলে কিস্তি’- চরণটি দ্বারা কী বােঝানাে হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর : নদীর পানি শেষ হয়ে যাওয়ায় সেখানে আর নৌকা চলতে পারে না। প্রশ্নোক্ত লাইনটির মাধ্যমে এই বিষয়টিই বােঝানাে হয়েছে।
সবাই মিলে ঝাটা দিয়ে রাজ্যের ধুলা দূর করার কাজে লেগে যায়। এতে সমস্ত রাজ্য ধুলায় ভরে ওঠে। তখন ধুলা কমাতে একুশ লাখ ভিস্তি ব্যবহার করা হয় পানি ছিটানাের জন্য। শুকিয়ে যায় নদী, পুকুর ও বিলের সমস্ত পানি, তখন শুধু কাদা থাকে। আর নদীর পানি শুকিয়ে যায় বলে নদীতে নৌকা চলতে পারে না। প্রশ্নোক্ত কথা দ্বারা এ বিষয়টি বােঝানাে হয়েছে
শেষ কথা
এই পোস্ট টি ভালোলেগে থাকলে শেয়ার করতে পারেন। আশা করছি এই পোস্ট টি আপনাদের অনেক ভাললেগেছে। আশা করছি এই পোস্ট থেকে জুতা আবিষ্কার কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পিডিএফ সংগ্রহ করতে পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন। ভালোথাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আরও দেখুনঃ
জুতা আবিষ্কার কবিতার mcq প্রশ্নের উত্তর পিডিএফ
জুতা আবিষ্কার কবিতার সৃজনশীল প্রশ্নের উত্তর
বাংলা কবিতা জুতা আবিষ্কার-রবীন্দ্রনাথ ঠাকুর
প্রাণ কবিতার বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর বাংলা ১ম পত্র এস এস সি
প্রাণ কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর এস এস সি
জীবন সঙ্গীত কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর-PDF