বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠী MCQ প্রশ্ন উত্তর- ৮ম শ্রেণি

বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠী MCQ প্রশ্ন

বাংলাদেশের উত্তর-পশ্চিমাংশের দিনাজপুর, রংপুর, রাজশাহী, বগুড়া, পাবনা প্রভৃতি এলাকায় বসবাস করে সাঁওতাল, ওরাঁও, মাহালি মুন্ডা, মাল পাহাড়ি, মালো ইত্যাদি নৃ-গোষ্ঠী । এরা মূলতঃ সমতলবাসী হিসেবে পরিচিত । বৃহত্তর সিলেট অঞ্চলেও এসব নৃ-গোষ্ঠীর কারো কারো অবস্থান রয়েছে। বাংলাদেশে আরও কয়েকটি ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো- ডালু, হদি, পাত্র, রাজবংশী, বর্মণ, বানাই, পাহান, মাহাতো, কোল প্রভৃতি। বৃহত্তর সিলেট, গাজীপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলার বিভিন্ন স্থানে এদের বসবাস ।  নিচের অংশে তাদের এই বসবাস ও জীবন সম্পর্কিত সম্পূর্ণ অধ্যায়ের আলোকে বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠী MCQ প্রশ্ন উত্তর তৈরি করে দেওয়া আছে।

বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠী MCQ প্রশ্ন

১। মারমারা বর্ষবরণ উপলক্ষে উদযাপন করে কোন উৎসব ?
(ক) বিজু
(খ) পিঠা
(গ) সাংগ্রাই
(ঘ) ঝিকা নাচ

উত্তরঃ গ 

২। চাকমা সমাজে রাজার পদটি নির্ধারিত হয় কীভাবে ?
(ক) নির্বাচনের মাধ্যমে
(খ) বংশানুক্রমানুসারে
(গ) পঞ্চায়েতের মাধ্যমে
(ঘ) গোত্রভিত্তিক

উত্তরঃ খ 

৩। আঞ্জি কী ?
(ক) পোশাক
(খ) উৎসব
(গ) খাদ্য
(ঘ) বাসা

উত্তরঃ ক 

৪। সাংসারেক কাদের আদিধর্ম ?
(ক) গারোদের
(খ) মারমাদের
(গ) রাখাইনদের
(ঘ) চাকমাদের

উত্তরঃ ক 

৫। নিচের কোন উপজাতিগুলো খ্রিষ্টান ধর্মাবলী?
(i)চাকমা
(ii) গারো
(iii) সাঁওতাল

নিচের কোনটি সঠিক
(ক) i
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii

উত্তরঃ ক 

৬। নিচের কোন নৃগোষ্ঠী ধর্মীয় ও লোকজ অনুষ্ঠানে পাগরি পড়ে ?
(ক) চাকমা
(খ) মারমা
(গ) সাঁওতাল
(ঘ) রাখাইন

উত্তরঃ ঘ 

৭। বৃহত্তর ময়মনসিংহ জেলায় বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম কী?
(ক) গারো
(খ) রাখাইন
(গ) চাকমা
(ঘ) সাঁওতাল

উত্তরঃ ক 

৮। মারমা শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দটি থেকে?
(ক) মারিমা
(খ) ম্রাইমা
(গ) মুরিমা
(ঘ) মারমিয়া

উত্তরঃ খ 

৯। চাতোই প্রু মারমা ভারতের মেঘালয়ে বেড়াতে গিয়েছিল। সেখানে সে বাংলাদেশের কোন ক্ষুদ্র জাতিসত্তার লোকের সাথে দেখা করতে পারে?
(ক) গারো
(খ) ম্রো
(গ) চাকমা
(ঘ) মারমা

উত্তরঃ ক 

১০। মণিপুরী নৃগোষ্ঠীর লোকেরা কোন অঞ্চলে বাসবাস করে ?
(ক) সিলেট
(খ) চট্টগ্রাম
(গ) বান্দরবন
(ঘ) ময়মনসিংহ

উত্তরঃ ক 

১১। মারমারা কোন ধর্মের অনুসারী ?
(ক) ইসলাম
(খ) হিন্দু
(গ) খ্রিষ্টান
(ঘ) বৌদ্ধ

উত্তরঃ ঘ

১২। ’থামি’ কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর পোশাকের নাম ?
(ক) মারমা ছেলেদের
(খ) মারমা মেয়েদের
(গ) চাকমা মেয়েদের
(ঘ) সাাঁওতাল ছেলেদের

উত্তরঃ খ 

১৩। বাংলাদেশে রাখাইনরা কোন ধর্মাবলীর ?
(ক) ইসলাম
(খ) হিন্দু
(গ) বৌদ্ধ
(ঘ) খ্রিষ্টান

উত্তরঃ গ 

১৪।  মাঘী পূর্ণিমার রাতে কিয়াং এর প্রাঙ্গণে ফানুস উড়ায় কোন নৃগোষ্ঠী?
ক মারমা
 চাকমা
গ গারো
ঘ সাঁওতাল

উত্তরঃ 

১৫। গারো ‘হাজং’ কোচ উপজাতীয়রা কোথায় বাস করে?
ক সিলেট
খ বান্দরবান
গ চিটাগাং
ঘ ময়মনসিংহ

উত্তরঃ ঘ  

১৬। বাংলাদেশের কোন জাতিসত্তার ভাষার নাম-‘আচিক খুসিক’?
ক চাকমা
খ গারো
গ মারমা
ঘ সাঁওতাল

উত্তরঃ খ  

১৭।  মারমা নৃগোষ্ঠীর বৈশিষ্ট্য হচ্ছে-

র. নদী তীরবর্তী সমতল স্থানে বসতি স্থাপন
রর. মাতৃপ্রধান পরিবার
ররর. হস্তশিল্পে পারদর্শিতা

নিচের কোনটি সঠিক?
ক র
খ র ও রর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর

উত্তরঃ ক 

১৮। বৃহত্তর ময়মনসিংহ জেলায় বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম কী?
ক রাখাইন
খ চাকমা
গ গারো
ঘ মারমা

উত্তরঃ গ 

১৯। চাকমাদের সাংস্কৃতিক জীবনব্যবস্থায় দেখা যায়Ñ
ক তাদের ঐতিহ্যবাহী পোশাকের নাম ‘গান্দো’
খ ইদানিং তারা শার্ট, প্যান্ট, লুঙ্গি, পরিধান করে
গ তাদের জনপ্রিয় খাদ্য ‘মিউয়া’
ঘ তারা মাথায় পাগড়ি পরে

উত্তরঃ খ 

২০। নিচের কোন নৃগোষ্ঠী ধর্মীয় ও লোকজ অনুষ্ঠানে মাথায় পাগড়ি পরে?
ক সাঁওতাল
খ গারো
গ মারমা
ঘ রাখাইন

উত্তরঃ ঘ  

২১। গারোরা বাস করে-

(i) ময়মনসিংহ
(ii) শেরপুর
(iii) গাজিপুর

নিচের কোনটি সঠিক

(ক) i
(খ) i ও iii
(গ) i ও ii
(ঘ) i, ii ও iii

উত্তরঃ ঘ 

২২। গারো, হাজং, কোচ উপজাতিরা কোথায় বাস করে ?
(ক) সিলেট
(খ) বান্দরবন
(গ) চিটাগাং
(ঘ) ময়মনসিংহ

উত্তরঃ ঘ 

২৩।  মাথায় ‘গমবং’ পরে কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর পুরুষেরা?
ক গারো
খ মারমা
গ রাখাইন
ঘ সাঁওতাল

উত্তরঃ খ  

বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠী বহুনির্বাচনি প্রশ্নের উত্তর

এখানে আরও কিছু বহুনির্বাচনি প্রশ্ন দেওয়া আছে। অতিরিক্ত mcq পড়ার জন্য নিচের দেওয়া প্রশ্ন গুলো দেখে নিবেন। এই ধরনের প্রশ্ন বিভন্ন পরীক্ষায় দেওয়া হয়।

২৪। রাখাইনরা কোথায় বাস করে?
ক. সিলেট
খ. কক্সবাজার
গ. বরগুনা
ঘ. রাঙ্গামাটি

উত্তর : গ. বরগুনা

২৫। বাংলাদেশে বসবাসকারী প্রধান ক্ষুদ্র জাতিসত্তা কোনটি?
ক. মারমা
খ. চাকমা
গ. খাসিয়া
ঘ. মনিপুরী

উত্তর : খ. চাকমা

২৬। নৃতাত্ত্বিক বিচারে চাকমারা কোন জনগোষ্ঠীর লোক?
ক. ককেশীয়
. মঙ্গোলীয়
গ. ইরানীয়
ঘ. ভারতীয়

উত্তর : খ. মঙ্গোলীয়

২৭। বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা কোন জনগোষ্ঠীর লোক?
ক. আরবীয়
খ. মঙ্গোলীয়
গ. ভারতীয়
ঘ. ককেশীয়

উত্তর : খ. মঙ্গোলীয়

২৮। নিচের কোনটি বাংলাদেশের ক্ষুদ্র জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
ক. রেড ইন্ডিয়ান
খ. বম
গ.শূদ্র
ঘ. বৈশ্য

উত্তর : খ. বম

২৯। ময়মনসিংহ অঞ্চলে নিচের কোন ক্ষুদ্র জনগোষ্ঠী বাস করে?
ক. মনিপুরী
খ. খাসিয়া
গ. কোচ
ঘ. চাকমা

উত্তর : গ. কোচ

৩০। সিলেট অঞ্চলে নিচের কোন উপজাতি বাস করে?
ক. গারো
খ.হাজং
গ. মনিপুরী
ঘ. মালো

উত্তর : গ. মনিপুরী

৩১। খাসিয়া উপজাতি কোথায় বাস করে?
ক. ময়মনসিংহ
খ.সিলেট
গ. বরগুনা
ঘ. চট্টগ্রাম

উত্তর : খ.সিলেট

৩২। বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তার প্রধান একটি অংশ এ দেশের কোথায় বাস করে?
ক. দক্ষিণ-পূর্বাংশের রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে
খ. ভোলা, ঝালকাঠি ও পটুয়াখালীতে
গ. রাজশাহী, দিনাজপুর ও ফেনীতে
ঘ. কিশোরগঞ্জ, নবাবগঞ্জ ও বাগেরহাটে

উত্তর : ক. দক্ষিণ-পূর্বাংশের রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে

৩৩। বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তার মধ্যে কক্সবাজার, পটুয়াখালী ও বরগুনায় কারা বসবাস করে?
ক. মনিপুরী
খ. রাখাইন
গ. খাসিয়া
ঘ. চাকমা

উত্তর : খ. রাখাইন

৩৪। বাংলাদেশের বাইরে চাকমারা কোথায় বাস করে?
ক. পশ্চিমবঙ্গে
খ. মিজোরামে
গ. তুর্কিস্তানে
ঘ. কাবুলে

উত্তর : খ. মিজোরামে

৩৫। অরুণাচল কোথায় অবস্থিত?
ক. ভারতে
খ. নেপালে
গ. মিয়ানমারে
ঘ. শ্রীলঙ্কায়

উত্তর : ক. ভারতে

৩৬। বাংলাদেশে বসবাসকারী প্রধান ক্ষুদ্র জাতিসত্তা নিচের কোন জেলায় বাস করে?
ক. কক্সবাজার
খ. বান্দরবান
গ. খাগড়াছড়ি
ঘ. সিলেট

উত্তর : খ. বান্দরবান

শেষ কথা

আশা করছি এই পোস্ট আপনাদের ভালোলেগেছে এবং এখান থেকে ৮ম শ্রেণি ১০ম অধ্যায় বাংলাদেশ ও বিশ্বপরিচয় mcq প্রশ্ন উত্তর  সংগ্রহ করতে পেরেছেন। এই ওয়েবসাইটে শিক্ষা সংক্রান্ত পোস্ট শেয়ার করা হয়। বিভিন্ন শ্রেণির প্রশ্ন সমাধান ও উত্তর পেতে আমার সাথেই থাকুন।

আরও দেখুনঃ

বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠী সৃজনশীল প্রশ্ন ও উত্তর। অষ্টম শ্রেণি

বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠী- অষ্টম শ্রেণি একাদশ অধ্যায়।

2 Comments on “বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠী MCQ প্রশ্ন উত্তর- ৮ম শ্রেণি”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *