৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১৩ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১৩ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন

ইউএনডিপি ১৯৬৫ সালে গঠিত হয়। এর পুরো নাম United Nations Development Programme (UNDP)। এটি জাতিসংঘের বিশ্বব্যাপী উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন ও তদারকি করে থাকে। নিউইয়র্কে এর সদর দপ্তর অবস্থিত ।বিশ্ব থেকে দারিদ্র্য দূরীকরণ ও উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নে সহায়তা করা ইউএনডিপি-র প্রধান কাজ। এই প্রতিষ্ঠানটি প্রধানত ৬টি ক্ষেত্র নিয়ে কাজ করে যথা : গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা; দারিদ্র্য দূরীকরণ; সংকট মোকাবিলা; পরিবেশ ও এনার্জি সংরক্ষণ; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং এইচআইভি। এগুলো জাতিসংঘের একটি অংশ। নিচের অংশে ৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১৩ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর দেওয়া আছে।

৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১৩ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন

এই অধ্যায়ে অনেক গুলো ছোট ছোট প্রশ্ন আছে। যা আমাদের সেগুলো পড়তে হবে। মূল বইয়ে ছোট প্রশ্ন গুলো দেওয়া নেই। আজকের পোস্টে বাংলাদেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সহযোগী সংস্থা থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন তৈরি করে দিয়েছি। যারা ৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১৩ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর সম্পর্কে জানতে চান এখান থেকে সেগুলো দেখেনিবেন।

  •  WHO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
    উত্তর : WHO এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
  • ইউনিসেফ শান্তিতে নোবেল পুরষ্কার লাভ করে কত সালে?
    উত্তর : ১৯৬৫ সালে।
  • ঢাকায় ইউনিসেফ এর অফিস প্রতিষ্ঠিত হয় কত সালে?
    উত্তর : ১৯৫১ সালে।
  • UNDP এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
    উত্তর : নিউইয়র্ক।
  • কত সাল থেকে ইউনিসেফ নিয়মিতভাবে এদেশের মা ও শিশুর উন্নয়নে কাজ করছে?
    উত্তর : ১৯৭৭।
  • পৃথিবীতে মোট কতটি রাষ্ট্র রয়েছে?
    উত্তর : ১৯৫ টি।
  • বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
    উত্তরঃ বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য।
  • UNICEF-এর পূর্ণরূপ কী?
    উত্তরঃ UNICEF-এর পূর্ণ রূপ হলো The United Nations Children’s Emergency Fund.
  • UNFPA কীভাবে কার্যক্রম পরিচালনা করে?
    উত্তর : UNFPA বিশ্বের বিভিন্ন অঞ্চলে অবস্থিত আঞ্চলিক অফিসের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে।
  • উন্নয়নশীল দেশের শিশুদের সেবা প্রদান করে কোন সংস্থা?
    উত্তর : ইউনিসেফ।
  • UNICEF এর পূর্ণরুপ কি?
    উত্তর : The United National Children’s Emergency Fund.
  • ইউনিসেফ প্রতিষ্ঠিত হয় কত সালে?
    উত্তর : ১৯৪৬ সালে।
  • ইউএনডিপি কত সালে গঠিত হয়?
    উত্তর : ১৯৬৫।
  • UNDP এর পূর্ণরুপ কি?
    উত্তর : The United Nations Development Programme.
  • কোন সংস্থাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ত্রান সাহায্যের লক্ষ্যে গঠিত হয়েছিল?
    উত্তর : ইউনিসেফ।
  • ইউনিসেফের সদরদপ্তর কোথয় অবস্থিত?
    উত্তর : নিউইয়র্ক।
  • UNFPA কাজ করছে–
    উত্তর : পরিবার পরিকল্পনাকে বাস্তবায়ন করতে।
  • মা ও শিশুর উন্নয়নে কোন সংস্থাটি কাজ করছে?
    উত্তর : ইউনিসেফ।

৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১৩ অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর

‘UNESCO ‘ কি?
উত্তর : জাতিসংঘের একটি সামাজিক সংস্থা।

ইউনেস্কোর পুরো নাম কি?
উত্তরঃ ইউনেস্কোর পুরো নাম– United Nations Educational Scientific and Cultural Organisation.

 ইউনেস্কো (UNESCO) কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৪৬ সালে।

 ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ প্যারিস।

কোন সংস্থার সদস্য সংখ্যা বেশি?
উত্তর : UNESCO।

 ইউনেস্কোর বর্তমান সদস্য রাষ্ট্র কতটি?
উত্তরঃ ১৯৫ টি।

আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত?
উত্তরঃ নেদারল্যান্ড।

FAO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর : রোম।

 জলপাই পাতা কীসের প্রতীক?
উত্তর : জলপাই পাতা শান্তির প্রতীক।

জাতিসংঘের প্রধান প্রশাসনিক কর্মকর্তা কে?
উত্তর : জাতিসংঘের প্রধান প্রশাসনিক কর্মকতা মহাসচিব।

 কী লক্ষ্য নিয়ে ইউনিসেফ প্রতিষ্ঠিত হয়?
উত্তর : দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত শিশুদের ত্রাণ সাহায্য প্রদানের লক্ষ্য নিয়ে ইউনিসেফ প্রতিষ্ঠিত হয়।

 কোনটি ইউনেস্কোর মূল কাজের ক্ষেত্র?
উত্তর : বিজ্ঞান।

UNICEF-এর পূর্ণরূপ কী?
উত্তর : UNICEF-এর পূর্ণরূপ হলো— United Nations International Children’s Emergency Fund.

অনুধাবনমূলক প্রশ্নের উত্তর

১। নিরাপত্তা পরিষদ বলতে কী বোঝ?

উত্তরঃ নিরাপত্তা পরিষদ হচ্ছে জাতিসংঘের সবচেয়ে গুরুত্ত্বপূর্ণ ও কার্যকরী সভা। ৫টি স্থায়ী ও ১০ টি অস্থায়ীসহ মোট ১৫টি সদস্য রাষ্ট্র নিয়ে এটি গঠিত। ৫টি স্থায়ী সদস্য রাষ্ট্র হচ্ছে- যুক্তরাষ্ট্র, যুক্ত্ররাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন। এসব দেশের প্রত্যেকটির ‘ভেটো’ প্রদান বা কোনো প্রস্তাব নাকচ করে দেওয়ার ক্ষমতা আছে।

২। বাংলাদেশ UNDP-র কার্যক্রম ব্যাখ্যা করো।

উত্তরঃ UNDP ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হলেও জাতিসংঘের সব উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন ও তদারকি করে থাকে। বাংলাদেশেও এর কার্যক্রম বিস্তৃত।১৯৭২ সাল থেকে বাংলাদেশ UNDP-র সহায়তা পেয়ে আসছে। UNDP-র কাজের ক্ষেত্র ৬টি, তারই ধারাবাহিকতায় বাংলাদেশ থেকে দারিদ্র্য দূরীকরণ, সংকট মোকাবিলা, পরিবেশ উন্নয়ন, গ্রামাঞ্চলে আর্থসামাজিক উন্নয়ন, নারী উন্নয়ন, সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে সাহায্য ও সহযোগিতা করে আসছে।

৩। জাতিসংঘের দুটি উদ্দেশ্য লেখো?

উত্তর : জাতিসংঘের দুটি উদ্দেশ্য হচ্ছে–

১. বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা।
২. বিভিন্ন জাতি তথা দেশের মধ্যে সম্প্রীতি স্থাপন করা।

৪। ইউনিসেফ গঠন করা হয় কেন?

উত্তরঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত শিশুদের ত্রাণ সাহায্য প্রদানের লক্ষ্যে ইউনিসেফ গঠন করা হয়। ১৯৮৬ সালে আন্তর্জাতিক শিশু তহবিল বা ইউনিসেফ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত শিশুদের সহায়তায় কাজ শুরু করে। ১৯৫০ সালের পর থেকে এটি বিশ্বের স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশের শিশুদের কল্যাণে কাজ করে আসছে।

৫। আন্তর্জাতিক আদালতের কাজ কী? 

উত্তর : সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সীমানাসহ দেশের অন্য যেকোনো বিরোধ মীমাংসা করা এর কাজ। ২০১২ সালে বঙ্গোপসাগরের সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সঙ্গে একটি বিরোধে বাংলাদেশ নিজের পক্ষে রায় পায়।

৬। CASE কী? এর লক্ষ্য কী?

উত্তর : CASE হলো Clean Air and Sustainable Environment (বিশুদ্ধ বায়ু ও টেকসই পরিবেশ)। এর লক্ষ্য যানবাহন ও ইটের ভাটা থেকে নির্গত দূষণ দূর করা।

শেষ কথা

আশা করছি এই পোস্ট আপনাদের ভালোলেগেছে এবং এখান থেকে ৮ম শ্রেণি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ১৩ অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর  সংগ্রহ করতে পেরেছেন। এই ওয়েবসাইটে শিক্ষা সংক্রান্ত পোস্ট শেয়ার করা হয়। বিভিন্ন শ্রেণির প্রশ্ন সমাধান ও উত্তর পেতে আমার সাথেই থাকুন।

আরও দেখুনঃ

৮ম শ্রেণি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ১৩ অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর

বাংলাদেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সহযোগী সংস্থা

One Comment on “৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১৩ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *