এয়ারটেল বাংলাদেশে এবং ভারতের জনপ্রিয় মোবাইল নেটওয়ার্ক কোম্পানি। এয়ারটেল বিভিন্ন ধরনের মাল্টিমিডিয়া সার্ভিস প্রোভাইড করে তার মধ্যে এসএমএস অন্যতম।
মোবাইলে ক্ষুদে বার্তা পাঠানোর জন্য অনেকেই এসএমএস প্যাক ব্যবহার করে থাকেন। তাই আপনাদের কথা বিবেচনা করেই এয়ারটেলের এসএমএস প্যাকেজ সম্পর্কে আলোচনা করা হলো।
Airtel SMS pack list
Pack | Amount | Validity | Activation Code |
40 SMS | 2 Taka | 16 Hours | * 321 * 200 # |
150 SMS | 5 Taka | 24 Hours | * 321 * 500 # |
1000 SMS | 12 Taka | 3 Days | * 321 * 1000 # |
1500 SMS | 25 Taka | 30 Days | * 321 * 1500 # |
এয়ারটেল 40 এসএমএস 2 টাকা
অল্প সময়ের জন্য যারা এসএমএস প্যাকেজ ব্যবহার করতে পছন্দ করেন তাদের জন্য এই এয়ারটেল দিচ্ছে মাত্র 2 টাকায় 40 টি এসএমএস।
এয়ারটেলের সকল প্রিপেইড গ্রাহকগণ ওই প্যাকেজটি একাধিকবার কিনতে পারবে।
এই অফারটি কিনার জন্য ডায়াল করবেন *৩২১*২০০# .
এসএমএস প্যাকেজ টি কিনার পরবর্তী 12 ঘন্টা পর্যন্ত ব্যবহার করা যাবে।
এসএমএস প্যাকেজ টি কিনার পরবর্তী 12 ঘন্টা পর্যন্ত ব্যবহার করা যাবে।
এয়ারটেল 150 এসএমএস প্যাক
এয়ারটেল গ্রাহকরা মাত্র 5 টাকায় 150 টি এসএমএস কিনতে পারবেন এবং এই এসএমএস এর মেয়াদ থাকে মাত্র 24 ঘন্টা।
এসএমএস প্যাকেজ টি কিনার জন্য মোবাইলে পর্যাপ্ত ব্যালেন্স থেকে ডায়েল করবেন *৩২১*৫০০# .
এই এসএমএস প্যাকেজ দিয়ে এয়ারটেল গ্রাহক ছাড়াও অন্য অপারেটরদের সাথে এসএমএস আদান-প্রদান করতে পারবেন।
একজন গ্রাহক চাইলে একাধিকবার এই অফার টা কিনতে পারবেন। তবে যেকোনো সময়ে প্যাকেজটি পরিবর্তন হতে পারে।
এয়ারটেল ১০০০ এসএমএস প্যাক
যে সকল গ্রাহকগণ বেশি পরিমাণে এসএমএস আদান-প্রদান করতে পছন্দ করেন তাদের কথা বিবেচনা করে এয়ারটেল দিচ্ছে 1000 এসএমএস মাত্র 12 টাকায়।
আপনার পছন্দের এই এয়ারটেল এসএমএস প্যাকেজটি ব্যবহার করা যাবে তিন দিন মেয়াদে।
এয়ারটেলের এসএমএস প্যাকেজ টি কিনার জন্য ডায়াল করবেন *321*1000#
এয়ারটেলের সকল প্রিপেইড গ্রাহকগণ একাধিকবার অফারটি কিনতে পারবে এবং যেকোনো অপারেটরের সাথে এসএমএস লেনদেন করা যাবে।
এয়ারটেল নতুন সিম এসএমএস অফার
এয়ারটেলের নতুন সংযোগ কিনার পর আপনি সাথে সাথে কিছু এসএমএস ফ্রি পেতে পারেন। তুমি কোন কারনে এই এসএমএস না পাওয়া গেলে মনে করতে হবে বর্তমানে এই অফারটি বন্ধ আছে।
এয়ারটেল মাই অফার
আপনার জন্য নির্দিষ্ট করে কোন এসএমএস প্যাকেজ যদি এয়ারটেল কর্তৃপক্ষ দিয়ে থাকে তাহলে সেটা ওয়াইফাই এর মাধ্যমে চেক করে নিতে পারবেন
এয়ারটেল এমবি অফার চেক করার জন্য এই লিংকে ক্লিক করে আপনার এয়ারটেল নাম্বারটি সাবমিট করবেন। নাম্বার সাবমিট করার পর আপনার কাছে একটা ওটিপি কোড যাবে।
যেটা ওয়েবসাইট দেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই আপনার সর্বশেষ এসএমএস অথবা অন্য কোন প্যাকেজের অফার থাকলে এই ওয়েবসাইটে দেখা যাবে।
এয়ারটেল ১৫০০ এসএমএস প্যাক
দীর্ঘমেয়াদী এয়ারটেল এসএমএস প্যাকেজ ব্যবহার করার জন্য গ্রাহকদের পছন্দের তালিকায় শীর্ষে আছে পনেরশো এসএমএস প্যাকেজ।
এই এসএমএস প্যাকেজ টি একটানা 3০ দিন ব্যবহার করা যাবে। এয়ারটেলের এই আকর্ষণীয় প্যাকেজ টি কিনার জন্য ডায়াল করবেন *321*1500#
এয়ারটেল পোস্টপেইড এসএমএস প্যাকেজ
বেশিরভাগ গ্রাহক এয়ারটেল প্রিপেইড সিম ব্যবহার করে তাই বেশিরভাগ অফারে প্রিপেইড গ্রাহকদের জন্য দেওয়া হয়। তার মধ্যে কিছু কিছু লোক আছে।
যারা পোষ্টপেইড সিম ব্যবহার করে তাদের জন্য রয়েছে এসএমএসের প্যাকেজ ব্যবহারের সুবিধা।
আপনি যদি পোষ্টপেইড সিম ব্যবহার করেন তবে নিচের দুইটি এসএমএস প্যাকেজ কিনতেপারেন।
500 এসএমএস 20 টাকা
এয়ারটেল পোস্টপেইড গ্রাহকদের জন্য মাত্র 20 টাকায় 500 এসএমএস অফার দেওয়া হয়েছে।
এই এসএমএস প্যাকেজ টি 30 দিন মেয়াদে ব্যবহার করা যাবে।
এই এসএমএস প্যাকেজ কেনার জন্য শুধুমাত্র পোষ্টপেইড গ্রাহকরা ডায়েল করবেন *৩২১*২০#
এয়ারটেল থেকে যেকোনো অপারেটরে এসএমএস পাঠানোর জন্য প্যাকেজটি ব্যবহার করা যাবে।
1000 এসএমএস 30 টাকা
পোস্টপেইড গ্রাহকদের জন্য 30 দিন মেয়াদে এসএমএস প্যাকেজ এর আওতায় আপনি মাত্র 30 টাকার মাধ্যমে 1000 এসএমএস কিনতে পারবেন।
এসএমএস প্যাকেজ টি কেনার জন্য নিচের কোড নাম্বারটা ডায়াল করবেন *৩২১*১০০# .
এয়ারটেল এসএমএস ব্যালান্স চেক
এসএমএস প্যাকেজ কেনার পর ব্যালেন্স চেক করার জন্য ডায়াল করতে পারেন *778*6# .
এছাড়াও মাই এয়ারটেল সফটওয়্যার এর মাধ্যমে সব সময় সহজেই এসএমএস ভলিয়ম চেক করা যায়।
শেষ কথা
এয়ারটেল সবসময় গ্রাহকদের জন্য তাদের এসএমএস প্যাকেজ আপগ্রেড করতে পারে। আমরা শুধুমাত্র বর্তমান সময়ের চলমান এসএমএস প্যাকেজ সম্পর্কে আলোচনা করেছি। তবে এই ওয়েবসাইট থেকে সবসময় সর্বশেষ আপডেট কিছু তথ্য প্রকাশ করা হয়।