এখানে আমাদের লোকশিল্প বহুনির্বাচনী প্রশ্ন উত্তর দেওয়া আছে। এই প্রশ্ন গুলো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনাদের মূল বইয়ে এই MCQ প্রশ্ন দেওয়া নেই। এজন্য প্রথমে সম্পূর্ণ গল্প টি পড়ে নিবেন। এরপর এখান থেকে বহুনির্বাচনি প্রশ্ন গুলো সংগ্রহ করবেন।
আমাদের লোকশিল্প বহুনির্বাচনী প্রশ্ন
১. কোনটি আমাদের দেশে অপ্রতুল নয়?
ক) লোহ
খ) ঢেউটিন
গ) কাঠ
ঘ) বাঁশ
সঠিক উত্তর: (ঘ)
২. সৌন্দর্যপ্রিয় মানুষ শিকাগুলোতে নানা নকশা জুড়ে দিয়ে তাকেও একটি-
i. গৃহস্থারি বস্তুতে পরিণত করেছে
ii. শিল্পবস্তুতে পরিণত করেছে
iii. শৈল্পিক পণ্যে পরিণত করেছে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) ii ও iii
ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৩. আমাদের দেশের লোকশিল্প কী মানের?
ক) উচ্চমানের
খ) নিম্নমানের
গ) মানহীন
ঘ) সাধারণ
সঠিক উত্তর: (ক)
৪. তৈজসপত্র তৈরিতে ছাঁচেরে মধ্যে কোন বস্তুটি ঢেলে ছাঁচ ভেঙ্গে ফেলা হয়?
ক) গলিত লোহা
খ) গলিত সিসা
গ) গলিত কাঁসা
ঘ) গলিত ইস্পাত
সঠিক উত্তর: (গ)
৫. খাদ্যশস্যের পরে এদেশের মানুষের জীবনের সাথে কোন জিনিসটি জড়িয়ে আছে?
ক) লোকশিল্প
খ) কুটিরশিল্প
গ) ক্ষুদ্রশিল্প
ঘ) তাঁতশিল্প
সঠিক উত্তর: (খ)
৬. নিম্নের কোনটি লোকটিল্পের অন্যতম উপকরণ?
ক) কাপড়ের তৈরি পুতুল
খ) প্রতিীকধর্মী পুতুল
গ) সোনার পুতুল
ঘ) মাটির পুতুল
সঠিক উত্তর: (ক)
৭. কোনটি মোগল বাদশাহদের বিলাসের বস্তু ছিল?
ক) নকশিকাঁথা
খ) ঢাকাই মসলিন
গ) খদ্দরের কাপড়
ঘ) শীতলপাটি
সঠিক উত্তর: (খ)
৮. সূতার সূক্ষ্মতার বিচারে মসলিনের বিপরীতে রয়েছে কোনটি?
ক) জামদানি
খ) খাদি বা খদ্দর
গ) বেনারসি
ঘ) আদ্দি
সঠিক উত্তর: (খ)
৯. স্বদেশী আন্দোলনের যুগে বিদেশি কাপড় বর্জনের আদর্শ কী?
ক) মসলিন
খ) জামদানি
গ) খাদি
ঘ) নকশিকাঁথা
সঠিক উত্তর: (গ)
১০. নকশিকাঁথা তৈরির সঠিক মৌসুম কোনটি?
ক) গ্রীষ্মকাল
খ) বর্ষাকাল
গ) শরৎকাল
ঘ) হেমন্তকাল
সঠিক উত্তর: (খ)
১১. খাদি কাপড়ের বিশেষত্ব কী?
ক) বাহারি রং
খ) চিকন সুতা
গ) গামে সাশ্রয়ী
ঘ) হাতে প্রস্তুত
সঠিক উত্তর: (ঘ)
১২. নওয়াপাড়া কোন নদীর তীরে অবস্থিত?
ক) শীতলক্ষ্যা
খ) যমুনা
গ) মেঘনা
ঘ) মধুমতি
সঠিক উত্তর: (ক)
১৩. মসলিনের ঐতিহ্য লালন করছে কোনটি?
ক) নকশিকাঁথা
খ) জামদানি শাড়ি
গ) টেপা পুতুল
ঘ) শীতলপাটি
সঠিক উত্তর: (খ)
১৪. গ্রামীণ কোন লোকশিল্পটি আজ লুপ্তপ্রায়?
ক) খাদি কাপড়
খ) নকশিকাঁথা
গ) টেপা পুতুল
Ο ঘ) কাপড়ের পুতুল
সঠিক উত্তর: (খ)
১৫. কামরুল হাসান কোথায় জন্মগ্রহণ করেন?
ক) হুগলিতে
খ) চট্টগ্রামে
গ) কলকাতায়
ঘ) ঢাকায়
সঠিক উত্তর: (গ)
১৬. শীতলপাটি কোন সময় ব্যবহার করা হয়?
ক) গ্রীষ্মকালে
খ) শীতকালে
গ) বর্ষাকালে
ঘ) বসন্তকালে
সঠিক উত্তর: (ক)
১৭. যারা সুতা কাটে তাদের কী বলা হয়?
ক) বাটুনি
খ ) কাটুনি
গ) চাটুনি
ঘ) মাজনি
সঠিক উত্তর: (খ)
১৮. কামরুল হাসান পেশায় কী ছিলেন?
ক) অধ্যাপক
খ) চিকিৎসক
গ) সাহিত্যিক
ঘ) প্রকৌশলী
সঠিক উত্তর: (ক)
১৯. ঢাকাই মসলিন শাড়ির ক্ষেত্রে প্রযোজ্য-
i. দুনিয়া জুড়ে সমাদৃত
ii. মোগল বাদশাদের বিলাসের সামগ্রী
iii. কারুকার্য সংবলিত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (ক)
২০. কোন গ্রামে জামদানি কারিগরদের বসবাস?
ক) নোওয়াপাড়া
খ) নওয়াপাড়ায়
গ) নবাবপাড়া
ঘ) নওদাপাড়া
সঠিক উত্তর: (খ)
আমাদের লোকশিল্প MCQ
২১. শীতলক্ষ্যা নদীর তীরে গড়ে উঠেছে বড় বড়-
ক) কাগজের কল
খ) কাপড়ের কারখানা
গ) রাবারের কারখানা
ঘ) প্লাস্টিকের কারখানা
সঠিক উত্তর: (খ)
২২. শতাব্দীকাল ধরে কোন নদীর তীরে তীরে তাঁত শিল্পের বিস্তার লাভ করেছে?
ক) বুড়িগঙ্গা
খ) শীতলক্ষ্যা
গ) মেঘনা
ঘ) তুরাগ
সঠিক উত্তর: (খ)
২৩. কোনটি দেশে দেশে হৃদয়ের সম্পর্ক গড়ে তোলে?
ক) কারখানা
খ) খনিজ পদার্থ
গ) কৃষি বিপ্লব
ঘ) লোকিশিল্প
সঠিক উত্তর: (ঘ)
২৪. লোকশিল্পের ভেতর দিয়ে কিসের কিসের প্রকাশ ঘটে?
ক) পরিশ্রমের
খ) হৃদয়-মনের
গ) ইচ্ছাশক্তির
ঘ) জীবনবোধের
সঠিক উত্তর: (খ)
২৫. গ্রামবাসীদের যারা অবসর সময়ে সুতা কাটে তাদের কী বলা হয়?
ক) কাটুনি
খ) কর্তুনি
গ) সুতেল
ঘ) সুত্রধর
সঠিক উত্তর: (ক)
২৬. উপজাতীয়দের হাতে তৈরি পরিধেয় বস্ত্রগুলো সাধারণত কী রকম হয়?
ক) পাতলা
খ) মোটা
গ) টেকসই
ঘ) মোটা ও টেকসই
সঠিক উত্তর: (ঘ)
২৭. বাংলাদেশের গ্রামে গ্রামে কোন শিল্পটি তৈরির রেওয়াজ ছিল?
ক) মসলিন কাপড়
খ) নকশিকাঁথা
গ) পিতলের কলসি
ঘ) জামদানি শাড়ি
সঠিক উত্তর: (খ)
২৮. মসলিনের কারিগরদের বংশধরেরা আজও কোথায় বসবাস করছে?
ক) কুমিল্লা
খ) সিলেট
গ) পার্বত্য চট্টগ্রাম
ঘ) নারায়ণগঞ্জ
সঠিক উত্তর: (ঘ)
২৯. বিদেশি কাপড় বর্জন করে দেশি কাপড় ব্যবহারের আদর্শের মূলে ছিল-
ক) খাদি কাপড়
খ) জামদানি
গ) মসলিন
ঘ) টাঙ্গাাইল কাপড়
সঠিক উত্তর: (ক)
৩০. আমাদের দেশে কোন শিল্পে বিশেষ সৃজনশীল নমুনা পাওয়া যায়?
ক) বাঁশ
খ) সোলা
গ) বেত
ঘ) কাঠ
সঠিক উত্তর: (খ)
৩১. কোন জেলার কাঠের নৌকা বেশ নিপুণতার দাবি রাখে?
ক) সিলেট
খ) খুলনা
গ) বরিশাল
ঘ) কুষ্টিয়া
সঠিক উত্তর: (গ)
৩২. কুটির শিল্পকে শিল্পগুণ বিচারে বলা যায়-
ক) লোকশিল্প
খ) ক্ষুদ্র শিল্প
গ) কারুশিল্প
ঘ) বৃহৎ শিল্প
সঠিক উত্তর: (ক)
৩৩. নঁকশি কাঁথায় জড়িয়ে আছে-
i. পরিবারের কাহিনি
ii. মনের গভীর আবেগ
iii. হাসি কান্নার গল্প
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৪. টেপা পুতুলগুলোর মধ্যে কাদের শিল্পীমনের পরিচয় পাওয়া যায়?
ক) তুর্কিদের
খ) পালদের
গ) সেনদের
ঘ) সুলতানদের
সঠিক উত্তর: (খ)
৩৫. শীতলক্ষ্যা নদীর তীরে কোন শহর অবস্থিত?
ক) নারায়ণগঞ্জ
খ) গোপালগঞ্জ
গ) মুন্সিগঞ্জ
ঘ) মানিকগঞ্জ
সঠিক উত্তর: (ক)
৩৬. আমরা যদি সবাই লোকশিল্পের কদর করি তাহলে-
i. দেশের বেকারত্ব লাঘব হবে
ii. দারিদ্র বিমোচন হবে
iii. ঐতিহ্য সংরক্ষিত হবে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৭. একসময় বাংলাদেশের গ্রামে গ্রামে কোনটি তৈরির রেওয়াজ ছিল?
ক) নকশিকাঁথা
খ) খাদি বা খদ্দর
গ) কাঁসা-পিতলের
ঘ) মসলিন
সঠিক উত্তর: (ক)
৩৮. মসলিন কী দিয়ে বোনা হতো?
ক) সূক্ষ্ম পশমি আঁশ
খ) সূক্ষ্ম রেশম সুতা
গ) সূক্ষ্ম পাটের আঁশ
ঘ) সূক্ষ্ম সুতা
সঠিক উত্তর: (ঘ)
৩৯. সানকি, দইয়ের ভাঁড়, রসের ঠিলা তৈরির মূল উপাদান কোনটি?
ক) মাটি
খ) পিতল
গ) কাঁসা
ঘ) তামা
সঠিক উত্তর: (ক)
৪০. শীতলক্ষ্যা নদীর তীরে বস্ত্রশিল্প গড়ে ওঠার অনুকূল বিষয়গুলো হচ্ছে-
i. ভৌগোলিক অবস্থান
ii. পরিবহন সুবিধা
iii. আবহাওয়া
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও ii
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (খ)
শেষ কথা
আশা করছি এই পোস্ট আপনাদের ভালোলেগেছে এবং এখান থেকে আমাদের লোকশিল্প বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর সংগ্রহ করতে পেরেছেন। এই রকম শিক্ষাসংক্রান্ত তথ্য পেতে আমার সাথেই থাকুন। এই ওয়েবসাইটে শিক্ষামূলক পোস্ট শেয়ার করা হয়।
আরও দেখুনঃ
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সৃজনশীল প্রশ্ন উত্তর