প্রতিটি জীবের দেহ কোষ দিয়ে গঠিত। এককোষী জীবগুলো কোষ বিভাজনের দ্বারা একটি থেকে দুটি, দুটি থেকে চারটি কোষে বিভক্ত হয় এবং এভাবে বংশবৃদ্ধি করে। বহুকোষী জীবের দেহকোষের সংখ্যা বৃদ্ধি হয়ে জীবদেহের সামগ্রিক বৃদ্ধি ঘটে। ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর বহুকোষী জীবের জীবন শুরু হয় একটি মাত্র কোষ থেকে। নিষিক্ত ডিম্বাণু অর্থাৎ এককোষী জাইগোট ক্রমাগত বিভাজিত হয়ে সৃষ্টি করে লক্ষ লক্ষ কোষ দিয়ে গঠিত বিশাল দেহ। এই পোস্টে জীবের বৃদ্ধি ও বংশগতি MCQ প্রশ্ন ও উত্তর গুলো শেয়ার করা হয়েছে। এই অধ্যায়ের সকল বহুনির্বাচনি প্রশ্ন জানতে সম্পূর্ণ পোস্ট পড়ুন।
জীবের বৃদ্ধি ও বংশগতি MCQ
জীবের বৃদ্ধি ও বংশগতি অধ্যায় টি খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে অনেক সময় MCQ প্রশ্ন দেওয়া হয়। তাই আপনারা জীবের বৃদ্ধি ও বংশগতি MCQ প্রশ্ন গুলো পড়ে নিবেন। মূল বইয়ে এই MCQ প্রশ্ন দেওয়া নেই।
১. মাইটোসিস বিভাজন কয় পর্যায়ে সম্পন্ন হয়?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
উত্তর: (ক)
২. কোন ধাপে ক্যারিওকাইনেসিসের সমাপ্তি ঘটে?
ক) টেলোফেজ
খ) অ্যানাফেজ
গ) প্রো-মেটাফেজ
ঘ) মেটাফেজ
উত্তর: (ক)
৩. এককোষী জীব-
i. মাইটোসিস প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে
ii. অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে
iii. ঈস্ট, ছত্রাক, অ্যামিবা, ব্যাকটেরিয়া
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: (গ)
৪. মাইটোসিসের কোন পর্যায়ে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়অর দুই ভাগে বিভক্ত হয়?
ক) প্রোফেজ
খ) প্রো-মেটাফেজ
গ) মেটাফেজ
ঘ) আনাফেজ
উত্তর: (ঘ)
৫. মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘ ধাপ কোনটি?
ক) প্রোফেজ
খ) মেটাফেজ
গ) অ্যানাফেজ
ঘ) টেলোফেজ
উত্তর: (ক)
৬. মাইটোসিস বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো ও মোটা হয়?
ক) প্রোফেজ
খ) প্রোমেটাফেজ
গ) মেটাফেজ
ঘ) অ্যানাফেজ
উত্তর: (গ)
৭. নিচের কোনটি ক্রোমোজোমের অংশ?
ক) কোষ প্লেট
খ) সেন্ট্রোমিয়ার
গ) স্পিন্ডল তন্তু
ঘ) সেন্ট্রিওল
উত্তর: (খ)
৮. কোনটি মাইটোসিস বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ?
ক) প্রোফেজ
খ) মেটাফেজ
গ) অ্যানাফেজ
ঘ) টেলোফেজ
উত্তর: (ক)
৯. মাতৃকোষের ক্রোমাসোম সংখ্যা অর্ধেক হয়ে যায় কোন বিভাজনের মাধ্যমে?
ক) অ্যামাইটোসিস
খ) মাইটোসিস
গ) মিয়োসিস
ঘ) দ্বিবিভাজন
উত্তর: (গ)
১০. প্রাণিদেহে মিয়োসিস ঘটে-
i. শুক্রাশয়ের মধ্যে
ii. ডিম্বাশয়েল মধ্যে
iii. ডিম্বাণুর মধ্যে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
উত্তর: (ক)
১১. ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর বহুকোষী জীবদের জীবন শুরু হয় কয়টি কোষ দিয়ে?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
উত্তর: (খ)
১২. কোনটি ক্রমাগত বিভাজনের মাধ্যমে বিশাল দেহ সৃষ্টি করে?
ক) ক্রোমোজোম
খ) জাইগোট
গ) ডিএনএ
ঘ) আরএনএ
উত্তর: (খ)
৪২. মিয়োসিস বিভাজনের সময় কোষ পরপর কয়বার বিভাজিত হয়?
ক) ৪ বার
খ) ৩ বার
গ) ২ বার
ঘ) ৫বার
উত্তর: (গ)
১৩. ক্রোমোজোম থেকে উদ্ভূত ক্রোমাটিডগুলো নিচের কোনটি দ্বারা যুক্ত থাকে?
ক) সেন্ট্রোমিয়ার
খ) সেন্ট্রোস্ফিয়ার
গ) সেন্ট্রোজোম
ঘ) সেন্ট্রোসাইট
উত্তর: (ক)
১৪. মাইটোসিস বিভাজনের সবয়েচে স্বল্পস্থায়ী ধাপ কোনটি?
ক) টেলোফেজ
খ) অ্যানাফেজ
গ) প্রো-মেটাফেজ
ঘ) মেটাফেজ
উত্তর: (গ)
১৫. জিনের রাসায়নিক রূপ-
ক) ক্রোমোজোম
খ) TMV
গ) DNA
ঘ) RNA
উত্তর: (গ)
জীবের বৃদ্ধি ও বংশগতি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
১৬.প্রতিটি জীবের দেহ কী দ্বারা গঠিত?
ক) হাত
খ) ফুসফুস
গ) হৃৎপিন্ড
ঘ) কোষ
উত্তর: (ঘ)
১৭. নিচের কোনটিতে শুধুমাত্র RNA থাকে?
ক) শৈবাল
খ) ছত্রাক
গ) TMV
ঘ) HMV
উত্তর: (গ)
১৮.জীবের জনন ও নিম্নশ্রেণির উদ্ভিদের জাইগোটে কোন ধরনের বিভাজন ঘটে?
ক) মাইটোসিস
খ) মিয়োসিস
গ) অ্যামাইটোসিস
ঘ) বাডিং
উত্তর: (খ)
১৯. মাইটোসিস কোষ বিভাজন অপরিহার্য-
i. বৃদ্ধির জন্য
ii. প্রজননের জন্য
iii. অযৌন জননের জন্য
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও iii
ঘ) iii
উত্তর: (গ)
২০. মেটাফেজ ধাপে প্রত্যেক ক্রোমটিড কয়টি করে সেন্ট্রোমিয়ার পায়?
ক) একটি
খ) দুইটি
গ) চারটি
ঘ) একটি না
উত্তর: (ক)
২১. সপুষ্পক উদ্ভিদের মিয়োসিস ঘটে-
i. পরাগধানীতে
ii. দলমন্ডলে
iii. ডিম্বকের মধ্যে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: (ক)
২২.জিনতত্ত্বের জনক কে?
ক) লিনিয়াস
খ) মেন্ডেল
গ) জন রে
ঘ) ডারউইন
উত্তর: (খ)
২৩. বহুকোষী জীবদেরে জীবন কয়টি কোষ থেকে শুরু হয়?
ক) ১টি
খ) ২টি
গ) ২২টি
ঘ) ৪৬টি
উত্তর: (ক)
২৪. ক্রোমোজোমকে বংশগতির ভৌতভিত্তি বলা হয়, কারণ-
i. এটি বংশগতির ধারা অক্ষুণ্ন রাখার জন্য বাহক হিসেবে কাজ করে
ii. এটি জিনকে সরাসরি মাতা-পিতা থেকে বহন করে পরবর্তী বংশধরে নিয়ে যায়
iii. এটি লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে তিনটি ক্রোমাটিড গঠন করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: (ক)
২৫. কোন পর্যায়ে ক্রোমোজোমের বিভাজন হয়?
ক) প্রোফেজ
খ) প্রো-মেটাফেজ
গ) অ্যানাফেজ
ঘ) টেলোফেজ
উত্তর: (গ)
২৬. সাইটোকাইনেসিসে সৃষ্ট কোষপ্লেট পরিবর্তিত ও পরিবর্ধিত হয়ে কী গঠন করে?
ক) কোষগহ্বর
খ) কোষপ্রাচীর
গ) কোষরস
ঘ) কোষ অঙ্গাণু
উত্তর: (খ)
২৭. টেলোফেজ দশাতে নিচের কোনটি সৃষ্টি হয়?
ক) সেন্ট্রিওল
খ) সাইটোকাইনেসিস
গ) ক্রোমাটিড
ঘ) স্পিন্ডল যন্ত্র
উত্তর: (খ)
২৮.মিয়োসিসে নিউক্লিয়াস কতবার বিভাজিত হয়?
ক) ১ বার
খ) ২ বার
গ) ৩ বার
ঘ) ৪ বার
উত্তর: (খ)
২৯. জাইগোট হলো-
i. ডিম্বাণু ও শুক্রাণুর মিলনের ফল
ii. দুটি হ্যাপ্লয়েড কোষের মিলিত অবস্থা
iii. মাইটোসিস বিভাজনের অনন্য বৈশিষ্ট্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: (ক)
৩০. অ্যামাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াসটি কিরূপ আকার ধারণ করে?
ক) ডাম্বেলাকার
খ) ডিম্বাকার
গ) গোলাকার
ঘ) বর্গাকার
উত্তর: (ক)
৮ম শ্রেণি বিজ্ঞান ২য় অধ্যায় MCQ প্রশ্নের উত্তর
- কোন ধরনের বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষটি বিভাজিত হয়ে সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষ সৃষ্টি হয়?
ক) দ্বিবিভাজন
খ) মাইটোসিস
গ) মিয়োসিস
ঘ) অ্যামাইটোসিস
উত্তর: (ক) - মাইটোসিস বিভাজন কয় পর্যায়ে সম্পন্ন হয়?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
উত্তর: (ক) - অ্যামািইটোসিস কোষ বিভাজন সংগটিত হয়-
i. ব্যাকটেরিয়ায়
ii. ছত্রাকে
iii. অ্যামিবায়
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
উত্তর: (ঘ) - ক্রোমাটিডদ্বয় কোথায় যুক্ত থাকে?
ক) বিষুবীয় অঞ্চলে
খ) স্পিন্ডল তন্তুতে
গ) সেন্ট্রোমিয়ারে
ঘ) নিউক্লিয়াসে
উত্তর: (গ) - ক্রোমোজোম নিচের কোন দুটি অংশ নিয়ে গঠিত?
ক) ক্রোমোমিয়ার ও সেন্ট্রোসোম
খ) ক্রোমোটিড ও ম্রোমোমিয়ার
গ) ক্রোমাটিড ও সেন্ট্রোমিয়ার
ঘ) ক্রোমোমিয়ার ও সেন্ট্রোমিয়ার
উত্তর: (গ) - কোনটিকে ইকুয়েশনাল ডিভিশন বলা হয়?
ক) মাইটোসিস
খ) মিয়োসিস
গ) দ্বিবিভাজন
ঘ) অ্যামাইটোসিস
উত্তর: (ক) - কোন ধাপে অপত্য ক্রোমোজোমের সৃষ্টি হয়?
ক) মেটাফেজ
খ) অ্যানাফেজ
গ) প্রোফেজ
ঘ) টেলোফেজ
উত্তর: (খ) - কোনটি এককোষী জীব?
ক) এগারিকাস
খ) কুনোব্যাঙ
গ) ইস্ট
ঘ) মিউকর
উত্তর: (গ) - কোনটি উৎপন্নের সময় মিয়োসিস কোষবিভাজন ঘটে?
ক) দেহ কোষ
খ) জনন কোষ
গ) সেন্ট্রেমিয়ার
ঘ) অপত্য ক্রোমোজোম
উত্তর: (খ) - কোষ বিভাজনের কোন দশায় সাফওয়ানের চোখ পড়েছিল?
ক) প্রোফেজ
খ) প্রোমেটাফেজ
গ) মেটাফেজ
ঘ) অ্যানাফেজ
উত্তর: (গ)
শেষ কথা
এই বহুনির্বাচনি প্রশ্ন গুলো মূল বইয়ের আলোকে তৈরি করা হয়েছে। তাই প্রথমে আপনারা অধ্যায় টি ভালোভাবে রিডিং দিয়ে নিবেন। আসা করছি এই পোস্ট আপনাদের ভাললেগেছে এবং এখান থেকে জীবের বৃদ্ধি ও বংশগতি MCQ প্রশ্ন ও উত্তর সংগ্রহ করতে পেরেছেন। এই রকম শিক্ষাসংক্রান্ত পোস্ট পেতে এই ওয়েবসাইটের সাথেই থাকুন।
আরও দেখুনঃ
জীবের বৃদ্ধি ও বংশগতি অষ্টম শ্রেণি বিজ্ঞান ২য় অধ্যায়
প্রাণী জগতের শ্রেণিবিন্যাস অষ্টম শ্রেণি MCQ প্রশ্নের উত্তর