পুলিশ কনস্টেবল নিয়োগ পরিক্ষার প্রশ্ন

বাংলাদেশ পুলিশ নিয়ে কিছু গুরুত্বপূর্ন প্রশ্ন।

প্রশ্ন: বাংলাদেশ পুলিশের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: ঢাকার গুলিস্তানে।

প্রশ্ন: ‘Police’ শব্দটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে?
উত্তর: পর্তুগিজ।

প্রশ্ন: POLICE শব্দটির পূর্ণরূপ কী?
উত্তর: P=Polite O=Obedient L=Loyal I=Intelligent
C=Courageous E=efficient

প্রশ্ন: বাংলাদেশ পুলিশের মূলনীতি কী?
উত্তর: শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতি।

প্রশ্ন: বাংলাদেশ পুলিশের মনোগ্রাম কী?
উত্তর: এক পাশে ধানের শীষ, এক পাশে গমের শীষবেষ্টিত মাঝখানে নৌকা এবং উপরে শাপলা।

প্রশ্ন: বাংলাদেশে প্রথম নারী আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ইউনিটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় কবে?
উত্তর: ২১ জুন ২০১১ সালে।

প্রশ্ন: হাইওয়ে পুলিশ ইউনিট উদ্বোধন করা হয় কবে?
উত্তর: ১১ জুন, ২০০৫ সালে।

প্রশ্ন: সম্প্রতি ট্যুরিস্ট পুলিশের যাত্রা শুরু হয় কবে?
উত্তর: ১৬ আগষ্ট, ২০০৯।

প্রশ্ন: শিল্প অঞ্চল পুলিশ এর যাত্রা বা কার্যক্রম কবে?
উত্তর: ৩১ অক্টোবর ২০১০ সালে।

প্রশ্ন: বাংলাদেশ পৌর পুলিশ গঠন করা হয় কবে?
উত্তর: ১৬ অক্টোবর ২০১১।

প্রশ্ন: কবে থেকে বাংলাদেশ ভিকটিম সাপোর্ট সেন্টার চালু করা হয়?
উত্তর: ১৭ ফেব্রুয়ারি, ২০০৯।

প্রশ্ন: সোয়াট (SWAT) কী?
উত্তর: Special Weapons And Tractis মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ দল।

প্রশ্ন: সম্প্রতি বাংলাদেশ ‘স্পেশাল উইমেন পুলিশ কনটিনজেন্ট (ঝডচঈ)’ চালু হয় কবে?
উত্তর: ২১ নভেম্বর, ২০০৮।

প্রশ্ন: পুলিশের জন্য নতুন পোশাক কবে থেকে চালু করা হয়?
উত্তর: ১০ জানুয়ারি, ২০০৪।

প্রশ্ন: বাংলাদেশ পুলিশের ডগ স্কোয়াডকে কি নামে ডাকা হয়?
উত্তর: কে-নাইন।

প্রশ্ন: বাংলাদেশে পুলিশ প্রশাসন পরিচালিত হয় কোন রেগুলেশন দ্বারা?
উত্তর: ১৮৬১ সালে প্রণীত রেগুলেশন।

প্রশ্ন: বাংলাদেশ পুলিশ কোন মন্ত্রণালয়ের অধীনে?
উত্তর: স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

প্রশ্ন: পুলিশ বিভাগের সর্বোচ্চ কর্মকর্তার পদবী কী?
উত্তর: আইজিপি (ইনসপেক্টর জেনারেল অব পুলিশ)।

প্রশ্ন: পুলিশের বর্তমান আইজিপি কে?
উত্তর: ড. জাবেদ পাটোয়ারী।

প্রশ্ন: বাংলাদেশ পুলিশের প্রথম আইজিপি কে ছিলেন?
উত্তর: এম এ খালেদ।

প্রশ্ন: বাংলাদেশ পুলিশ কবে ইন্টারপোলের সদস্য হয়?
উত্তর: ১৯৭৬ সালে।

প্রশ্ন: বাংলাদেশ পুলিশের প্রশাসনিক অঞ্চলগুলো কী কী?
উত্তর: রেঞ্জ, জেলা, সার্কেল ও থানা।

প্রশ্ন: পুলিশ রেঞ্জ কী?
উত্তর: কয়েকটি জেলা সমন্বয়ে একটি পুলিশ রেঞ্জ গঠিত হয়।

প্রশ্ন: রেল পুলিশকে সাধারণভাবে কী বলা হয়?
উত্তর: জিআরপি।

প্রশ্ন: বাংলাদেশ কয়টি জিআরপি জেলায় বিভক্ত ও কী কী?
উত্তর: ৩ টি। যথা: চট্টগ্রাম -সৈয়দপুর এবং নবাগত ঢাকা।

প্রশ্ন: পুলিশ জেলা কী?
উত্তর: কয়েকটি পুলিশ সার্কেলের সমন্বয়ে একটি পুলিশ জেলা গঠিত হয়।

প্রশ্ন: বাংলাদেশে মহিলা পুলিশ নিয়োগ কবে থেকে চালু হয়?
উত্তর: ১৯৭৪ সাল থেকে।

প্রশ্ন: বাংলাদেশের একমাত্র পুলিশ একাডেমী কোথায় অবস্থিত?
উত্তর: রাজশাহী জেলার চারঘাট থানার সারদায়।

প্রশ্ন: বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজ কবে কোথায় অবস্থিত?
উত্তর: ২০০০ সালে, ঢাকার মিরপুরে।

প্রশ্ন: উপমহাদেশে কার শাসনামলে সারদা পুলিশ একাডেমী চালু হয়?
উত্তর: লর্ড হার্ডিঞ্জ।

প্রশ্ন: পুলিশ বাহিনীর কী কী পুরষ্কার রয়েছে?
উত্তর: বীরত্ব পুরস্কার ও জিএস মার্ক ।

প্রশ্ন: বীরত্ব পুরস্কার কয়টি ও কী কী?
উত্তর: ৩টি। যথা : বাংলাদেশ পুলিশ মেডেল, প্রেসিডেন্ট পুলিশ মেডেল ও আইজি বেস্ট মেডেল।

প্রশ্ন: সারদা পুলিশ একাডেমী কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯১২ সালে।

প্রশ্ন: সারদা পুলিশ একাডেমী কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: পদ্মা।

প্রশ্ন: সারদা পুলিশ একাডেমীর প্রথম অধ্যক্ষ কে ছিলেন?
উত্তর: মেজর চেসলি।

প্রশ্ন: আর্মড পুলিশ ব্যাটালিয়ান অ্যাক্ট পাস হয় কবে?
উত্তর: ১৯৭৯ সালে।

প্রশ্ন: সারদা পুলিশ একাডেমীর প্রথম দেশীয় অধ্যক্ষ কে ছিলেন?
উত্তর: খান বাহাদুর এস এ খান।

প্রশ্ন: পুলিশ কনস্টেবলদের প্রশিক্ষণের জন্য বাংলাদেশে কয়টি আঞ্চলিক পুলিশ প্রশিক্ষণ স্কুল আছে?
উত্তর: ৪ টি (খুলনা, রংপুর, নোয়াখালী ও টাঙ্গাইল)।

প্রশ্ন: বাংলাদেশ পুলিশ কর্তৃক প্রকাশিত সাপ্তাহিক পত্রিকাটির নাম কী?
উত্তর: ডিটেকটিভ।

প্রশ্ন: ‘ডিটেকটিভ’ প্রথম কবে প্রকাশিত হয়?
উত্তর: ১৯৬০ সালে।

প্রশ্ন: খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ কবে জারি হয়?
উত্তর: ১৯৮৫ সালে।

প্রশ্ন: রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ কবে জারি হয়?
উত্তর: ১৯৯২ সালের, ১ জুলাই।

প্রশ্ন: RAB অ্যাকশন ব্যাটালিয়ন কী?
উত্তর: সন্ত্রাস ও অপরাধ দমনে নিযুক্ত পুলিশের বিশেষ বাহিনী।

প্রশ্ন: ঢাকা মহানগরীতে কবে মেট্রোপলিটন পুলিশ চালু হয়?
উত্তর: ১৯৮৫ সালে।

প্রশ্ন: মেট্রোপলিটন পুলিশের প্রধানকে কী বলা হয়?
উত্তর: পুলিশ কমিশনার।

প্রশ্ন: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ কবে জারি করা হয়?
উত্তর: ১৯৭৮ সালে।

প্রশ্ন: সব মেট্রোপলিটন পুলিশের একই ড্রেস কবে থেকে চালু হয়?
উত্তর: ১৯৯৩ সালের, ১৫ এপ্রিল।

প্রশ্ন: বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: রাজারবাগ, ঢাকা।

প্রশ্ন: বাংলাদেশ পুলিশ একাডেমীর ইতিহাসে প্রথম নারী প্যারেড কমান্ডারের নাম কী?
উত্তর: এলিজা শারমিন।

প্রশ্ন: পুলিশ সপ্তাহের প্যারেডে নেতৃত্ব দেয়া প্রথম নারী কে?
উত্তর: শামসুন্নাহার (২৬ জানুয়ারি ২০১৬)।

প্রশ্ন: রাজারবাগ পুলিশ লাইনের স্মৃতিসৌধটি কী উদ্দেশ্যে নির্মিত হয়?
উত্তর: ১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাতে পাক বাহিনীর আক্রমণে নিহত পুলিশদের স্মৃতি রক্ষার্থে।

প্রশ্ন: কোন পুলিশ কর্মকর্তা পাক আমলে প্রাদেশিক গভর্নর নিযুক্ত হয়েছিলেন?
উত্তর: জাকির হোসেন।

প্রশ্ন: পুলিশের মহাপরিদর্শক বা আইজিপি’র রেংক কে থ্রি স্টার জেনারেল বা লেফটেন্যান্ট জেনারেল এর সমান পদ মর্যাদা দেয় হয় কবে?
উত্তর: ০৯ জানুয়ারি ২০১২ সাল।

প্রশ্ন: পুলিশের মহাপরিদর্শক বা আইজিপি’র পদ মর্যাদা কি?
উত্তর: সিনিয়র সচিব পদ মর্যাদা।

প্রশ্ন: পুলিশের ৫টি পদ গ্রেড-১ ভুক্ত (সচিব পদমর্যাদা) পরিদর্শক (ইন্সপেক্টর পদ প্রথম শ্রেণী ও উপ-পরিদর্শক (এসআই) পদ দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হয় কবে?
উত্তর: ০৩ জানুয়ারি ২০১২ সালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *