ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম

ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম

ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম : ওয়াইফাই হলো তার এর পরিবর্তে রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে ইন্টারনেট সেবা প্রদান করার মাধ্যম। কেউ যেন  বিনা অনুমতিতে তার ওয়াইফাই কানেকশন ব্যাবহার করতে না পারে  চাই ব্যক্তিগত ওয়াইফাই ব্যাবহার কারিরা  নিরাপত্তার জন্য পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন।  তাই এই পর্যায়ে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে মোবাইল এবং কম্পিউটার ডিভাইসের মাধ্যমে ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করবেন। 

মোবাইলের মাধ্যমে ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম

মোবাইলে ওয়াইফাই পাসওয়ার্ড বের করার জন্য রুটেড অথবা ননরুটেড যে কোন ডিভাইস ব্যবহার করা যেতে পারে তবে এই পর্যায়ে আমি আপনাদের সাথে ননরুটেড  মোবাইল কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড বের করবেন সেটাই জানাবো। 

এ ক্ষেত্রে শুধুমাত্র নিজের অথবা অন্য কারো মোবাইলে ওয়াইফাই কানেকশন যুক্ত থাকলে এবং তার পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান সেই পাসওয়ার্ড বের করতে পারবেন।  তার জন্য 

  • প্রথমে আপনার মোবাইলের ওয়াইফাই অপশন এ যাবেন। 
  • ডিভাইসে যে ওয়াইফাই টি কানেক্ট করা আছে তার উপরে ট্যাপ করে ধরে রাখুন। 
  • ডিভাইস যদি সর্বশেষ মডেলের হয় তাহলে কিছুক্ষণের মধ্যে একটা কিউআর কোড দেখতে পারবেন। 
  • এই কিউআর কোডটি  স্ক্রিনশট নিয়ে ভালোভাবে ক্রপ করে সেভ করে রাখুন। 
  • ওয়াইফাই পাসওয়ার্ড বের করার জন্য আমরা একটা ওয়েবসাইট ব্যবহার করব। 

 আপনার সেভ করা কিউআর কোড এর মাধ্যমে ওয়াইফাই পাসওয়ার্ড বের করার জন্য প্রথমে এই ওয়েবসাইটে যাবেন।  এবং  ওয়েবসাইটে ঢুকে প্রথমেই ফাইল আপলোড করার একটা অপশন পাবেন সেখানে  choose File এ  ক্লিক করে আপনার সেভ করা স্ক্রিনশটটি আপলোড করে দিন।

এভাবে ফাইল সিলেক্ট করার পর আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন।  এবং সাবমিট করার কিছুক্ষণের মধ্যেই আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ড টি ওয়েবসাইটে দেখা যাবে। 

এভাবে আপনি শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে যেকোনো ওয়াইফাই কানেকশনের সাথে সেট থাকা পাসওয়ার্ডটি বের করে নিতে পারবেন কিউআর কোডের মাধ্যমে। 

 ল্যাপটপ বা পিসি থেকে ওয়াইফাই পাসওয়ার্ড বের করার  উপায়

ল্যাপটপ থেকে ওয়াইফাই পাসওয়ার্ড বের করার জন্য আমরা কোন ধরনের ওয়েবসাইট ব্যবহার করব না এক্ষেত্রে কিছু কমান্ড ব্যবহার করার মাধ্যমে সহজেই ল্যাপটপ বা ডেস্কটপ থেকে ওয়াইফাই পাসওয়ার্ড বের  করার নিয়ম সম্পর্কে আলোচনা করব। 

কম্পিউটারের মাধ্যমে ওয়াইফাই পাসওয়ার্ড বের করার এই উপায়টি শুধুমাত্র উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য। 

 প্রথমে আপনার  কম্পিউটার থেকে একটা কমেন্ট রান করাতে হবে  এই জন্য (win+R ) প্রেস করবেন। 

 এই কমান্ডো আপনাকে লিখতে হবে ( ncpa.cpl ) . কাঙ্খিত লেখাটি টাইপ করার পর ok-তে  ক্লিক করলে  আপনার কম্পিউটারে থাকা সব ধরনের ওয়াইফাই এর তালিকা সারণী আকারে  দেখা যাবে। 

ওয়াইফাই কানেকশনের এই তালিকা থেকে আপনি যেই কানেকশন এর পাসওয়ার্ড বের করতে চান তার উপর ডাবল ক্লিক করুন। 

 ডাবল ক্লিক করার পর আপনার ডেক্সটপে নামে একটা নতুন ইন্টারফেস দেখা যাবে। সেখানে ওয়ারলেস প্রপার্টি নামে একটা অপশন থাকবে সেখানে ক্লিক করবেন। ওয়ারলেস প্রপার্টিস এ ক্লিক করার পর আরও একটি নতুন ইন্টারফেস আসবে। 

সর্বশেষ এই ইন্টারফেসে আপনি সিকিউরিটি নামে একটা অপশন পাবেন যেখানে ক্লিক করে নতুন একটি পেজে নিয়ে যাওয়া হবে এবং সেই পেজে আপনার ওয়াইফাই পাসওয়ার্ড দেখা যাবে। 

যেভাবে রাউটারের মাধ্যমে ওয়াইফাই পাসওয়ার্ড বের করবেন 

উপরের আলোচনা থেকে আমরা মোবাইল ডিভাইস এবং কম্পিউটার থেকে ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম সম্পর্কে জানতে পারছি এ পর্যায়ে যদি রাউটারের মাধ্যমে ওয়াইফাই পাসওয়ার্ড বের  করার নিয়ম সম্পর্কে জানব। 

 আপনার মোবাইল ডিভাইস টি যদি সরাসরি রাউটারের সাথে কানেক্ট থাকে তাহলে আপনি এই পদ্ধতি ব্যবহার করতে পারবেন। 

এর জন্য প্রথমে ওয়াইফাই অপশন এ  যাবেন এবং যে ওয়াইফাই কানেকশন যুক্ত করা আছে  তা সিলেক্ট করে পাশে থাকা তীর চিহ্ন ক্লিক করবেন। 

 আপনার কাঙ্খিত ওয়াইফাই কানেকশন টি সিলেক্ট করার পর  মডিফাই নেটওয়ার্ক নামে একটা অপশন পাবেন  সেখানে ক্লিক করুন। 

 এরপর Show Advance  অপশনে ক্লিক করে DHCP  ডিএইচসিপি নামে বাটনে ক্লিক কর Static  করে দিবেন। 

 অথবা ডিএইচসিপি তে ক্লিক করলে আপনি আইপি সেটিং নামে একটা অপশন পাবেন সেখানে গিয়েও স্ট্যাটিক করে দিতে পারবেন। 

 এই অপশনটি স্ট্যাটিক করা হলে  রাউটার বা  গেটওয় নামে একটা অপশন পাবেন যেখানে একটা অ্যাড্রেস থাকে এই অ্যাড্রেস দিয়ে আপনি রাউটার এ লগইন করলে আপনি ওয়াইফাই পাসওয়ার্ড টি দেখতে পারবেন। 

ওয়াইফাই পাসওয়ার্ড সম্পর্কে শেষ কথা

উপরের আলোচনা থেকে আমরা শুধুমাত্র মোবাইল এবং কাঙ্ক্ষিত কোন ডিভাইসে সেভ  থাকা নিজস্ব ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম সম্পর্কে আলোচনা করছি। ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *