বাংলাদেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সহযোগী সংস্থা MCQ

বাংলাদেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সহযোগী সংস্থা MCQ

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO এর পুরো নাম Food and Agriculture Organization | এটি ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৪টি দেশ এর সদস্য। এর সদর দপ্তর ইতালির রাজধানী রোমে । সংস্থাটি সারা বিশ্বে ক্ষুধার বিরুদ্ধে কাজ করছে। ক্ষুধা ও অপুষ্টি দূরীকরণের মাধ্যমে বিশ্বে খাদ্য নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জনগণের জীবনমান উন্নয়ন হচ্ছে ফাও-এর প্রধান লক্ষ্য। এই সকল সংস্থা গুলো জাতিসংঘের অন্তর্ভুক্ত। নিচের অংশে বাংলাদেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সহযোগী সংস্থা MCQ  প্রশ্নের উত্তর দেওয়া আছে।

বাংলাদেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সহযোগী সংস্থা MCQ

১. জাতিসংঘ মোট কতটি মূল শাখা নিয়ে গঠিত?
ক ৪
খ ৬
গ ৭
ঘ ৮

উত্তরঃ খ 

২. জাতিসংঘের সদস্য সংখ্যা কত?
ক ১৬৩
খ ১৭৩
গ ১৮৩
ঘ ১৯৩

উত্তরঃ ঘ  

৩. ১৯৬১ সাল মিসরের প্রেসিডেন্ট কে ছিলেন?
ক হোসনি মোবারক
খ গামাল আবদেল নাসের
গ আনোয়ার সাদাত
ঘ সুফী আবু তালেব

উত্তরঃ খ  

৪. গত শতাব্দীতে পৃথিবীতে ১ম বিশ্বযুদ্ধ স্থায়ী ছিলÑ
ক ১৯০১ সাল থেকে ১৯০৭ সাল পর্যন্ত
খ ১৯১৪ সাল থেকে ১৯১৮ সাল পর্যন্ত
গ ১৯৩৯ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত
ঘ ১৯৪৭ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত

উত্তরঃ খ  

৫. কোন সংস্থার সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘পপুলেশন’ সায়েন্স’ বিভাগ চালু হয়েছে?
ক ইউএনএফপিএ
খ ইউএনডিপি
গ ইউনেস্কো
ঘ ইউনিসেফ

উত্তরঃ ক  

৬. ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা কত?
ক ১৫
খ ২৮
গ ৫৩
ঘ ৫৭

উত্তরঃ খ  

৭. ? চিহ্নিত স্থানে কোনটি বসবে?
ক আন্তর্জাতিক সহযোগী সংস্থা
খ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা
গ আঞ্চলিক সহযোগী সংস্থা
ঘ আঞ্চলিক উন্নয়ন সংস্থা

উত্তরঃ গ  

৮. কত সালে লীগ অব নেশনস বা জাতিপূঞ্জ গঠিত হয়?
ক ১৯২০
খ ১৯২৫
গ ১৯৩০
ঘ ১৯৪৫

উত্তরঃ ক  

৯. বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করেÑ
ক ১৯৭২ সালে
খ ১৯৭৫ সালে
গ ১৯৭৪ সালে
ঘ ১৯৭৮ সালে

উত্তরঃ গ  

১০. বাংলাদেশের ঐতিহ্যবাহী মসজিদগুলো সংরক্ষণে আর্থিক সহযোগিতা দিচ্ছেÑ
ক ওআইসি
খ ইউনেস্কো
গ ফাও
ঘ ইউএনএফপিএ

উত্তরঃ ক  

১১. ওয়ারশ-এর নেতৃত্বদানকারী দেশ কোনটি?
ক সোভিয়েত ইউনিয়ন
খ মার্কিন যুক্তরাষ্ট্র
গ যুক্তরাজ্য
ঘ যুগোশ্লাভিয়া

উত্তরঃ ক 

১২. ওআইসির সদর দপ্তর কোথায়?
ক তেহরানে
খ বাগদাদে
গ জাকার্তায়
ঘ জেদ্দায়

উত্তরঃ ঘ  

১৩. আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত?
ক জেনেভায়
খ নেদারল্যান্ডে
গ নিউইয়র্কে
ঘ প্যারিসে

উত্তরঃ খ  

১৪. বিশ্বখাদ্য সংস্থার সদরদপ্তর কোথায় অবস্থিত?
ক রোমে
খ প্যারিসে
গ নিউইয়র্কে
ঘ লন্ডনে

উত্তরঃ ক  

১৫. আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা কত জন?
ক ১
খ ১২
গ ১৫
ঘ ২০

উত্তরঃ গ  

১৬. বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
ক ১৯৭২
খ ১৯৭১
গ ১৯৭৩
ঘ ১৯৭৪

উত্তরঃ ঘ  

১৭. লীগ অব নেশনস কেন স্থায়িত্ব লাভ করেনি?
ক শহর-জনপদ ধ্বংস হওয়ার কারণে
খ দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে
গ বিভিন্ন দেশের স্বার্থপরতা
ঘ ওআইসি’র জন্য

উত্তরঃ গ 

১৮. ইউএনএফপিএ-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক প্যারিসে
খ ব্রাসেলসে
গ নিউইয়র্কে
ঘ ফ্রান্সে

উত্তরঃ গ  

১৯. বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
ক ১৯৭২
খ ১৯৭৩
গ ১৯৭৪
ঘ ১৯৭৫

উত্তরঃ গ  

২০. থেকে জাতিসংঘ জন্ম প্রক্রিয়া শুরু করেছিল?
ক প্রথম বিশ্বযুদ্ধের সময়
খ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়
গ প্রথম বিশ্বযুদ্ধের পর
ঘ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর

উত্তরঃ খ  

২১. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত?
ক ৪
খ ৫
গ ৬
ঘ ৭

উত্তরঃ খ   

বাংলাদেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সহযোগী সংস্থা বহুনির্বাচনি প্রশ্ন

২২. দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্যাপ্তিকাল কত?
ক ১৯১৪-১৯১৮
খ ১৯৩৮-১৯৪৫
গ ১৯৩৯-১৯৪৫
ঘ ১৯৪৫-১৯৪৮

উত্তরঃ গ  

২৩. কখন লীগ অব নেশনস গঠিত হয়?
ক ১৯১৮ সালে
খ ১৯২০ সালে
গ ১৯৩৯ সালে
ঘ ১৯৪৫ সালে

উত্তরঃ খ  

২৪. প্রথম বিশ্বযুদ্ধের ব্যাপ্তিকাল কত?
ক ১৯১২-১৯১৮
খ ১৯৩০-১৯৪৫
গ ১৯১৪-১৯১৮
ঘ ১৯৩৯-১৯৪৫

উত্তরঃ গ  

৩৫. হিরোশিমা শহরটি কোথায়?
ক জাপানে
খ আমেরিকায়
গ জার্মানিতে
ঘ ব্রিটেনে

উত্তরঃ ক  

২৬. জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয় কত সালে?
ক ১৯৪০
খ ১৯৪১
গ ১৯৪৪
ঘ ১৯৪৫

উত্তরঃ খ  

২৭. জাতিসংঘের সদস্য দেশগুলোর চাঁদার হার নির্ধারণ করে কোন পরিষদ?
ক নিরাপত্তা
 সাধারণ
গ অছি
ঘ জাতিসংঘ সচিবালয়

উত্তরঃ খ 

২৮. জাতিসংঘের মহাসচিব নিয়োগ দেয় কোন সংস্থা?
 সাধারণ পরিষদ
খ নিরাপত্তা পরিষদ
গ অছি পরিষদ
ঘ আন্তর্জাতিক আদালত

উত্তরঃ ক 

২৯. ১৯৪৫ সালের কত তারিখে জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে?
ক ২৩শে অক্টোবর
খ  ২৪শে অক্টোবর
গ ২৫শে অক্টোবর
ঘ ২৬শে অক্টোবর

উত্তরঃ খ  

৩০. জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য কত?
ক ৪০
খ ৫০
গ ৬০
ঘ ৭০

উত্তরঃ খ  

৩১. জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত?
ক ১৯১
খ ১৯২
গ  ১৯৩
ঘ ১৯৪

উত্তরঃ গ  

৩২. জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন মহাসচিবের নাম কী?
ক ট্রিগভেলি
খ বান কি মুন
গ উ-থান্ট
ঘ কফি আনান

উত্তরঃ ক  

৩৩. বান কি মুন কোন দেশের নাগরিক?
ক মায়ানমার
খ দক্ষিণ কোরিয়া
গ নরওয়ে
ঘ ব্রিটেন

উত্তরঃ খ  

৩৪. জাতিসংঘের পতাকার রং কী? (জ্ঞান)
ক সাদা
খ হালকা নীল
গ লাল
ঘ বেগুনি

উত্তরঃ খ  

৪৫. জলপাই পাতা কিসের প্রতীক?
 শান্তির
খ যুদ্ধের
গ নিরাপত্তার
ঘ বিজয়ের

উত্তরঃ ক 

৩৫. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা কত?
ক ১৫
খ ৫৪
গ ১৮৭
ঘ ১৯৩

উত্তরঃ খ  

৩৬. নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের মেয়াদকাল কত?
ক ১ বছর
খ ২ বছর
গ ৩ বছর
ঘ ৪ বছর

উত্তরঃ খ 

৩৭. নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত?
ক ৫
খ১০
গ ১৩
 ১৫

উত্তরঃ ঘ 

৩৮. ১৯৪৫ সালের কত তারিখে হিরোশিমায় বোমা ফেলা হয়?
ক ৫ই আগস্ট
খ  ৬ই আগস্ট
গ ৮ই আগস্ট
ঘ ৯ই আগস্ট

উত্তরঃ খ  

৩৯. ১৯৪৫ সালের কোন তারিখে নাগাসাকিতে বোমা ফেলা হয়?
ক ৫ই আগস্ট
খ ৭ই আগস্ট
গ ৮ই আগস্ট
ঘ ৯ই আগস্ট

উত্তরঃ ঘ  

৪০. নিরাপত্তা পরিষদের অস্থায়ী ১০টি সদস্য দেশকে নির্বাচন করে কোন পরিষদ?
ক নিরাপত্তা পরিষদ
খ অছি পরিষদ
গ সাধারণ পরিষদ
ঘ সচিবালয়

উত্তরঃ গ  

৪১. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ কোনটি?
ক জার্মানি
খ ভারত
গ ইতালি
ঘ ফ্রান্স

উত্তরঃ ঘ   

শেষ কথা

আশা করছি এই পোস্ট আপনাদের ভালোলেগেছে এবং এখান থেকে ৮ম শ্রেণি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ১৩ অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর  সংগ্রহ করতে পেরেছেন। এই ওয়েবসাইটে শিক্ষা সংক্রান্ত পোস্ট শেয়ার করা হয়। বিভিন্ন শ্রেণির প্রশ্ন সমাধান ও উত্তর পেতে আমার সাথেই থাকুন।

আরও দেখুনঃ

৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১৩ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

৮ম শ্রেণি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ১৩ অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *