আমাদের লোকশিল্প সৃজনশীল প্রশ্ন ও উত্তর। পিডিএফ

আমাদের লোকশিল্প সৃজনশীল প্রশ্ন

এই পোস্টে থেকে আমাদের লোকশিল্প সৃজনশীল প্রশ্ন উত্তর সংগ্রহ করতে পারবেন।এই প্রবন্ধটি পাঠ করে শিক্ষার্থীরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের লোকশিল্প ও লােক-ঐতিহ্য সম্পর্কে জ্ঞানলাভ করতে পারবে।তারা দেশের লােকশিল্প সম্পর্কে আগ্রহী ও শ্রদ্ধাশীল হবে এবং তা সংরক্ষনে তৎপর হৰে । লােকশিল্পের মাধ্যমে তারা আমাদের ঐতিহ্যকে বিশ্বের কাছে তুলে ধরতে পারবে।আমাদের লােকশিল্প’ প্রবন্ধটি আমাদের লােকদৃষ্টি’ গ্রন্থ থেকে গৃহীত হয়েছে । লেখক এ প্রবন্ধে বাংলাদেশের

লােকশিল্প ও লােক ঐতিহ্যের বর্ণনা দিয়েছেন। এ বর্ণনায় লােকশিল্পের প্রতি তাঁর গভীর মমত্ববােধের পরিচয় রয়েছে। আমাদের নিত্য ব্যবহার্য অধিকাংশ জিনিসই এ কুটিরশিল্পের উপর নির্ভরশীল । শিল্পগুন বিচারে এ ধরনের শিল্পকে লােকশিল্পের মধ্যে গণ্য করা যেতে পারে। অতীতে আমাদের দেশে যে সমস্ত লােকশিল্পের দ্রব্য তৈরি হতাে তার অনেকগুলােই অত্যন্ত উচ্চমানের ছিল।

আমাদের লোকশিল্প সৃজনশীল প্রশ্ন

এখানে আমাদের লোকশিল্প সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। এই ধরনের প্রশ্ন বিভিন্ন বোর্ড পরীক্ষায় দেওয়া থাকে। তাই এই প্রশ্ন গুলো পড়ে নিবেন।

সৃজনশীল ১ঃ 

সেঁজুতির স্কুলে বার্ষিক লােকশিল্প মেলা চলছিল। সে মেলায় মাটির তৈরি একাধিক পুতুল জমা দেয়। সেগুলাে একটি গ্রামীণ পরিবারকে প্রতিনিধিত্ব করে। দর্শনার্থী; বিচারক এবং প্রতিযােগী সবাই। মুগ্ধ হয়ে দেখেন এটি। একজন মন্তব্য লেখেন, আমাদের লােকশিল্প যে সমৃদ্ধ তা বলে শেষ করার মতাে নয়। কিন্তু সময় ও রুচির পরিবর্তনে তা আজ বিলুপ্তপ্রায়। আমাদের সকলের এখনই এর প্রতি নজর দেওয়া উচিত। নইলে অচিরেই এ শিল্প ধারাকে আমরা হারা।

ক. শিল্পগুণ বিচারে আমাদের কুটিরশিল্প কোন শিল্পের মধ্যে পড়ে?
খ. বর্ষাকাল নকশি কাঁথা তৈরির জন্য উপহূত সময় কেন?
গ. সেঁজুতির উদ্যোগ আমাদের লােকশিল্পের কোন কারিগরের শিল্পকে প্রতিনিধিত্ব করে? ব্যাখ্যা করাে।
ঘ. উদ্দীপকে লােকশিল্প বাচিয়ে রাখার যে তাগিদ অনুভূত হয়েছে তা আমাদের লােকশিল্প’ প্রবন্ধের লেখকের বক্তব্যকে সমর্থন করে কি? তােমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

সৃজনশীল ২ঃ 

রাইসা তার মামার বাসায় বেড়াতে গিয়ে দেখে, তার মামার ঘরের অধিকাংশ আসবাবপত্র বাঁশ ও বেতের তৈরি। ঘর সাজাতেও তিনি নানা রকম বাঁশ-বেতের দ্রব্যাদি ব্যবহার করেছেন। রাইসা তার মামার বুচিবােধের প্রশংসা করলে মামা বলেন, “এগুলাে শুধু রুচিবােধের বিষয় নয়, এর সাথে আমাদের অর্থনীতিরও সম্পর্ক রয়েছে।”

ক. বরিশালের কীসের কাজ বেশ নিপুণতার দাবি রাখে?
খ. হাসিয়া বলতে কী বােঝায়?
গ. রাইসার মামার ব্যবহৃত দ্রব্যাদি আমাদের লােকশিল্প’ প্রবন্ধে উল্লিখিত কোন শিল্পটির প্রতিনিধিত্ব করে? ব্যাখ্যা করাে।
ঘ. রাইসার মামার মন্তব্যটি আমাদের লােকশিল্প’ প্রবন্ধের আলােকে মূল্যায়ন করাে।

আমাদের লোকশিল্প সৃজনশীল প্রশ্ন উত্তর

উপরের দেওয়া সৃজনশীল প্রশ্নের উত্তর গুলো এখানে দেওয়া হয়েছে। যারা নিজে নিজে উত্তর লিখতে পারবেন না, এখান থেকে আমাদের লোকশিল্প সৃজনশীল প্রশ্ন উত্তর দেখে নিন।

উত্তর ১ঃ 

ক। শিল্পগুণ বিচারে আমাদের কুটিরশিল্প লােকশিল্পের মধ্যে পড়ে।

খ। বর্ষাকালে গ্রামের মেয়েদের ঘর-সংসারের কাজ কম থাকে বলে তা নকশি কাঁথা তৈরির উপযুক্ত সময়।নকশি কাথা আমাদের একটি গ্রামীণ লােকশিল্প। গ্রামের সুচিকর্মে নিপুণ নারীরা বর্ষণমুখর দিনের অবসরে এসব শৌখিন কাঁথা সেলাই করে। বর্ষাকালে মেয়েদের সংসারে কাজের চাপ কম থাকে বলেই এটি নকশি কাঁথা তৈরির উপযুক্ত সময়।

গ।

সেঁজুতির উদ্যোগ আমাদের লােকশিল্প’ প্রবন্ধের মৃৎশিল্পের কারিগরদের শিল্পকে প্রতিনিধিত্ব করে।

আমাদের লােকশিল্প’ প্রবন্ধে প্রাবন্ধিক বাংলাদেশের লােকশিল্পের নানান দিক নিয়ে আলােচনা করেছেন। তিনি লক্ষ করেছেন এখনাে আমাদের দেশে লােকশিল্পের চর্চা অব্যাহত রয়েছে। এসব শিল্পসামগ্রী আমাদের গর্বের বস্তু। এসব লােকশিল্পের একটি ঐতিহ্যবাহী অনুষ হলাে মৃৎশিল্প। এদেশের মৃৎশিল্প গুণে ও মানে অনন্য।

উদ্দীপকের সেঁজুতির স্কুলে বার্ষিক লােকশিল্পের মেলা চলছিল। সেঁজুতিও তাতে অংশগ্রহণ করে। সে এ মেলায় মাটির তৈরি একাধিক পুতুল জমা দেয়। এসব পুতুল প্রকৃতপক্ষে মৃৎশিল্পের পরিচয় বহন করে। বস্তুত এদেশের মৃৎশিল্পের চর্চা বহুকাল ধরে চলে আসছে। এটিই এদেশের লােকশিল্পের সবচেয়ে প্রাচীন ধারা। প্রাচীনকাল থেকে আজ অবধি শিল্পীরা বংশপরম্পরায় এ শিল্পের চর্চা করে আসছে। আলােচ্য প্রবন্ধেও এ বিষয়ে আলােকপাত করা হয়েছে। সে বিবেচনায়

উদ্দীপকের সেঁজুতির কর্মকাণ্ড, মৃৎশিল্পের কারিগরদেরই প্রতিনিধিত্ব করে।

ঘ।

উদ্দীপকে লােকশিল্প বাঁচিয়ে রাখার যে তাগিদ অনুভূত হয়েছে, তা আমাদের লােকশিল্প’ প্রবন্ধে প্রকাশিত লেখকের বক্তব্যকে পুরােপুরি সমর্থন করে।

‘আমাদের লােকশিল্প’ প্রবন্ধের লােকশিল্পকে বাঁচিয়ে রাখার কথা এসেছে। এখানে লােকশিল্পের অতীত ঐতিহ্যকে স্মরণ করে এর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করা হয়েছে। এছাড়া একে রক্ষা করার তাগিদও এ প্রবন্ধে দেওয়া হয়েছে।

উদ্দীপকে উল্লিখিত মন্তব্যে লােকশিল্পকে বাঁচিয়ে রাখার ব্যাপারে সেঁজুতি প্রাণের তাগিদ অনুভব করেছে। পঠিত প্রবন্ধেও লােকশিল্প রক্ষায় সচেতনতা সৃষ্টি ও যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানাে হয়েছে।

উদ্দীপক ও পঠিত প্রবন্ধের মূল ভাবনা, গ্রামীণ লােকশিল্পকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে মািদের পুরােনাে ঐতিহ্যকে টিকিয়ে রাখা। ‘আমাদের লােকশিল্প’ প্রবন্ধে বলা হয়েছে আমাদের লােকশিল্পের একটি অতীত ঐতিহ্য ছিল এবং আমরা সচেতনভাবে কাজ করলে তা পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব। উদ্দীপকের সেঁজুতি এবং মেলায় মাটির পুতুল দেখে মন্তব্যকারী সবাই লােকশিল্পকে বাঁচিয়ে রাখার তাগিদ অনুভব করেছে। তাদের এই মনােভাব আমাদের লােকশিল্প’ প্রবন্ধের লেখকের বক্তব্যকেই সমর্থন করে।

উত্তর ২ঃ 

ক। বরিশালের কাঠের নৌকার কাজ বেশ নিপুণতার দাবি রাখে।

খ। কাঠের তৈরি খাট, পালঙ্ক, খুঁটি, দরজা ইত্যাদিতে যে কারুকার্য করা হয়, সে কাজকে ‘হাসিয়া’ বলে।গৃহনির্মাণের কাজে কাঠের ব্যবহার বহুল প্রচলিত। ঘরের দরজা, খুঁটি, আসবাবপত্র, নৌকা প্রভৃতি জিনিসে কাঠের ব্যবহার দেখা যায়। এ সকল জিনিসে কারুকার্য করে সৌন্দর্য বৃদ্ধি করা হয়। কাঠের জিনিসে এরূপ নকশা বা কারুকার্যকে ‘হাসিয়া’ বলে।

গ।

উদ্দীপকের রাইসার মামার ব্যবহৃত দ্রব্যাদি আমাদের লােকশিল্প প্রবন্ধে উল্লিখিত বাঁশ ও বেতের শিল্পের প্রতিনিধিত্ব করে।

‘আমাদের লােকশিল্প’ প্রবন্ধে কুটিরশিল্পের বিভিন্ন উপাদানের পরিচয় প্রদান করা হয়েছে। কুটিরশিল্পের এসব উপাদানের মধ্যে বাঁশ ও বেতের শিল্প অন্যতম। এই বাঁশ ও বেত দিয়ে প্রাচীনকাল থেকেই নানা রকম ব্যবহার্য সামগ্রী তৈরি হয়ে আসছে। সেগুলাে আমরা ঘর সাজাবার জিনিস থেকে শুরু করে বিভিন্ন প্রয়ােজনীয় কাজে ব্যবহার করি ।

উদ্দীপকে রাইসার মামার ব্যবহৃত সকল তৈজসপত্র বাঁশ ও বেতের তৈরি নানা আকারের এবং ডিজাইনের এসব তৈজসপত্র উন্নত রুচিবােধেরও পরিচায়ক। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের অধিবাসীরা সারাবছরই এ সকল জিনিসপত্র তৈরিতে ব্যস্ত থাকে। রাইসার মামার ঘরের অধিকাংশ আসবাবপত্রই বাঁশ ও বেতের তৈরি। আর এই বাঁশ ও বেতের তৈরি শিল্পের পরিচয় আমাদের লােকশিল্প’ প্রবন্ধেও তুলে ধরা হয়েছে। সে বিবেচনায় রাইসার মামার ব্যবহৃত দ্রব্যাদি আলোচ্য প্রবন্ধের বাঁশ ও বেত শিল্পের প্রতিনিধিত্ব করে।

ঘ।

উদ্দীপকের রাইসার মামার মন্তব্যটি আমাদের লােকশিল্প’ প্রবন্ধের বক্তব্য অনুযায়ী যথাযথ সম্প্রসারণ ঘটাতে পারলে মৃৎশিল্প আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে।

‘আমাদের লােকশিল্প’ প্রবন্ধে লেখক আমাদের লােকশিল্প ও লােক ঐতিহ্যের বর্ণনা দিয়েছেন। আমাদের দেশের মানুষ অবসর কাটানাের জন্যই মূলত লােকশিল্পের চর্চা করে। এসব শিল্প যথাযথভাবে সম্প্রসারণ করে অর্থনৈতিক সংকট কাটানাে যেতে পারে।

উদ্দীপকে রাইসার মামা ঘর সাজানােসহ দৈনন্দিন নানা কাজে বাঁশ ও বেতের তৈরি তৈজসপত্র ব্যবহার করেন। এটা তার রুচিবােধকেই প্রকাশ করে। রাইসার মামার বক্তব্য অনুযায়ী, বাঁশ ও বেতের শিল্প একইসাথে যেমন উন্নত রুচিবােধকে তুলে ধরে সেই সজো এ শিল্পের অগ্রগতিতে আমাদের আর্থিক সংকটও দূর করা সম্ভব। কেননা, ঐতিহ্যের ধারক এ শিল্পের অগ্রগতি বেকার সমস্যা দূর করতেও ভূমিকা রাখে।

উদ্দীপকে রাইসার মামার বক্তব্য এবং আমাদের লােকশিল্প’ প্রবন্ধে লেখকের আশাবাদ ইতিবাচক। এদেশের মানুষের জীবন ও জীবিকার সঙ্গে লােকশিল্পের সম্পর্ক বেশ পুরােনাে। যুগ যুগ ধরে এদেশের কুটির শিল্পের বিভিন্ন জিনিসপত্র নিজেদের চাহিদা মিটিয়েও রপ্তানি হচ্ছে। ঐতিহ্য ও সুনাম ছড়িয়ে দেওয়ার পাশাপাশি এসব শিল্পে জীবিকা নির্বাহেরও ব্যবস্থা হয়। হাজার হাজার মানুষ আছে যারা কাজ করতে চায় অথচ কাজের অভাবে তারা দারিদ্র্যের শিকার হচ্ছে। লােকশিল্পের মাধ্যমে তাদের দরিদ্রতারও অবসান ঘটবে। উদ্দীপকের রাইসার মামার বক্তব্য ও আমাদের লােকশিল্প’ প্রবন্ধে লেখকের আশাবাদ অনুসারে এ কথা বলা যায়, লােকশিল্পের সাথে আমাদের অর্থনৈতিক উন্নয়নেরও সম্পর্ক রয়েছে।

শেষ কথা

আশা করছি এই পোস্ট আপনাদের ভালোলেগেছে এবং এখান থেকে আমাদের লোকশিল্প  গল্প টি পড়তে পেরেছেন। এই রকম শিক্ষাসংক্রান্ত তথ্য পেতে আমার সাথেই থাকুন। এই ওয়েবসাইটে শিক্ষামূলক পোস্ট শেয়ার করা হয়।

আরও দেখুনঃ

এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সৃজনশীল প্রশ্ন উত্তর

তৈলচিত্রের ভূত সৃজনশীল প্রশ্ন ও উত্তর। পিডিএফ