এখান থেকে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম mcq প্রশ্নের উত্তর সংগ্রহ করতে পারবেন।বঙ্গবন্ধুর প্রতিবাদী কণ্ঠের বজ্রধ্বনিতে পুর্ব বাংলার সর্বস্তরের মানুষের রক্ত স্বাধীনতার জন্য টগবগ করে ওঠে। এ ভাষন দেশবাসীর মনে জাগিয়েছিল শত্রুকে মােকাবিলা করার বিপুল উৎসাহ-উদ্দীপনা ও অদম্য শক্তি। এবারের সংগ্রাম মুক্তির সগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’- জয় বাংলা। সত্যিই এ বজ্র কণ্ঠস্বরের ওপরে ভিত্তি করেই রচিত হয়েছিল বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক একটি স্বাধীন ও সার্বভৌম দেশের। যে ভিত্তির ওপর দাঁড়িয়ে আজও মাথা উঁচু করে আছে আমাদের জন্মভূমি বাংলাদেশ।
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম MCQ
১. কত তারিখে অ্যাসেম্বলি কল করা হয়েছিল?
ক ১৯
খ ২৩
● ২৫
ঘ ২৭
২. আইয়ুব খান ক্ষমতাচ্যুত হওয়ার পর নতুন প্রেসিডেন্ট হন কে? (জ্ঞান)
● ইয়াহিয়া খান
খ শেখ মুজিবুর রহমান
গ মোহাম্মদ আলী জিন্নাহ
ঘ তাজউদ্দিন আহমেদ
৩. শেখ মুজিবুর রহমানের পিতার নাম কী? (জ্ঞান)
ক শেখ ফজলুল করিম সেলিম
● শেখ লুৎফর রহমান
গ শেখ রশিদ মিঞা
ঘ শেখ খলিলুর রহমান
৪. বঙ্গবন্ধু কত সালে সপরিবারে নিহত হন? (জ্ঞান)
ক ১৯৭১ খ ১৯৭২
● ১৯৭৫
ঘ ১৯৭৬
৫. বঙ্গবন্ধুর মাতার নাম কী? (জ্ঞান)
ক জামিলা খাতুন
খ রহিমা খাতুন
● সায়েরা খাতুন
ঘ হালিমা খাতুন
৬. “পদ্মা-মেঘনা-যমুনা তোমার আমার ঠিকানা”- এ স্লোগানটি বাংলার কোন আন্দোলনের সাথে সম্পর্কিত?
ক রাষ্ট্রভাষা
● অসহযোগ
গ ছয়-দফা
ঘ গণঅভ্যুত্থান
৭. শেখ মুজিবুর রহমান কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন? (জ্ঞান)
ক ১৯১৮
● ১৯২০
গ ১৯২৭
ঘ ১৯৩১
৮. টুঙ্গিপাড়া গ্রামটি কোন জেলায় অবস্থিত? (জ্ঞান)
ক মুন্সিগঞ্জ
খ বিক্রমপুর
● গোপালগঞ্জ
ঘ মানিকগঞ্জ
৯. স্বাধীনতা যুদ্ধের বীজ বপন হয়েছিল কোন আন্দোলনের মধ্যে বলে তোমার মনে হয়?
ক ১৯৪৭-এর দেশবিভাগ
খ ১৯৫২ সালের ভাষা আন্দোলন
● ১৯৬৬ এর ছয় দফা আন্দোলন
ঘ ১৯৬৯-এর গণআন্দোলন
১০. ‘প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোল’ এ উক্তিটিতে কোন বিষয়টি ফুটে উঠেছে?
● অন্যায় প্রতিরোধের তাগিদ
খ ভবিষ্যতের দিকনির্দেশনা
গ যুদ্ধজয়ের বাসনা
ঘ অন্যায় আচরণ
১১. বঙ্গবন্ধু বাঙালিকে কী নিয়ে প্রস্তুত থাকতে নির্দেশনা দেন?
ক বন্দুক নিয়ে
খ মনোবল নিয়ে
গ সময় নিয়ে
● যার যা আছে তাই নিয়ে
১২. ক্ষমতায় এসে ইয়াহিয়া খান কোন নির্বাচন দিতে বাধ্য হন? (জ্ঞান)
ক প্রাদেশিক
খ কেন্দ্রীয়
গ মধ্যবর্তী
● সাধারণ
১৩. ১৯৬৯-এর নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে? (জ্ঞান)
ক বিএনপি
● আওয়ামী লীগ
গ জাতীয় পার্টি
ঘ কমিউনিস্ট পার্টি
১৪. ৭ই মার্চের ভাষণটি কত মিনিটের ভাষণ ছিল?
ক ১২
খ ১৭
● ১৮
ঘ ২০
১৫. অস্থায়ী সরকারের কোন পদে শেখ মুজিবকে রাখা হয়? (জ্ঞান)
ক প্রধানমন্ত্রী
● রাষ্ট্রপতি
গ অর্থমন্ত্রী
ঘ যোগাযোগমন্ত্রী
১৬. কত খ্রিষ্টাব্দে গণঅভ্যুত্থান হয়? (জ্ঞান)
ক ১৯৬৮
● ১৯৬৯
গ ১৯৭০
ঘ ১৯৭১
১৭. অত্যাচারী সামরিক শাসক আইয়ুব খানের পতন ঘটে কত সালে?
ক ১৯৫৮
খ ১৯৬২
গ ১৯৬৬
● ১৯৬৯
১৮. শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন? (জ্ঞান)
● ১৭ই মার্চ, ১৯২০
খ ২৭শে মার্চ, ১৯২০
গ ৭ই মার্চ, ১৯২০
ঘ ১০ই মার্চ, ১৯২০
১৯. ২৬শে মার্চ কখন বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন? (জ্ঞান)
● রাতের প্রথম প্রহরে
খ দুপুরে
গ সকালে
ঘ বিকালে
২০. শেখ মুজিবের সরকারই স্বল্প সময়ে কী রচনা করেন? (জ্ঞান)
ক সাহিত্য
● সংবিধান
গ কবিতা
ঘ উপন্যাস
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
২১. পাকিস্তানি শাসকগোষ্ঠী কাদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে চায়নি? (জ্ঞান)
ক জাপানিদের
খ ভারতীয়দের
● বাঙালিদের
ঘ আমেরিকানদের
২২. প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ১৯৭১-এর ৩রা মার্চ ঢাকায় জাতীয় পরিষদের কততম অধিবেশন আহ্বান করেন? (জ্ঞান)
● প্রথম
খ দ্বিতীয়
গ তৃতীয়
ঘ চতুর্থ
২৩. ১৯৭১-এর ৩রা মার্চ পাকিস্তানের জাতীয় পরিষদের যে অধিবেশন ডাকা হয় তা কবে পুনরায় স্থগিত করা হয়? (জ্ঞান)
● ১৯৭১ এর ১লা মার্চ
খ ১৯৭১ এর ২রা মার্চ
গ ১৯৭১ এর ৩রা মার্চ
ঘ ১৯৭১ এর ৪ঠা মার্চ
২৪. এদেশের মানুষের অধিকার আদায়ে বঙ্গবন্ধু অনির্দিষ্টকালের জন্য কীসের ডাক দেন? (জ্ঞান)
● হরতালের
খ যুদ্ধের
গ মিছিলের
ঘ অনশনের
২৫. বঙ্গবন্ধু তার ভাষণে বাঙালিদের জন্য কী চেয়েছেন? (জ্ঞান)
ক খাদ্য
খ অস্ত্র
গ বাসস্থান
● অধিকার
২৬. ষড়যন্ত্রমূলক ঘোষণা শুনে কোথায় প্রতিবাদের ঝড় ওঠে? (জ্ঞান)
● পূর্ব পাকিস্তানে
খ পশ্চিম পাকিস্তানে
গ ভারত
ঘ চীনে
২৭. আব্রাহাম লিংকন কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? (জ্ঞান)
ক রাশিয়া
খ থাইল্যান্ড
গ জাপান
● আমেরিকা
২৮. আব্রাহাম লিংকন ঐতিহাসিক ভাষণ দেন কোথায়? (জ্ঞান)
ক নিউইয়র্কে
খ কায়রোয়
● গেটিসবার্গে
ঘ লন্ডনে
২৯. বঙ্গবন্ধু কাদের রক্তের ওপর পাড়া দিতে চাননি? (জ্ঞান)
ক মা-বাবার
খ ভাই-বোনের
গ ছেলেমেয়ের
● শহিদদের
৩০. বঙ্গবন্ধু কোন বাহিনীর লোকদের ব্যারাকে ফেরত যেতে বলেন? (জ্ঞান)
● সামরিক
খ বিমান
গ প্রতিরক্ষা
ঘ পুলিশ
৩২. বঙ্গবন্ধু সরকারি কর্মচারীদের দেশের মুক্তি না হওয়া পর্যন্ত কী বন্ধ রাখার কথা বলেন? (জ্ঞান)
● খাজনা ট্যাক্স
খ ওয়াপদা
গ অফিস-আদালত
ঘ রাস্তাঘাট
৩৩. জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বঙ্গবন্ধু কোন ভাষায় ভাষণ দেন? (জ্ঞান)
● বাংলা
খ হিন্দি
গ ইংরেজি
ঘ ফরাসি
৩৪. বঙ্গবন্ধু কী কারণে হরতাল ডেকেও রিকশা, গরুর গাড়ি, রেল ও লঞ্চ চলার অনুমতি দেন? (অনুধাবন)
ক ধনীদের কথা বিবেচনা করে
খ যাত্রীদের কথা বিবেচনা করে
● গরিবদের কথা বিবেচনা করে
ঘ মধ্যবিত্তের কথা বিবেচনা করে
৩৫. বঙ্গবন্ধু ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে বলেছিলেন কেন? (অনুধাবন)
ক যুদ্ধ করতে
● শত্রুর মোকাবিলা করতে
গ আন্দোলন করতে
ঘ বিদ্রোহ করতে
৩৬. বঙ্গবন্ধু গ্রেফতার হন কোথা থেকে? (জ্ঞান)
● নিজ বাসভবন
খ যুদ্ধের ময়দান
গ অফিস
ঘ রাস্তা
৩৭. পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খান ক্ষমতাচ্যুত হন কেন? (অনুধাবন)
ক ভাষা আন্দোলনের ফলে
● গণঅভ্যুত্থানের ফলে
গ গ-গোলের ভয়ে
ঘ মারধর খেয়ে
৩৮. ইয়াহিয়া খানের নতুন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পেছনে কারণ কী? (অনুধাবন)
ক আইয়ুব খানের মৃত্যু
খ আইয়ুব খানের পদত্যাগ
● আইয়ুব খানের ক্ষমতাচ্যুতি
ঘ আইয়ুব খানের অসুস্থতা
৩৯. শেখ মুজিবুর রহমান বাঙালিকে স্বাধীনতা সংগ্রামের আহ্বান জানান কেন? (অনুধাবন)
ক ভারতের মুক্তির জন্য
● বাঙালির মুক্তির জন্য
গ পাকিস্তানের মুক্তির জন্য
ঘ ইয়াহিয়া খানকে পদচ্যুত করার জন্য
৪০. ৬ দফা আন্দোলনের মুখ্য প্রবক্তা কে? (জ্ঞান)
● শেখ মুজিবুর রহমান
খ তাজউদ্দীন আহমেদ
গ হোসেন শহীদ সোহরাওয়ার্দী
ঘ আতাউল গণি ওসমানী
৪১. বঙ্গবন্ধু অনির্দিষ্টকালের জন্য হরতাল ঘোষণা করেন কেন? (অনুধাবন)
● বাঙালির অধিকার আদায়ে
খ বাঙালির খাদ্য জোগাতে
গ বাঙালির কর্মসংস্থান করতে
ঘ বাঙালির অর্থ জোগাতে
শেষ কথা
আশা করছি এই পোস্ট আপনাদের ভালোলেগেছে এবং এখান থেকে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম MCQ প্রশ্ন উত্তর PDF সংগ্রহ করতে পেরেছেন। এই রকম শিক্ষাসংক্রান্ত তথ্য পেতে আমার সাথেই থাকুন। এই ওয়েবসাইটে শিক্ষামূলক পোস্ট শেয়ার করা হয়।
আরও দেখুনঃ
তৈলচিত্রের ভূত সৃজনশীল প্রশ্ন ও উত্তর। পিডিএফ