বঙ্গবাণী কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর এবং mcq প্রশ্নের সমাধন

বঙ্গবাণী কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

বঙ্গবাণী কবিতার বহুনির্বাচনি প্রশ্ন ও সকল ধরনের mcq প্রশ্ন আজকের পোস্টে দেওয়া আছে। বঙ্গবাণী কবিতার অনেকগুলো গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন রয়েছে। যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বহুনির্বাচনী গুলো আপনরা অনুশীলন করেন তাহলে  বঙ্গবাণী কবিতার যেকোনো ধরনের ছবিগুলো খুব সহজে উত্তর লিখতে পারবেন। অনেক শিক্ষার্থী আছে যারা বঙ্গবাণী কবিতার প্রশ্ন গুলো পরীক্ষার জন্য অনুশীলন করতে চায়। কিন্তু তাদের কাছে কমন কোন mcq সংগ্রহ করা নেই।

তাই অনেকেই  বঙ্গবাণী কবিতার প্রশ্নগুলো অনুসন্ধান করে থাকি। এজন্য আমরা আজকের পোস্টটি আপনাদের জন্য বঙ্গবাণী কবিতার সেরা কিছু প্রশ্ন তুলেধরেছি। আপনারা এগুলো অনুশীলন করলে খুব উপকৃত হবেন। আপনারা নিচে থেকে সংগ্রহ করে নিতে পারবেন, তাহলে পোস্টটি সম্পূর্ণ পড়ুন এবং আপনার প্রয়োজনীয় তথ্যগুলো জেনে নিন।

বঙ্গবাণী কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর পেতে এখানে ক্লিক করুন 

বঙ্গবাণী কবিতার বহুনির্বাচনি প্রশ্ন

এই অংশে আমরা আপনাদের সাথে বঙ্গবাণী কবিতার বহুনির্বাচনী প্রশ্ন গুলো শেয়ার করেছি। এ প্রশ্নগুলো সাথে আমরা আপনাদেরকে সঠিক উত্তরটি দিয়ে দিয়েছি যাতে করে আপনাদের অসুবিধা না হয়। প্রথমে আপনারা নিজে নিজেই সমাধান করার চেষ্টা করবেন। যদি না পারেন তাহলে আমাদের দেওয়ার সঠিক উত্তর গুলো দেখে নিন।

১। কবি আবদুল হাকিম কোন শতকের কবি  ? 
ক. ১৭ শতক
খ. ১৬ শতক
গ. ১৮ শতক
ঘ. ১৯ শতক

উত্তরঃ ক. ১৭ শতক 

২। কবি আবদুল হাকিম – এর কাব্য নয় কোনটা  ? 
ক. রক্তরাগ
খ. লালমতি
গ. কারবালা
ঘ. শহরনামা

উত্তরঃ ক. রক্তরাগ

৩। কবি আবদুল হাকিম কবিতায়  কোনটির পরিচয় মেলে  ? 
ক. অনুপম ব্যাক্তিত্বের
খ. চমৎকার উপমার
গ. অনুপম ছন্দের
ঘ. সুন্দর গতিময়তার

উত্তরঃ ক. অনুপম ব্যাক্তিত্বের 

৪। ‘ বঙ্গবাণী ‘ কবিতায় কবি বাংলা ভাষা বাদ দিয়ে কয়টি ভাষার কথা বলেছন  ? 
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি

উত্তরঃ খ. ৩টি     

৫। নিজ পরিশ্রম দ্বারা কবি আবদুল হাকিম কাকে বা কাদের তুষ্ট করেন ?
ক. বাদশাহকে
খ. আল্লাহকে
গ. দেশবাসীকে
ঘ. সকল লোককে

উত্তরঃ ঘ. সকল লোককে

৬। ‘ বঙ্গবাণী ‘ কবিতায় বাংলাদেশের কোন জেলার কথ্যভাষার বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় ?
ক. নোয়াখালী
খ. চট্টগ্রাম
গ. কুমিল্লা
ঘ. রাজশাহী

উত্তরঃ  খ. চট্টগ্রাম 

৭।  আবদুল হাকিম কোন যুগের কবি ? 
ক. প্রাচীন যুগের
খ. আধুনিক যুগের
গ. মধ্যযুগের
ঘ. বর্তমান যুগের

উত্তরঃ গ. মধ্যযুগের 

৮। আবদুল হাকিম কে ছিলেন?
ক. সপ্তদশ শতকের একজন প্রখ্যাত কবি
খ. আধুনিক বাংলা সাহিত্যের পুরোধা
গ. ষোড়শ শতকের অন্যতম বিশিষ্ট লেখক
ঘ. অমর কথাসাহিত্যিক

উত্তরঃ ক. সপ্তদশ শতকের একজন প্রখ্যাত কবি

৯। কবিতায় ‘নবগণ’ বলতে কাদের বোঝানো হয়েছে?
ক. মানুষ
খ. পুরুষ মানুষ
গ. সম্মানিত লোক
ঘ. নবি–রসুল

উত্তরঃ ক. মানুষ 

১০। কবিতার প্রধান বাহন কী ?  
ক. ভাব
খ. ভাষা
গ. বিষয়বস্তু
ঘ. চিত্রকল্প

উত্তরঃ ক. ভাব      

বঙ্গবাণী কবিতার বহুনির্বাচনি  প্রশ্নের উত্তর

১১। ‘ যত ইতি বাণী ‘ বলতে কবি আবদুল হাকিম কী বোঝাতে চেয়েছেন ? 
ক. অন্য একটি ভাষা
খ. বাংলা ভাষা
গ. মাতৃভাষা
ঘ. অন্যান্য যত ভাষা

উত্তরঃ ঘ. অন্যান্য যত ভাষা 

১২। কবি আবদুল হাকিম কত বছর বয়সে মারা যান ? 
ক. ৬৭- ৬৮
খ. ৬৮ – ৬৯
গ. ৬৯ – ৭০
ঘ. ৭১ – ৭২

উত্তরঃ গ. ৬৯ – ৭০ 

১৩। কবি আবদুল হাকিম কয়টি ভাষার পণ্ডিত ছিলেন  ? 
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি

উত্তরঃ খ. ৩টি     

১৪। দেশি ভাষায় কাব্য রচনা করার পেছনে কবি আবদুল হাকিমের যুক্তি হলো দেশি ভাষা –
ক. জনসাধারণের বোধগম্য
খ. সকল মানুষের জন্য উপকারী
গ. শিক্ষার মাধ্যম হিসেবে বেশি উপযোগী
ঘ. প্রত্যেকের প্রিয় ভাষা

উত্তরঃ ক. জনসাধারণের বোধগম্য 

১৫। ‘ বঙ্গবাণী ‘ কবিতার যে শব্দগুলো পাওয়া যায় –
i. সর্বজন, উপদেশ
ii. বচন, গমন
iii. হিন্দুয়ানী, বঙ্গদেশী

নিচের কোনটি সঠিক  ? 

ক. i      খ. ii৷       গ. i ও iii    ঘ. ii ও iii

উত্তরঃ  গ. i ও iii

১৬। ‘সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন’—এখানে ‘সেই বাক্য’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. বাংলা ভাষা
খ. সব ভাষা
গ. কোরআনের ভাষা
ঘ. হাদিসের ভাষা

উত্তরঃ খ. সব ভাষা

১৭। বঙ্গবাণী’ কবিতার শেষ চরণ কোনটি?
ক. দেশি ভাষা উপদেশ মনে হিত অতি
খ. নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায়
গ.  বঙ্গদেশী বাক্য কিবা যত ইতি বাণী
ঘ. সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি

উত্তরঃ ক. দেশি ভাষা উপদেশ মনে হিত অতি

১৮। ‘আপে’ অর্থ কী?
ক. উষ্ণ
খ. আক্ষেপ
গ. অপর
ঘ. স্বয়ং

উত্তরঃ ঘ. স্বয়ং

২২. ‘সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন’—এখানে ‘সেই বাক্য’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. বাংলা ভাষা
খ. সব ভাষা
গ. কোরআনের ভাষা
ঘ. হাদিসের ভাষা

উত্তরঃ খ. সব ভাষা

২৩. কবি আবদুল হাকিমের কাব্য রচনার উদ্দেশ্য কী?
ক. শিক্ষিতজনকে আনন্দ দান
খ. সাধারণ মানুষের তুষ্টি
গ. রাজকর্মচারীদের তুষ্টি
ঘ. আত্মপ্রচার করা

উত্তরঃ খ. সাধারণ মানুষের তুষ্টি

২৫. আবদুল হাকিমের কবিতায় কিসের পরিচয় মেলে?
ক. শিল্পচর্চার
খ. অনুপম ব্যক্তিত্বের
গ. ধর্মপ্রেমের
ঘ. ইসলামি ঐতিহ্যের

উত্তরঃ খ. অনুপম ব্যক্তিত্বের

২৬. কোন ধরনের লোকের প্রতি কবি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন?
ক. গোঁয়ারগোবিন্দের মতো যারা
খ. বিদেশে থাকতে চায় যারা
গ. দেশি ভাষায় পরিতৃপ্ত নয় যারা
ঘ. দেশকে ভালোবাসে না যারা

উত্তরঃ গ. দেশি ভাষায় পরিতৃপ্ত নয় যারা

২৭. কবি কাদের জন্মপরিচয় সম্পর্কে সন্দিহান?
ক. বাংলাদেশের মানুষের
খ. এ দেশের মুসলমানদের
গ. এ দেশের হিন্দুদের
ঘ. মাতৃভাষা অবজ্ঞাকারীদের

উত্তরঃ ঘ. মাতৃভাষা অবজ্ঞাকারীদের

২৮. ‘নিজ দেশ তেয়াগি কেন বিদেশ ন যায়’—এখানে কোন ভাব ফুটে উঠেছে?
ক. ক্ষোভ
খ. ঘৃণা
গ. ক্রোধ
ঘ. আদেশ

উত্তরঃ গ. ক্রোধ 

১.‘কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস’ — এখানে কাদের কথা বলা হয়েছে?
ক. অশিক্ষিত লোকজন
খ. অর্ধশিক্ষিত
গ. বাংলাভাষী লোকজন
ঘ. সাধারণ লোকজন

উত্তরঃ ক. অশিক্ষিত লোকজন

৩. কবি বংশপরম্পরায় কোথাকার অধিবাসী?
ক. ভারতের
খ. পাকিস্তানের
গ. বাংলাদেশের
ঘ. নেপালের

উত্তরঃ  গ. বাংলাদেশের    

See More: বঙ্গবাণী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন উত্তর 

শেষ কথা

আজকের মত এখানেই শেষ। আশা করছি এই পোস্ট টি আপনাদের অনেক ভাললেগেছে। এই পোস্ট টি ভালোলেগে থাকলে শেয়ার করতে পারেন। আশা করছি আপনারা করতে বঙ্গবাণী কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর এবং mcq প্রশ্নের সমাধন সংগ্রহ করতে পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন।  আজকের মতো এখানেই শেষ। ভালোথাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

See More:

সুভা গল্পের mcq (সুভা গল্পের বহুনির্বাচনি প্রশ্ন Pdf collect)

সুভা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর Pdf File collect

বঙ্গবাণী কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর Pdf File সংগ্রহ

সোনার তরী কবিতার mcq প্রশ্ন ও উত্তর PDf File সহ