আমি কোনো আগন্তুক নই জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর- পিডিএফ

আমি কোনো আগন্তুক নই জ্ঞানমূলক প্রশ্ন

জন্মভূমি, আকাশ, ফুল-পাখি, জোনাকি, পুকুর, মাছরাঙা সবই তার বহুদিনের চেনা, তারাও তাকে ভালাে করে চেনে। কার্তিকের ধানের মঞ্জরির চিরােল পাতার টলমল শিশির, জোছনা রাতে নিশিন্দার ছায়া, তার সাক্ষী। কবির প্রিয় গ্রামীণ জনপদের মানুষ কদম আলী, জমিলার মা সবাই তাকে স্বজনবলে জানে। তিনি আগন্তুক নন বলেই তারা সবাই তাকে আপন বলেই মানেন। তিনিও এই গ্রামীণ জনপদেই খুঁজে পেয়েছেন আত্মার অস্তিত্ব। ‘আমি কোনাে আগন্তুক নই’ কবিতায় জন্মভূমির মধ্যে শিকড় গেড়ে মানুষ যে সমগ্র দেশকে আপন করে পায়, এই সত্যটিই ধ্বনিত হয়েছে। নিচে থেকে আমি কোনো আগন্তুক নই জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পিডিএফ সংগ্রহ করুন।

আমি কোনো আগন্তুক নই জ্ঞানমূলক প্রশ্ন

এখানে আমি কোনো আগন্তুক নই জ্ঞানমূলক প্রশ্ন  গুলো দেওয়া হয়েছে। সেই সাথে উত্তর গুলো নিচে পেয়ে যাবেন। এই ধরনের জ্ঞানমূলক প্রশ্ন সৃজনশীল প্রশ্নের ক নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ। তাই মনোযগ সহকারে প্রশ্ন গুলো পড়বেন।

১। ‘নিশিরাইত’ অর্থ কী?
উত্তর : ‘নিশিরাইত’ অর্থ গভীর রাত।

 ২। এখানে থাকা মানে কোথায় থাকা?
উত্তর : এখানে থাকা মানে সারা দেশে থাকা।

৩। কে কোনাে অভ্যাগত নন?
উত্তর : কবি কোনাে অভ্যাগত নন।

৪। কবি কোন দেশি পথিক নন?
উত্তর : কবি ভিনদেশি পথিক নন।

৫। কবি কার নামে শপথ নিয়েছেন?
উত্তর : কবি খােদার নামে শপথ নিয়েছেন।

৬। “তার ক্লান্ত চোখের আঁধার’- কার?
উত্তর ; তার ক্লান্ত চোখের আঁধার’– এখানে তার হচ্ছে কদম আলীর ।

৭। জ্যোৎস্নার চাদরে কী ঢাকা?
উত্তর : জ্যোৎস্নার চাদরে নিশিন্দার ছায়া ঢাকা।

৮। মাটিতে কার গন্ধ পাওয়া যাবে?
উত্তর : মাটিতে কবির গন্ধ পাওয়া যাবে।

৯। কবি নদীকে কী নদী বলেছেন?
উত্তর : কবি নদীকে ‘উধাও নদী’ বলেছেন।

১০। কে মুগ্ধ এক অবােধ বালক?
উত্তর : কবি মুগ্ধ এক অবােধ বালক।

১১। আহসান হাবীবের প্রথম কাব্যগ্রস্থের নাম কী?
উত্তর : আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্মের নাম রাত্রিশেষ।

১২। কদম আলী কিসে নত?
উত্তর : কদম আলী অকাল বার্ধক্যে নত ।

১৩. কার দৃষ্টি স্থির?
উত্তর : মাছরাঙার দৃষ্টি স্থির।

 ১৪। মাছরাঙা কাকে চেনে?
উত্তর : মাছরাঙা কবিকে চেনে।

১৫। কার চোখ ক্লান্ত?
উত্তর : কদম আলীর চোখ ক্লান্ত।

আমি কোনো আগন্তুক নই কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন

এখানে আমি কোনো আগন্তুক নই কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর গুলো দেওয়া হয়েছে। অনেকে গুগল থেকে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর খুজতেছিলেন। তারা নিচের অংশ থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন গুলো পড়ে নিন।

১। “আগন্তুক” অর্থ কী?
উত্তর : ‘আগন্তুক’ অর্থ আগমন করেছে এমন অপরিচিত কেউ।

২। অকালবার্ধক্যে নত কে?
উত্তর : অকাল বার্ধক্যে নত কবির পরিচিত কদম আলী।

৩। কবি আহসান হাবীব-এর হাতের স্পর্শ কোথায় লেগে আছে?
উত্তর : কবি আহসান হাবীবের হাতের স্পর্শ লেগে আছে বৈঠায় ও লাঙলে।

৪। কত সালে আহসান হাবীব মৃত্যুবরণ করেন?
উত্তর : ১৯৮৫ সালে আহসান হাবীব মৃত্যুবরণ করেন।

৫। আসমানের তারা কার সাক্ষী?
উত্তর : আসমানের তারা কবির সাক্ষী।

 ৬। কোন পাখি কবিকে চেনে?
উত্তর : মাছরাঙা পাখি কবিকে চেনে।

৭। আহসান হাবীব কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : আহসান হাবীব পিরােজপুর জেলার শঙ্করপাশা গ্রামে জন্মগ্রহণ করেন।

৮। আহসান হাবীব কোন পত্রিকার সাহিত্য সম্পাদক ছিলেন?
উত্তর : আহসান হাবীব ‘দৈনিক বাংলা পত্রিকার সাহিত্য সম্পাদক ছিলেন।

৯। কোন পত্রিকার সাহিত্য সম্পাদক থাকাকালে আহসান হাবীব মৃত্যুবরণ করেন?
উত্তর “দৈনিক বাংলা পত্রিকার সাহিত্য সম্পাদক থাকাকালে আহসান হাবীব মৃত্যুবরণ করেন।

 ১০। আহসান হাবীব কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর : আহসান হাবীব ১৯১৭ সালে জন্মগ্রহণ করেন।

১১। ধানের মঞ্জরি কী?
উত্তর : ধানের মঞ্জরি হলাে মুকুল বা শিষ ।

১২। আমি কোনো আগুন্তক নই’ কবিতায় জ্যোৎস্নার চাদরে ঢাকা কী?
উত্তরঃ আমি কোনো আগুন্তক নই’ কবিতায় জ্যোৎস্নার চাদরে ঢাকা নিশিন্দার ছায়া।

১৩। বিস্তর জোনাকি কোথায় দেখা যায়?
উত্তরঃ বিস্তর জোনাকি বাঁশবাগানে দেখা যায়।

১৪।  মাছরাঙা কাকে চেনে?
উত্তরঃ মাছরাঙা কবিকে চেনে।

আরও দেখুনঃ আমি কোনো আগন্তুক নই সৃজনশীল প্রশ্ন ও উত্তর- PDF

আমি কোন আগন্তুক নই কবিতার অনুধাবনমূলক প্রশ্নের উত্তর

এখানেই এই কবিতার অনুধাবনমূলক প্রশ্ন গুলো দেওয়া হয়েছে। যেগুলো ক নাম্বারের জন্য অধিক গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রশ্ন দিয়ে ক নাম্বার তৈরি করা হয়। তাই নিচের দেওয়া আমি কোন আগন্তুক নই কবিতার অনুধাবনমূলক প্রশ্নের উত্তর সংগ্রহ করে নিবেন।

১।  “তারা জানে আমি কোনাে আত্মীয় নই”- কবি এ কথা বলেছেন কেন?

উত্তর : তারা জানে আমি কোনাে আত্মীয় নই’– কবি একথা বলেছেন জন্মভূমির সঙ্গে তার বন্ধনের দৃঢ়তা বােঝাতে।

“আমি কোনাে আগন্তুক নই’ কবিতায় কবি জন্মভূমির সঙ্গে তার সম্পৃক্ততার মাধ্যমে মানুষের অবিচ্ছেদ্য সম্পর্কের দিকটি তুলে ধরেছেন। কবিতায় গ্রামীণ প্রকৃতির নানা অনুষঙ্গে কবির প্রাত্যহিক  জীবনের সম্পৃক্ততার দিকটি প্রকাশ পেয়েছে। কবির চিরচেনা জনপদের মানুষ কদম আলী, জমিলার মা সবাই তাঁকে স্বজন বলে জানে। তিনি আগন্তুক নন বলেই তারা সবাই তাকে আপনজন  হিসেবে মানে। তিনিও গ্রামীণ জনপদেই খুঁজে পেয়েছেন তার  আত্মার অস্তিত্ব।

২। এখানে থাকার নাম সর্বত্রই থাকা- কীভাবে? 

উত্তর : ‘এখানে থাকার নাম সর্বত্রই থাকা’ বলতে কবি সমগ্র বাংলা  ভূখণ্ডে থাকার কথা বুঝিয়েছেন ।

কবি বাংলার সন্তান, বাংলা ভূখণ্ডের সবুজ শ্যামলিমায় তার জন্ম। এখানে তিনি শৈশব, কৈশাের আর যৌবন কাটিয়েছেন। এ মাটিতে কবির সত্তা মিশে আছে। প্রকৃতির গাছপালা কবিকে চেনে। মাছ  শিকারি মাছরাঙা কবিকে চেনে। কদম আলী আর জমিলার যা চেনে। উল্লিখিত চরণে কবি কোনাে নির্দিষ্ট স্থান বা গ্রামকে বােঝননি; বরং সমগ্র বাংলা অঞ্চলকে বুঝিয়েছেন। কারণ তিনি বাংলার সন্তান, তাই সমগ্র বাংলাই কবির অধিকারে।

৩। মাছরাঙার দৃষ্টি স্থির থাকে কেন?

উত্তর : মাছরাঙার দৃষ্টি স্থির থাকার কারণ হলাে- মাছরাঙা পানিতে চলমান মাছ শিকার করে।

জলাশয়ের ধারে গাছের ডালে চুপ করে মাছরাঙা বসে থাকে। দৃষ্টি স্থির থাকে পানির দিকে। পানিতে ছােট ছােট মাছ সাধারণত পানির উপরে’ দল বেঁধে বা একা একা ঘুরে বেড়ায়। সুযােগ বুঝে চোখের পলকে মাছরাঙা পানিতে ঝাঁপ দিয়ে নিপুণভাবে ঠোটে মাছটি গাঁথে । ঐ মাছ শিকার করে মাছরাঙা আহার করে। এজন্যই মাছরাঙার দৃষ্টি স্থির থাকে।

শেষ কথা

আশা করছি এই পোস্ট থেকে আমি কোনো আগন্তুক নই জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পিডিএফ সংগ্রহ করতে পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমার সাথেই থাকবেন। এই ওয়েবসাইটের মাধ্যমে সকল শ্রেণির শিক্ষাসংক্রান্ত তথ্য শেয়ার করা হয়।  আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালোথাকবেন, সুস্থ থাকবেন।

আরও দেখুনঃ

আমি কোনো আগন্তুক নই-আহসান হাবীব। বাংলা কবিতা

বৃষ্টি কবিতার সৃজনশীল প্রশ্নের উত্তর পিডিএফ- এস এস সি

আশা কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পিডিএফ। এস এস সি

আশা কবিতা সিকান্দার আবু জাফর পিডিএফ- এস এস সি